Tag: রাউজান প্রেসক্লাব

  • রাউজান প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    রাউজান প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

    রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

    স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এম.এন আবছার, রাউজান সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসূফ উদ্দিন, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু, সদস্য জিয়াউর রহমান, আরাফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারী, সাংবাদিক রায়হান ইসলাম, প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, রতন বড়ুয়া, যুবলীগ নেতা সবুজ দে ভানু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন,আরফানুল ইসলাম আবির, নাজিম উদ্দিন কালু, অন্তর পাল আকাশ প্রমূখ।

    অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ‘রাউজানের সংবাদকর্মীরা সত্য প্রকাশের মধ্য দিয়ে প্রতিটি তথ্য জাতির সামনে তুলে ধরছে।

    অপরাধীদের বিরুদ্ধে সত্য প্রকাশ, রাউজানের উন্নয়নের চিত্র তুলে ধরে বর্তমান সরকারের সকল কর্মকান্ড তুলে ধরে সহযোগিতা করছে। তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহবান জানান।’

    প্রধান বক্তা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন,পুলিশ-সাংবাদিক আবিচ্ছদ্য অংশ। আমরা অপরাধীদের শাস্তির আওতায় এনে অপরাধ দমনে কাজ করি,সাংবাদিকরা অপরাধীদের অপকর্ম তুলে ধরে সামাজিক অবক্ষয় রোধে সহযোগিতা করেন।

    ২৪ ঘন্টা/নেজাম রানা

  • সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    সাংবাদিক হত্যার ও নির্যাতনের প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাটে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যা ও বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের উপর হামলার বিচারের দাবীতে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৩ টায় রাউজান উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, এম. নেজাম উদ্দিন রানা, এম. রমজান আলী, কামাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা কারো পক্ষে বা বিপক্ষে নয়। আমরা সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। অতীতে সংগঠিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সাংবাদিক হত্যা ও নির্যাতন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছ।

    বক্তারা নোয়াখালীতে সাংবাদিক হত্যা, বোয়ালখালীতে সাংবাদিকের উপর হামলা ও হুমকির তীব্র নিন্দা প্রকাশ করেন। সেই সাথে সাংবাদিক হত্যা ও নির্যাতনের জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক সংবর্ধনা সম্পন্ন

    রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক সংবর্ধনা সম্পন্ন

    ২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : রাউজান প্রেসক্লাবের অভিষেক ও মানবিক যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

    রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন কাজী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সিপ্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি তৈয়ব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, পৌর মহিলা কাউন্সিলর জেবুন্নেছা খানম, জন্নাতুল ফেরদৌস ডলি, সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, এম বেলাল উদ্দিন, মোরশেদ হোসেন চৌধুরী, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

    সভায় নবাগত কমিটিকে শপথনামা পাঠ করান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

    করোনাকালীন রাউজানে সর্বোত্তম মানবিক ভূমিকা রাখায় মানবিক যোদ্ধা হিসেবে সাংসদ এবিএম ফজলে চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, নির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    ইউনিয়ন পর্যায়ের সর্বাধিক ত্রাণ সহায়তায় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, রাউজান সদর ইউনিয়ানের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া।

    এছাড়াও লাশ দাফনের বিশেষ ভূমিকায় “আশার আলো” ও গাউসিয়া কমিটির উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাছান এবং মাঠপর্যায়ে বিশেষ ভূমিকায় রাউজান উপজেলা ছাত্রলীগ উত্তর ও দক্ষিণ শাখাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম