Tag: রাউজানে

  • রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

    রাউজানে ব্যাক্তিগত উদ্দ্যেগে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আ:লীগ নেতা শ্যামল পালিত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে উপজেলার পূর্ব চিকদাইর গ্রামের ৫১ টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    আজ ৮ মে শুক্রবার সকালে পূর্ব চিকদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত।

    সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দ্যোগে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিলো ১০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি, সাবান ও ২০০ গ্রাম চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

    এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ইউপি সদস্য প্রদীপ দাশ, শিক্ষক নরেন্দ্র লাল সরকার, দিপংকর চৌধুরী, বিধু রানী ধরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • নিজের সঞ্চিত অর্থ দান করে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন মানসিক প্রতিবন্ধী ফারুক

    নিজের সঞ্চিত অর্থ দান করে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন মানসিক প্রতিবন্ধী ফারুক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নেজাম উদ্দিন রানা, রাউজান :  রাউজান উপজেলা সদরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানোই তার দৈনন্দিন কাজ।

    কার্লভাটের নিচে ঘুমায়। কারো কাছেই হাত পাতে না, কেউ নিজে থেকে দিলে নেয়, কেউ খাওয়ালে খায়। মানসিক প্রতিবন্ধী,নাম তার ফারুক।

    তবে সে মানসিক প্রতিবন্ধী হয়েও সে অনুধাবন করেছে বর্তমান করোনা পরিস্থিতিতে কতটা অসহায় মানুষ। আর তাইতো সে তার সকল সঞ্চিত অর্থ দান করে মানবিক কাজে সহযোগীতার প্রয়াসে এগিয়ে এসেছে।

    খবর নিয়ে জানা যায়, উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচেই বেশীরভাগ সময় কাটান সে। ফারুক মানসিক প্রতিবন্ধী হলেও এই এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে এক নামেই চেনেন।

    বিশেষ করে প্রতিবন্ধীদের আপনজন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ খুবই স্নেহ করেন মানসিক প্রতিবন্ধী ফারুককে। পারভেজের গাড়ী দেখলেই ভোঁ দৌঁড়ে তার গাড়ীর কাছে ছুটে যান ফারুক। গাড়ী থেকে নেমেই ফারুকের হাতে কচকচে ১০০ টাকার নোট গুঁজে দিলেই তবেই প্রশান্তি ফারুকের।

    আবার রাউজান সরকারি কলেজ মাঠের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রতিবন্ধীদের নিয়ে একটা অনুষ্টানের আয়োজন করেন জমির উদ্দিন পারভেজ। সেই মঞ্চে জ্বালাময়ী বক্তব্যে সবাইকে মাতিয়ে রেখে এলাকায় আলাদা পরিচিতি লাভ করেন ফারুক। এই কারণেই সবাই খুব পছন্দ করে তাকে।

    তবে একজন মানসিক প্রতিবন্ধী হয়েও তার ভেতর যে মানবিকতার টান যে আছে সেটি এতদিন অজানা ছিল সবার।

    সম্প্রতি করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল সমূহে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের রমজান মাসে সেহেরি খাওয়ার কথা অনুধাবন করে নিজে উদ্যোগ নিয়ে ১লা রমজান থেকে প্রতিরাতে দুই হাজার প্যাকেট সেহেরির খাবার বিতরণের উদ্যোগ নেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী।

    ১০ জন বাবুর্চির মাধ্যমে রাউজান দায়ারঘাটাস্থ একটি কমিউনিটি সেন্টারে রান্নার কার্যক্রম দেখতে ছুটে যান মানসিক প্রতিবন্ধী ফারুক। সে সময় রান্নার তদারকিতে থাকা নেতৃবৃন্দের কাছে তিনি জানতে চান, খাবারগুলো কি জন্য তৈরী করা হচ্ছে।

    পুরো বিষয় বুঝতে পেরে প্রতিবন্ধী ফারুক নিজের সঞ্চিত অর্থ এই মানবিক কাজে দিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তার কথা শুনে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান।

    বিষয়টি কারো কারো কাছে পাগলের প্রলাপ মনে হলেও গত ২৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় রাউজান পৌরসভার দায়ার ঘাটাস্থ সেহেরীর খাবার আয়োজনের জন্য প্রস্তুতকৃত রান্নাঘরে নিজের জমানো অর্থ নিয়ে ছুটে যান ফারুক।

    এ সময় রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা যুব লীগের সহ সভাপতি সুমন দে’র হাতে জমানো টাকাগুলো তিনি সেহেরি কার্যক্রমের জন্য তুলে দেন।

    সেহেরি কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকা পারভেজ ও সুমন গুণে দেখেন ফারুকের প্রদানকৃত ১৯৯০ টাকা। টাকা তুলে দেওয়ার পর দুই হাত তুলে সে মোনাজাতও করেন।

    প্রতিদিন ফারুককে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যে দশ, বিশ টাকা সহযোগীতা করেন সেগুলো থেকে জমিয়ে টাকাগুলো রেখেছিলেন ফারুক। নিজে একজন মানসিক প্রতিবন্ধী হলেও করোনাকালীন সময়ে মানুষের কষ্টটুকু অনুধাবন করে মানবিক কাজে নিজের জমানো সবটুকু টাকাই দিয়ে দিলেন সে।

    মানসিক প্রতিবন্ধী হয়েও এভাবে মানবিক কাজে তার সহযোগীতার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে রাউজানজুড়ে তার মানবিকতার ঘটনাটি নিয়ে আলোচনা চলতে থাকে উপজেলার সর্বত্র। এক সময় মানসিক প্রতিবন্ধী হিসেবে যারাই ফারুককে নিয়ে ঠাট্টাতামাসা করতো তারাও তার মানবিকতার গল্প শুনে অবাক হয়ে যান।

    অনেকেই ফারুককে নিয়ে তাদের অনুভূতি তোলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন মানসিক প্রতিবন্ধী ফারুকই যেন হয়ে উঠেন মানবিকতার প্রতিচ্ছবি হয়ে।

    বিষয়টি নিয়ে জমির উদ্দিন পারভেজ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দেশে করোনা পরিস্থিতির সংকটময় সময়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে যারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে হাসপাতালে চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন, জাতির সেই গর্বিত সন্তানদের জন্য নিজে উদ্যোগ নিয়ে রাউজানবাসীর সহযোগীতায় রমজান মাসজুড়ে প্রতিরাতে নগরীতে দুই হাজার প্যাকেট সেহেরির খাবার বিতরণের যে মানবিক উদ্যোগ নিয়েছেন রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী সেই মানবিক কাজে একজন মানসিক প্রতিবন্ধী হয়েও ফারুক যে সহযোগিতার দৃষ্টান্ত দেখালেন সেটি অনেকের জন্য অনুকরণীয় হতে পারে।

    রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, “ নিজে একজন মানসিক প্রতিবন্ধী হয়েও মানবিক কাজে নিজের সঞ্চয়কৃত সব অর্থ দিয়ে ফারুক এই সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন। আমরা ফারুককে নিয়ে গর্ববোধ করি।”

    নিজ উদ্যোগে সেহেরী বিতরণ কার্যক্রমে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির সহযোগিতা প্রসঙ্গে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, ” কয়েকদিন আগে ফারুক নামের একজন সমাজের চোখে মানসিক প্রতিবন্ধী (সম্মানের সাথেই বলছি) আমাদের সেহেরীর কার্যক্রম দেখতে এসে চট্টগ্রামের ভাষায় বলেন, “এগিন কি মাইনষুর লাই গইরতে লাইজ্ঞু দে না?” অর্থাৎ, এগুলো কি মানুষের জন্য করছেন? তাকে যখন বলা হল, হ্যাঁ এগুলো মানুষের জন্যই করা হচ্ছে। তখন সে বললো, “আইও কিছু দিয়ুম!” অর্থাৎ, আমিও কিছু (অর্থ) দিবো।

    সে ২৬ এপ্রিল (রবিবার) আমাদের সেহেরীর খাবার তৈরীর রান্নাঘরে এসে তার পলিথিনের থলে থেকে গুণে গুণে ১৯৯০ টাকা দিল। মানসিক প্রতিবন্ধী বলে ফারুকদের সবাই অবজ্ঞা করে, অথচ ফারুকরা কোন প্রতিবন্ধী নয় বরং এরাই দেশের রত্ন।

    কথায় আছে ধনী হতে টাকা লাগে না, প্রকৃত ধনী তারাই যাদের বিশাল একটি মন আছে। ফকির বা গরিব সেই সমাজের ধনীরা, যারা মানুষের এই দুর্দিনেও মানুষের হক মেরে খায়। তাদেরই মানসিক প্রতিবন্ধী বলতে হবে, যারা এই দুর্দিনে মানুষের খাবার চুরি করে।

    ফারুকের জন্য ১৯৯০ টাকা নিশ্চয়ই কম টাকা নয়। আমি চাই আপনারা এই ছবি সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের সমাজের ফারুক নামের এই রত্নকে পরিচয় করিয়ে দিন।”

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • রাউজানে দুবৃর্ত্তের গুলিতে নিহত হালদার মৎস্যজীবি

    রাউজানে দুবৃর্ত্তের গুলিতে নিহত হালদার মৎস্যজীবি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে দুবৃর্ত্তের গুলিতে বিধান বড়ুয়া (৩৮) নামের হালদা নদীর এক ডিম সংগ্রহকারী মৎস্যজীবি নিহত হয়েছে।

    আজ ২৬ এপ্রিল রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরীঘোনা এলাকার মিলন বড়ুয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

    নিহত বিধান বড়ুয়া ঐ এলাকার মৃত সাধন বড়ুয়ার পুত্র। বিধান বড়ুয়া হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।

    স্থানীয়রা ধারণা করছেন, বর্তমানে হালদা নদীতে মা মাছের ডিম সংগ্রহের জন্য ডিম সংগ্রহকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডিম সংগ্রহের আধিপত্য নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার উদ্দেশ্যে দুবৃর্ত্তরা মৎস্যজীবি বিধান বড়ুয়াকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বিধানের মাথায় ও বুকে দুইটি গুলি লাগে। গুলি করার পর দুবৃর্ত্তরা ফাঁকায় গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

    পরে বিধান বড়ুয়াকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

    রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এক সন্ত্রাসীর গুলিতে বিধান বড়ুয়া নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত রাউজান থানায় কোনো মামলা দায়ের হয়নি।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

  • রাউজানে মাঠে নেমেছে সেনাবাহিনী, বন্ধ সকল হাটবাজার

    রাউজানে মাঠে নেমেছে সেনাবাহিনী, বন্ধ সকল হাটবাজার

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : করোন ভাইরাস সংক্রমন রোধে চট্টগ্রামের রাউজানেও এক প্লাটুন সেনাবাহিনী মাঠে নেমেছে। আজ ২৫ মার্চ বুধবার সকাল ৮টা থেকে ্জএটিমে সদস্নাযরা উপজেলার বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে টহল দিয়েছে।

    জানা গেছে, বাংলাদেশ সরকারের ঘোষিত করোনা মোকাবেলায় দেশের লোকজনকে গণসচেতন ও নানা নিয়মাবলী সম্পর্কে শতভাগ কার্যকর করতে সারাদেশের পাশাপাশি রাউজানেও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চারটি গাড়ি টহল দেয়। এ সময় সেনা সদস্যরা হ্যান্ড মাইক দ্বারা মানুষকে বিনা প্রয়োজনে ঘরের বাহির অবস্থান না করতে এবং করোনা ভাইরাস নিয়ে আতষ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়া জন্য সরকারি ও স্বাস্থ্য অধিদপ্তরে নির্দেশনা মেনে চলার আহবান জানান।

    এদিকে রাউজানে সাপ্তাহিক হাট-বাজারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। তিনি করোনা ভাইরাসের বিস্তৃতি রোধের লক্ষ্যে ২৫ মার্চ এই নির্দেশ প্রদান করেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনা ভাইরাসে সকল মানুষের স্বাস্থ্য ঝুঁকির তথা বিবেচনা করে উপজেলার সকল ধরণের সাপ্তাহিক হাট-বাজার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি

  • রাউজানে বাড়িতে অতিরিক্ত পণ্য মজুদ রাখায় মুদি দোকানদারকে জরিমানা

    রাউজানে বাড়িতে অতিরিক্ত পণ্য মজুদ রাখায় মুদি দোকানদারকে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বেশী দামে বিক্রির জন্য বাসায় চাউলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুত রাখায় উজ্জ্বল সরকার নামের এক মুদি ব্যবসায়ীকে ১০ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    সে উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ মা স্টোরের সত্ত্বাধিকারী।

    আজ ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়া পাড়ায় এই অভিযান চালান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় মুদি ব্যবসায়ী উজ্জ্বল সরকারের বাড়িতে ৫০ কেজি চাউলের ৪০ বস্তা, ২৫ কেজি চাউলের ৫০ বস্তা, ৫০ কেজি চিনির ২০ বস্তা ও অতিরিক্ত গুড়ো দুধ মজুত অবস্থায় দেখতে পান ইউএনও।

    বেশী দামে বিক্রির জন্য অতিরিক্ত পণ্য মজুত রাখায় উজ্জ্বল সরকারকে ১০ হাজার টাকার অর্থ দণ্ড দেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ।

    ২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি

  • রাউজানে জনগুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে হ্যান্ড ওয়াশ বেসিন

    রাউজানে জনগুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে হ্যান্ড ওয়াশ বেসিন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে করোনা ভাইরাস থেকে রক্ষায় সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলার পরিবেশবাদী সংগঠন ইকো লাভ।

    রাউজানের বিভিন্ন জনগুরুত্বপুর্ণ স্থানগুলোতে সংগঠনটির সদস্যদের হাতে তৈরীকৃত বেসিন বসানোর কাজ শুরু করেছে এ সংগঠনের সদস্যরা। ইতিমধ্যেই প্রথম বেসিনটি স্থাপন করা হয়েছে মুন্সিরঘাটাস্থ রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের পাশে।

    আজ শনিবার ২১ মার্চ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ এবং বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য সুমন দে।

    এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি. ইকো লাভ এর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ ওমর, মোঃ হামিদ, মির্জা ফাহিমুৃল ইসলাম, নাহিয়ান, সাকিবুল আনোয়ার, মোঃ রিয়াদ। উদ্বোধনের পর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

    সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ভালো একটি কাজের অংশীদার হতে পেরে সংগঠনের সকলেই বেশ গর্বিত। রাউজানের সাংসদপুত্র, তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় এই উদ্যোগ রাউজানের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।

    রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন, পরিবেশবাদী সংগঠন ইকো লাভ আজকে যে আয়োজনটি করেছে নিঃসন্দেহে এটি মানবিক কাজের একটি অংশ।

    সংগঠনের সদস্যরা নিজেরাই তৈরী করে বেসিনগুলো রাউজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসাবে যাতে করে সাধারণ মানুষ এর সুফল পায়। আমি এই আয়োজনের সাথে অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

    ২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি

  • রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু, অর্থদন্ড

    রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু, অর্থদন্ড

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : শিক্ষা মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় রাউজানের কদলপুর ইউনিয়নে অভিযানে গিয়ে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ অভিযানের নের্তৃত্ব দেন।

    অভিযানে উপজেলার কদলপুরের ঈষান ভট্টের হাটে এম্বিশন কেয়ার কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এ নির্বাহী কর্মকর্তা। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আরএসপি

  • রাউজানে ইতালি ফেরত দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

    রাউজানে ইতালি ফেরত দুই প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে দুই প্রবাসী ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে রাউজান উপজেলা প্রশাসন। দুই প্রবাসী সম্পতি ইতালি থেকে দেশে আসেন।

    রাউজান উপজেলা প্রশাসন সূত্র জানায়, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলীখীল গ্রামের ইতালি প্রবাসি ১৭ মার্চ রাউজানে গ্রামের বাড়ি আসেন। ইতালি থেকে বিনাজুরি ইউনিয়নের ইদিলপুর গ্রামের এক প্রবাসী ১২ মার্চ গ্রামের বাড়ি আসেন।

    বিষয়টি অবগত হওয়ার পর রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ দুজনকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আর এস পি..

  • পারিবারিক কলহের জের! রাউজানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

    পারিবারিক কলহের জের! রাউজানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামে রাউজানে রুবি আকতার (২৬) নামের তিন সন্তানেন জননী শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

    মঙ্গলবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম কদলপুর এলাকার মালেক চৌকিদার বাড়ীতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    স্থানীয় সূত্র জানায়, দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের ছেলে আলমগীরের সাথে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার তৌহিদুল হকের মেয়ে রুবি আকতারের সাথে প্রেমঘটিত সম্পর্ক গড়ে উঠে। পরে উভয় পরিবারের সন্মতিতে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোল আলোকিত করে এক পুত্র ও দুই কন্যা সন্তান জন্ম নেয়।

    গৃহবধু রুবি আকতারের মা সাংবাদিকদের বলেন, মেয়ের জামাতা আলমগীর প্রবাসে থাকেন। সে অন্য এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি আলমগীর দেশে এসে ১০ দিন অবস্থান করে যে মেয়েটির সাথে সম্পর্ক ছিল ঢাকায় গিয়ে তার সাথে দেখা করে গত ২২ ফেব্রুয়ারি আবার প্রবাস জীবনে ছুটে যান।

    পরে মেয়েটির সাথে সম্পর্কের কথা আলমগীর স্ত্রীর কাছে স্বীকার করেছিল। বিষয়টি নিয়ে রুবি আকতারের সাথে তার স্বামীর কলহ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শ্বশুরির সাথেও বাকবিতন্ডা হয়েছিল আলমগীরের।

    নিহতের শ্বাশুরী নিলু আকতার বলেন, দাম্পত্য জীবনে নিঃসন্তান থাকায় আলমগীরকে তিনি দত্তক নেন। পরে আমাদের দুরসম্পর্কের এক আত্মীয় তৌহিদুল হকের মেয়ে রুবি আকতারের সাথে আলমগীরের সম্পর্ক হয়। বিষয়টি আমরা মেনে নিয়ে পারিবারিকভাবে ঘটা করে বিয়ের আয়োজনও সম্পন্ন করা হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কি বিষয়ে মনোমালিন্য হয়েছে আমরা জানিনা। রাগ করে ৭ মাস বয়সী কন্যাকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে দেখি লাশ ঝুলছে।

    বিষয়টি সবাইকে জানালে, স্থানীয় লোজজন ও ইউপি মেম্বার ছুটে এসে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়।

    ঘটনাস্থলে থাকা রাউজান থানার উপ পরিদর্শক (এস আই) টুটুন মজুমদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার বলে ধারণা করা হচ্ছে।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আর এস পি

  • রাউজানে সাংবাদিক জয়নাল আবেদীনের মায়ের ইন্তেকাল

    রাউজানে সাংবাদিক জয়নাল আবেদীনের মায়ের ইন্তেকাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির রাউজান প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের এর মা আর নেই।

    আজ সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। দুই পুত্র ও এক কন্যাসহ তিনি অসংখ্য আত্মীয়স্বজন আর গুনগ্রাহী রেখে গেছেন।

    আজ সোমবার রাত সাড়ে আটটায় রাউজান উপজেলার পাহাড়তলী শেখ পাড়া গ্রামের স্থানীয় জামে মসজিদ (পাক্কা মসজিদ)ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হযরত সোনা গাজী (রহ.) ও হযরত টোনা গাজী শাহ (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/আর এস পি

  • রাউজানে গফুর আলী বোস্তামী (রহঃ)র ওরশ শরীফ সম্পন্ন

    রাউজানে গফুর আলী বোস্তামী (রহঃ)র ওরশ শরীফ সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে হযরত শাহ্ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বোস্তামী (রহঃ) “র ওরশ শরীফ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    ওরশ উপলক্ষে গতকাল ১৫ মার্চ রোববার ফকির তকিয়া মসজিদস্থলে খতমে কোরআন, খতমে বোখারী ও মিলাদ মাহফিল, ফকির তকিয়া দরগাহ পরিচালনা কমিটির সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস শেরে মিল্লাত শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।

    মাহফিলে তকরির করেন মুফতি কাজী আবদুল ওয়াজিদ, মাওলানা এম এম মান্নান,আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লমা রফিক আহম্মদ ওসমানী, গহিরা এফ, কে জামেউল উলুম কামিল মাদ্রসানা অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা ইব্রহিম নঈমী, কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আল্লামা আবু জাফর সিদ্দিকি, রাউজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল মান্নান চৌধুরী, আল্লামা ফজল কাদের, আল্লামা ইসমাইল হোসেন সিদ্দিকি, আল্লামা আবু মুছা সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম আল্ কাদেরী, মাওলানা হাফেজ বোরহান উদ্দিন।

    মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোাদ্ধা কাজী আব্দুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,সমাজ সেবক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, এ কে এম জামাল হোসেন, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক কোম্পানী, সৈয়দ হোসেন, ব্যবসায়ী ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাচাঁ, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, সাবের উদ্দিন, মুন্সি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আসিফ,নাসির উদ্দিন, তানভীর চৌধুরী প্রমুখ।

    মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। ওরশ শরীফে আগত ভক্ত ও আশেকানদের মধ্যে তবরুক বিতরণ করা হয়।

  • রাউজানে অগ্নিকান্ডে ৪ বসতঘর ভষ্মীভূত, ক্ষতি দুই লাখ!

    রাউজানে অগ্নিকান্ডে ৪ বসতঘর ভষ্মীভূত, ক্ষতি দুই লাখ!

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় চার বসতঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হযেছে।

    আজ শনিবার ১৪ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিআইবি আহম্মদ হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

    স্থানীয় যুবক মো. টিপু সুলতান বলেন, আবদুল গণির রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত ঘটে তার বসতঘর সম্পূর্ন ভষ্মীভূত হয়। এ সময় আগুণের লেলিহান শিখা পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের দমকল বাহিণী ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণের আগে মৃত মনিরুল ইসলাম, মোঃ সিদ্দিক, মোঃ নুরুল আমিন, মোঃ ইদ্রিসের ঘর পুড়ে গিয়ে দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

    স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    ২৪ ঘন্টা/নেজাম উদ্দিন/আর এস পি..