Tag: রাউজান

  • ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্ক কাটার পর অতিবৃষ্টিতে উৎকন্ঠায় রাউজানের আমন চাষীরা

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্ক কাটার পর অতিবৃষ্টিতে উৎকন্ঠায় রাউজানের আমন চাষীরা

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে গত কয়েকদিন আতঙ্কে কেটেছে রাউজানের আমন চাষীদের। মহা বিপদ সংকেত কাটিয়ে আপাতত ঘূর্ণিঝড় আতঙ্ক কাটলেও এবার নতুন করে দুশ্চিন্তায় ভুগছে চাষীরা।

    রোববার সকালে হালকা বৃষ্টিপাত শুরুর পর দুপুরের পর থেকে টানা ভারী বৃষ্টিপাতের সাথে কপাঁলে চিন্তার ভাঁজ পড়েছে রাউজানের চাষীদের।

    ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। দুপুরের পর থেকে অতিবৃষ্টিতেই যেন মলিন হতে চলেছে কৃষকের হাসিমুখ।

    অথচ চলতি মৌসুমে বাম্পার ফলনে রাউজানের আমন চাষীরা ছিল বেশ হাসিখুশি। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দেওয়া তথ্য মতে, চলতি আমন মৌসুমে ১১ হাজার ২৭৬ হেক্টর আমনের লক্ষ্যমাত্রার বিপরীতে উপজেলায় আমনের চাষাবাদ হয়েছে ১১ হাজার ৪৮০ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ২০৪ হেক্টর বেশী চাষাবাদ হয়েছে চলতি মৌসুমে। এরমধ্যে উপশী জাতের ১১ হাজার ২১০, হাইব্রিড জাতের ৮০ হেক্টর, ও স্থানীয় জাতের ১৯০ হেক্টর জমিতে আমন চাষাবাদ করেছে কৃষকরা। চলতি মৌসুমে প্রায় ৫০হাজার মেক্টিকটন শুকনা ধান উৎপাদনের আশাবাদও ব্যক্ত করেছিলেন কৃষি কর্মকর্তারা।

    সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠে হলদে বর্ণের আমনের ক্ষেতে আমন ধান কাটা শেষে রোদে শোকানোর জন্য রেখে দিয়েছেন কৃষকরা। অনেকেই জমিতে ধান মাড়াই করে শুকনো ধান ঘরে তোলার জন্য প্রস্তুতি নিয়ে রাখলেও অতিবৃষ্টির ফলে কৃষি জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

    পশ্চিম গুজরা ইউনিয়নের কৃষক রফিক বলেন, বাম্পার ফলন হওয়ায় এবার খুব খুশি হয়েছিলাম। জমিতে ধান কেটে মাড়াই করে ধান ঘরে তুলবো বলে ভাবছিলাম। কিন্তু রোববারের অতিবৃষ্টিতে আমাদের দূর্ভোাগ যেন বেড়ে গেছে। এখন ভেজা ধান গুলো বাড়িতে এনেই মাড়াই করতে হবে। কামলাদের দৈনিক মজুরি অবিবেশী হওয়ায় কি করবো ভেবে পাচ্ছিনা।

    শুধু কৃষক রফিক নয়, এমন দুশ্চিন্তায় ভুগছেন অনেকেই। সোমবার রোদের দেখা না মিললে সে দুশ্চিন্তা যে আরো কয়েকগুণ বাড়বে তা বলার অবকাশ রাখেনা।

  • যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাল রাউজানে বর্ণাঢ্য র‌্যালী

    যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাল রাউজানে বর্ণাঢ্য র‌্যালী

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা আগামীকাল ১১ নভেম্বর সোমবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে।

    রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রনায়লয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

  • রাউজানের উরকিরচর জনতা সংঘের তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী শুরু

    রাউজানের উরকিরচর জনতা সংঘের তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী শুরু

    রাউজানের উরকিরচরে ঐতিহ্যবাহী তিনদিনব্যাপী ৪৫ তম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী আজ শুরু হয়েছে।

    সকাল আটটায় জশনে জুলুছ বের করা হয়। জুলুছে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ওএলাকার মানুষ অংশ নেন।

    এরপর পবিত্র খতমে কোরআন,খতমে গাউছিয়া,খতমে খাজেগানের আয়োজন করা হয়।

    রাতে মিলাদ মাহফিলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মোদাররিছ মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী।

    বেতার ও বিভিন্ন চ্যানেলের ইসলামী উপস্থাপক দেশ-বিদেশের খ্যাতি সম্পন্ন ওয়ায়েজীন মুফতি মাওলানা মুহাম্মদ এহছানুল হক জেহাদীও বয়ান পেশ করবেন।

  • রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

    রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

    রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে মোঃ হাবিব (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    সে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শামশুল আলমের ছেলে।

    বৃহস্পতিবার উপজেলা সদরের গাউছিয়া কম্পিউটারে বসে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন।

  • রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী : চার বিক্রেতাকে অর্থদণ্ড

    রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রী : চার বিক্রেতাকে অর্থদণ্ড

    চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ফকিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী নেপালকে ২ হাজার টাকা, সজল দাশকে ৫ হাজার টাকা, স্বপন চৌধুরীকে ১০ হাজার টাকা বাপ্পা দে’ কে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

    এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

  • রাউজানে ৩৫ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ

    রাউজানে ৩৫ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ

    চট্টগ্রামের রাউজানে ইয়াবা সহ আব্দুল কাদের জয়নাল (৩৫) নামের এক যুবককে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খান পাড়ার সামির আলির বাড়ির মৃত সাবের আহমেদের পুত্র।

    রাউজান থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১০.১৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাতাল পীর শাহ মাজার সংলগ্ন স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক যুবক অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পেয়ে রাউজান থানার উপ পরিদর্শক মৃদুল বড়ুয়া, সহকারি উপ পরিদর্শক আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে যুবকটি পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেন।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে রাউজান থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু শেষে আদালতে সোর্পদ করা হয়েছে।

  • রাউজানের স্কুলছাত্রী অভিমানী রুনার এ ঘুম আর ভাঙবেইনা !

    রাউজানের স্কুলছাত্রী অভিমানী রুনার এ ঘুম আর ভাঙবেইনা !

    হালকা-পাতলা গঠনের মেয়েটিকে ঘিরে নিম্নবিত্ত পরিবারটির ছিল আকাশ সমান স্বপ্ন। পরিবারে অভাব-অনটান লেগে থাকলেও মেয়ের উচ্চ শিক্ষার স্বপ্নটা ঠিকই আশার বেলুন হয়ে ধীরে ধীরে বড় হতে থাকে আব্দুল মন্নানের পরিবারে। মেয়েটি একদিন কলেজ/বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে সমাজে পরিবারের মুখ উজ্জল করবে আরো কত্তো রঙিন স্বপ্ন উঁকি দিত চিকদাইর মাওলানা বদিউর রহমান বাড়ির ঝরাজীর্ণ এক কুটিরে।

    না, মেয়েকে নিয়ে বাবা-মা’র সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবেনা। অনেকটা বুকভরা অভিমান নিয়ে পরিবারের আদুরে মেয়েটি চোখ দুটো যে বন্ধ করলেন চিরদিনের জন্য সেই চোখজোড়া আর কখনো আলোর মুখ দেখবেনা।

    বাবা-মা, পরিবারের স্বজনদের চোখের জলে ভাসিয়ে বুধবার সকালে স্কুল ছাত্রী রুনা আকতার চলে গেছেন না ফেরার দেশে। বুকের মানিকধনকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা নয়ন বেগম।
    নিজের চোখের কাছে মেয়ের ব্যাথাতুর ছয়মাসের যে দৃশ্যপট তা কিন্তু কোনোদিন ভুলতে পারবেন রুনা আকতারের মা! তাইতো তার বুকফাঁটা আহাজারিতে শোকের আবহ ছড়িয়ে পড়েছে বাড়ির আশপাশে।

    গতকাল বুধবার সকালে চিকদাইর শাহাদাৎ ফজল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী রুনা আকতারের মৃত্যুর পর চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকায় রুনা আকতারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে রাউজান থানা পুলিশ।

    ময়না তদন্ত শেষে তার লাশবাহী গাড়ি যখন রাত আটটার দিকে বাড়িতে প্রবেশ করে তখন শেষবারের মতো মেয়েটিকে দেখার জন্য অসংখ্য মানুষ ছুটে আসে তার বাড়িতে। তখন বাড়িজুড়েই কান্নার রোল। রাত এগারটার দিকে নামাজে জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

    এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, স্কুলছাত্রী রুনা আকতারের সাথে প্রতিবেশী রুবেলের আত্মীয় পটিয়া শিকলবাহা জাহাঙ্গীর চেয়ারম্যান বাড়ির কাজী নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অভির সাথে তার প্রেমঘটিত সম্পর্ক ছিল। গত ৩ এপ্রিল চিকদাইওে নেওয়াজ গাজীর ওরশ উপলক্ষে মেলায় অভির সাথে ঘুরতে যান রুনা। বিষয়টি এলাকার কিছু যুবকের দৃষ্টিগোচর হলে টের পেয়ে মেলা থেকে সটকে যান অভি। এ সময় মেলায় প্রতিবেশী নুরুল আমিনের ছেলে মঞ্জুর হোসেন (২২), কবির আহম্মদের ছেলে কফিল উদ্দিন (২০) মো. বশিরের ছেলে হেলাল (২০) ফয়েজ আলীর ছেলে বেলাল (১৯) সহ অজ্ঞাতনামারা উত্তক্ত্য করেন বলে তার পরিবারের সদস্যদের জানান। মেলার আশপাশে একটি বোরকা পরা মেয়েকে বিচলিতভাবে ঘুরতে দেখে চিকদাইর শাহাদাদ ফজল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকের হোসেন মাস্টার মেয়েটিকে কাছে ডেকে পরিচয় শনাক্ত করে তার পরিবারের স্বজনদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেন। বিষয়টি নিয়ে রুনা আকতারকে তার পিতা প্রচন্ড বকাঝকা করেন। রাত সাড়ে আটটার দিকে রুনা আকতার গোয়ালঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে তাকে সেখান থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    এরিমধ্যে এলাকার কয়েকজন যুবকের নাম উল্লেখ করে মেয়েকে উক্ত্যক্ত করার ঘটনায় চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন স্কুল ছাত্রী রুনার বাবা আব্দুল মন্নান। মামলাটি তদন্তের দায়িত্ব পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আরিফুল ইসলাম অভিকে মামলায় সাক্ষী করে আসামি বেলালকে অব্যাহতি দিয়ে করা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের সাব ইন্সপেক্টর মো. কামাল আব্বাস মামলাটি তদন্ত করে ২৬ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

    তদন্ত প্রতিবেদনে রুনা আকতারকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিবেশী নুরুল আমিনের ছেলে মঞ্জুর হোসেন (২২), কবির আহম্মদের ছেলে কফিল উদ্দিন(২০) বাশির উদ্দিনের ছেলে হেলাল ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    এদিকে চমেকের নিউরো সার্জারি বিভাগে ৯ মে পর্যন্ত ১ মাস ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রুনাকে বাড়িতে নিয়ে আসা হলে মুমুর্ষ অবস্থায় দীর্ঘ ছয়মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা মেয়েটি গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

  • বুকভরা অভিমান নিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন স্কুলছাত্রী রুনা

    বুকভরা অভিমান নিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন স্কুলছাত্রী রুনা

    টানা ছয় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো রাউজানের স্কুলছাত্রী রুনা আকতারকে।

    বুধবার ভোর চারটায় স্বজনদের চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন চিকদাইর ইউনিয়নের মাওলানা বদিউর রহমানের বাড়ির দিনমজুর আবদুল মন্নানের মেয়ে রুনা। সে চিকদাইর শাহাদাৎ ফজল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী।

    জানা গেছে, তার সাথে পটিয়া শিকলবাহা জাহাঙ্গীর চেয়ারম্যান বাড়ির কাজী নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অভির সাথে প্রেমঘটিত সম্পর্ক ছিল। গত ৩ এপ্রিল এলাকায় একটি ওরসে অভি নামের ছেলেটির সাথে ঘুরতে গিয়ে স্থানীয় কিছু যুবক তাদের গতিবিধি লক্ষ্য করে। এ সময় অভি মেলা থেকে নিজেকে গা ঢাকা দেয়। পরে রুনাকে স্থানীয় জাকের হোসেন মাস্টার ডেকে কথা বলে তার স্বজনদের ফোন করে তাদের হাতে তুলে দেন। পরে মেয়েটি তার পরিবারের সদস্যদের কাছে কিছু ছেলে তাকে উক্ত্যক্ত করার কথা বলেন। বিষয়টা নিয়ে রুনার বাবা মেয়েকে বকাঝকা করেন। রাতে অনেকটা অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যার চেস্টা করে সে।

    আত্মহতার চেষ্টাকালে ৩ এপ্রিল ঘটনার দিন রুনাকে মুমূর্ষু অবস্থায় তার পরিবারের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় স্থানীয় কিছু যুবককে অভিযুক্ত করে রুনার পিতা আব্দুল মন্নান বাদী হয়ে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ৯ মে পর্যন্ত ১ মাস ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রুনাকে বাড়িতে নিয়ে আসা হয়। অনেকটা যমে-মানুষে টানাটানি শেষে স্কুল ছাত্রী রুনা বুধবার সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুতে শোকে কাতর পরিবারের সদস্যরা।

    এদিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা মামলাটি আদালত তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত প্রতিবেদন দেওয়ার নিদের্শনা দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের সাব ইন্সপেক্টর মো. কামাল আব্বাস মামলাটি তদন্ত করে ২৬ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে রুনা আকতারকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিবেশী নুরুল আমিনের ছেলে মঞ্জুর হোসেন (২২), কবির আহম্মদের ছেলে কফিল উদ্দিন(২০) বাশির উদ্দিনের ছেলে হেলাল ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • ফজলে করিম এমপি’র জন্মদিন : দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

    ফজলে করিম এমপি’র জন্মদিন : দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে রাউজানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম, গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    সকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীসহ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে পৌরসভা যুবলীগ, ছাত্রলীগ, রাউজান উপজেলা যুবলীগ,ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

    সোশ্যাল সার্সেস ইউনিয়ন অব রাউজানের পক্ষ থেকে কদলপুর ইউনিয়নের কাদেরিয়া তৈয়বিয়া এতিমখানায় খতমে কোরআন এতিমদের মাঝে খাবার বিতর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, সদস্য সচিব তপন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ও রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার, সম্পাদক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপসস্থিত ছিলেন।

    উপজেলার হলদিয়া ইউনিয়নে অনলাইন এ্যাক্টিভিটিস গ্রুপ অব রাউজানের উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন। তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাংসদের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • রাউজানে সমাজসেবক এসএম শামসুল আলমের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

    রাউজানে সমাজসেবক এসএম শামসুল আলমের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

    খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের (তৎকালীন খাদ্য অধিদপ্তর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাবেক অ্যাকাউনটেন্ট রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম এসএম শসমসুল আলমের ১১তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

    কর্মসূচিতে ছিল পবিত্র খতমে গাউসিয়া শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় কায়েম শরীফ জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন আল কাদেরী।

    এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, সমাজসেবক কাজী নুরুল আজিম, কাজী জহুরুল আলম, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এসএম মাহাবুব আলম, অর্থ সম্পাদক রবি কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ কফিল উদ্দিন, কাজী সৈয়দুল আমিন, এসএম মফিজুল আলম, এসএম নজরুল ইসলাম, মাওলানা এসএম মোজাম্মেল হোসেন, এসএম কায়সার হামিদ, কাজী রবিউল হোসাইন রাকিব, হাফেজ মাহমুদুল ইসলাম মিশকাত, রহুমের ছেলে ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা এসএম সালাহ উদ্দিন, শিক্ষক ছড়াকার সাইফুদ্দিন সাকিব, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, এসএম আশরাফ উদ্দিন, এসএম বখতিয়ার উদ্দিন প্রমুখ।

    উল্লেখ্য মরহুম শামসুল আলম জীবদ্ধশায় ছিলেন আওলাদে রাসুল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) হুজুর কিবলায়ে আলমের একনিষ্ট মুরিদ।

    ১৯৭১ সালে ছিলেন মুক্তিযুদ্ধাদের অন্যতম সহযোগী। কর্ম জীবনে সরকারী চাকুরীজীবি হিসেবে রাজনৈতিক সংগঠনের কোন দলের পদ পদবীতে না থাকলেও বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতিকের প্রতি ছিল তাঁর অকুণ্ঠ সমর্থন।

    সাংগঠনিক জীবনে ছিলেন নোয়াপাড়া সন্ধানী সমাজসেবা পরিষদের মহাপরিচালক, হালদা নদী ভাঙন প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা, নোয়াপাড়া ৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টাসহ নানা সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

  • রাউজানে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে যুবক নিহত

    রাউজানে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে যুবক নিহত

    রাউজানে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (৩০) নামের
    এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মোনাফের পুত্র।

    স্থানীয় লোকজন জানান,রোববার সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পশ্চিম গহিরা এলাকায় শহরমূখী দ্রুতগামী ট্রাকের সাথে ও বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হন যুবক মহিউদ্দিন। স্থানীয় লোকজন মহিউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    যুবক মহিউদ্দিনের মৃত্যু সংবাদে তার পরিবারে চলছে শোকের মাতম।

  • রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

    রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

    রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

    রবিবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব্ দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের মোঃ সোহেল নামের এক ব্যক্তি নকল বাঘাবাড়ি ঘি তৈরী করে রাউজানসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

    এ সময় নকল মোড়ক ও বিপুল পরিমাণ নকল ব্রান্ডের বাঘা বাড়ি স্পেশাল ঘি পুড়িয়ে ধ্বংস করা হয়। নকল ঘি তৈরীর দায়ে মোঃ সোহেলকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।