রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান গর্জনীয়া জামে মসজিদ ময়দানে বিশাল জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদে আছর হতে রাত ২টা পর্যন্ত জিকিরে মোস্তফা (দঃ) মাহফিলে বিপুল সংখ্যক আশেকে রাসুল অংশগ্রহন করেন।
হলদিয়রি আমিরহাট ১০দিন ব্যাপি শোহদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন গর্জনীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ আহছান হাবিব (মা.জি.আ)।
বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন ও আহবায়ক তাজ মুহাম্মদ রেজভীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইহরাম হজ্ব কাফেলার পরিচালক ও বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক আলহাজ্ব আল্লামা শায়েস্তাখান আল আযহারী (মা.জি.আ.)।
এতে উদ্বোধক ছিলেন আঞ্জুমানে রজভীয়া তৌছিফিয়া রাউজান উপজেলার সেক্রেটারী জাহাঙ্গীর আলম সিকদার। নাত পরিবেশন করেন শায়ের আলহাজ্ব মোক্তার আহমেদ রেজভী,আলহাজ্ব আল্লামা এমদাদুল ইসলাম কাদেরী,আলহাজ্ব ক্বারী তারেক আবেদীন কাদেরী,অন্ধ শায়ের মাওলানা ইয়াকুব,মাওলানা আবদুল মাবুদ,মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী,মাওলানা ওসমান গনী কাদেরী।
এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের ওসমান গনি কাদেরী ও আখেরী মোনাজাত পরিচালনা করেন নুর-এ-হারামাইন হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।
বিশাল মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম বাবর,গর্জনীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী,আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উত্তরের সাধারন সম্পাদক আল্লামা ইদ্রিস আনসারী, মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মুহাম্মদ সাইফুল ইসলাম,এয়াছিনশাহ কলেজের অধ্যাপক মুহাম্মদ মঈনুল আমিন আশিক, এ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, দ্যা-প্যানিনসুলার অডিট ম্যানেজার নুরুল হায়দার, গর্জনীয়া মদ্রাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দিন, একই মাদ্রাসার মাওলানা নাছির উদ্দিন কাদেরী, প্রবাসী মুহাম্মদ ইয়ারু, হাটহাজারী নোমানীয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা ইশরাম, আলহাজ এস এম শহিদুল্লাহ, গর্জনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুন, সমাজ সেবক এস এম কামাল উদ্দিন, এস এম এয়াছিন, এস এম নাসির, আব্দুল ওহাব সিকদার, মোহাম্মদ শামসুল আলম সিকদার আইয়ুব সিকদার, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, মাওলানা আবদুল মালেক, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সৈয়দ লুৎফুর রহমান, মাওলানা সৈয়দ গিয়াস উদ্দিন, ব্যাংকার সৈয়দ বদরুদ্দোজা, মাদ্রাসা সুপার মাওলানা মোরশেদ রেজা, এয়াছিন শাহ্ কলেজের গ্রন্থাাগারিক এয়ার মুহাম্মদ, মাওলানা সালেহ আকবর, হাফেজ মাওলানা নুরুল আবছার, মাওলানা আজমির, হাফেজ মাওলানা আবুসালেহ, মুহাম্মদ করিম উদ্দিন রেজভী, মাওলানা এয়াছিন ভান্ডারী,আব্দুর রশিদ স্বপন,ছাত্রনেতা মুহাম্মদ সালাউদ্দিন,আলহাজ্ব নেজাম উদ্দিন,মুহাম্মদ বোরহান উদ্দিন,ছাত্রনেতা মুসা মাহমুদ,মুহাম্মদ কুতুব উদ্দিন,মুহাম্মদ সাইফুল,সৈয়দ আহমদ রেজা, সৈয়দ কপিল উদ্দিন, মাওলানা রাশেদ রেজা, সৈয়দ মুহাম্মদ আসিফ, নাজিম মাইজভান্ডারী, মাহফিলের সচিব মুহাম্মদ জাবেদ,সদস্য মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ সাজ্জাদ, মাওলানা নঈমুল হক, মুহাম্মদ মুজিবুল বশর সাজেদ, রবিউল হোসেন খোকন, মুহাম্মদ রাশেদ কোম্পানী,আনোয়ার পাশা,মোহাম্মদ আলী,মোহাম্মদ বাদশা, মোহাম্মদ মামুন সিকদার, মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ নাছির সিকদার,হায়দার সিকদার, সোহেল ভান্ডারী প্রমুখ।
বক্তারা বলেন প্রিয় নবীজি (দঃ)’র ঈদে মিলাদুন্নবী (দঃ) স্মরনে জিকিরে মোস্তফা মাহফিল ঈমানদার বান্দাদের জন্য ঈমানের বড় খোরাক।
তাঁরা বলেন গাউছুল আযম মাইজভান্ডারী,শাহেনশাহে ছিরিকোট,ইমামে আলা হযরত (রঃ), ইমামে শেরে বাংলা (রহঃ) সহ সারা জাহানের আল্লাহর অলিগন আল্লাহর নবীর শান মানে নাতে মোস্তফা (দঃ) পড়ে পড়ে উনারা আল্লাহ ও রাসুলের প্রিয় বান্দা বনেছেন।
বক্তারা সকলকে ঈমান মজবুত তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভীত মজবুত রাখতে এধরনের কাজের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আগত আশেকে রাসুলদের পদচারনায় মাহফিল স্থলে মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত ঈদের আমেজে পরিনত হয়।