Tag: রাউজান প্রেস ক্লাব

  • বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, ‘বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজকে ধ্বংস করে, সমাজকে কলঙ্কিত করে এমন সংবাদ পরিবেশন না করা ভালো।

    তিনি আরও বলেন, দেশ একটি, উপজেলা একটি, প্রেসক্লাবও থাকবে একটি। প্রকৃত সাংবাদিকদেও সংগঠনের বাইরে যাতে কোনো ভূইফুর প্রেসক্লাব বা তথাকথিত সাংবাদিক না থাকে সেজন্য প্রকৃত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

    মঙ্গলবার রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক, বার্ষিক বনভোজন উপলক্ষে নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও আবদুস সামাদ সিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এসিল্যান্ড রিদোয়ানুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী মো. ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সাংবাদিক মহসিন কাজী, প্রণব বড়ুয়া অর্ণব, ড. বড়ুস আচার্য্য বলাই।

    বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি স্বরূপ সিআইপি নির্বাচিত হওয়ায় ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয়দ দেব শীল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সরোয়ার্দী সিকদার, লায়ন সাহাবুদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া, ভুপেষ বড়ুয়া, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আ.লীগ নেতা শফিউল আলম, সংগঠক মহিউদ্দিন ইমন, অরুন মহাজান, আলমগীর কবির, মাহাবুবুল আলম, সাংবাদিক শিবলী আল সাদিক, আকাশ আহমেদ, রফিকুল ইসলাম তালুকদার, আবদুল লতিফ, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মামুন, আক্কাস উদ্দিন মানিক, সাদিকুজ্জামান শফি, মোরশেদ আলম।

    সাংস্কৃতিক অনুষ্ঠানে রাউজান প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের পরিচালনায় বর্ণাঢ্য মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ সবচেয়ে রিয়েলিটি শো আরটিভি টফি স্টার সার্চের চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মহিমা দেব ত্রয়ী। বাংলাদেশ টিভি ও বেতার শিল্পী মহৎ দেব আপন। অনুষ্ঠানে আলাচনা সভা, সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে সারাদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রাউজান প্রেসক্লাবের শুভ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • উৎসবমুখর পরিবেশে রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    উৎসবমুখর পরিবেশে রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    রাউজান প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাউজান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন প্রেস ক্লাবে বসে উপভোগ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ।

    এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শফিউল আলম (সমকাল)। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, সাংবাদিক এম কামাল উদ্দিন, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি সোলাইমান আকাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু, নাছির উদ্দিন, ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী।

    এই নির্বাচনে কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে ভোটে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন রানা (সময়ের কাগজ/গ্লোবাল টেলিভিশন), সাধারণ সম্পাদক পদে টিয়াপাখি মার্কা নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান (আমাদের সময়), সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদুর রহমান মোরশেদ (সময়ের আলো), এম রমজান আলী (ভোরের কাগজ), জিয়াউর রহমান (প্রিয়কাগজ) যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক আমির হামজা (সকালের সময়) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়), মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন (ইনফো বাংলা)।

    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান, রতন বড়ুয়া, সোহেল।

  • বিজয় দিবসে রাউজান প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

    বিজয় দিবসে রাউজান প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান বিজয় দিবসে রাউজান স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান প্রেস ক্লাব।

    বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এই শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ।

    এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দীন রানা, সাংগঠনিক ও অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম