Tag: রাউজানের

  • মানবসেবায় এবার স্বেচ্ছাসেবকের ভূমিকায় রাউজানের সাংসদ ফজলে করিম!

    মানবসেবায় এবার স্বেচ্ছাসেবকের ভূমিকায় রাউজানের সাংসদ ফজলে করিম!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের তরুণ রাজনীতিবিদ, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যাবস্থাপনায় আল আমিন কমিউনিটি সেন্টারে প্রতিদিন তৈরি হচ্ছে কয়েক হাজার প্যাকেট সেহেরির খাবার।

    চট্টগ্রাম শহর জুড়ে ব্যতিক্রমী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে করোনা ভাইরাস রোগীদের সেবা প্রদানে ফ্রন্টলাইনে থাকা চট্টগ্রামের ২ হাজার চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরো রমজান মাস জুড়ে সেহরি খাওয়ানোর জন্য এ আয়োজন।

    রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সহ সভাপতি সুমন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামসহ খাবার প্যাকেটজাত কাজে ব্যস্ত বেশ কিছু সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

    করোনা যুদ্ধে প্রাণ হারানো প্রথম চিকিৎসক ডা. মঈনের স্মৃতির প্রতি ভালোবাসা জানিয়ে মানবিক এ কাজে এবার সরাসরি স্বেচ্ছাসেবকের ভুমিকায় রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

    পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে রাউজান উপজেলার দায়ার ঘাটাস্থ আল আমিন কমিউনিটি সেন্টারে হাজির হন তিনি। সাংসদের উপস্থিতিতে গাড়ীর পাশে ছুটে যান নেতাকর্মী ও সেহেরির খাবার তৈরিতে ব্যস্থ স্বেচ্ছাসেবকরা।

    সবার সাথে কুশল বিনিময় শেষে সাংসদ ফজলে করিম চৌধুরী সরাসরি চলে যান রান্না ঘরে। একদিকে রান্নার কাজ চলছিল অন্যদিকে লম্বা টেবিলের দুইপাশে দাঁড়িয়ে ত্রিশ জনের মতো স্বেচ্ছাসেবক তখন খাবার প্যাকেট তৈরির কাজে ব্যস্ত।

    সাংসদ সেখানে ঢুকেই প্রথমে স্বেচ্ছায় মানবিক এই কাজে অংশ গ্রহণ করায় ধন্যবাদ জানালেন স্বেচ্ছা সেবকদের। এরপর হাতে গ্লাভস লাগিয়ে তিনি স্বেচ্ছা সেবকদের উদ্দেশ্যে বললেন, আমিও তোমাদের সাথে হাত লাগাই, আমাকে প্যাকেট দাও।

    এরপর সাংসদ নিজেই স্বেচ্ছাসেবকদের কাতারে দাঁড়িয়ে খাবারের বক্সে খাবার আইটেমগুলো তুলে দেন। একজন সাংসদ হয়েও ফজলে করিম চৌধুরীকে খাবার প্যাকেটজাত কাজে অংশ নিতে দেখে আপ্লুত হন কমিউনিটি সেন্টারে উপস্থিত নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকগণ।

    রান্নার কাজ তদারকি করতে আল আমিন কমিউনিটি সেন্টারে সাংসদের আগমনের সংবাদ শুনে সেখানে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলার বিভিন্ন চেয়ারম্যান, উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠন, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

    সাংসদের মানবিক কাজের মুহুর্তগুলি ফ্রেমবন্দী করতে অনেকেই মোবাইলে ছবি তোলা শুরু করতে দেখে সাংসদ তাদের উদ্দেশ্যে বলেন, ছবি তোলার প্রয়োজন নেই। সবাই যদি এসব মানবিক কর্মকান্ডে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী দেশে করোনা নিয়ন্ত্রণে যে উদ্যোগ নিয়েছেন তা সার্থক হবে।

    দীর্ঘক্ষণ সাংসদ খাবার প্যাকেট তৈরী শেষে খাবার সরবরাহে নিয়োজিত গাড়ীতে নিজেই খাবার প্যাকেট ও সুপেয় পানির বোতলগুলো তুলে দেন।

    এ সময় তিনি সেখানে উপস্থিত মানসিক প্রতিবন্ধী ফারুককে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে খাবার তৈরী কার্যক্রমে তার জমানো দুই হাজার টাকা প্রদান করায় তাকে ধন্যবাদ জানান।

    পাশাপাশি সবাইকে অনুরোধ করেন, কাউকে হেলা করবেননা। কারণ দেশের এই কঠিন সময়ে একজন প্রতিবন্ধী হয়েও ফারুক যে কাজটি করেছে তা সমাজের অনেক সামর্থ্যবান মানুষ করতে পারেনি। ভালো কাজ করতে একটি মহৎ হৃদয় লাগে। প্রতিবন্ধী হলেও ফারুক সেই কাজটি করে দৃষ্টান্তের জন্ম দিয়েছে।

    তিনি প্রতিবন্ধী ফারুকের ভবঘুরে জীবনের অবসানকল্পে এবং তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে তাকে জমি প্রদান ও ঘর তৈরী করে দেবেন বলে ঘোষণা দেন।

    সাংসদ ফজলে করিম চৌধুরী সবার উদ্দেশ্য বলেন, করোনা ভাইরাস শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই কঠিন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা কাজ করছি। মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহবানে আমরা রাউজানের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গরীব, অসহায়, দুস্থ ও নিন্ম আয়ের মানুষের পাশে খাদ্য সহায়তা প্রদান করেছি।

    সামাজিক দুরত্ব বজায় রেখে রাউজানে ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

    লকডাউন পরিস্থিতিতে মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে আমরা দৃষ্টি রাখছি। শুধু নিন্মবিত্ত নয় মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে যারা এই পরিস্থিতিতে কষ্টে আছে আমরা তাদেরকেও সহায়তা প্রদান করছি।

    করোনা পরিস্থিতিতে মানবিক কাজে দায়িত্বপালনরত যে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী হাসপাতালগুলোতে জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানবসেবায় নিয়োজিত আছেন তাদের রমজানে সেহেরি খাওয়ানোর জন্য আমার পুত্র ফারাজ করিম চৌধুরী যে উদ্যোগ নিয়েছেন পিতা হিসেবে আমি তাকে নিয়ে গর্ববোধ করছি।

    তার আহবানে সাড়া দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ, সেন্ট্রাল বয়েজ, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানসহ রাউজানের অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেচ্ছায় কাজ করছে। সকলকে মানবিক কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী সেচ্ছাসেবকদের সাথে একই কাতারে গিয়ে মানবিক কাজে অংশ নেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংসদের মানবিক কর্মকান্ডের প্রশংসা করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

    জাতীয় দৈনিক সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান, রাউজানের নন্দীপাড়া নিবাসী সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত তাঁর ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “বাংলাদেশে এই মূহূর্তে এ ধরনের কোনো মানবিক আয়োজন আর কোনো উপজেলা দূরে থাক, জেলাতেও হচ্ছে বলে আমার মনে হয় না।’ মাদার তেরেসা বলেছিলেন, যে জীবন অপরের জন্য না, সেটি কোন জীবন না। সত্যিই তা উপলব্ধি করেছেন ফারাজ।”

    ২৪ ঘণ্টা/নেজাম উদ্দিন রানা/আর এস পি

  • বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

    বাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণার দাবী রাউজানের সাংসদপুত্র ফারাজের

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, উদীয়মান সমাজসেবক ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নয়, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছেন তিনি।

    বিগত কয়েকদিন পূর্বে করোনা ভাইরাস নিয়ে ‘‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন’ স্হগিত রাখার যৌক্তিক দাবী তুলে ধরে একটি স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী। যা বৃহত্তর চট্টগ্রামে সাড়া জাগিয়েছিল।

    এবার সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়েই আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হলেন সময়ের আলোচিত এই সমাজ কর্মী। এবার দেশের সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানিয়েছেন তিনি।

    নিচে ফারাজ করিম চৌধুরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

    ‘‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্কুল বন্ধ দেওয়া হল। আর স্কুল বন্ধের কারণে এখন সবাই ফ্যামেলী নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছে, যা আমাদের সকলের জন্য বিপদজনক। আপনাদের সহযোগিতা ছাড়া সচেতনতা সৃষ্টি করা সম্ভব নয়। একইভাবে আপনাদের সহযোগিতা ছাড়া প্রশাসনের উপর চাপ সৃষ্টি করাও সম্ভব নয়।

    আগামী সপ্তাহ থেকে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হোক। যদি আপনি আমার সাথে একমত হয়ে থাকেন, তবে অবশ্যই এই স্ট্যাটাসটি শেয়ার করবেন।’’

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আর এসপি

  • চিপস কিনতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল রাউজানের মাদ্রাসা শিক্ষার্থীর

    চিপস কিনতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল রাউজানের মাদ্রাসা শিক্ষার্থীর

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় রাউজানের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ১০ মার্চ রাত আনুমানিক পৌণে দশটার দিকে নগরীর চান্দগাঁও এলাকায় ভিক্টোরিয়া পার্ক এর সামনের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    নিহত শাফক্বাত (১২) রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান্দেঁর দীঘির পাড়স্থ শেখ মনছুর আলীর বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবু ছৈয়দের পুত্র।

    নিহত শাফক্বাতের জ্যাটা আবু তাহের বলেন, মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন ভিক্টোরিয়া পার্কে তাদের এক ভাাতিজীর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে পরিবারের সবাই অংশ নেয়। বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে সড়কের বিপরীত অংশে একটি ডিপার্টমেন্টাল স্টোর হতে চিপস কেনার জন্য পরিবারের আরো দুই সদস্যের সাথে বের হয়।

    ফেরার পথে শাফক্বাতের সাথে থাকা দুইজন সড়ক পাড় হয়ে ফিরলেও শাফক্বাত চলন্ত একটি ট্রাক ছুটে আসতে দেখে সড়কের ডিভাইডার অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় চলন্ত ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাফক্কাত।

    দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান নিহতদের পরিবারের সদস্যরা। তাদের গগণবিদারী আহাজারিতে সেখানেই এক হৃদয় বিদারক দৃশ্যের অবদাড়ণা হয়।

    রাতেই নগরীর চান্দগাঁও থানা পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে রাতেই চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

    ১১ মার্চ সকাল সাড়ে এগারটার দিকে নিহতের নামাজে জানাজা এলাকার চান্দ মোল্লা জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাফক্বাত তার পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। নগরীর অক্সিজেন এলাকায় বাসা নিয়ে তার পরিবার থাকতো। স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ট শ্রেণীতে অধ্যায়নরত ছিল সে।

  • রাউজানের সর্তা খালে মাটি কাটার মহা উৎসব চলছে

    রাউজানের সর্তা খালে মাটি কাটার মহা উৎসব চলছে

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সর্তা খাল থেকে অবৈধভাবে এসকেভেটার দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে। চিকদাইর ও নোয়াজিষপুর ইউনিয়নের সীমানা হযরত আকবর শাহ্ সেতু পাশে গভীর ভাবে কাটা হচ্ছে মাটি।

    ঝুঁকিপূর্ণ সে আকবর শাহ্ সেতুসহ খালের আশেপাশে থাকা মানুষের বসত-বাড়ি।চিকদাইর তাঁর মিয়া মেম্বারের বাড়ীর বাসিন্দারা জানান,খালের পাড়ে থাকা তাদের ঘর-বাড়ি প্রতিনিয়ত হুমকির পড়ছে। বর্ষা মৌসুমে পাহাড়ী ঢল আসলে সর্তা খালের ভাঙ্গন সৃষ্টি হয়।

    গত দু”বৎসর পাহাড়ী ঢলে সর্তা খালের তিনটি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়ে মানুষের বাড়ী-ঘর,ফসলী জমি ও রাস্তাঘাট বি বিলীন হয়ে যায়। সর্তার খাল ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড থেকে বাধও নির্মান করা হয়। এভাবে সর্তা খালের মাটি কাটে নিলে আবারো বর্ষা মৌসুমে ভাঙ্গন সৃষ্টি হবে বলে জানান স্থানীয়রা।

    স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এক প্রভাবশালী মহল এসকেভেটার দিয়ে খাল থেকে মাটি কেটে মাটি গুলো প্রকাশ্যে ট্রাক যোগে রাউজান উপজেলা-ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে। খালে পাড়ে থাকা বাসিন্দারা এসব মাটি কাটা বিষয়ে রাউজান উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

  • রাউজানে হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ

    রাউজানে হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : রাউজানে উত্তর সর্ত্তা গ্রামের গাউসুল আযম পীরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দীন হযরত আব্দুল কাদের জিলানী (রাহঃ) এর বার্ষিক ওরশ আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার।

    এ উপলক্ষে উত্তর সর্ত্তা দরগাহ বাজার সংলগ্ন ফুলতলা এলাকায় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্দ্যেগ নিয়েছে ওরশ আয়োজন কমিটি। এর মধ্যে বাদে আসর কোরআন তেলোয়াত,বাদে মাগরিব গাউসে পাকের জীবিনী নিয়ে আলোচনা, বাদে এশায় আখেরী মুনাজাত এবং সর্বশেষে আগত ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হবে।

    এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ওরশে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ফুলতলা ওরশ পরিচালনা কমিটি।

  • রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে-ফজলে করিম

    রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে-ফজলে করিম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের প্রতিভা দেখে আমি অভিভূত। রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে আজ শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

    তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে আমি প্রতিটি স্কুল, কলেজের মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলেছি। আমি মনে করি শিক্ষার্থীরা যথাযথ সুযোগ-সুবিধা পেলে আরো বড় পরিসরে গিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি রাউজানের সুনাম বৃদ্ধি করবে।

    তিনি আজ ২৫ জানুয়ারি শনিবার বিকেলে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ বি এম ফজলে করিম চৌধুরী

    কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং উৎপল কুমার চৌধুরী, আহমেদ হোসাইন ও সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এসিও এ এম হোসাইন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এসএম মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আবুল বশর বি কম, মাসদু হোসেন, এস এম মাহাবুব আলম কোম্পানী, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আহমদ।

    অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, ইউপি প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, এডভোকেট দিপক কান্তি দত্ত, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মফজল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক দিদারুল আলম, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম সোলেমান বাদশা, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান।

    উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মুহাম্মদ ইসমাইল, আয়েশা পারভিন, আহমদ হোসেন, অনুপ কুমার নাথ, পম্পি বিশ্বাস, মুহাম্মদ নুরুল ইসলাম, লালন কান্তি দাশ, কামরুন্নেছা হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আরিফ ইসলাম, সহ সম্পাদক রুবেল বৈদ্য।

    শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ করেন।

  • রাউজানের সৌন্দর্য দেখে মুগ্ধ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

    রাউজানের সৌন্দর্য দেখে মুগ্ধ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপনের লক্ষ্যে শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলায় আসেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। 

    শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় তিনি প্রথমে নোয়াজিষপুর নতুন হাট বাজারে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে নোয়াজিষপুরে নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন করা করেন। সেখান থেকে তিনি অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শুভ উদ্বোধন মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

    প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অনুষ্টানে আসার পথে রাউজানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। দেশকে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক যেভাবে দেখতে চান তারই বাস্তব চিত্র দৃশ্যমান রাউজানে। এজন্য রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই।সরকার মন্ত্রী তাজুল ইসলাম রাউজানের সৌন্দর্য্যে মুগ্ধ

    মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর মাধ্যমে এ দেশের হত দরিদ্র মানুষ স্বপ্ন দেখেছিল একটি উন্নত বাংলাদেশের। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন। তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছে।

    তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সার্বিক উন্নয়নের আন্তরিকভাবে কাজ করে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সে সময় বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতি দিশেহারা হয়ে পড়েছিল। সেই দিশেহারা জাতিকে একটি অভিষ্ট্য লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা হাল ধরেছিলেন।

    বঙ্গবন্ধু দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে এ দেশের সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নয়নের মহা পরিকল্পনা গ্রহণ করেন।রাউজানে সরকার মন্ত্রী তাজুল ইসলাম

    ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসেন তখন দেশের দারিদ্র্যের হার ছিল ৬২ পার্সেন্ট। দেশে বিদ্যুৎ উৎপাদন হতো এগারশ মেগাওয়াট, আমাদের খাদ্যে ঘাটতি ছিল এগার লক্ষ টন, আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত নিন্ম, আমাদের কর্মসংস্থানের সুযোগ ছিল অত্যন্ত সীমিত, শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দূর্বল, স্বাস্থ্য সেবা থেকে মানুষ বঞ্চিত ছিল।

    বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ গ্রামীণ অবকাটামোগত উন্নয়নের জন্য অভূতপূর্ব পদক্ষেপ গস্খহণ করার কারণে দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।

    প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন ও মোহাম্মাদ মোক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপরিচালক ইয়াছমিন পারভিন তিরবীজি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম খাঁন,এ এস এম হোসাইন, আলহাজ্ব ফরিদ আলম চৌধুরী প্রমুখ।

  • রাউজানের নোয়াজিষপুরে হাতিজোড়া খাল খনন শুরু

    রাউজানের নোয়াজিষপুরে হাতিজোড়া খাল খনন শুরু

    ২৪ ঘন্টা ডট নিউজ। নেজাম উদ্দিন রানা, রাউজান : রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের রাউজান-ফটিকছড়ি সীমান্তবর্তী হাতিজোড়া খাল নিয়ে এতদিন দুর্ভোগের অন্ত ছিলনা কৃষকদের।

    রাউজান-ফটিকছড়ি উপজেলা দিয়ে প্রবাহিত এই খালটি এলাকার হাজার হাজার কৃষকের কাছে ‘দুঃখ’ হয়েই ছিল এতদিন। খালের অধিকাংশ স্থানে ভরাট হয়ে যাওয়ায় একদিকে যেমন কৃষিকাজে পানি সংকট দেখা দিয়েছিল অপরদিকে বর্ষা মৌসুমে পানি চলাচল বিঘ্নিত হওয়ায় জলাবদ্ধতা নিয়ে দুর্ভোগের কমতি ছিলনা খালটির আশপাশের এলাকার হাজার হাজার মানুষের।

    এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল খালটি সংস্কারের। অবশেষে এলাকার মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এসেছেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। এলাকার মানুষের ভোগান্তি দুর করতে হাতি জোড়া খাল খনন শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কৃষকরা।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাউজান ও ফটিকছড়ি দুই উপজেলার জন্য গুরুত্বপূর্ণ এই খালের খনন কাজ পরিচালনা করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসএস কর্পোরেশন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে খালটি খননে ব্যয় হচ্ছে ২৫ লক্ষ টাকা।

    ঠিকাদার নজরুল ইসলাম চৌধুরী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাউজানের সাংসদের উদ্যোগে হাতিজোড়া খালটির খনন কাজ এগিয়ে চলেছে। খালটির খনন কাজ শেষ হলে হাজার হাজার কৃষক এর সুফল ভোগ করবেন। পাশাপাশি বর্ষামৌসুমে এলাকার মানুষ জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি পাবে।

  • রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান

    রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহম্মদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)”র ১১৪তম ওরশ শরীফ উপলক্ষে রাউজানের বিভিন্ন সুন্নি মাদ্রাসায় মাইজভাণ্ডারী দর্শনের বই প্রদান করা হয়।

    হক ভাণ্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার উদ্যোগে বিতরণ করা এসব বইয়ের মধ্যে রয়েছে ৩টি পবিত্র কোরআন, গাউছুল আজম মাইজভাণ্ডারীর জীবনী, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী জীবনী, বেলায়াতে মোতলাকা, তোহ্ফাতুল আখইয়ার প্রথম খণ্ড ও ২য় খণ্ড, আলোকধারা, তাওল্লাদে গাউসিয়া। এছাড়াও প্রতিটি মাদ্রাসায় ক্যালেন্ডার প্রদ্রান করা হয়।

    ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভাণ্ডারী দর্শনের বই প্রদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক ভাণ্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, কাজী হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সাদিকুজ্জামান সফি, মাওলানা সাজ্জাদ হোসেন, আবু সৈয়দ, সরোয়ার সিকদার, মোহাম্মদ নুর উদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মোঃ তারেক প্রমুখ।

    এছাড়াও ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায়ও এসব বই প্রদান করা হয়।

  • উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

    উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের উত্তর গুজরা উমা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র ২০২০ইং সালের নতুন বই বিতরণ উৎসব ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় এর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অপু কুমার দাশ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি জমির উদ্দিন বাবুল, সাংবাদিক মো. আলাউদ্দিন, এসএমসি সদস্য রুপন পালিত, পিটিএ সদস্য সুজিত চৌধুরী, বিদ্যালয় এর শুভাকাঙ্খী সুকুমার সেন, প্রাক্তন শিক্ষার্থী রিগান চক্রবর্তী প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক সনজিৎ নন্দী।

  • রাউজানের পূর্ব গুজরায় অগ্নিকান্ড, বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    রাউজানের পূর্ব গুজরায় অগ্নিকান্ড, বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে গেছে। ২৮ ডিসেম্বর শনিবার দুপুর একটার দিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সুরেন্দ্র বৈদ্যের বাড়ির শম্ভু দে’র পরিবারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    এই ঘটনায় প্রবাসী প্রদীপ দে ও কৃঞ্চ দের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রবাসী প্রদীপ দে’র স্ত্রী পূর্ণিমা দে বলেন, দুপুর সাড়ে বারটার দিকে তিনি অসুস্থ স্বামী প্রদীপ দে’কে ডাক্তার দেখাতে নোয়াপাড়া পথেরহাট আসেন। এ সময় পরিবারে থাকা কৃঞ্চ দে’র স্ত্রী স্নান করতে গেলে প্রতিবেশীরা ঘরে আগুণের লেলিহান শিখা দেখতে পান।

    পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুণের তীব্রতা বেশী থাকায় বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের আলমারিতে রক্ষিত নগদ সাত লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, প্রবাসী প্রদীপের পার্সপোর্টসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিষপত্রসহ বিশ লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়।

    প্রবাসী প্রদীপ দে মেয়ের বিয়ে ও ঘরের সংস্কার কাজের জন্য টাকাগুলো রেখেছিলেন। রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় প্রক্যক্ষদর্শীরা।

    খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ওয়ার্ডের ইউপি সদস্য চন্দ্রসেনকে নিয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল ও অন্যান্য সরঞ্জাম প্রদান করার ঘোষণা দেন।

  • রাউজানের রমজান আলী হাটে আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ৫৫ লক্ষ টাকার ক্ষতি!

    রাউজানের রমজান আলী হাটে আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান, ৫৫ লক্ষ টাকার ক্ষতি!

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের সদর ইউনিয়নে আগুনের ঘটনায় তিন ব্যাবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রাউজান ইউনিয়নের রমজান আলী হাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    এতে মোনাফ কোম্পানীর মালিকানাধীন গাউছিয়া ডেকোরেটার্সসহ পাশ্ববর্তী রকি ও রবির রিকসার গ্যারেজসহ দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।  

    স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রমজান আলী হাটে আগুণের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে প্রানান্তকর প্রচেষ্টা চালাতে থাকে। এ সময় রাউজান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দমকল বাহিনীর গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত চারটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনলে বাজারের শতাধিক দোকান অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।

    জানা গেছে, এই ঘটনায় সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতির শিকার হয় আব্দুল মোনাফ কোম্পানীর মালিকানাধীন গাউছিয়া ডেকোরেটার্স। এই ব্যাবসা প্রতিষ্ঠানের ১৯টি জেনারেটরসহ অর্ধ কোটি টাকার ডেকোরেটার্স সামগ্রী সম্পূর্ণ ভষ্মীভূত হয়। পাশাপাশি পাশ্ববর্তী দুটি দোকানের পাঁচ লক্ষাধিক টাকার সরঞ্জামসহ মোট ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

    খরব পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে যান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউপি সদস্য মোঃ জহির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।