Tag: রাউজানে

  • রাউজানে মিলাদুন্নবী উপলক্ষে শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের জুলুছ

    রাউজানে মিলাদুন্নবী উপলক্ষে শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের জুলুছ

    চট্টগ্রামের রাউজানে গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ও আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজ ৪ নভেম্বর সোমবার বেলা দুইটায় মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরীর নেতৃত্বে এক স্বাগত জুলুছ বের হয়।

    জুলুছে দুই শতাধিক বাই সাইকেল, শতাধিক মোটর সাইকেল, সিএনজি অটোরিক্সা, পিকআপ ভ্যানযোগে এক হাজারের অধিক মুসল্লির অংশগ্রহণে জুলুছটি নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয়ে নোয়াপাড়া পথেরহাট, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথ হয়ে কমলার দীঘি, সামমাহালদার পাড়া, কচুখাইন, মোহাম্মদীয়া মাদ্রাসা হয়ে দক্ষিণ নোয়াপাড়া প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

    গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজী নাজমুল হক, জাহাঙ্গীর আলম, সহকারি প্রধান শিক্ষক মাওলানা আজিজুল হক, ইউপি সদস্য হাজী ইউসুফ, সাবেক ইউপি সদস্য বজল আহমদ, মাওলানা এয়াছিন কাদেরী, আবু সৈয়্যদ, ফয়সাল, জানে আলম, খোরশেদ কোম্পানী, নাজিম উদ্দিন, হান্নান, ইয়াছিন, রানা, ওমর ফারুক, শাহেদ, তৈয়ব, রকিব উদ্দিন, দেলেয়ারসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য ১৯৯৪ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর এই জুলুছটি অনুষ্ঠিত হয়ে আসছে। জুলুশ শেষে মোনাজাত ও কিয়াম পরিচালনা আলহাজ্ব কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরী।

  • রাউজানে তিনশ লিটার চোলাইমদসহ মাদক বিক্রেতা আটক

    রাউজানে তিনশ লিটার চোলাইমদসহ মাদক বিক্রেতা আটক

    চট্টগ্রামের রাউজানে মো. আনোয়ার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৩শ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

    আটক আনোয়ার উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেও ফৌজপাড়ার ফকির আহম্মদ বাড়ির মৃত নুরুল আমিনের পুত্র।

    রাউজান থানার উপ পরিদর্শক আরফাত বিন ইউসুফ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাত্রিকালিন ডিউটিরত অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট স্লুইচ গেইট সংলগ্ন স্থানে পাচারের উদ্দেশ্যে চোলাই মদ খালের পাড়ে রেখেছে একটি চক্র।

    আমরা সাথে সাথেই সেখানে গিয়ে ৬টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মোট তিনশ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারকে আটক করি।

    জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • রাউজানে আমনের বাম্পার ফলনে কৃষক পরিবারে হাসি

    রাউজানে আমনের বাম্পার ফলনে কৃষক পরিবারে হাসি

    চট্টগ্রামের রাউজানের প্রত্যন্ত এলাকায় এবার বাম্পার ফলন হয়েছে আমনের। বিস্তৃত ফসলী জমিতে দোল খাচ্ছে হলদে বর্ণের আমন ফসল। ইতিমধ্যেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে শুরু হয়েছে ফসল ঘরে তোলার কাজ। বাম্পার ফলনে কৃষকের মুখে ফিরেছে হাসির আভা।

    সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অন্যান্য বারের চাইতে এবার আমনের ফলন আশানুরুপ ভালো হয়েছে।

    রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়রন শাখা) সঞ্জিব কুমার সুশীল ২৪ গন্টা ডট নিউজের প্রতিবেদককে বলেন, চলতি আমন মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৭৬ হেক্টর। এর বিপরীতে চাষাবাদ হয়েছে ১১ হাজার ৪৮০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ২০৪ হেক্টর বেশী চাষাবাদ হয়েছে। এরমধ্যে উপশী জাতের ১১ হাজার ২১০, হাইব্রিড জাতের ৮০ হেক্টর, ও স্থানীয় জাতের ১৯০ হেক্টর জমিতে আমন চাষাবাদ করেছে কৃষকরা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৫০হাজার মেক্টিকটন শুকনা ধান উৎপাদন হতে পারে।

    উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনকূলে থাকায় এবারের মৌসুমে আমনের ফলন ভালো হয়েছে। এছাড়া উপজেরা কৃষি অফিস মাঠপর্যায়ে প্রান্তিক চাষীদের নানান পরামর্শ ও সেবা দেওয়ায় মাঠে রোগ বালাইয়ের প্রকোপ ছিল অন্যান্য বারের চেয়ে তুলনামূলক কম। ফলে বাম্পার ফলন দেখা গেছে আমন ক্ষেতে।

    উপজেলার পাহাড়তলী, বাগোয়ান, কদলপুর, নোয়াপাড়া, সুলতানপুর, হলদিয়া, পশ্চিম গুজরা, উরকিরচর, গহিরা, নোয়াজিশপুর, চিকদাইরছাড়াও রাউজার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কৃষি জমিতে হলদে বর্ণের আমনের দোল খাওয়ার দৃশ্য কৃষকদের মাঝে ফিরে এনেছে স্বস্তি। অনেক ইউনিয়নে আগেভাগেই শুরু হয়েছে আমন ফসল কাটার ধূম। মান্ধাতা আমলের ধান মাড়াইয়ের দৃশ্যও চোখে পড়ছে অনেক স্থানে। পাশাপাশি প্রযুক্তির ছোঁয়ায় উপজেলার কৃষকরা ধান মাড়াইয়ের আধুনিক যন্ত্র ব্যাবহার করে অল্প সময়ে মাঠের ধান মাড়াই করে ঘরে তুলছে।

    আমনের মৌসুম শুরু হওয়ায় বাজারে কামলার উপস্থিতি বেড়ে গেছে। মৌসুমী কামলাদের ভীড় দেখা গেছে উপজেলার বিভিন্ন হাটবাজারে। ভোলা, নোয়াখালী, সন্দীপ, ময়মনসিংহ, নেত্রকোনা, বাশঁখালীসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে কামলারা ছুটে আসছে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। অতীতের তুলনায় কামলাদের মজুরীও খুব বেশী হওয়ায় বিপাকে পড়েছে অনেক কৃষক। একেকজন কাজের লোকের দৈনিক মজুরি ৫০০-৬০০ টাকা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রান্তিক জনপদের কৃষকরা মোবাইলে সার্বক্ষনিক যোগাযোগ করে কৃষি বিষয়ক নানান সেবা গ্রহন করে থাকে। যার ফলশ্রুতিতে এবার উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে।

  • রাউজানে গাড়ি পার্কিংয়ের স্থানে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

    রাউজানে গাড়ি পার্কিংয়ের স্থানে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

    চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ব্যবসায়ীদের আপত্তি থাকা সত্ত্বেও রাতের আধাঁরে পার্কিংয়ের স্থান দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াপাড়া পথেরহাট বাজারের তিন শতাধিক ব্যবসায়ী।

    গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাজারের ভারতেশ্বরী প্লাজার সামনে ১৬ বছর ধরে ছিল একটি গাড়ী পার্কিংয়ের জায়গা ছিল। কিন্ত গত মঙ্গলবার রাতের আধাঁরে পার্কিংটি দখল করে মার্কেট নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু করে করে দেন মার্কেটের মালিক পক্ষ।

    আমরা ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন আয়োজন করেছি। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ সংগঠনটির সহ-সভাপতি শফিকুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আহমেদ সৈয়দ, ব্যবসায়ী মুহাম্মদ সেকান্দর সওদাগর, মুহাম্মদ আরিফ, মুসলিম উদ্দিন, বাবু ধর, মুহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, মুহাম্মদ সাজ্জাদ, জসিম উদ্দিন মেম্বার, সোলেমান বাদশা, মুহাম্মদ ইসকান্দর সাজু দে, মুহাম্মদ রাসেল, মাকসুদুর রহমান সাজু, আনিসুর রহমান রুবেল, সাজ্জাদ টুটুল, মুহাম্মদ মনসুর, মুহাম্মদ বাদশা, মহিউদ্দিন, নাজিম উদ্দিন, মিন্টু দে, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ করিম, মুহাম্মদ লাইকত আলী, বশির আহমদ, মনির আহমদ, রিকু বড়ুয়া প্রমুখ।

  • রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

    রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

    রাউজান হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও খিরাম ক্বাদেরীয়া মুঈনীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দিদারুল আলমকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে অজ্ঞাতরা। শুধু তাই নয় তার ফেসবুক আইডি হ্যাক করে ছাত্রী দ্বারা ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে এমন হুমকিও প্রদান করা হয় মোবাইলে।

    এ ঘটনায় হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা দিদারুল আলম প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (১০৯২) করেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, রাউজান এমপির সাজানো গ্রাম, রাস্থাঘাট, ব্রীজ রক্ষাসহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার এলাকার মানুষ তার সমাজ উন্নয়ন মুলক কর্মকান্ডে সাথে রয়েছেন। এতে কিছু ব্যাক্তির চক্ষুশুল হওয়ায় তার চলমান এসব কর্মকান্ডে বাধাঁ দেওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে অজ্ঞাত ব্যাক্তিরা।

    তিনি জিডি কপিতে উল্লেখ করেন, গত ২৫- ১০-১৯ রাত ১১-০৫ মিনিটের সময় অজ্ঞাত ব্যাক্তি মোবাইলে ফোন করে বলেন,  ফেইজবুক আইডি হ্যাক করে তার প্রতিষ্টানের ছাত্রী দ্বারা তাকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে। এছাড়া হত্যার হুমকিও প্রদান করেন। ভীত হয়ে বার বার কল কেটে দিলেও তিনি ফের ফোন করে গালমন্দ করে আসছে। ফলে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে থানায় জি,ডি (১০৯২) করতে বাধ্য হয়েছি।

    এদিকে সমাজ সেবক এ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে দুঃখ প্রকাশ করেছেন মাদরাসা শিক্ষক মন্ডলি ও সাজেদা কবির চৌধুরী সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছাত্র- ছাত্রীরা।

    বিদ্যালয় প্রধান শিক্ষক জানে আলম শরীফ ও মাদরাসা প্রধান মাওলানা এরফানুল করিম সিদ্দকী দুঃখ প্রকাশ করে বলেন, এধরনের হুমকি দাতারা শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তায় বাধাগ্রস্ত করে যে কোন দূর্ঘটনা ঘঠাতে পারে। এসব হুমকি দাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

  • রাউজানে কমিউনিটি পুলিশিং ডে’র র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজানে কমিউনিটি পুলিশিং ডে’র র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

    পুলিশই জনতা জনতাই পুলিশ “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান থানা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

    রাউজান কমিউনিটি পুলিশিং এর সভাপতি, নোয়াজিশপুর ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

    রাউজান থানা কমিউনিটি পুলিশিং অফিসার, উপ পরিদর্শক (এস আই) সাইমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, জে,কে গ্রুপের চেয়ারম্যান জাহাঈীর আলম খান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্, ওসি তদন্ত মীর হোসেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, থানার সেকেন্ড অফিসার নুর নবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা য্বুলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, আলহাজ্ব দিদারুল আলম, বি এম জসিম উদ্দিন হিরু, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, রোকন উদ্দিন, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নুরুল আবছার বাঁশি, উপজেলা য্বুলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, মুছা আলম খাঁন চৌধুরী, তপন দে, পৌর য্বুলীগের সভাপতি হাসান মো, রাসেল, সাধারন সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ প্রমুখ।

    পরে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থী”র মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

  • রাউজানে অনলাইন সুপারশপ হালদা বাজার ডটকমের যাত্রা শুরু

    রাউজানে অনলাইন সুপারশপ হালদা বাজার ডটকমের যাত্রা শুরু

    গ্রাম হবে শহর এই স্লোগান নিয়ে রাউজানে প্রথম যাত্রা শুরু করেছে অনলাইন সুপারশপ হালদা বাজার ডটকম।

    বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের উরকিরচর বাজারস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুপারশপের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাউজানে অন লাইন সুপারশপ হালদা বাজার ডটকম চালু হওয়ার মধ্য দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে এই উপজেলা একধাপ এগিয়ে গেলো।

    তিনি আরো বলেন, গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে সঠিক সময়ে নির্দিষ্ট পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হালদাবাজার ডটকম তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে। চাকুরির পেছনে না ছুটে যুবসমাজ এই ধরণের উদ্যোগ হাতে নিলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো ত্বরান্বিত হবে।

    সুপারশপ হালদা বাজার ডটকমের সিইও উৎপল মহাজ অরুণের সভাপতিত্বে ও সংগঠক মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল আবছার মিয়া, কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী, উরকিরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা আ.লীগ নেতা মঞ্জুর হোসেন, সুমন দে, জেলা মহিলা আ.লীগ নেত্রী আইরুন নেছা নিলু, ইউনিয়ন আ.লীগ নেতা আলী আকবর, মো: আইয়ুব, সেলিম উদ্দিন চৌধুরী মিয়া, এস এম জাহাঙ্গীর আলম সুমন, তাপস বড়ুয়া, শেখ মফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাজেদুল করিম সাজু, ব্যবসায়ী জিয়াউর রহমান, আহমেদ সৈয়্যদ, কাজী মেজবাহ উদ্দিন, যুবলীগ নেতা শেখ মনির ইসলাম, সাইফুদ্দিন সাইফ, আরমান হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, রবিউল হোসেন আরিফ, ছাত্রলীগ নেতা সৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, জাহেদুল আলম, আরিফুল ইসলাম, রুবেল বৈদ্য, মোঃ রায়হান প্রমুখ।

  • রাউজানে প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরীর স্মরণসভা কাল

    রাউজানে প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরীর স্মরণসভা কাল

    চট্টগ্রামের রাউজানে প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র মরহুম আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার।

    প্রবীণ এ রাজনীতিবিদের স্মরণে নানা কর্মসূচি পালনের উদ্দ্যেগ নেয়া হয়েছে। শুক্রবার সকাল দশ টায় মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

    উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং বিশেষ অতিথি থাকবেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

    রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

    মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র সাইফুল ইসলাম চৌধুরী রানা ও আরিফুল ইসলাম চৌধুরী সোহেল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, কবর জেয়ারত, কবরে পুষ্পার্ঘ অর্পন ও মেজবানের আয়োজন করা হয়েছে।

    উল্লেখ্য প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৬ সালের ২৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • রাউজানের আবুরখীলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    রাউজানের আবুরখীলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    রাউজান উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ ২৩ অক্টোবর বুধবার সকালে।

    স্থানীয়রা জানিয়েছে আট বছর বয়সী শিশু বন্ধন বড়ুয়া খেলতে গিয়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীর পরীক্ষা করে মৃত ঘোষনা করেন।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি।

    নিহত শিশু আবুরখীল গ্রামের শ্রীজীব বড়ুয়ার বাড়ীর অঞ্জন বড়ুয়ার পুত্র।

  • রাউজানে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    রাউজানে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

    চট্টগ্রামের রাউজানে সড়ক দূর্ঘটনায় নুরুল ইসলাম প্রকাশ বুরুম সওদাগর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার রাতে নোয়াপাড়া পথেরহাটস্থ খায়েজ আহমেদ শপিং সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত বুরুম সওদাগর রাউজান নোয়াপাড়া ১৩ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাবুল মিয়া মেম্বার বাড়ীর মৃত আব্দুল বারীর পুত্র। সে তিন মেয়ে ও এক ছেলের জনক। নিহত নুরুল ইসলাম নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম মুরাদের চাচা।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২২ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় নোয়াপাড়া পথেরহাটস্থ খায়েজ আহমেদ শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পার হতে গেলে কাপ্তাই অভিমুখী লরি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    চুয়েট পুলিশ ফাঁড়ি পালিয়ে যাওয়ার সময় গাড়ীটি আটক করেছে বলে জানা যায়। ২৪ ঘন্টা ডট নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার।

  • রাউজানে আলোর মুখ দেখতে যাচ্ছে হচ্ছারঘাট সেতু!

    রাউজানে আলোর মুখ দেখতে যাচ্ছে হচ্ছারঘাট সেতু!

    চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের সর্তা খালের উপর হচ্ছারঘাট সেতু নির্মাণের সর্বশেষ প্রক্রিয়া যাচাই করতে সরেজমিন পরিদর্শনে এলেন সেতু মন্ত্রনালয়ের দীর্ঘ সেতু বিভাগের প্রকল্প পরিচালক এম এবাদত আলী।

    আজ সোমবার সকালে তিনি হচ্ছারঘাট এলাকায় সেতু নির্মাণের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলী ও এলাকার মানুষের সাথে কথা বলেন।

    এ সময় রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২১ নং খিরাম ইউনিয়ন চেয়ারম্যান সৌরভ উদ্দিন সৌরভ, সাবেক উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, ফরিদ আহমদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টচার্য্য, ইউপি সদস্য সবুজ বড়ুয়া, নঈম উদ্দিন, শুক্কুর, হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাওলানা মুহাম্মদ দিদারুল আলম কাদেরী, নুর মুহাম্মদ সওদাগর,খিরাম নুরুল উলুম রেজবীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ খাঁন আলক্বাদেরী আব্দুল ২১ নং খিরাম ইউনিয়ন চেয়ারম্যান সৌরভ উদ্দিন সৌরভ নঈম উদ্দিন মেম্বার, শুক্কুর মেম্বার মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী, খিরাম কাদেরীয়া মাদরাসা অধ্যাক্ষ মাও নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

    এছাড়া যুবলীগ নেতা হাছান মুরাদ রাজু,মুনছুর আলম,হলদিয়া ওয়ার্ড যুবলীগ নেতা লোকমান হোসেন নাজিম উদ্দীন, খিরাম যুবলীগ নেতা এজাহার মিয়া, জাহেদ হাছান উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য সর্তার ঘাটের উপর এই সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় সেতু নির্মাণ প্রকল্পটি আলোর মুখ দেখতে চলেছে। গত ২৯ শে এপ্রিল সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়।

    রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১শত ১০ মিটার দৈর্ঘ্য ৫ দশমিক ৫ মিটার প্রস্থ ব্রীজ সেতু নির্মাণের ফাইলটি বর্তমানে মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা।

    স্থানীয় সমাজকর্মী মাওলানা দিদারুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের শেষ সীমানায় সর্তা খালের উপর এই সেতুটি নির্মাণ হলে রাউজান ও ফটিকছড়ির কয়েক লক্ষাধিক মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। যার সুফল পাবে প্রান্তিক জনপদের হাজার হাজার কৃষক।

  • ডাবুয়ায় জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্টিত

    ডাবুয়ায় জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্টিত

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ডাবুয়া ৪নং ইউনিট শাখার ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ও আওলাদে রাসুল (দঃ) হাফেজ ক্বারী আল্লামা তৈয়্যব শাহ (রহঃ)’র ওরস মোবারক উপলক্ষে ৩য় তম ‘আজিমুশশান জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্টিত হয়েছে।

    শুক্রবার রাতে স্থানীয় বটতল টিলা ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ইহরাম হজ্ব কাফেলার পরিচালক ও শানে মাইজভান্ডারী ওলামা পরিষদের মহাসচিব আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আযহারী (মাঃজিঃআ)।

    শায়ের মাওলানা ওসমান গণী ক্বাদেরী ও রায়হান আকবরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। মাহফিল উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, তরুণ রাজনীতিক আলহাজ্ব সাইফুদ্দীন চৌধুরী সাবু।

    প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আল্লামা জয়নাল আবেদিন জামাল, বাঃইঃ ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা কে. এম আজাদ রানা, বাঃইঃ ফ্রন্ট হলদিয়ার সভাপতি ও আল নূর-এ-হারামাইন হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, খোশাল তালুকদার বাড়ি ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার।

    আমন্ত্রিত অতিথি ছিলেন বাঃইঃ যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, দি প্যানিনসুলা চিটাগাং (ইন্টারনাল অডিট) ম্যানেজার যুবনেতা নুরুল হায়দার, গাউছিয়া কমিটি হযরত ইয়াকুব শাহ ইউনিটের সভাপতি শাহ আলম বাদশা মেম্বার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, বাঃইঃ যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক এম এ রায়হান, ব্যবসায়ী মঈনুউদ্দিন, গাউছিয়া কমিটি গহিরা ইউনিয়নের যুগ্ন সম্পাদক গাজী মাসুদ রানা, ছাত্রসেনা রাউজান উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌরসভা সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সেক্রেটারি মাকসুদুল আলম সুমন, ডাবুয়া ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সহসভাপতি ঈসমাইল হোসেন সুমন, হলদিয়া ইউনিয়ন ছাত্রসেনা সভাপতি মুছা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ আকবর, দরগাহ বাজার শাখার জিয়া ফারহান, চিকদাইর ইউনিয়নের হোসাইন নূরী, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাবের হোসেন, সাধারণ সম্পাদক আছাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারি আসিফ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোরশেদুল হক চৌধুরী, ইউপি সদস্য আজাদ হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ নেতা মোরশেদ আলম জমির, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক।

    সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেকান্দর হোসেন, মোহাম্মদ রাশেদ, রবিউল হাসান সাব্বির, শাহেদুল আলম, নজরুল ইসলাম, শাহারাজ হোসেন মনির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইমন, সাইফুদ্দীন, জাহেদুল আলম, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ সোহেল, আসিফ, মোহাম্মদ সাজেদুল, আরমান, আজিম, সজিব, আরমান শাহা, নুরুদ্দিন, জয়নাল, আমজাদ হোসেন, এসকান্দর প্রমুখ।

    মাগরিবের পর থেকে শুরু হওয়া বিশাল পরিসরে সূশৃঙ্খল পরিবেশে শত শত সংগীত প্রেমী ইসলামী ভাইদের উপস্থিতিতে আল হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাবেক যুগ্মমহাসচিব আন্তর্জাতিক ক্বারী আলহাজ্ব মাওলানা তারেক আবেদিন, রজভীয়া নুরীয়া সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান মাওলানা মাছুম-উর রশিদ ক্বাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালামত রেজা ক্বাদেরী, ইমামে আজম আবু হানিফা ইসলামী সাংস্কৃতিক ফোরামের মাওলানা শাহ আলম ক্বাদেরী, মাওলানা মিনহাজ উদ্দিন ভান্ডারী, আরিফুল ইসলাম ও শিশু শিল্পী আহসান হাবীব নাত পরিবেশন করেন। মনোমুগ্ধকর ইসলামী নাত পরিবেশন শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের তারেক আবেদীন ক্বাদেরী। পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদের খতিব ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম. বেলাল উদ্দিন মাইজভান্ডারীর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মাহফিল। পরে তাবরুক বিতরণ করা হয়।