Tag: রাউজানে

  • রাউজানে মোটর সাইকেলের সাথে চাঁদের গাড়ীর সংঘর্ষ : মধ্যপ্রাচ্য প্রবাসীর মৃত্যু

    রাউজানে মোটর সাইকেলের সাথে চাঁদের গাড়ীর সংঘর্ষ : মধ্যপ্রাচ্য প্রবাসীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলের সাথে চাঁদের গাড়ীর (জীপ) মুখোমুখি সংঘর্ষে বাবর প্রকাশ বাবু (২৭) নামের এক প্রবাসী নিহত হয়েছে।

    আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাস্টারবাড়ী কবরস্থান সংলগ্ন এলাকায় এই দুঘটনাটি ঘটে।

    নিহত বাবু ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মোঃ রফিক আহমদের পুত্র। এই দুর্ঘটনায় একই এলাকার মো. নোয়া মিয়ার পুত্র মো. ইমরানও গুরুতর আহত হয়।রাউজানে

    প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ইয়াছিন শাহ সড়কে ফটিকছড়িমুখী মোটরসাইকেল (চট্টমেট্রা ১১-১০৯৩) রাউজানমুখী একটি চাঁদের গাড়ীর সাথে মাস্টারবাড়ি এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও অপর আরোহী গুরুতর আহত হয়। আরো খবর : রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে উপাজেলার গহিরা ইউনিয়নের জে কে মেমোরিয়ার হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। সেখানে খবর পেয়ে নিহত বাবুর স্বজনরা ছুটে আসলে তাদের গগণবিদারী আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়।

    নিহত বাবুর পরিবার সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য প্রবাসী বাবু পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সবার কনিষ্ট। বিগত দুইমাস পূর্বে মধ্যপ্রাচ্য থেকে সে দেশে আসে।

    রাউজান থানার সেকেন্ড অফিসার আমজান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত একজন হাসপাতালে

    রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত একজন হাসপাতালে

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো এক যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।রাউজানে সড়ক দুর্ঘটনা

    আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার হলদিয়া ইয়নিয়নের এয়াছিন শাহ সড়কে যাত্রীবাহি জীপ গাড়ির সাথে চলন্ত মোটর সাইকেলের সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।রাউজানে সড়ক দুর্ঘটনা

    হতাহতদের নাম তাৎক্ষনিক কেউ জানাতে পারেনি। তবে নিহত যুবকের বাড়ি ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। আহত যুবককে বর্তমানে উপজেলার গহিরা জে এ কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

  • করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১১ মার্চ বুধবার।

    উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে রাউজানের প্রবাসীদের প্রথম ১৪ দিন কোয়ারান্টাইনে (সঙ্গরোধ) থাকতে হবে সিদ্ধান্ত নেয়া হয়।

    স্থানীয় জনগনকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষে উপজেলার প্রতিটি জুমা মসজিদে খুতবায় এ বিষয়ে আলোচনা, এলাকায় মাইকিং ও শিক্ষা প্রতিষ্টানে প্রচারনা চালানোর জন্য উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি ও মসজিদের খতিবদের এগিয়ে আসার আহবান জানান।

    করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ আসন বিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ নুর আলম দীন। উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

  • রাউজানে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

    রাউজানে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের আমিরহাট বাজার ব্যবসায়ীদের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। গনতান্ত্রিক ভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

    সকাল সাড়ে ৯টায় দেখাযায় লাইনে দাড়িয়েঁ ভোটারগন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে অপেক্ষা করছেন।জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়া নতুন প্রজম্মের ব্যবসায়ী আনিস হাস্যজ্জোল মুখে বলেন আমার খুব ভাল লাগছে মনের মত করে আজ ভোট দিতে পেরে।

    এদিকে লাইনে দাড়ানো অনেকে বলেন জাতীয় ও ইউপি নির্বিচনকে হার মানিয়েছে বাজার ব্যবসায়ীদের ভোটের আমেজ।সকাল থেকে ব্যবসায়ী ছাড়াও শত শত উৎসুক মানুষ ভীর জমিয়েছে বাজারের অলি গলিতে।

    শান্ত ও সুষ্ট পরিবেশে ভোট গ্রহনের লক্ষে থানা প্রশানের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ আফিসার অলিউল্লাহ ও আমজাদ হোসেন। সকাল সাড়ে ১২টা পর্যন্ত ২২৯জন ভোটার ভোট প্রয়োগ করেছেন বলে জানান প্রিসাইডিং অফিসার এস এম বাবর।

    এদিকে ২৫৯জন ভোটার তাদের ভোট প্রয়োগ করা শেষ হলে বিকাল ৫টার পর ভোট গননা শুরু হবে। ৭টি পদের অনুকূলে ২১জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন বলে জানান নির্বাচন কমিশনার এনামুল হক সওদাগর।

    দুই মহিলা ভোটারের মধ্য নুর জাহান ভোট দিয়ে বের হওয়ার সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ভোট দিতে পেরে আমার খুব আনন্দ লাগছে।

    এদিকে হলদিয়া-ডাবুয়ার দু ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম ও আলহাজ্ব আবদু রহমান চৌধুরী ভোট প্রদান করে তাদের প্রতিক্রিয়ায় বলেন ভোট দিতে গিয়ে খুব ভাল লেগেছে। তবে আমরা বলবো হার জিত থাকবে, আমরা আশা রাখব বিজয়ী ও বিজীত সকলেই মিলে বাজারের সুন্দর্য্য ও ব্যবসায়ীদের কল্যানে মিলে মিশে কাজ করবে।

    সভাপতি প্রার্থী আলহাজ্ব আলী সিদ্দিকী ও নাসির উদ্দিন ইলিয়াছ দুজনই জানান ভাল পরিবেশে ভোটারগন ভোট দিচ্ছেন আমাদের কোন ধরনের অভিযোগ নেই।

    সেক্রেটারী প্রার্থী জাহাংগীর বলেন ফলাফল যাই হওক আমি মেনে নেব।অর্থ সম্পাদক প্রার্থী সুজন সেন বলেন ভাল ভোট হচ্ছে। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মামুন বলেন ভোটারদের মাঝে এত আনন্দ উদ্দীপনা আর কোন ভোটে দেখিনি।

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভিক্ষুকের : আহত ২

    রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভিক্ষুকের : আহত ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আলী আকবর নামে ৪৮ বছর বয়সী এক ভিক্ষুক প্রাণ হারিয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

    আজ ১ মার্চ রবিবার সকাল ৯টার সময় উপজেলার গহিরায় রাঙামাটিমুখী পাহাড়িকা বাসের চাকা ব্লাস্ট হয়ে একটি সিএনজি চালিত অটো রিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

    নিহত আলী আকবর (৪৮) রাউজান ‍উপজেলার দক্ষিণ পাঠান পাড়ার মৃত লাল মিয়ার ছেলে। এবং আহতরা হলেন-দুলাল দাশ (৩৫) ও সুমন দাশ (৩৫)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা গেছে।

  • রাউজানে বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা দীপুকে উষ্ণ সংবর্ধনা

    রাউজানে বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা দীপুকে উষ্ণ সংবর্ধনা

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার মাঠিতে সম্প্রতি অনুষ্ঠিত অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব ক্রিকেট দলের সদস্য শাহাদাত হোসেন দীপুকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে রাউজানের আলোচিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

    রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় অবস্থিত মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সস্থ সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি।

    বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আবু বক্কর আরাফাত, মোঃ মিজানুর রহমান, অমিত দাশগুপ্ত, তামিম সিকদার সাইফ, এ.বি.এস সাজ্জাদ হোসাইন, শাহরিয়ার আসিফ, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ রবিন, আরফান গণি ফাহিম, সৈয়্যদ মুহাম্মদ নুরাইন, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান মুবিন, মোঃ শাকিল, মোরশেদ আলম, কাজী শিহাব, আহমেদ বোরহান, মোহাম্মদ নাহিদ প্রমুখ।

  • রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

    রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন খেলা উদযাপন পরিষদের আহবায়ক, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

    যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা”র সাবেক পরিচালক ও বিসিবি সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।

    বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা”র কোষাধ্যক্ষ শাহাবুউদ্দিন মোঃ জাহাঈীর,খেলা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সুমন দে, সদস্য সচিব আহসান হাবিব চৌধুরী। উপস্থিত ছিলেন সারজু মোহাম্মদ নাছের,শওকত হোসেন, আবু ছালেক, সেকান্দর,মোহাম্মদ আসিফ,নাছির উদ্দিন প্রমুখ।

    খেলায় ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতিকে ৩-০ গোলে পরাজিত করে চট্টগ্রাম নগরীর শতদল ক্লাব জয়লাভ করে।

  • রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে এ কে এম নুরুল আজম চৌধুরী (৭২) নামে এক ‘মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়পাড়া গ্রামের পাশ্ববর্তী একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন জানান, মুক্তিযোদ্ধা নুরুল আজম চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে এই ব্যাপারে কিছু জানা যায়নি।

    স্থানীয়রা ধারণা করছেন তাকে জবাই করে হত্যা করা হয়েছে। জানা যায়, ওই মুক্তিযোদ্ধার বাড়ী হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ী।

    রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, অমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    তিনি বলেন, তাঁর দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

  • রাউজানে রাস বিহারী মন্দির উৎসর্গ ও রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা বৃহস্পতিবার

    রাউজানে রাস বিহারী মন্দির উৎসর্গ ও রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা বৃহস্পতিবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শ্রীকৃষ্ণ ভাবনায় নিবেদিত প্রাণ রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত শ্রীশ্রী রাস বিহারী মন্দির উৎসর্গ ও শ্রীশ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী ৬ ও ৭ই ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার ২দিনব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীশ্রী গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

    ৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউল শিল্পী অনুপম দেবনাথ (পাভেল)। রাত ৮টায় শুভ অধিবাস, রাত ৯টায় পালা কীর্ত্তন পরিবেশন করবেন কুমারী সুমিতা সরকার মিতালী, রাই কিশোরী সম্প্রদায়, নওঁগা।

    ৭ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টায় শ্রীশ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা পূজা ও গীতাপাঠ, পরিচালনা করবেন কাঞ্চন চক্রবর্তী। সকাল ১০টায় শ্রীশ্রী গীতাযজ্ঞের শুভারম্ভ, পৌরহিত্য করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। দুপুর ১টায় অন্নপ্রসাদ বিতরণ।

    দুইদিনব্যাপী অনুষ্ঠানমালায় জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম পরিচালনা পরিষদ।

  • রাউজানে বিস্তীর্ণ ক্ষেতজুড়ে হলুদ বর্ণের মনমাতানো দৃশ্য

    রাউজানে বিস্তীর্ণ ক্ষেতজুড়ে হলুদ বর্ণের মনমাতানো দৃশ্য

    ২৪ ঘন্টা ডট নিউজ। নেজাম রানা, রাউজান : চট্টগ্রামের রাউজানে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে শোভা পাচ্ছে সরিষার আবাদ। যেইদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদের দৃশ্য। সরিষা ক্ষেতের মনমাতানো এই দৃশ্য দেখে উপচে পড়ছে কৃষকের হাসি। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এই চিত্র।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এই বছরও রাউজানে সরিষার আবাদ হয়েছে। অল্প পুজিঁতে ফলনও হয় ভালো তাই সরিষার চাষে কৃষকদের আগ্রহ দিনদিন বাড়ছে।

    রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রাউজান পৌর এলাকা, উরকিরচর, বিনাজুরি, পশ্চিম গুজরা, ডাবুয়া, হলদিয়া, চিকদাইর, বাগোয়ান, নোয়াজিশপুর ও কদলপুর ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে এবার সরিষার চাষাবাদ হয়েছে। বিশেষ করে উত্তর রাউজানের বেশ কিছু ইউনিয়নে সরিষা ক্ষেতের মনমাতানো দৃশ্য নজর কাড়ছে পথচারীদের।

    কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, দেশে ১৫ জাতের সরিষার চাষাবাদ হচ্ছে। প্রতি আড়াই কেজি সরিষা থেকে এক কেজি সরিষা তেল পাওয়া যায়। চাষাবাদের ৯০ দিনের মধ্যে সরিষার ক্ষেত থেকে ফসল ঘরে তোলা যায়।

    উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রাউজানে বারি-১৪ জাতের ৪০ হে:, বারি-১৫ জাতের ৫৫ হে:, বিনা- ৯ জাতের ৫ হে: এবং টরি-৭ জাতের ৫ হে: জমিতে সরিষা আবাদ হয়েছে। বারি- ১৫ জাতের সরিষা তেল উৎপাদনের জন্য খুবই ভাল।

    রাউজানে সরিষা তেল উৎপাদনের জন্য ২ টি ঘানি আছে। তেল উৎপাদনের পর সরিষার বাদ বাকি অংশ থেকে গরুর খৈল হয়। ভালো ফলন হওয়ায় বর্তমানে দিনদিন কৃষকরা সরিষার চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে।

    কৃষি অফিস সূত্র জানায়, সরিষা ফুল থেকে ভাল মানের মধু আহরণের জন্য সরিষা ক্ষেতে ৪ টি মৌ বাক্স বসানো হয়েছে।

    চলতি বছর উপজেলার হলদিয়া ইউনিয়নে ১৫ হেক্টর, ডাবুয়া ইউনিয়নে ১৫ হেক্টর, চিকদাইর ইউনিয়নে ১৫ হেক্টর, গহিরা ইউনিয়নে ৪ হেক্টর, পৌর সভায় ১২ হেক্টর, বিনাজুরি ইউনিয়নে ৩ হেক্টর, রাউজান ইউনিয়নে ৭ হেক্টর, কদলপুর ইউনিয়নে ২ হেক্টর, পাহাড়তলী ইউনিয়নে ২ হেক্টর, পূর্ব গুজরা ইউনিয়নে ৫ হেক্টর, পশ্চিম গুজরা ইউনিয়নে ৩ হেক্টর, উরকিরচর ইউনিয়নে ২ হেক্টর, নোয়াপাড়া ইউনিয়নে ৫ হেক্টর, বাগোয়ান ইউনিয়নে ৫ হেক্টর ও নোয়াজিশপুর ইউনিয়নে ১০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়।

    রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের কৃষক আব্দুল সালাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমন মৌসুমের ধান কাটার পর তার কৃষি জমিতে সরিষার চাষাবাদ করেছেন। ফলন ভালো হলে কম খরচে ভালোই লাভবান হওয়া যায় তাই শীতকালীন বিভিন্ন সব্জির পাশাপাশি তিনি সরিষা চাষ করেছেন। তার সরিষা ক্ষেত এখন হলদে বর্ণে টইটুম্বুর।

    রাউজান ইউনিয়নের সুজন জানান, বিগত কয়েক বছর ধরে তিনি সরিষার চাষাবাদ করে আসছেন। কম পুঁজিতে লোকসানের তেমন আশংকা না থাকায় সরিষা চাষাবাদে তার মতো অনেকেই এগিয়ে আসছেন।

    রাউজান উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজীব কুমার সুশীল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চলতি বছর রাউজানের বিভিন্ন ইউনিয়নে ১০৫ হেক্টর কৃষি জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে। গত বছরের চাইতে যা ৩৫ হেক্টর বেশী। আশানুরুপ ফলন হলে ১০ টনের অধিক পরিমান সরিষা উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

  • গাউছুল আজম মাইজণ্ডারী’র ওরশ উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য মোটর র‍্যালি

    গাউছুল আজম মাইজণ্ডারী’র ওরশ উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য মোটর র‍্যালি

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)”র১১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিশাল বর্ণাঢ্য মোটর র‍্যালী বের করা হয়েছে।

    ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় বর্ণাঢ্য মোটর র‍্যালীটি গহিরা এ.জে ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে অদুদ চৌধুরী সড়ক হয়ে ফটিকছড়ি সড়ক দিয়ে দোস্ত মোহাম্মদ সড়ক, রাউজান সদরের রাঙ্গামাটি সড়কসহ রাউজানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।গাউছুল আযম

    বর্ণাঢ্য মোটর র‍্যালীতে অংশ নেন হাজারো মোটরসাইকেল, ছোট বড় পিকআপ, সিএনজি অটোরিক্সা।

    মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটর র‍্যালী উদযাপন পরিষদের আহবায়ক ইসমাইলের সভাপতিত্বে ও মোটর র‍্যালী উদযাপন পরিষদের সচিব মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী পরিচালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি জাগের হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ আলী,মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম নুরুচ্ছাপা,মনছুর উদ্দিন,সালাউদ্দিন,সেলিমুল হক রুবেল,লোকমান হাকিম,মাষ্টার জাহাঈীর আলম,রাশেদ তালুকদার, সাদিকুজ্জামান শফি,মামুন মিয়া,সাংবাদিক শফিউল আলম,মোরশেদুর আলম,শাহাদাত হোসেন সাজ্জাদ,জাফর উল্লাহ্ চৌধুরী,মোহাম্মদ মোকতার,ইসমাইল হোসাইন,মাওলানা মহিম উদ্দিন,মনছুর আলম,তৌফিকুল হোসাইন,তৌহিদুল আলম,কাজী আসলাম,নাছির উদ্দিন তানভীর আকবর চৌধুরী,জাফর আহমেদ। মিলাদ ক্বিয়াম করেন মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, মোনাজাত করেন আল্লামা মুফতি ইব্রাহিম আল্ কাদেরী প্রমুখ।

    বর্ণাঢ্য মোটর র‍্যালীতে আগামী মহান ১০ই মাঘ ২৪ জানুয়ারি গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ওরশের দাওয়াত দেয়া হয়।

  • রাউজানে ডাঃ রাজা মিয়া স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন বই ও টিফিন বক্স

    রাউজানে ডাঃ রাজা মিয়া স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন বই ও টিফিন বক্স

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের ১৪৫ নং উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই হাতে পেয়েছে নতুন বই। একই সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় টিফিন বক্স।

    আজ বুধবার সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসবে নতুন বই এবং রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সৌজন্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। 

    বিদ্যালয়ের দাতা সদস্য, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার পুত্র, শিক্ষানুরাগী ও সমাজ সেবক লিয়াকত আলী চৌধুরী, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা।

    বিদ্যালয়ের সি. শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। বক্তব্য রাখেন শিক্ষক শিব নারায়ন চৌধুরী, হাসনে আরা বেগম, অপর্ণা বড়ুয়া, ওমর ফারুক, শাহা আলম প্রমুখ।

    বক্তারা বলেন, বর্তমানে শিক্ষা বান্ধব সরকারের গৃহিত নানা কর্মসূচির ফলে আজ দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    সরকার নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাত নতুন বই তুলে দেওয়াসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হচ্ছে। এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়।