Tag: রবি

  • টাওয়ার আছে নেটওয়ার্ক নেই; ফটিকছড়িতে রবি’র বেহাল অবস্থা

    টাওয়ার আছে নেটওয়ার্ক নেই; ফটিকছড়িতে রবি’র বেহাল অবস্থা

    ফটিকছড়ি প্রতিনিধি: চরম ভোগান্তিতে আছেন ফটিকছড়ির রবি’র গ্রাহকেরা। ঢাকঢোল পিটিয়ে ৪.৫ জি সুবিধার চটকদার বিজ্ঞাপন দিলেও এই ধরনের সেবার ধারে কাছেও নেই তারা। রবি জোন হিসেবে পরিচিত ফটিকছড়ি উপজেলার প্রায়ই মানুষ রবি নাম্বার ব্যবহার করলেও রবি’র ভোগান্তিতে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ গ্রাহক। গ্রাহকসেবায় অনেক পেছনের কাতারে তারা। ঘন ঘন নেটওয়ার্ক আসা যাওয়া, কলড্রপ, নো নেটওয়ার্ক কভারেজ, কল ফেইলড, ফোন করলেই বিনা কারণেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। আবার অনেকের মোবাইল ব্যালেন্স থেকে বিনা নোটিশে টাকা কেটে নেওয়ার বিষয়তো আছেই।

    গত কয়েকদিন ধরে এ সমস্যা চরম আকারে হলেও রবি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে স্থায়ী কোন পদক্ষেপ নেয়নি। মোবাইল ফোনের নেটওয়ার্ক বিপর্যয় চরম আকারে চলে যাওয়ায় সব ধরণের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে অফিসিয়াল কাজকর্ম করাও দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। তবে তুলনামুলক কিছুটা হলেও সচল গ্রামীণ ফোন ও অন্যান্য অপারেটরগুলো।

    জাহেদুল আলম নামে রবি’র এক গ্রাহক জানান, নিজের ঘরের ভিতরও রবি’র নেটওয়ার্ক পাওয়া যায় না।

    জয় চক্রবর্তী অন্য একজন গ্রাহক অভিযোগ করে বলেন, রবি’র খুব বাজে অবস্থা বাসা থেকে টাওয়ার এর দূরত্ব ১০০ মিটার তারপর ও এতো বাজে নেট বলার মতো না।

    রবি’র নেটওয়ার্কের প্রতি ক্ষোভ প্রকাশ কয়েকজন শিক্ষার্থীর জানান, গত দুইদিন ধরে রবি গ্রাহকরা চরম দুর্ভোগে আছি।করোনাকালিন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকলেও আমাদের অনলাইনে ক্লাস চলছে।অথচ রবি’র সঠিক নেটওয়ার্ক না থাকায় বিভিন্ন তথ্য পেতে নানামুখী সমস্যায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    মো: ইসলাম নামে আরো একজন গ্রাহক জানান, রবির নেটওয়ার্ক বিপর্যয়ের ফলে কোন কাজকর্ম করাই সম্ভব হচ্ছে না। ফলে এখন অন্য অপারেটর ব্যবহার করার চিন্তা করতে হচ্ছে।

    এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি এরিয়ায় দায়িত্বরত কর্মকর্তা মো: আইনুল হোসেন বলেন, আমি গ্রাহকের সব অভিযোগ নিলাম।আমরা গতবছর কোভিডের ভিতরে ফটিকছড়ি ও ভূজপুর থানা মিলে ২৮টি টাওয়ার দিছি। আরো সাতটি স্থাপন করা হবে। আমরা গ্রাহকের সুবিধার্থে এসব টাওয়ার স্থাপন করছি। আমি আপনার (প্রতিবেদক) অভিযোগটি গুরুত্ব সহকারে নিলাম।কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • রবিতে ১৫ জিবি ফ্রি ডাটা পাবে চবি শিক্ষার্থীরা

    রবিতে ১৫ জিবি ফ্রি ডাটা পাবে চবি শিক্ষার্থীরা

    চবি প্রতিনিধিঃ অনলাইন ক্লাসের জন্য প্রতি মাসে ১৫ গিগাবাইট (জিবি) ইন্টারনেট ডাটা পাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। দেশের অন্যতম মোবাইল সিম অপারেটর রবি এ সেবা প্রদান করবে। বিনামূল্যে এ সেবা প্রদান করবে চবি প্রশাসন।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খরচ বেঁচে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এসব বেঁচে যাওয়া অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যানার্থে ব্যয় করা হবে।

    তিনি আরও বলেন, সকল শিক্ষার্থী যেন অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ডাটা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এতে আমরা পাশে পেয়েছি বাংলাদেশের অন্যতম মোবাইল সিম কোম্পানি রবিকে। তাঁদের সাথে আমাদের চুক্তি হয়েছে। শীগ্রই এ সিদ্ধান্ত বাস্তবয়ন করা হবে।

    উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়। কিন্তু নেটওয়ার্ক সমস্যা ও আর্থিক অস্বচ্ছলতার কারণে অধিকাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে ব্যর্থ হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

  • ভক্তদের সঙ্গে কথা বলবেন জয়া

    ভক্তদের সঙ্গে কথা বলবেন জয়া

    নজরকাড়া অভিনয় দিয়ে দুই বাংলার শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব এখন জয়া আহসানের ঝুলিতে। তাই শুধু দেশেই নয় কলকাতাতেও তার ভক্তের সংখ্যাও অসংখ্য। এই ভক্তরা চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা পান না জয়ার ভক্তরা। এবার এলো সেই সুযোগ।

    জনপ্রিয় এ অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে পারবেন যে কেউ। শুধু তাই নয়, তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও উত্তর জানা যাবে জয়া আহসানের কাছ থেকেই।

    আজ রাত ৮ টা থেকে ভক্তদের ফোনের অপেক্ষায় থাকবেন জয়া আহসান। এ সময় যে কোনো রবি বা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ ডায়াল করলেই কথা বলা যাবে এ অভিনেত্রীর সঙ্গে।

    এ বিষয়ে জয়া আহসান বলেন, ভক্তদের সঙ্গে গল্প করার জন্য লাইভ এন্টারটেইনমেন্ট, রবি ও এয়ারটেল আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। আমার দর্শক ও ভক্তদের সঙ্গে আড্ডা দেবো। আমি শুধু আপনারদের অপেক্ষায় থাকবো।

    এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত ছবিটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত। বাংলাদেশের ঐতিহ্যবাহী সার্কাস শিল্প নিয়ে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। আসছে বাংলা নববর্ষে দেশে মুক্তি পাবে ছবিটি।

  • প্রথম কিস্তির ২৭ কোটি টাকা জমা দিয়েছে রবি

    প্রথম কিস্তির ২৭ কোটি টাকা জমা দিয়েছে রবি

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিরীক্ষা বাবদ পাওনার প্রথম কিস্তি ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা।

    বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ কিস্তির প্রথমটি আজ মঙ্গলবার জমা দেয় রবি। গত ৫ জানুয়ারি হাইকোর্ট রবিকে বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধের নির্দেশ দেন।

    এই কিস্তি জমা দেওয়ার ফলে রবির ওপর থেকে সরঞ্জাম আমদানি ও প্যাকেজ অনুমোদনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। ফলে প্রতিষ্ঠানটির বিনিয়োগে আর বাধা থাকছে না।

    তবে, অপর মোবাইল অপারেটর গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা থাকছেই। নিষেধাজ্ঞা তুলতে গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের জন্য বলেন। এ জন্য গ্রামীণফোনের হাতে সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।