Tag: রাউজানের

  • মৃত্যুর ৭দিন পর দেশে ফিরেছে রাউজানের প্রবাসী ওসমানের নিথর দেহ

    মৃত্যুর ৭দিন পর দেশে ফিরেছে রাউজানের প্রবাসী ওসমানের নিথর দেহ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মৃত্যুর এক সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী, বাংলাদেশী কমিউনিটি নেতা ও রাউজানের কৃতি সন্তান আলহাজ্ব মো. ওসমান (৬১)’র লাশ দেশে এসেছে। একটি ফ্লাইটে করে ২৪ নভেম্বর রোববার সকাল ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তার লাশ গ্রহণ করেন স্বজনরা।

    পরে লাশবাহী গাড়ী গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়।

    জানা যায়, গত ১৭ নভেম্বর রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

    আলহাজ্ব মো. ওসমান সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই’র সাধারণ সম্পাদক, গহিরা উচ্চ বিদ্যালয় ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও গহিরা কলেজের উত্তর পার্শ্বস্থ নকীম মিয়াজী বাড়ির মরহুম আলহাজ্ব মুজিবুল হক সওদাগর’র দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    গত শনিবার দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ১টায় সোনাপুর মোহসেনা মসজিদে প্রথম নামাজে জানাজা, রোববার বাদ যোহর চট্টগ্রাম নগরীর পূর্ব মাদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা এবং বিকাল ৪টা ১৫মিনিটে তাঁর নিজ গ্রাম গহিরা আসাদ চৌধুরী বাড়ি জামে মসজিদ ঈদগাঁহ ময়দানে তার তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • রাউজানের পথেরহাট এসআইবিএল’র ২৪তম বর্ষপূর্তি উদযাপন

    রাউজানের পথেরহাট এসআইবিএল’র ২৪তম বর্ষপূর্তি উদযাপন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্যোশাল ইসলামী ব্যাংকের ২৪ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন, সেবা দিয়ে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনই ব্যাংকিং খাতে সফলতার অন্যতম পূর্বশর্ত। কারণ গ্রাহকরাই ব্যাংকের মূল চালিকাশক্তি।

    ২৪ নভেম্বর রবিবার সকালে উপজেলার দক্ষিণ রাউজানের পথেরহাট বাজারস্থ খায়েজ আহমদ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন এভিপি ও শাখা ব্যবস্থাপক ফোরকানুল ইসলাম।

    প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ নাজিম উদ্দিন। অতিথি ছিলেন দৈনিক ভোরের দর্পনের রাউজান প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী।

    শাখার দ্বিতীয় কর্মকর্তা মোহাম্মদ হাসানুল করিম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাহক মোঃ মুছা, মোঃ ইউসুফ, আবু তাহের, নাছির উদ্দিন, লায়লা বেগমসহ নোয়াপাড়া পথেরহাট শাখার কর্মকর্তাবৃন্দ।

    পরে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

  • রাউজানের কদলপুর ইউনিয়নে সেলাই মেশিন পেলেন ১৬ নারী

    রাউজানের কদলপুর ইউনিয়নে সেলাই মেশিন পেলেন ১৬ নারী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ১৬ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

    কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।

    স্থানীয় কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ ভট্টচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী,নাসিরুল হক চৌধুরী ,কাজী সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন জয়নাল, সাইফুল হক চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, ম্যালকম চক্রবতী, সেলিম উদ্দিন, পঙ্কজ ভট্টচার্য্য, ইউপি সদস্য মুরাদুল হক চৌধুরী, নাছির উদ্দিন , আলী আকবর, মোহাম্মদ রাশেদ, ইলিয়াছ মিয়া, আবু তৈয়ব চৌধুরী, জয়নাল আবেদীন, আবদুল করিম, রণিকা ভট্টচার্য্য, জেনু বড়ুয়া,রাশেদা বেগম, মোহাম্মদ লোকমান প্রমুখ।

  • রাউজানের চিকদাইরে মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

    রাউজানের চিকদাইরে মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী শুক্রবার রাউজানের চিকদাইর আব্দুল আলী বেপারী জামে মসজিদ সংলগ্ন হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর ঈদগাহ ময়দানে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) “র চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।

    মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ২ শাখা ও করম আলী হাজীর বাড়ীসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চন্দ্রবার্ষিকী উদযাপন করা হবে।

    আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি চিকদাইর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষে হয়।

    বর্ণাঢ্য র‌্যালীতে মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা যোগে হাজারো মাইজভান্ডারী আশেক ,ভক্ত অংশগ্রহণ করেন। শুক্রবার মাইজভান্ডারী সম্মেলনে দেশবরেণ্য আলেম-ওলামা ও শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন।

  • রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

    রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাউজান উপজেলার ঘেড়া সামশু টিলা নামক দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সূত্র ধরে আজ ২০ নভেম্বর বুধবার ভোরে অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি টিম।

    অভিযানে ডাকাত সর্দার আলমগীরকে আটকের পাশাপাশি দেশিয় তৈরি অন্তত ২০টি অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামশুু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

    এক পর্যায়ে দুস্কৃতিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলমগীর নামে একজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

    রাউজান থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ অস্ত্র উদ্ধার অভিযানে দুস্কৃতিকারীদের হাতে আহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১০টি শর্টগান, ৬টি দেশীয় তৈরি পাইপ গান, তিনটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ১টি গ্যাস গান সদৃশ অস্ত্র, পুরাতন ম্যাগজিন ১টি, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসাসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

  • সড়ক দুর্ঘটনা : ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়া হল না এএসআই রিংকনের

    সড়ক দুর্ঘটনা : ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়া হল না এএসআই রিংকনের

    নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : কর্মস্থল থেকে গত ১১ নভেম্বর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে ছুটে এসেছিল পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) রিংকন বড়ুয়া। তিনদিন পরিবারের সাথে মেতেছিলেন চঞ্চলতায়।

    তিনদিনের ছুটি শেষে গত ১৩ নভেম্বর বুধবার বাড়ি থেকে বিদায় নিয়ে ফিরে গিয়েছিলেন নিজ কর্মস্থল কুমিল্লার চাঁন্দপুরের কচুয়া থানায়। কিন্ত বিধিবাম! কর্মস্থলে পৌঁছার পূর্বেই না ফেরার দেশে পাড়ি জমালেন টগবগে এই তরুণ পুলিশ কর্মকর্তার।

    নিহত রিংকন রাউজান উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বৃহত্তর হোঁয়ারাপাড়ার ছাদাংগরখীল গ্রামের মাহালদরের বাড়ির মৃত আশুতোষ বড়ুয়ার কনিষ্ট পুত্র। বড় ভাই মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবি প্রবাসী। ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বৃহস্পতিবার দেশে ফিরে আসেন ভাই মিটু বড়ুয়া।

    নিহতের প্রতিবেশী বাপ্পী কুমার বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ছুটি শেষে বুধবার নিজ কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেন রিংকন। কর্মস্থলে যোগ দেওয়ার পূর্বেই এক বন্ধুর বাসায় উঠেছিল সে।

    সেখান থেকে বন্ধুর মোটর বাইকে করে যাওয়ার পথেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় মোটরসাইকেলটিকে একটি ট্রাক লরি পেছন থেকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে প্রাণ হারান রিংকন। তবে এই দূর্ঘটনায় রিংকনের বন্ধুটি সৌভাগ্যক্রমে বেঁচে যান। রাতেই তার মৃত্যু সংবাদটি পরিবারের সদস্যদের ফোনে জানান নিজ কর্মস্থল থেকে কেউ একজন।

    এ সময় ছেলে হারানোর শোকে মা কাকলি বড়ুয়ার বিলাপে বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়। বৃহস্পতিবার সকালে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। বিকেল তিনটার দিকে স্থানীয় পূর্বরাম বিহারের মাঠ প্রাঙ্গনে স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে তার লাশের সৎকার প্রক্রিয়া সম্পন্ন হয়।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রিংকন ছোট বেলা থেকেই ছিল সাদাসিধে স্বভাবের। ভালো ছেলে হিসেবে এলাকায় ডাকনাম ছিল তার। এস.এস সি পাশ করার পর ২০১০ সালেই বাংলাদেশ পুলিশ বাহিণীতে কনস্টেবল পদে যোগদান করেন। ২০১৭ সালে সহকারি উপ-পরিদর্শক পদে পদোন্নতির পর কুমিল্লার চাঁন্দপুর থানায় দায়িত্বরত ছিলেন।

  • রাউজানের উরকিরচর জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্পন্ন

    রাউজানের উরকিরচর জনতা সংঘের ঈদে মিলাদুন্নবী (সঃ) সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে ৪৫তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) গত ৭,৮ ও ৯ নভেম্বর উরকিরচর উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্পন্ন হয়েছে।

    এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পবিত্র জশ্নে জুলুছ, খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, নাতে রাসূল (সঃ), বিনা মূল্যে ব্লার্ড গ্রুপ নির্ণয়, প্রবাসী সংবর্ধনা, শিশু কিশোর সমাবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্বেরাত, নাতে রাসূল (সঃ), ইসলামী জ্ঞান কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) শীর্ষক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।

    ৭ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা ডঃ মোহাম্মদ লিয়াকত আলী, তকরীব করবেন মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা এহসানুল হক জেহাদী।

    ৮ নভেম্বর মাহফিলে সভাপতিত্ব করেন রাণীরহাট আলামীন হামিদীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী নজরুল ইসলাম, তকরীর করবেন মাওলানা সেকান্দর হোসেন, মুফতি মাস্উদ রিজভী।

    ৯ নভেম্বর ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবদুল জব্বার সোহেল, তকরির করেন, আল্লামা ড. এ এস এম বোরহান উদ্দীন, ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, তকরির করেন, মুফতি মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভী, আল্লামা মুফ্তি মনিরুজ্জামান, আল্লামা মুফ্তি মাছুম বিল্লাহ্, মাওলানা মুহাম্মদ হাসান রেজা।

    সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন সাইফ এর সংঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ছগির আহমদ, নুরুল আমিন, সাবেক সভাপতি নুরুল আবছার মিয়া, মোঃ আইয়ুব, ইকবাল হোসেন, সরওয়ারুল আলম, সাবেক সভাপতি মোঃ নুর নবী, ইউছুপ আলী, মহিউদ্দীন ইমন, আবু তাহের সওদাগর, হাবিবুল ইসলাম চৌধুরী, হাজী জহুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, আবু বক্কর সিদ্দিকী, মোঃ আলী, মনছুর আলম, ওসমান গণি, আরিফুল ইসলাম, নেজাম উদ্দীন চৌধুরী করিম, সাজ্জাদ হোসেন, লোকমান আনছারি, জাবেদ হোসেন, ফরহাদ উদ্দীন বাবলু, তারেক আজিজ, মোঃ শাহেদ, আবু কাউছার, মোঃ ফিরোজ, আবদুর রহিম, নাজমুল রায়হান, ইয়াকুব আলী প্রমুখ।

    বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলিমের পরিত্রাণের পথ ও পাথেয় মহান আল্লাহর একমাত্র নিয়ামত মহানবী (দঃ)’র জীবন আদর্শ। মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির অনুসরণে মহানবী (দঃ)’র আদর্শ মানবকুলের সর্বময় জীবন শান্তি-সুখ ও কল্যাণের ধারা প্রবাহমান হবে।

    ঐতিহ্যবাহী জনতা সংঘ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হলেও সুন্নিয়ত ও বেলায়তের ভিত্তিতে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনে ঐক্যবদ্ধ।

  • মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের বিনির্মাতা হিসেবে নিজেদের গড়ে তোলবে। এরাই আগামীতে রাউজানের স্বপ্ন দ্রষ্টা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মতো আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

    চট্টগ্রামের রাউজানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সন্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আরো : পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    বক্তারা আরো বলেন, একজন সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষে এই ধরণের আয়োজন নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

    আজ ৬ নভেম্বর বুধবার সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।

    উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবু রতন কান্তি দেবাশীষ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

    এছাড়াও অতিথি ছিলেন ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী শিকদার, পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ন আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব তপন দে, রাউজান পৌরসভা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

    স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ নগদ টাকা মেধাবৃত্তি হিসেবে প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মোহাম্মদ রিফাত, রাকিব চৌধুরী, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, মিজানুর রহমান, ওমর ফারুক মনি, মোহাম্মদ আরমান, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ রবিন, তাজনবী ইমন, মোহাম্মদ ফয়সাল, আরমান উদ্দিন, সাজ্জাদ হোসেন, প্রিয়টন দে, জুনাইদ উল্লা তুষার, নুর উদ্দিন মুন্না, অমিত দাশগুপ্ত, নেওয়াজ চৌধুরী, ফরহানুল ইসলাম, তৌসিফ আহমেদ রাহাত, জাহেদুল ইসলাম ফরহাদ, জুনায়েদ আহমেদ শওকত, তামিম শিকদার সাইফ, মোহাম্মদ নাহিদ, এফ.এ ফাহিম, মোরশেদ আলম, তানভীর হোসেন প্রমুখ।

  • রাউজানে সমাজসেবক শামসুল আলমের মৃত্যুবার্ষিকী কাল

    রাউজানে সমাজসেবক শামসুল আলমের মৃত্যুবার্ষিকী কাল

    খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের (তৎকালীন খাদ্য অধিদপ্তর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাবেক অ্যাকাউনটেন্ট রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের সমাজসেবক এসএম শসমসুল আলমের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১ নভেম্বর শুক্রবার।

    তিনি দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি এসএম ইউসুফ উদ্দিনের বাবা।

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের উপস্থিতি কামনা করেছেন মরহুমের ছেলে ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা এসএম সালাহ উদ্দিন ও শিক্ষক ছড়াকার সাইফুদ্দিন সাকিব।

  • এমপিওভুক্ত রাউজানের ৪ শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি

    এমপিওভুক্ত রাউজানের ৪ শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।

    প্রতিষ্ঠানগুলো হলো, রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও নোয়াজিশপুর ইউনিয়নের ইউনুচ আলমাস স্কুল এন্ড কলেজ।

    এ চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ড, দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজানে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীসহ রাউজানের আপামর মানুষ।

    রাউজান মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আল্লাহর দরবারে আমরা অশেষ শোকরিয়া আদায় করছি। সেই সাথে যার সার্বিক প্রচেষ্টায় আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি এই এলাকার মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে।

    তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্টানটি অনেক আর্থিক দৈন্যদশার মাঝেও ১৭ জন শিক্ষক নিয়ে পরিচালিত হয়ে আসছিল। এই প্রতিষ্ঠানে বর্তমানে ৩০০ শিক্ষার্থী অধ্যায়নরত। এমন একটি খুশির সংবাদ শোনার জন্য আমরা যুগ যুগ ধরে অপেক্ষমান ছিলাম। বঙ্গবন্ধু কন্যা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ করলেন।

    মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ায় রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুর নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূর্ব গুজরা ইউপি চেয়ারমান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ও প্যানেল চেয়াম্যান দিদারুল আলম।

    বুধবার (২৩ অক্টোবর) গণভবনে ২ হাজার ৭শ ৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

    নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪শ ৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯শ ৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩শ ৫৭টি, আলিম ১শ ২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১শ ৭৫ এবং এইচএসসি (বিএম) ২শ ৮৩টি।

    ৩শ ৫৭টি দাখিল মাদ্রাসার মধ্যে তালিকায় ৩শ ৩ নাম্বারে রয়েছে মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, ৩শ ৪ নাম্বারে আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যে ৪শ ২ নাম্বারে দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও ৪শ ৪ নাম্বারে ইউনুচ আলমাস স্কুল এন্ড কলেজের নাম রয়েছে।

  • জৌলুস হারিয়েছে রাউজানের রামধন জমিদার বাড়ি

    জৌলুস হারিয়েছে রাউজানের রামধন জমিদার বাড়ি

    প্রাচীন কারুকার্য্যমন্ডিত সু-পরিসর ভবন। পলেস্তারা উঠে শ্যাওলা জমেছে ভবনটির অনেক স্থানে। পুকুর, রামধর দিঘী, বাড়ীর সামনে তোরণ, চুন সরকি দিয়ে তৈরি কাচারিঘর, জমিদারের আনন্দ মহল, নাচখানা, মন্দির সবই আছে।

    বাড়িটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ির ভেতর থেকে সন্ধ্যাকালীন সময়ে নুপুরের আওয়াজ ভেসে আসেনা এখন। এক সমসয়ের কর্মচাঞ্চল্যে ভরা বাড়িটির জৌলুস হারিয়ে গেছে অনেক আগেই। তবু ঐতিহ্য ধরে রেখে কালের স্বাক্ষী হয়ে আজও টিকে আছে রাউজানের ডাবুয়া এলাকার রামধন জমিদার বাড়ীর ঝরাজীর্ণ ভবনটি। রাউজানে ঐতিহ্যবাহী এই ভবনটি জুড়েই আছে সুনশান নীরবতা।

    ব্রিটিশ শাসনামলে এই বাড়িটির আধিপত্য ছিল এলাকাজুড়ে। এলাকার জমিদারি ছিল রামধন জমিদারের হাতেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানান শ্রেণী, পেশার মানুষের আনাগোনা লেগেই থাকত বাড়িটিতে। কালের আবর্তে সেই দিনগুলো হারিয়ে গেছে অতীতের হিমাগারে।

    জমিদার রামধর ও রামগতি ধরের বংশ ধরের মধ্যে অনেকেই চট্টগ্রাম শহর ও ঢাকায় বসবাস করলেও জমিদার বাড়ীটির কিছু অংশ সংস্কার করে রামধরের নাতি-নাতনীসহ কয়েকজন এখনো বসবাস করেন এই বাড়িটিতে। পূজার সময় কিংবা পরিবারিক অনুষ্ঠানে একত্রিত হন জমিদারের পরিবারবর্গ।

    জৌলুস হারিয়েছে রামধন জমিদার বাড়ি
    পুরনো স্মৃতি মনে পড়লে এখনো স্মৃতিকাতর হয়ে পড়েন রামধন জমিদারের নাতনী একাশি বছরের বৃদ্ধা ছবি ধর।

    বার্ধক্যের ছাপ ধানা বেধেছে শরীরে। সেদিনগুলোর কথা ভেবে এখনো স্মৃতিকাতর হয়ে পড়েন রামধন জমিদারের নাতনী একাশি বছরের বৃদ্ধা ছবি ধর। কান্না বিজড়িত কন্ঠে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এক সময় আমাদের এই বাড়িটি লোকে গিজগিজ করতো। আমাদের জন্মের পর থেকে দেখেছি ঠাকুর দা’র (রামধন জমিদার) জমিদারি শাসন।

    তিনি মারা যাওয়ার পর বাবা কেশব চন্দ্র ধর জমিদারির হাল ধরেন। ১৯৫৫ সালের ৬ জুন বাবার মৃত্যুর পর আমাদের জমিদারি ধীরে ধীরে হারিয়ে গেল। সেই দিনগুলোর কথা মনে পড়লে বুক ছিঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জমিদার বাড়িটি রুপার থালা, বালতি, কেঁতলি ব্যবহারসহ অভিজাত শ্রেণীর ভোগবিলাসীতায় ভরপুর ছিল। এলাকার মানুষদের কাছ থেকে রুপার টাকায় খাজনা আদায় করত জমিদার। যারা খাজনা আদায় করতে আসত তাদেরকে জমিদার বাড়ি থেকে দেওয়া হতো এক জোড়া নারকেল, একবিড়া পান আর বাতাশা।

    ডাবুয়া জগন্নাত হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাইর পুলিশ ফাড়ি সহ রাউজান আর আর এসি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠায় এ জমিদার বংশের বিশেষ অবদান রয়েছে বলে স্বীকৃতি আছে।