Tag: রাউজান সাহিত্য পরিষদ

  • ‘একাত্তরের রণাঙ্গনে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

    ‘একাত্তরের রণাঙ্গনে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান সাহিত্য পরিষদের সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, পরাধীনতার শৃঙখল ভেঙ্গে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে দেশের অনেক কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রণাঙ্গনে তাদের বীরত্বগাঁথা কৃতিত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। দেশের সাহিত্যাঙ্গনেও রাউজানের অনেক সূর্য সন্তান অবদান চিরস্মরণীয়। তাদের সমৃদ্ধ ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে রাউজান সাহিত্য পরিষদ ভূমিকা রাখবে।

    তিনি ১৬ ডিসেম্বর (বুধবার) বিকেলে রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ তাকওয়া রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সভাপতি মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠক ও লেখক মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, আহমেদ সৈয়্যদ।

    বক্তব্য রাখেন ছড়াকার সাইফুদ্দিন সাকিব, শিক্ষক সৈয়্যদ আব্দুল্লাহ রশিদী, অভিনেতা মোজাহের আলম, সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, সাংবাদিক আরফাত হোসাইন, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, বিটু দে প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • নোয়াজিসপুর ইউনিয়নের চেয়ারম্যান’র সাথে রাউজান সাহিত্য পরিষদের মতবিনিময়

    নোয়াজিসপুর ইউনিয়নের চেয়ারম্যান’র সাথে রাউজান সাহিত্য পরিষদের মতবিনিময়

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:নোয়াজিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারের সাথে রাউজান সাহিত্য পরিষদ এর মতবিনিময় সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান টাইমস ও প্রিয়কাগজ এর ব্যবস্থাপনা সম্পাদক রাউজান সাহিত্য পরিষদের সহ সভাপতি জিয়াউর রহমান, আহমেদ সৈয়দ,সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানা,প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দীন, তথ্য সম্পাদক কাজী শিহাব উদ্দিন,মনজুরুল আলম সাকিব প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে মুজিববর্ষে ‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে মুজিববর্ষে ‘হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি: সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা দক্ষিণ রাউজানের নোয়াপাড়াস্থ রাউজানটাইমস ও প্রিয় কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দীন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সি. সহ সভাপতি স.ম জাফর উল্ল্যাহ, সহ সভাপতি প্রিয় কাগজ ও রাউজান টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ সভাপতি সংগঠক আহমেদ সৈয়্যদ, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, সংগঠক আব্দুল্লাহ আল রোমান, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি সরোয়ার রানা, তথ্য ও গবেষণা সম্পাদক কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সাকিব, নুরুল আজিম, মোঃ সাগর, সোহেল রানা প্রমুখ।

    বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। বঙ্গবন্ধু শুধুই বাংলাদেশের আপামর জনতার নেতা ছিলেন না তিনি তার অসাধারণ নেতৃত্বগুণ, অসীম সাহস, অনন্য বাগ্মীতা আর রাজনৈক প্রজ্ঞায় তিনি বিশ্ব বরেণ্য নেতায় পরিণত হয়েছিলেন।

  • রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে “বিশ্ব স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে “বিশ্ব স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস,জাতীয় শিশু দিবস ও মুজিব বর্ষে নানা কর্মসূচি নির্ধারণ করার লক্ষে প্রস্তুতি সভা ও ” বিশ্ব স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন” শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে শনিবার (৭ মার্চ) নোয়াপাড়াস্থ রাউজান টাইমস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রাউজানটাইমস ও প্রিয়কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান, দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি সাংবাদিক এস এম ইউছুপ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ রশিদী, মোজাহের আলম, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আলাউদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি সরোয়ার রানা, শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিক্ষক শেখর ঘোষ আপন, পাঠাগার বিষয়ক সম্পাদক শিক্ষক শিব নারায়ন চৌধুরী।

    সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তীতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়। ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীণ পাকিস্তানী শাসক৷ গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে ঢ়াকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ১৮ মিনিট ব্যাপী যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ এদেশের জনগণকে দারুণভাবে আন্দোলিত করে এবং মহান স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ঘোষণা ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” ছিল মূলত স্বাধীনতার ডাক। এই উচ্চারণের মাধ্যমে বঙ্গবন্ধু কেবল স্বাধীনতার চূড়ান্ত আহ্বানটি দিয়েই ক্ষান্ত হননি, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখাও দিয়েছিলেন। বঙ্গবন্ধুর এ ঘোষণা মুক্তিকামী মানুষের কাছে লাল-সবুজ পতাকাকে মূর্তিমান করে তোলে।

    আর এরই মাধ্যমে বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। কেবল স্বাধীনতা যুদ্ধে নয়, বঙ্গবন্ধুর সেই ভাষণ আজও বাঙালি জাতিকে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করে। জাতির জনকের এই সম্মোহনী ভাষণে অনুপ্রাণিত হয়েই দেশব্যাপী সশস্ত্র মুক্তি সংগ্রামের প্রস্তুতি শুরু হয়। তারই ধারাবাহিকতায় দীর্ঘ নয়মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জন করি বহু কাঙ্খিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।সভায় মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২৭ মার্চ শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

  • ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে রাউজান সাহিত্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

    ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে রাউজান সাহিত্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেছে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদ।

    রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমন, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরোয়ার রানা, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, নির্বাহী সদস্য শাম্মী শিল্পী তুলতুল।

  • ‘চিরঞ্জীব অধ্যাপক মোহাম্মদ খালেদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    ‘চিরঞ্জীব অধ্যাপক মোহাম্মদ খালেদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    দৈনিক আজাদীর সাবেক সম্পাদক, দেশবরেণ্য বুদ্ধিজীবি, সংবিধান প্রনয়ণ কমিটির অন্যতম সদস্য, রাউজানের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ খালেদ এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে ‘ চিরঞ্জীব অধ্যপক মোহাম্মদ খালেদ, জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল দক্ষিণ রাউজানস্থ নোয়াপাড়া পথেরহাটের স্কুল মার্কেটে প্রিয় কাগজ ও রাউজানটাইমস পত্রিকার কার্যালয়ে গতকাল ২৫ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি মো: মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন ব্যাংকার, সংগঠক মফজল হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি, সংগঠক সাইদুল ইসলাম, স্যোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, সাহিত্য পরিষদের সি.সহ সভাপতি স.ম জাফর উল্ল্যাহ, সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি আহমেদ সৈয়্যদ, আওয়ামীলীগ নেতা সুজিত বড়ুয়া, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি সাংবাদিক এম রমজান আলী, স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সদস্য আব্দুল্লাহ আল রোমান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সৈয়্যদ মোহাম্মদ আব্দুল্লাহ রশিদী, মোজাদের আলম, অর্থ সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক দৈনিক আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, তথ্য ও গভেষণা সম্পাদক কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন, মোহাম্মদ আবু বক্কর আরফাত, হাফেজ ইফতেখার মাহমুদ চৌধুরী, জুনাইজ উল্লাহ, মো: সাইদুল ইসলাম, অনিক ভট্টচার্য্য, শাহাদাত হোসেন প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ বহু গুণে গুনান্বিত হয়ে সমাজের এক বটবৃক্ষ হিসেবে আমৃত্যু জ্ঞানের সৌরভে বিমোহিত করে রেখেছিলেন সমাজকে। জীবন ও কর্মের মাধ্যমে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মানুষের অন্তরে।

    বক্তারা গুনীজনদের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চির জাগরুক করে রাখার মানসে অধ্যাপক মোহাম্মদ খালেদের নামে রাউজানের যে কোনো একটি সড়কের নামকরণের দাবী জানান।

  • রাউজান সাহিত্য পরিষদের ‘এসো বিজয়ের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

    রাউজান সাহিত্য পরিষদের ‘এসো বিজয়ের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৪৮তম বিজয় দিবসে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদ।

    কর্মসূচিতে ছিল একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা কাহিনীর স্মৃতিচারণ, প্রশ্নোত্তর পর্ব, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।

    রাউজানটাইমস ও প্রিয়কাগজ পত্রিকার কার্যালয়ে ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় স্মুতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সদস্য সাধন পালিত।

    অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি এম রমজান আলী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ।

    বক্তব্য রাখেন সহ সভাপতি প্রিয় কাগজ ও রাউজান টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ সভাপতি আহমেদ সৈয়্যদ, যুগ্ম সম্পাদক ছড়াকার সাইফুদ্দীন সাকিব, সহ সম্পাদক মোজাহের আলম, অর্থ সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরোয়ার রানা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম সাইমন, তথ্য ও গভেষনা সম্পাদক কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন, পাঠাগার সম্পাদক শিব নারায়ন চৌধুরী, সহ প্রচার সম্পাদক বিটু দেসহ সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতির ঝাঁপটি তুলে ধরে প্রধান অতিথি বলেন, এই দেশকে শত্রুমুক্ত করতে গিয়ে আমরা জীবনবাজি রেখে লড়াই করেছি। আমাদের অনেক সহযোদ্ধার শরীর শত্রুর বুলেটে সেদিন বিদ্ধ হয়েছিল। আমরা স্বাধীনতার ৪৮ বছর পর এসে আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বের দুরদর্শীতায় দেশ আজ বিশ্বের বুকে বিস্ময়। সেদিন বেশী দুরে নয় যেদিন বিশ্ববাসী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে অভিভবাদন জানাবে।