Tag: রাঙামাটি

  • রাঙামাটি প্রশিক্ষণে ‘মিসফায়ার’, গুলিবিদ্ধ সিএমপির ৩ পুলিশ

    রাঙামাটি প্রশিক্ষণে ‘মিসফায়ার’, গুলিবিদ্ধ সিএমপির ৩ পুলিশ

    রাঙামাটিতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) প্রশিক্ষণের সময় এক নারী কনস্টেবলের ‘মিসফায়ারে’ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ মঙ্গলবার সকালে পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী থানাধীন বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ফায়ারিং প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন আকবরশাহ থানার পুলিশের নারী কনস্টেবল মিনু আরা, বাকলিয়া থানার কনস্টেবল সুমন কান্তি দে ও অভি বড়ুয়া।

    পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আহতদের হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিএমপির সদস্যদের নিয়ে বেতবুনিয়ায় বার্ষিক ফায়ারিং ট্রেনিং চলছিল। সেখানে আজ সকালের মহড়ায় এক নারী কনস্টেবল ফায়ারিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে তাঁর মিসফায়ারে সেখানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন।’

  • রাঙামাটিতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

    রাঙামাটিতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

    পার্বত্য জেলা রাঙামাটিতে পূর্ণিমা চাকমা (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পূর্ণিমা চাকমা রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।

    পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পূর্ণিমা চাকমা রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পূর্ণিমা চাকমাকে চেতনাহীন অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান ভাড়া বাসার মালিকসহ দুই নারী। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে, মৃত ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা উধাও হয়ে যান।

    নাম প্রকাশ না করার শর্তে পূর্ণিমা চাকমার সহপাঠীরা জানিয়েছেন, মেয়েটির সঙ্গে ‘বড় কোনো অন্যায়’ করা হয়েছে। তিনি যে বাসায় ভাড়া থাকতেন, সে বাসার মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে এবং তাঁর মোবাইল কল রেকর্ড চেক করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে।

    রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর বলেন, ‘কলেজছাত্রীর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

    রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “মৃতের ঘটনা নিয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত হবে। তবে, ‘অস্বাভাবিক কিছু’ আছে বলে মনে হচ্ছে।”

    এন-কে

  • রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ এলাকায় ১ মে হতে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ

    রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ এলাকায় ১ মে হতে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ

    খাগড়াছড়ি প্রতিনিধি॥
    রাঙামাটি ও খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার আওতাধীন কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় ১ মে হতে আগামী ৩ মাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ-শিকার বন্ধ করা হয়েছে।

    মাছের সুষ্ঠু প্রজনন, বংশ বৃদ্ধি ও কাপ্তাই হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে মজুদ, বাজারজাত করণ ও পরিবহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

    গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তমতে বিএফডিসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

    মহালছড়ি উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমদ জানান, গত বছরের ন্যায় এবছরও মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে যা এ যাবৎ কালের সর্বাধিক আয়। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় অবৈধভাবে মাছ ধরা ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার পাশাপাশি সবাই সচেতন হলে মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন এবং রাজস্ব আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

    তিনি মহালছড়ির সকল জেলেদের প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর বেধে দেওয়া সময়ের মধ্য মৎস্য আহরণ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার আহবান জানান।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ