Tag: রাউজান কলেজ মাঠে

  • শনিবার রাউজান আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

    শনিবার রাউজান আসছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : শনিবার রাউজান আসছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:)।

    রাউজান উপজেলা গাউসিয়া কমিটি (উত্তর) শাখা আয়োজিত রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন।

    উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এম,পি।

    কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন শাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মা.জি.আ.)।

    এদিন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:) মাগরিব ও এশার নামাজে ইমামতি করবেন।

    একইদিন আসরের নামাজের পর রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয় মাঠে সম্পূর্ণ পর্দা সহকারে মহিলাদের বায়াত করাবেন।

    রাহমাতুলল্লিল আলামিন সুন্নী কনফারেন্স প্রস্তুতি কমিটির পক্ষে চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান বলেন, রামাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সের আনুষ্ঠানিকতা বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হবে।

    কনফারেন্সে গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ওলেমায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। কনফারেন্স উপলক্ষে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তবায়ন কমিটি। আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (ম:জি:আ:) আগমনকে ঘিরে সুন্নি জনতার মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ।

    এছাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান উপজেলা উত্তর ও দক্ষিণসহ প্রতিটি ইউনিট কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাউজান উপজেলা সদরে বিরাজ করছে সাজ সাজ রব। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে তৈরী করা হচ্ছে বিশাল স্টেজ ও প্যান্ডেল।

    রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্সে লাখো সুন্নি জনতার উপস্থিতি হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।