Tag: রাঙ্গুনিয়ায়

  • রাঙ্গুনিয়ায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার/ গ্রেফতার মাদক ব্যবসায়ি

    রাঙ্গুনিয়ায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার/ গ্রেফতার মাদক ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মাদক বিক্রিকালে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ি জামাল উদ্দিন (৪২)।

    সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিলক ইউনিয়নের কালিন্দিরানী সড়কের আমতল এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদসহ পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

    গ্রেফতার জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সরফভাটা গ্রামের চৌধুরী বাপের বাড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসায়সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি জামালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাঙ্গুনিয়ায় ২য় দফায় আরো ৫ হাজার পরিবার পাবে তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী

    রাঙ্গুনিয়ায় ২য় দফায় আরো ৫ হাজার পরিবার পাবে তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্বিতীয় পর্যায়ের পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লী‌গের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    এরআগে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে প্রথম পর্যায়ে তিন হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন তথ্যমন্ত্রী।

    আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা প্রাঙ্গণে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।

    এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তথ্যমন্ত্রীর ছোটভাই খালেদ মাহমুদ ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার উপস্থিত থেকে করোনা ভাইরাসের কারণে সমস্যাগ্রস্থ পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌরসভার কাউন্সিলর মো. সেলিম, নুরুল আবছার, শিক্ষক রঞ্জন বড়ুয়া প্রমুখ।

    এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে দ্বিতীয় পর্যা‌য়ের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেয়াঁজ ও চিনিসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে।

    করোনার কারণে সৃষ্ট সঙ্কটে রাঙ্গুনিয়ার মানুষের জন্য তথ্যমন্ত্রী’র খাদ্য সামগ্রী বিতরণ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামে মাস্কের দাম কমবেশি নিয়ে মারামারি : আহত এক যুবক হাসপাতালে ভর্তি

    চট্টগ্রামে মাস্কের দাম কমবেশি নিয়ে মারামারি : আহত এক যুবক হাসপাতালে ভর্তি

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্কের দাম কমবেশি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রুপ নেয় সংঘর্ষে। এতে গুরুতর আহত হয়েছে একজন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

    আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আহতের স্বজনরা।

    আহত যুবকের নাম মো. ওসমান (৩০)। সে ওই এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি মালিরহাটের ঔষধের দোকানের ব্যবসা করেন।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ঔষধের দোকানী বাজারের অন্যান্য দোকানের চেয়ে কম দামে মাস্ক বিক্রি করছিলেন। দামে কম বেশি নিয়ে একই বাজারের অপর স্টেশনারী দোকানদার মুহাম্মদ সুমনের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সুমন ও তার ভাই সুজনের সাথে ঔষধের দোকানদার ওসমানের সংঘর্ষ বেধে যায়।

    এতে গুরুতর আহত হয় ঔষধের দোকানদার ওসমান। প্রথমে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

    এই ব্যাপারে মালিরহাট বাজারের অপর ব্যবসায়ী মো. পারভেজ বলেন, “৫০টাকা দামে মাস্ক বিক্রি করছিলেন স্টেশনারী দোকানদার মো. সুজন। কিন্তু পাশের ঔষধের দোকানদার ওসমান একই মাস্ক বিক্রি করছিলেন ৩০টাকা দামে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে সুমন ও তার ভাই সুজন ওসমানের দোকানের মধ্যে গিয়ে সংঘর্ষ বাধিয়ে ফেলে। সংঘর্ষে গুরুতর আহত হয় ব্যবসায়ী ওসমান।”

    রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এই ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ২৪ ঘন্টা/আর এস পি

  • রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

    রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের ১নং গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

    বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা, ৩টি ছোরা, ২টি কিরিচ এবং ৪টি চাপাতি উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার গোদারপাড় এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৬) ও একই উপজেলার ফরেষ্ট অফিস এলাকার মৃত আমিনুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, কতিপয় সন্ত্রাসী অস্ত্র সস্থ্র নিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি টিম অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও র‌্যাব ধাওয়া করে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে দুজনের বসত ঘরে তল্লাশী চালিয়ে আরো বেশ কিছু ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    তিনি বলেন,গ্রেফতারকৃতদের মধ্যে মো. কামাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৬টি এবং জসিমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করে আসছে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনহত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ দুজনকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।