Tag: রবিউল আউয়াল

  • মুসলিম জাতিকে ঐক্যের প্লাটফরমে জড়ো করার মাস রবিউল আউয়াল

    মুসলিম জাতিকে ঐক্যের প্লাটফরমে জড়ো করার মাস রবিউল আউয়াল

    ২৪ ঘণ্টা সংগঠন সংবাদ : আজ সমগ্র বিশ্বের অনৈক্যের রজ্জুয় দোদুল্যমান। মুসলিম জাতিকে ঐক্যের মজবুত প্লাটফরমে জড়ো করার দীপ্ত শপথ গ্রহণের মাস হলো মাহে রবিউল আউয়াল। তাই যথাযোগ্য মর্যাদায় এই মাসকে পালন করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।

    বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) এর স্মরণে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এভাবেই মত প্রকাশ করেন।

    তারা বলেন, পৃথিবীর মানুষ যেখানে এক পশলা শান্তির জন্য দিক বিদিক ছোটাছুটি করছে, শান্তি নামের অশান্ত কড়াইয়ে উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে প্রতি নিয়ত। সেখানে একমাত্র শান্তির অগ্রদুত প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শই নিশ্চিত করতে পারে কাঙ্খিত শান্তি নামের শ্বেত কপোতটিকে।

    আজ রবিবার (১৮ অক্টোবর) বিকালে হাজি আব্দুল মালেক মার্কেটস্থ কার্যালয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পবিত্র ইদে মিলাদুন্নবী (দরুদ), হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (র.) স্মরণে সংগঠনের সভাপতি ফজল করিম কোম্পানি এর সভাপতিত্বে এবং সৈয়দ জিয়াউদ্দীনের সঞ্চালনায় চতুর্থ বারের মতো আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

    এতে অতিথি ও আলোচনায় অংশগ্রহণ করেন গাউছিয়া হক কমিটি প্রবাসী সদস্য ও পরিচালক মোরশেদ রিমন, সমাজসেবক মুহাম্মদ আইয়ুব, হাজী মুহাম্মদ আব্দুনবী, মুহাম্মদ আবু আহমদ সও, মুহাম্মদ নুরু, মুহাম্মদ মাহবুল আলম সওদাগর, মওলানা মুহাম্মদ আব্দুল মন্নান আনছারী, উপদেষ্টা জাহাঙ্গীর কন্ট্রাক্টার, প্রবাসী জিয়াউদ্দীন সানি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকার জাহেদুল আলম, মুহাম্মদ মাসুদ, সংগঠনের সাধারণ সম্পাদক ওমর সানী সাব্বী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তান্বী, অর্থ সম্পাদক বোরহান উদ্দীন, মইনুল হাসান ফারুক, মওলানা ইকবাল হোসেন, শায়ের জিয়াউদ্দিন, মুহাম্মদ মিজান, মুহাম্মদ আরমান, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ নুরুল আলম, সৈয়দ তসলিম উদ্দিন, সেকান্দর মিয়া, দিদারুল আলম, মোস্তাক মিয়া চৌধুরী প্রমুখ।

    বক্তারা আরো বলেন, এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হলে আউলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে।

    মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে।

    হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (র.), বিশ্বঅলি শাহানশাহ্ জিয়াউল হক মাইজভান্ডারী ও হক্কানী পীর মাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন। তাই আজকের সমাজ থেকে বিদ্যমান হিংসা-বিদ্ধেষ, খুন রাহাজানী থেকে মুক্তি পেতে বিশ্বঅলি শাহানশাহ ও হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারী আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য।

    এলাকায় একটি আলোকধারা পাঠাগার ও কম্পিউটার সেন্টার করার প্রস্তাব দেন আলোকধারা পাঠাগারের পরিচালক মোরশেদ রিমন। পরে মিলাদ কিয়াম ও মোনাজাতের পর তাবারুক বিতরন করা হয়।

    ২৪ ঘণ্টা/

  • পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১০ নভেম্বর

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১০ নভেম্বর

    দেশের আকাশে আজ ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ নভেম্বর রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। ৩০ অক্টোবর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

    এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মো. আনিছুর রহমান।

    সভায় ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিসহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    সভায় পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

    মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়ে থাকে।