রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান সাহিত্য পরিষদের সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, পরাধীনতার শৃঙখল ভেঙ্গে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে দেশের অনেক কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রণাঙ্গনে তাদের বীরত্বগাঁথা কৃতিত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। দেশের সাহিত্যাঙ্গনেও রাউজানের অনেক সূর্য সন্তান অবদান চিরস্মরণীয়। তাদের সমৃদ্ধ ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে রাউজান সাহিত্য পরিষদ ভূমিকা রাখবে।
তিনি ১৬ ডিসেম্বর (বুধবার) বিকেলে রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ তাকওয়া রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সভাপতি মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠক ও লেখক মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, আহমেদ সৈয়্যদ।
বক্তব্য রাখেন ছড়াকার সাইফুদ্দিন সাকিব, শিক্ষক সৈয়্যদ আব্দুল্লাহ রশিদী, অভিনেতা মোজাহের আলম, সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, সাংবাদিক আরফাত হোসাইন, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, বিটু দে প্রমুখ।
২৪ ঘণ্টা/নেজাম