Tag: রাউজান

  • গহিরায় লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

    গহিরায় লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

    লায়ন কামরুন মালেক এমজেএফ (জেলা গভর্ণর ৩১৫-বি-৪) বলেছেন লায়ন্স ক্লাব বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা। এই প্রতিষ্ঠানের জন্ম দুস্থ মানুষকে সেবা দান করে মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে। এই প্রতিষ্ঠানের শিকড় বিশ্বের প্রায় সকল প্রান্তে বিস্তৃত। সেবা দেয়া হয় গ্রামীণ প্রত্যন্তঞ্চলেও।

    তিনি বলেন, মানুষের মুখে হাসি দেখলে লায়ন্স ক্লাবের সদস্যরা ধন্য হয়। একারণে তারা সেবাদান করতে প্রত্যান্তঞ্চলে ঘুরে বেড়ায়। এতে তারা আনন্দিত হয়।

    রবিবার (২৭ অক্টোবর) লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে রাউজান গহিরা উত্তর দলই নগর আনোয়ারা আলম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক চিকিৎসা সেবাদান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

    ক্লাব প্রেসিডেন্ট লায়ন নিশাত ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেবা কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন ডা. সুকান্ত ভট্টচার্য্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাস, ক্যবিনেট সেক্রেটারী লায়ন জিকে লালা।

    সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন জিএমটি কোঅডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী , লায়ন জাফর উল্লাহ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিয়া,লায়ন আরিফ আহমেদ, লায়ন মুনিরুল কবির,লায়ন আবদুর রব শাহীন, ডা.মুনাল মাহবুব. লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন আবু নাসের রণি, লায়ন গুলশান আকতার চৌধুরী, লায়ন শহীদুল ইসলাম, লায়ন মনোয়ারা বেগম, লায়ন অশেষ কুমার উকিল,লায়ন দিবাকর দাশ, লায়ন গাউছুল হক চৌধুরী, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন শহীদুল ইসলাম।

    এই চিকিৎসা ক্যাম্প থেকে ৩১ জন খতনা, ২৭০ জন চক্ষু, ৫০জন কর্ণচেদন, ডায়োবেটিস এক’শ, নাক কান গলা এক’শ ও দুই’শ জন দন্ত রোগী চিকিৎসা সেবা দান করা হয়। এই সেবাদান করেন আটজন চিকিৎসক। রোগীদের দেয়া হয় বিনামুল্যে ঔষধ।

  • রাউজানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি : বৃদ্ধের কারাদণ্ড

    রাউজানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি : বৃদ্ধের কারাদণ্ড

    রাউজানে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ রফিক(৬০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এই দণ্ডাদেশ দেন।

    মোঃ রফিক উপজেলার ৭ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারী পাড়ার মৃত নবাব মিয়ার পুত্র।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম জানান, গত শুক্রবার স্কুল বন্ধের দিন এলাকার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বান্ধবীকে সাথে নিয়ে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান জনৈক স্কুল ছাত্রী। এ সময় মোঃ রফিক শ্রেণী কক্ষে প্রবেশ করে পঞ্চম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীটির শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তার সাথে থাকা বান্ধবীটি চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হয়।

    পরে বিষয়টি স্থানীয়দের কেউ রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীকে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের হেল্পডেস্ক টিমকে বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ প্রদান করেন।

    রবিবার সকালে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের হেল্পডেস্ক টিমের সদস্যরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের কাছে বিষয়টির খোঁজ নেন।

    এ সময় স্থানীয় লোকজন বলেন, রফিকের বিরুদ্ধে শ্লীলতাহানির একাধিক অভিযোগ রয়েছে। পরে হেল্পডেস্ক টিমের সদস্যরা কৌশল অবলম্বন করে রফিককে হাজির করে রাউজান থানায় নিয়ে আসেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণের ভিত্তিতে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, মোঃ রফিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

  • অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন রাউজানের মহসিন চৌধুরী

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন রাউজানের মহসিন চৌধুরী

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন রাউজানের কৃতি সন্তান মহসিন চৌধুরী।

    তিনি এতদিন যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

    আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫৬ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করায় রাউজানের বিভিন্ন সংগঠন মহসিন চৌধুরীকে অভিনন্দন জানান।

    কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মুসলিম চৌধুরী অতিরিক্ত সচিব মহসিন চৌধুরীর বড় ভাই।

  • রাইচ মিলে অভিযান, প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড

    রাইচ মিলে অভিযান, প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড

    রাউজানে একটি অটো রাইচ মিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড প্রদান করা হয়।

    সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় দিকে উপজেলার ফকিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে হাজী সলেমান অটো রাইচ মিলে অভিযান চালানো হয়।

    এ সময় রাইচ মিলে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাট মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

  • রাউজানে নিখোঁজের সাতদিন পর কিশোর রবিউলকে ফিরে পেলো পরিবার

    রাউজানে নিখোঁজের সাতদিন পর কিশোর রবিউলকে ফিরে পেলো পরিবার

    নিখোঁজের সাতদিন পর রাউজানে ১৩ বছরের কিশোর রবিউল হোসেনকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে রাউজান থানা পুলিশ।

    ২০ অক্টোবর রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহর কার্যালয়ে রবিউলকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

    এ সময় রাউজান থানার সেকেন্ড অফিসার নুরনবী উপস্থিত ছিলেন।

    সাতদিন পর নিজের সন্তানকে ফিরে পেয়ে মুখে হাসি ফিরে আসে আবুল কাশেম ও তার স্ত্রীর।

    উল্লেখ্য কিশোর রবিউল গত ১৪ অক্টোবর সোমবার গহিরা মাইজপাড়া এলাকার মাইমনা মঞ্জিলের ভাড়াটিয়া আবুল কাশেমের ছেলে রবিউল একই ইউনিয়নের কালাচান্দ চৌধুরী হাটে গ্রিল ওয়ার্কশপে কাজ করতে গিয়ে আর ঘরে ফিরেনি। বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করতে থাতে স্বজনরা। কিশোর রবিউলের নিখোঁজ হওয়ার বিষয়ে গত কয়েকদিনে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি অনেকেই শেয়ার করে।

    রবিউল নিখোঁজের পর রাউজান থানা থেকেও বিভিন্ন স্থানে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হলে একজন ব্যক্তি রাউজান থানায় ফোন করে জানান, কিশোর রবিউলকে তিনি উপজেলার ফকিরহাট বাজারের একটি চায়ের দোকানে কাজ করতে দেখেছেন। খবর পেয়ে পুলিশ উক্ত দোকান হতে তাকে রাউজান থানায় এনে তার পরিবারের হাতে তাকে হস্তান্তর করেন।

  • রাউজানে পূজা মন্ডপ থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো যুবকের

    রাউজানে পূজা মন্ডপ থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো যুবকের

    চট্টগ্রামের রাউজানে পূজা মন্ডপ থেকে ফেরার পথে ব্যস্ততম চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জানালীহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো জয়ব্রত ধর (২৩) নামের এক যুবকের ।

    সোমবার শেষ রাতে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর জানালীহাট এলাকার প্রসন্ন প্রাইমারি স্কুলের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

    নিহত জয়ব্রত ধর রাউজান পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বণিক পাড়ার লক্ষী কান্ত ধরের ছেলে। এই দূর্ঘটনায় জয়ব্রত ধরের চার বন্ধু আহত হয়।

    আহতরা হলেন, জানালীহাট এলাকার নারায়ন ধরের পুত্র রাজেশ ধর (২০), চিকদাইর এলাকার রাখাল বিশ্বাসের পুত্র সৌরভ বিশ্বাস, আশিষ ধরের পুত্র জনি ধর (২০), একই এলাকার নারায়ন বিশ্বাসের পুত্র জনি বিশ্বাস (২৬)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা।

    প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বন্ধুদের নিয়ে সারারাত এলাকার বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে শেষ রাতে চিকদাইর এলাকার বন্ধুদের এগিয়ে দিতে মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথেই সড়ক দূর্ঘটনার কবলে পড়েন জয়ব্রত ধরসহ তার বন্ধুরা। সেখান থেকে আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক জয়ব্রত ধর।

    এই ঘটনায় জয়ব্রত ধরের পরিবারে চলছে শোকের মাতম। পূজোর আনন্দের মাঝে ছেলের আকস্মিক মৃত্যু সংবাদ শুনে থমকে গেলো বাড়ির কর্মচঞ্চলতা। বিষাদের এই সংবাদে যেন শোকে পাথর হয়ে গেলেন তার স্বজনরা। সোমবার রাতেই জয়ব্রত ধরের দাহপ্রক্রিয়া সম্পন্ন হয়।

  • রাউজান উপজেলা আ.লীগের উপদেষ্টা আনোয়ার চৌধুরী সংবর্ধিত

    রাউজান উপজেলা আ.লীগের উপদেষ্টা আনোয়ার চৌধুরী সংবর্ধিত

    রাউজান উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত উপদেষ্টা এডভোকেট এম.আনোয়ার চৌধুরী বলেন, রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরী দল ও এলাকার উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছে, তা ইতিহাস হয়ে থাকবে। যার কারণে এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান এখন আওয়ামীলীগের দুর্গে পরিনত হয়েছে।

    তিনি সোমবার সকালে উপজেলার নিজ গ্রামের লোকজনের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন বড়ঠাকুর পাড়া স্কুল কমিটির সহ সভাপতি সিরাজুল হক, বড়ঠাকুর পাড়া ব্যবসায়ি কল্যান সমিতির সভাপতি মাহাবুবুল আলম, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ, ব্যবসায়ি মো. সেলিম উদ্দিন, মো.আলমগীর, মো.খালেদ।

    উল্লেখ্য এডভোকেট এম.আনোয়ার চৌধুরী রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরীর পিতা।

  • রাউজানের বিভিন্নস্থানে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাংসদ ফজলে করিম

    রাউজানের বিভিন্নস্থানে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাংসদ ফজলে করিম

    চট্টগ্রামের রাউজানে বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গপূজার মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    এ সময় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, রাউজানের সকল ধর্ম-বর্ণের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। বিভিন্ন উৎসব পার্বণে রাউজানের মানুষ একে অপরের সাথে আনন্দ উদযাপনে শরীক হয়ে অসাম্প্রদায়িক চেতনার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

    তিনি আরো বলেন, সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।  ৬ অক্টোবর রোববার সন্ধ্যা থেকে রাত্র ১০টা পর্যন্ত তিনি উত্তর রাউজানের ৯টি পূজাম-প পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

    পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডি, আই, জি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী ইকবাল,স্বপন দাশ গুপ্ত, শ্যামল পালিত, শাহ্ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, রাউজান থানার ওসি কেফায়েত উল্ল্যাহ, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারন সম্পাদক সুমন দে, সাবেক সভাপতি এড: সমীর দাশ গুপ্ত, এড: দিলীপ কুমার চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক মো: আসিফ প্রমুখ ।

  • রাউজানে জুয়ার আসরে ভ্রাম্যমান আদালতের অভিযান

    রাউজানে জুয়ার আসরে ভ্রাম্যমান আদালতের অভিযান

    চট্টগ্রামের রাউজানে রাতে বসা একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থসহ সাতজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

    এ সময় জুয়া খেলার অপরাধে আটক সাতজনকে জুয়া আইনে ১৮৬৭ আইনের ধারায় ৭দিনের বিনাশ্রম দন্ড প্রদান সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    ৫ অক্টোবর শনিবার রাত সাড়ে আটটার দিকে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার মোক্তার আলীর বাড়িতে এই অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ।

    দন্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার মীর মীর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে ওমান প্রবাসী মাহবুল আলম (৩৮), মোঃ ইদ্রিসের ছেলে কামরুল ইসলাম (৩৯), কোরবান আলীর বাড়ীর আব্দুল গফুরের ছেলে ভ্যানগাড়ী চালক মোঃ আরমাদ (৩২), মৃত মনির আহম্মদের ছেলে শহীদুল ইসলাম(২৬), হাসান আলী তালুকদার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ সোলায়মান (২৭), মৃত আলতাফ মিয়ার ছেলে আবুল কালাম (৬০), আশরাফ আলী সারাং বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে রাজু ইসলাম (৪৮)।

    আটককৃতদের রাউজান থানায় হস্তান্তরের পর কারাগারে সোর্পদ করা হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সাতজন জুয়ারি এলাকার একটি পাকা ভবনের ছাদে সোলায়মানের মুরগী ফার্মের পার্শ্বের একটি কক্ষে জুয়া খেলছিল। গোপন সূত্রে এই সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ।

  • জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

    জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

    মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১তম বার্ষিক ওরশ উপলক্ষে রাউজান উপজেলার বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৪ অক্টোবর শুক্রবার সকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার অধিন ৪৯ টি শাখা কমিটির উদ্যোগে স্ব-স্ব এলাকার প্রতিটি মসজিদ এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

    এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিলে প্রত্যেকটি শাখার সভাপতি -সম্পাদক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এদিকে শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদাপাড়া শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১ তম বার্ষিক উরস শরীফ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলী।

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য মাষ্টার জাহাঈীর আলম চৌধুরী, রাশেদ তালুকদার, মোঃ জামাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আব্দুল খালেক চৌধুরী প্রমুখ।