Tag: রাঙ্গামাটিতে

  • রাঙ্গামাটি সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড/পুড়ে গেছে অর্ধশত দোকান

    রাঙ্গামাটি সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড/পুড়ে গেছে অর্ধশত দোকান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড’র ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৪টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজারে এ ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    এতে বাজারের প্রায় অর্ধশত দোকান পুঁড়ে ছাই অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বললেন স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রবিবার বিকেলে বাজারের একটি হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুত্বেই আগুনে পুড়ে যায় সাগরিকা নামক হোটেলটি। এরপর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশ-পাশের আরো অর্ধশত দোকান ভস্মিভূত হয়।

    আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাছাড়া রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

    আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ। তিনি বলেন সুবলং বাজারে আগুন লাগার খবর পেয়ে বোটযোগে রাঙামাটি শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা দিয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান-সুবলং বাজারে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের নিয়ে চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে রাঙ্গগামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি দল বোটযোগে রওনা দিয়েছে বলে তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

    প্রসঙ্গত: রাঙামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি দূর্গম এলাকা। জেলা সদরের সাথে নৌ-পথেই একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার স্টেশন নেই।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে ইউপিডিএফ নেতা সুমন চাকমা নিহত

    রাঙ্গামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে ইউপিডিএফ নেতা সুমন চাকমা নিহত

    ২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাংগা ইউনিয়নের মাইচ্ছ্যছড়া এলাকায় দু পক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ মূল দলের সহকারী কোম্পানি কমান্ডার সুমন চাকমার।

    আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তার মৃত্যু হয়। নিহত সুমন চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

    রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘটনা তদন্তে কোতোয়ালি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত পরে জানা যাবে। তিনি বলেন, নিহত ব্যক্তি প্রসীত পন্থি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে।

    স্থানীয়দের বরাতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আজ বুধবার সকালে স্থানীয়রা সুমন চাকমার মরদেহ মাইচ্ছ্যাছড়া এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কোতয়ালী থানা ও সুবলং ফাঁড়ির পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং ঘটনাটির তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার চেষ্টা অব্রাহত থাকবে।

  • রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

    রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

    রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর ঘাগড়া কলাবাগান এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। নিহত কলেজছাত্রীর নাম এশিচিং মারমা (২০)।

    তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের বিএসএস (অনার্স) এর শিক্ষার্থী। রোববার সকাল দশটার সময় এই দুর্ঘটনা ঘটে।

    এই ঘটনার আরো চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- দুলাল(৫৫), আকতার বেগম (৪০) তানভীর (২), শিলমনি (২৫)। তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়রা জানায়, রোববার সকালে রানীরহাট থেকে একটি সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৮০২৭) ৫ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি শহরে যাচ্ছিল। পথিমধ্যে ঘাগড়ার কলাবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৮১৮৪) সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী কলেজছাত্রী এশিচিং মারমা ঘটনাস্থলেই নিহত হন।

    পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।