Tag: রাউজানে

  • রাউজানের ডাবুয়ায় ১২শ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    রাউজানের ডাবুয়ায় ১২শ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন।

    বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ডাবুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী৷

    ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুউদ্দিন চৌধুরী সাবু।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। ইউপি সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান টিপু, ইউপি সচিব শওকত আকবর, ইউপি সদস্য জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মিঠু শীল, শাহ আলম, শাহাদাত হোসেন, আসাদ হোসেন, আজাদ হোসেন, ওবাইদুল হক, ইয়াছমিন আক্তার, ইসমিত জাহান শাহীন, জনি বেগম, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহমুদ, নাছির উদ্দীন, আরমান সিকদার, শরীফুল হক মুন্না, তীর্তধরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    ২৪ ঘন্টা/নেজাম রানা

  • রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

    রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার উদ্যোগে রাউজান মোহাম্মদপুর এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে ৭নং রাউজান ইউনিয়ন পরিষদে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোহাম্মদপুর রমজান আলী হাট শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,সাংবাদিক শফিউল আলম, কুয়েত জিলিব আল্ সুয়েখ ১নং শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যু্বলীগ নেতা এনামুল হক এনাম, নুরুল আজিজ মিজান, আজম খাঁন,কামাল উদ্দিন, ইসমাইল,জিয়াউল হক টিপু, রাউজান উপজেলার সমন্বয়কারী মামুন মিয়ান, তরিকুল ইমলাম,আক্কাছ উদ্দিন মানিক, কাজী আসলাম,সাজ্জাদ হোসেন প্রমুখ।

    পরে মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার প্রসারে অবদান রাখায় মাওলানা একে এম বেলালা হোসাইন মাইজভাণ্ডারীকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/

  • রাউজানে গেম খেলতে বারণ করায় অভিমানে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

    রাউজানে গেম খেলতে বারণ করায় অভিমানে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

    ‘ফ্রি ফায়ার গেমসে সন্তানের মাত্রাতিরিক্ত আসক্তি দেখে মা বকা দেওয়ায় মো. সিফাত (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

    বৃহস্পতিবার (৩১ শে মার্চ) বিকেল ৪ টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সমদ আলী সিকদার পাড়ার জহির মেস্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।

    সিফাত এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের পুত্র। সে মগদাই বাজারস্থ উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

    পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইলে ‘ফ্রি ফায়ার গেম’ খেলতে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নিজ শয়নকক্ষে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্নহনন করে।

    পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিফাত পরিবারের দুই ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় ৷

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, পশ্চিম গুজরায় একটি আত্নহত্যার ঘটনার ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

    রাউজান থানার উপ-পরিদর্শক (এস আই) মনির বলেন, ‘ফ্রি ফায়ার গেম’ আসক্তির কারণে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব

  • রাউজানে সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন

    রাউজানে সূর্য সেনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন

    ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে মাস্টারদার জন্মধন্য রাউজানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

    সূর্য সেনের ৮৮তম ফাঁসি দিবসে চট্টগ্রামের রাউজান সদরে অবস্থিত মাস্টার দা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

    এরপর রাউজান উপজেলা আওয়ামীলীগ,অঙ্গসংগঠন, রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।

    মাস্টার দা’সূর্য সেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে সূর্য সেন কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

    উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাধন পালিত,আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, আব্দুল লতিফ,তছলিম উদ্দিন, যুবলীগ নেতা তপন দে।

    এছাড়াও রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম,প্রদীপ শীল, জাহাঈীর নেওয়াজ,নেজাম উদ্দিন রানা, শাহাদাত হোসেন সাজ্জাদ,আরফাত হোসাইন প্রমুখ।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/প্রিন্স

  • রাউজানে সর্প দংশনে চার সন্তানের জননীর মৃত্যু

    রাউজানে সর্প দংশনে চার সন্তানের জননীর মৃত্যু

    ২৪ ঘণ্টা রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সর্প দংশনে ফুলপড়ি আচার্য্য (৪০) নামের চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

    সে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটের দক্ষিণে আচার্য্য বাড়ির লক্ষ্মী কান্ত আচার্য্যর স্ত্রী।

    স্থানীয় রুবেল বৈদ্য জানান, মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূ ফুলপড়ি আচার্য্যকে সর্প দংশন করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে নোয়াপাড়া পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়।

    তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে বিবাহিত জীবনে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জননী।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হয়।

    ২৪ ঘণ্টা/নেজাম/রাজীব

  • রাউজানে প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে আর নেই, বিভিন্ন মহলের শোক

    রাউজানে প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে আর নেই, বিভিন্ন মহলের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে পাহাড়তলী ইউনিয়নের শতবর্ষোত্তীর্ণ প্রাচীন বিদ্যাপীঠ মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাখাল চন্দ্র দে (৭৫) পরলোক গমন করেছেন।

    রবিবার বেলা সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। ১৪ জুন রবিবার বিকেলে শেষকৃত্য অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়।

    শিক্ষক রাখাল চন্দ্র দে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মৃত তার চরণ দে’র পুত্র। তিনি মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

    পরে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০০৮ সালে তিনি অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, শিক্ষক মন্ডলী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ নানান সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা গুনী এই শিক্ষকের প্রয়াণে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

  • রাউজানে করোনা উপসর্গে যুবকের মৃত্যু/ দাফন-কাফনে এগিয়ে এল এমপি’র স্বেচ্ছাসেবক টিম

    রাউজানে করোনা উপসর্গে যুবকের মৃত্যু/ দাফন-কাফনে এগিয়ে এল এমপি’র স্বেচ্ছাসেবক টিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে করোনা উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে মোহাম্মদ এরশাদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মরহুম নাজমুল হুদা চৌধুরী বাড়িস্থ মোহাম্মদ ইদ্রিচের পুত্র।

    গতকাল ১৩ জুন শনিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর এরশাদকে প্রথমে রাউজান গহিরাস্থ জে কে মেমোরিয়ালে নিয়ে যায় তার স্বজনরা। এ সময় এরশাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার করোনা করোনা পরীক্ষার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

    পরে এরশাদকে নিয়ে তার স্বজনরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    এরশাদের মৃত্যুর সংবাদ জানতে পেরে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যাবস্থাপনায় রাউজানে করোনা আক্রান্ত ব্যক্তিদের লাশ দাফন-কাফনে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে সমন্বয়ক সাইদুল ইসলামসহ টিমের সদস্যরা এরশাদের লাশ দাফন-কাফন কাজের প্রস্তুতি নেন।

    ১৪ জুন রবিবার সকাল পৌনে দশটার দিকে মোহাম্মদপুর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল আবদুল জলিল শাহ (রহ:) এর মাজার চত্বরে নামাজে জানাজা স্বেচ্ছাসেবী টিমের সদস্য ও উপজেলা জামে মসজিদের খতিব মৌলানা এম এ মতিনের ইমামতিতে সম্পন্ন হয়। জানাজা শেষে লাশের দাফন কাজ সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।

    এ সময় বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ, সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা মোহাম্মদ ছাবের, স্বেচ্ছাসেবী টিমের নাছির উদ্দিন, বখতেয়ার, শফি, সম্রাট, ইউসুফসহ এরশাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মোহাম্মদপুর গ্রামের মরহুম নাজমুল হুদা চৌধুরী বাড়ীর মোহাম্মদ ইদ্রিচের তিন সন্তানের মধ্যে এরশাদ ছিল পরিবারের বড় সন্তান। ২০০৭ সালে এসএসসি পাশের পর ইউএসটিসি থেকে বিবিএ সম্পন্ন করে ব্যাবসায় জড়িয়ে পড়েন এরশাদ।

    বন্ধু বৎসল ও বিনয়ী হিসেবে এলাকায় সকলের প্রিয় পাত্র ছিল সে। গত কিছুদিন যাবৎ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেয়।

    রাউজান সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকার এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট জনিত কারণে শনিবার রাতে এরশাদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এরশাদ খুবই শান্ত প্রকৃতির ছিল।

    তার মৃত্যুর পর সাংসদ ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে টিমের সদস্যরা দাফন-কাফনে অংশ নেয়।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • অধ্যাপক ড. সুমন বড়ুয়ার উদ্যোগে রাউজানের হোয়ারাপাড়ায় দুই শতাধিক পরিবারে মানবিক উপহার বিতরণ

    অধ্যাপক ড. সুমন বড়ুয়ার উদ্যোগে রাউজানের হোয়ারাপাড়ায় দুই শতাধিক পরিবারে মানবিক উপহার বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া গ্রামে করোনাকালীন সময়ে দুই শতাধিক পরিবারে মানবিক উপহার প্রদান করেছে অগ্রসর ফান্ড-জাপান।

    গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের মন্ডপের মহাবোধি চত্ত্বরে শারীরিক দূরত্ব নিশ্চিত করে প্রদান এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

    রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার কৃতি সন্তান, আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী জাপান প্রবাসী অধ্যাপক ড. সুমন বড়ুয়া ও তার সহধর্মিণী অধ্যাপক স্মৃতি বড়ুয়ার উদ্যোগে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও অগ্রসার ফাণ্ড-জাপানের যৌথ পরিচালনা এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সার্বিক সহযোগিতায় বৃহত্তর হোয়ারাপাড়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ধর্মাবলম্বীর দুই শত পরিবারকে উপহার স্বরূপ নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।

    উপহার বিতরণ অনুষ্ঠানে আর্শীবানী প্রদান করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি শ্রীমৎ সুনন্দ মহাথের।

    বক্তব্য রাখেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সুমিত্তানন্দ থের, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজ হিতৈষী স্বপন কান্তি বড়ুয়া।

    জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুমেধানন্দ, আওয়ামী লীগ নেতা ডা.স্বপন বড়ুয়া।

    একই দিন সংগঠনের উদ্যোগে কুমিল্লা জেলার বরুড়া থানার লগ্নসার গ্রামে ও সিলেট জেলার আখালিয়া নয়াবাজার এলাকায় মানবিক উপহার প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজানে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে এবার উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

    রাউজানে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে এবার উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জনজীবনে ভোগান্তির শেষ নেই। অনেকের আয়-রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে সংসারের ভরণ-পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষ।

    দুর্ভোগময় এ দিনে মানুষের ভোগান্তিতে মরার উপর খড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিল। সাম্প্রতিক সময়ে রাউজানের অধিকাংশ বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিল নিয়ে তাদের এন্তার অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে রাউজানের সাংসদপুত্রের দৃষ্টি আকর্ষণ করেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টির বিষয়টি দৃষ্টিগোচর হলে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে কথা বলার জন্য সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমকে নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী।

    সাধারণ মানুষের এসব দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর নির্দেশনায় আজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে সাক্ষাত করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিম।

    এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব উপস্থিত ছিলেন।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেন, সম্প্রতি মনগড়া বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই বিষয়ে রাউজানের সাংসদপুত্র, তরুণ প্রজন্মের প্রিয়মুখ ফারাজ করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষন করেন।

    পরে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের সাথে কথা বলার নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী। উনার নির্দেশে আমরা গ্রাহকদের অভিযোগগুলোর বিষয়টি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের কাছে তুলে ধরেছি।

    প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদ বলেছেন, যাদের এই ধরণের অভিযোগ আছে তাদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি২ এর পক্ষ থেকে “বিদ্যুৎ বিল সমন্বয়ক সেল” নামের একটি টিম গঠন করা হয়েছে।

    যারা হেল্প ডেস্ক টিমের মাধ্যমে অভিযোগ নিয়ে গেছে তাদের সকলের বিলের ভুলত্রুটি গুলো সংশোধন করা হয়েছে, এবং পরবর্তীতে গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিল সমন্বয় সেল টিমের মাধ্যমে সুরহা করা হবে।

    ২৪ ঘণ্টা/নেজাম উদ্দিন রানা/আর এস পি

  • রাউজানে আরও ৬৮ পরিবার পেল শ্যামল পালিতের উপহার

    রাউজানে আরও ৬৮ পরিবার পেল শ্যামল পালিতের উপহার

    ২৪ ঘণ্টা ডট সংগঠন সংবাদ : চট্টগ্রামের রাউজানে আরও ৬৮ টি গরীব, দুস্থ ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত।

    রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের গুজরা গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের গৃহবন্দি ও কর্মহীন ৬৮ পরিবারের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন।

    আজ রবিবার সকাল ১০টায় রাউজান শ্রী শ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ মন্দিরের ফজলে করিম সরোবর সংলগ্ন মাঠে এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আদ্যাপীঠ মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী, বিশ্বজিত চৌধুরী, লিটন বিশ্বাস ও সাধন দাশ প্রমূখ।রাউজানে শ্যামল পালিতের উপহার

    খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, ১টি সাবান, চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী।

    উল্লেখ্য, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল পালিত ব্যক্তিগত উদ্দ্যোগে উপজেলার চিকদাইর, সুলতানপুর, রাউজান ইউনিয়ন ও পূর্ব গুজরা ইউনিয়নের এপর্যন্ত ৪শতাািধক পরিবারের মাঝে এক মাসের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এছাড়াও পরবর্তীতে নোয়াপাড়া ও বিনাজুরী ইউনিয়নসহ আরো বেশ কিছু ইউনিয়নে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার পালিত।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    রাউজানে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চোধুরী এমপি নিজের হাতে প্রতিবন্ধী ও এতিমদের খাদ্য সহায়তা প্রদান করেন।

    রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজান এবং ব্রাদার্স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় গতকাল ১০ মে রবিবার উপজেলা অডিটোরিয়ামে অসহায় সাড়ে ৩শ এতিম ও প্রতিবন্ধীর মধ্যে এসব খাদ্য সহায়তা তুলে দেন তিনি। 

    জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংসদ ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতা ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় রাউজান উপজেলার প্রতিবন্ধী ও এতিমদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের উদ্দ্যেগ নেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

    এরই অংশ হিসেবে গতকাল রবিবার রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম। এসময় তিনি অসহায় প্রতিবন্ধিদের সাহায্যার্থে  সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে প্রায় সাড়ে তিনশ এতিম ও প্রতিবন্ধীদের হাতে খাদ্য তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগ, ছাত্র নেতা দীপলু দে দীপু।

    ব্রাদার্সের সাধারন সম্পাদক শোয়েব ইমরানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, ব্রাদার্স সভাপতি শাহাদাত রিফাত, পৌর যুবলীগ সেক্রেটারী জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, শাওন দে, ইমতিয়াজ জামাল, নকিব, চিশতি, ফাহিম, নয়ন, মিনহাজ, সোহেল, রিয়াদ, এরফান সৌরভ, সাইমন, সাজ্জাদ, হাসান মির্জা ফাহিম, সাকিব রাজিন, কায়সার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/ আর এস পি

  • রাউজানে করোনা আক্রান্ত সিএনজি চালক, বাড়ি লকডাউন

    রাউজানে করোনা আক্রান্ত সিএনজি চালক, বাড়ি লকডাউন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ডাবুয়া ইউনিয়নে এক সিএনজি চালকের নমুনা পরীক্ষায় একটিতে নেগেটিভ এবং অপরটিতে করোনা পজেটিভ এসেছে। তার বাড়ি লকডাউন করে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

    জানা গেছে, কিছুদিন পূর্বে ওই সিএনজি চালকের শরীরে জ্বর অনুভব হওয়ায় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। তবে ঔষধ সেবনের পরও শরীরের জ্বর না কমায় তার নমুনা সংগ্রহ করা হয়।

    আজ ১০ মে রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে তার নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়। তবে বর্তমানে সিএনজি চালকের শরীরে করোনার কোন উপসর্গ নেই। এরপরও তাকে হোম কোয়ারিন্টনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

    হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যাতে তার পরিবারে খাদ্য সংকট না হয় সেজন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তার পরিবারে প্রদান করা হয়।

    বিষয়টি নিয়ে কথা বলার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীনের মোবাইলে ফোন করলে কল রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এদিকে ওই সিএনজি চালকের নমুনায় একটিতে নেগেটিভ আর একটিতে পজেটিভ আসায় আগামীকাল সোমবার পুনরায় তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি