Tag: রাঙ্গুনিয়া

  • রাঙ্গুনিয়ার আলেমে দ্বীন মাওলানা মুছা’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    রাঙ্গুনিয়ার আলেমে দ্বীন মাওলানা মুছা’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আল জামেয়া আল কোরআনিয়া চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসার মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো. মুছা (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত দুইটায় অসুস্থাবস্থায় হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ মেয়ে ১ ছেলে, অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

    রাঙ্গুনিয়ার বিশিষ্ট এই আলেমে দ্বীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মাওলানা মুছা পবিত্র ধর্ম ইসলামের প্রচার এবং প্রসারে নিবেদিত প্রাণ ছিলেন। রাঙ্গুনিয়াবাসী একজন নিবেদিত প্রাণ আলেমে দ্বীনকে হারালো। তিনি দ্বীনের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী।

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আলেম-ওলামাদের জন্য কেউ ভাবেন না : তথ্যমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আলেম-ওলামাদের জন্য কেউ ভাবেন না : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতো দেশের আলেম-ওলামাদের জন্য কেউ ভাবেন না’।

    আজ দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকার রাঙ্গুনিয়া উপজেলায় পাঁচ শতাধিক মসজিদের ইমাম-ওলামাদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    মন্ত্রী ড. হাছান বলেন, ‘বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালেও আলেম-ওলামাদের কথা ভাবেনি। কিন্তু নির্বাচনের সময় তারা ঠিকই ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।’

    অপরদিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আলেম-ওলামাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

    তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ, এক লাখ মসজিদে সাড়ে চার হাজার টাকা মাসিক ভাতায় একজন শিক্ষকসহ মক্তব স্থাপন, কওমী মাদ্রাসার সর্বোচ্চ পর্যায়ের শিক্ষাকে স্বীকৃতি প্রদান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন, করোনা পরিস্থিতিতে দেশের প্রায় সব মসজিদের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ প্রদানের এসব মাইলফলক উদ্যোগ প্রধানমন্ত্রীর আন্তরিক ভাবনারই ফসল।

    ড. হাছান মাহমুদ এসময় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী ও তথ্য অধিদফতরের সাবেক উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও সাহিত্যিক জাফর আলমের সদ্যপ্রয়াণে গভীর শোক জানান ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

    রাঙ্গুনিয়া প্রান্তে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গুনিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের রাঙ্গুনিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মোকাম্মেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার।

    এ আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ার ৫০৪টি মসজিদের প্রত্যেকটির ইমাম-ওলামাদের মাঝে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।

    অনুষ্ঠান শেষে সবাই দেশ ও বিশ্বের সবার নিরাপদ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনায় অংশ নেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • এক রাতেই কাটলো ৭৫ হাজার গাছ/বনবিভাগের মামলা,বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের তীর!

    এক রাতেই কাটলো ৭৫ হাজার গাছ/বনবিভাগের মামলা,বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের তীর!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিশেষ প্রতিবেদন : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের প্রায় ৭৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

    জানা যায়, সরকারের পরবিশে ও বন মন্ত্রণালয়রে ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের আওতায় বনায়নের জন্য এসব চারা তৈরী করা হয়েছিল। সপ্তাহ খানেক ধরে নার্সারি থেকে এসব চারা তুলে রোপন করছিল বনবিভাগ।

    কোটি টাকা মুল্যের এসব চারা রাতের আঁধারে কারা কেটে দিয়েছে তা কেউ না দেখলেও বনের জায়গা দখল করার অংশ হিসেবে স্থানীয় এক বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন বনবিভাগ।

    তিনি ইতিমধ্যেই প্রায় অর্ধ শতাধিক একর সংরক্ষিত বনের জায়গা দখল করে সেখানে গড়ে তুলেছেন বৌদ্ধ বিহার ও আশ্রম। সেখানে বসবাস করেন ভিক্ষুসহ শতাধিক মানুষ।

    শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোন একসময়ে দূর্বৃত্তরা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জের ফলহারিয়ার সংরক্ষিত বনের নার্সারিতে এই তান্ডব চালায়।

    স্থানীয়দের অভিযোগ, সুখবিলাস বনবিটের আওতাধীন ফলহারিয়া এলাকায় বনবিভাগের এই নার্সারি সংলগ্ন প্রায় ৫০ একর বনের জায়গা দখল করে গড়ে উঠেছে জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহার।

    ২০১১ সাল থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু শরণঙ্কর থের ধ্যান করার জন্য প্রথমে পাঁচ শতক বনের জায়গায় একটি ঘর করে দখলের সুচনা করেন বলে জানান স্থানীয়রা।

    ক্রমান্বয়ে সংরক্ষিত বনের জায়গা দখলের পরিধি বর্তমানে ৫০ একর ছাড়িয়ে সুপরিসর বিহার ও আশ্রম গড়ে তুলেন শরণঙ্কর থের। শনিবার রাতে ৭৫ হাজার চারা কেটে ফেলার ঘটনায় রোববার (৭ জুন) রাতে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দিয়েছেন সুখবিলাস বনবিট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। পুলিশ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

    এদিকে জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দিপঙ্কর ভিক্ষু গাছের চারা কেটে ফেলার সাথে তারা জড়িত নয় দাবী করে বলেন, তবে তাদের বিহারের সম্পূর্ণ জায়গা বনবিভাগের।

    খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বর্তমানে শরণঙ্কর ভিক্ষুর দখলীয় বনের জায়গা ৫০ একর ছাড়িয়ে যাবে। তিনি যাতে আর দখলের পরিধি বাড়াতে না পারেন সেজন্য সুফল প্রকল্পের আওতায় বনায়নের উদ্যোগ নেন তারা। কয়েকদিন ধরে বৌদ্ধ বিহারের আশপাশের জায়গায় চারা রোপন শুরু করেন বনবিভাগ।

    তবে রাতের আঁধারে প্রায় কোটি টাকা মূল্যের ৭৫ হাজার গাছের চারা কেটে তছনছ করে দেন বলে তিনি দাবী করেন। তিনি বলেন, সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনা, বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণরে অংশগ্রহণ বাড়ানো এবং বনজ সম্পদ উজাড় রোধ ও বননর্ভির জনগোষ্ঠীর বিকল্প জীবিকা সুবধিা প্রদানসহ বেশ কিছু লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ২০১৮ সালের জুলাই থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘সুফল’ প্রকল্পের কাজ শুরু করে বনবিভাগ।

    এই প্রকল্পের অধীনে সুখবিলাস বনবিটের ফরহারিয়ায় শতাধিক হেক্টর ভুমিতে ২০১৯-২০ অর্থবছরে দীর্ঘমেয়াদি বনায়ন করার জন্য ৯৫ হাজার গাছের চারার লক্ষ্যমাত্রা নিয়ে নার্সারি গড়ে তুলেন।

    সুখবিলাস বনবিট কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নার্সারি থেকে চারা তুলে শ্রমিকরা সপ্তাহখানেক ধরে পাহাড়ে চারা রোপন করে আসছে। কিন্তু শনিবার রাতে নার্সারিতে থাকা প্রায় ৭৫ হাজার চারা গাছ কেটে তছনছ করে দেন দূর্বৃত্তরা।

    সরকার চারা রোপন করলে আর বনের জায়গা দখল করা যাবেনা, সেই চিন্তা থেকেই দখলবাজরা রাতের আঁধারে একাজ করতে পারেন বলে তিনি দাবী করেন।

    ২৪ ঘণ্টা/আলীউর রহমান/রাজীব প্রিন্স

  • সেই অধ্যাপক আনোয়ারের করোনা নেগেটিভ/নিজ গ্রামে কবর দিতে বাঁধা প্রদানকারীদের শাস্তি দাবী পরিবারের

    সেই অধ্যাপক আনোয়ারের করোনা নেগেটিভ/নিজ গ্রামে কবর দিতে বাঁধা প্রদানকারীদের শাস্তি দাবী পরিবারের

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আলীউর রহমান : রাউজান নোয়াপাড়ার বাসিন্দা শিক্ষক আনোয়ার হোসেন (৫৯)। তিনি রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের জীব বিজ্ঞানের সহকারি অধ্যাপক। সেই সূত্রে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

    গত এক সপ্তাহ আগে থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা ভাইরাস আক্রান্ত মনে করে নমুনা পরীক্ষা করতে দেন গত ৯ জুন কিন্তু রিপোর্ট পাননি।

    এ অবস্থায় গত বৃহস্পতিবার (১১ জুন) বিকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত ৮টার দিকে তাকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে আনোয়ার হোসেন চলে গেছেন না ফেরার দেশে।অধ্যাপক আনোয়ারের লাশ নিয়ে পরিবারের আহাজারী

    গভীররাতে আনোয়ার হোসেনের স্ত্রী ও স্বজনদের আহাজারি শুনলোনা কেউ। লাঠি হাতে পথরোধ করলো আপন পাড়ার ভাই বন্ধুরা। শত অনুনয়, মিনতি নোয়াপাড়ার লোকজনের তাদের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। তারা শিক্ষক আনোয়ার হোসেনের মরদেহ ফেরত পাঠায়।

    নিরুপায় স্ত্রী গভীর রাত পর্যন্ত স্বামীর মরদেহ নিয়ে ঘুরেছেন রাস্তায়। রাত দুইটার দিকে রাঙ্গুনিয়া কলেজের পেছনে মরিয়মনগর পাগলা মামার মাজার এলাকায় স্ত্রী আহাজারি শুনে এগিয়ে আসে গাউছিয়া কমিটির সদস্যরা।

    জানা যায়, আনোয়ার হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী মরদেহ নিয়ে আসে জন্মস্থান রাউজানের নোয়াপাড়ায়। কিন্তু সেখানকার লোকজন মরদেহ দাফন করতে দেয়নি। আনোয়ার হোসেনের স্ত্রী ও স্বজনদের আহাজারি, শত অনুনয়, মিনতি নোয়াপাড়ার লোকজনের তাদের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। তারা শিক্ষক আনোয়ার হোসেনের মরদেহ ফেরত পাঠায়।অধ্যাপক আনোয়ারের লাশ দাফন গাউছিয়া কমিটির

    নিরুপায় স্ত্রী মরদেহ নিয়ে যান রাঙ্গুনিয়া থানার পাগলা মামার মাজার প্রাঙ্গণে এবং আহাজারি করতে থাকেন। খবর পায় স্থানীয় গাউছিয়া কমিটির সদস্যরা বিষয়টি রাঙ্গুনিয়া থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও গাউছিয়া কমিটির সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে রাতেই জানাজা পড়িয়ে পূর্ণ ধর্মীয় মর্যাদায় আনোয়ার হোসেনের মরদেহ দাফন করেন।

    নিজের জন্মস্থান রাউজানের নোয়াপাড়ায় মরদেহ দাফনে বাধা এবং রাঙ্গুনিয়ায় দাফন করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাঙ্গুনিয়া থানা পুলিশ ও গাউছিয়া কমিটির এমন মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

    রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আজ শিক্ষক আনোয়ারের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার তথ্য দেন। রিপোর্ট পাওয়ার পর নিজ গ্রামের যারা রাতে মরদেহ দাফনে বাঁধা দিয়েছেন তাদের শাস্তির আওতায় আনার দাবী জানান অধ্যাপক আনোয়ারের পরিবার।

    ২৪ ঘণ্টা/আলীউর রহমান/রাজীব প্রিন্স

  • করোনা/ রাঙ্গুনিয়ায় একদিনে ১০ পজেটিভ, আক্রান্তের তালিকায় ৬ সরকারি কর্মকর্তা

    করোনা/ রাঙ্গুনিয়ায় একদিনে ১০ পজেটিভ, আক্রান্তের তালিকায় ৬ সরকারি কর্মকর্তা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একদিনেই প্রাণঘাতী করোনার ছোবলে আক্রান্ত হয়েছে ১০ জন। আক্রান্তের তালিকায় আছেন সরকারি ৬ কর্মকর্তাও। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জন।

    আক্রান্ত সরকারি কর্মকর্তারা উপজেলার কৃষি, মৎস্য ও পল্লী উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন দপ্তরে কর্মরত এবং উপজেলার সরকারি কোয়াটারে থাকেন বলে জানা গেছে।

    আজ ১০ মে রবিবার দুপুরে চট্টগ্রামে করোনা পরীক্ষার ২য় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয (সিভাসু) ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় উপজেলার ১০ জন আক্রান্ত হওয়ার তথ্য দেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এর ঘন্টা খানেক পরে আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত।

    তিনি বলেন, রাঙ্গুনিয়ায় একদিনে ১০ জন করোনা সনাক্ত হয়। এর মধ্যে কৃষি, মৎস্য ও পল্লী উন্নয়ন কার্যালয়ে কর্মরত ৬ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এক কর্মকর্তার স্ত্রী ও অন্য এক কর্মকর্তার দুই বছরের সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে।

    তাছাড়া বাকি অন্য যে দুজন আজ করোনা সনাক্ত হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি উপজেলা পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এবং অন্যজন সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা। গত ৩ মে এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।

    বর্তমানে করোনা সনাক্ত সকলেই বাসায় আছেন। তবে হাসপাতালের আইসোলেশনে নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

    করোনা সনাক্ত হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। তিনি বলেন, আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে কাজে গিয়েছেন। ফলে তাদের সংস্পর্শে আসাদেরও নমুনা পরীক্ষা করা হবে।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • খাদ্য উৎপাদন বাড়াতে কোন জমিই অনাবাদি রাখা যাবেনা: তথ্যমন্ত্রী

    খাদ্য উৎপাদন বাড়াতে কোন জমিই অনাবাদি রাখা যাবেনা: তথ্যমন্ত্রী

    আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাসের কারণে পৃথিবী স্তব্দ হয়ে গেছে। সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে গেছে। বৈশ্বিক এই দূর্যোগের কারণে পৃথিবীতে খাদ্যাভাব দেখা দিতে পারে। কিন্তু মহান স্রষ্টা বাংলাদেশকে উর্বর জমি দিয়েছে, খাদ্য উৎপাদন বাড়াতে দেশের কোন জমিই অনাবাদি রাখা যাবেনা।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শুরু থেকেই জনগণের প্রতি আহবান জানিয়েছেন, আমরা যেন এক ইঞ্চি জায়গাও অনাবাদি নারাখি। সেই লক্ষ্য নিয়েই সমগ্র বাংলাদেশে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ কীটনাশকসহ নানা ধরণের কৃষি যন্ত্র ভর্তুকিতে বিতরণ করছে। আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমরা যদি অধিক খাদ্য উৎপাদন করতে পারি সেক্ষেত্রে অন্যদেরকেও সহায়তা করা যাবে।

    শুক্রবার (০৮মে) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ, রিপার মেশিন বিতরণ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে সমন্বয় সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, কেন্দ্রিয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেন।

    ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল, সেই খাদ্য ঘাটতির দেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তর করেছেন। সরকার কৃষিতে নানাবিদ ভর্তুকি দেয়ার মাধ্যমে শাক সবজি বীজ ও কীটনাশকের নিশ্চয়তা বিধান করার মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছেন।

    তিনি বলেন, রাঙ্গুনিয়ায় প্রচুর শাক সবজি উৎপাদন হয়, সারা বাংলাদেশেই শাক সবজির প্রচুর ফলন হয়। আমাদের জমিতে তিনবার ফসল হয়। কোন কোন জমিতে চার ফসলও আবাদ হয়। সেজন্য কৃষকদের মাঝে নানা ধরণের সবজি বীজ বিতরণ করেছি। যাতে তারা শাক সবজি ফলাতে পারেন।

    ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একেবারে গ্রাম পর্যায়েও যাতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায় সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা পরিষদগুলোকে বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এই কর্মসুচির আওতায় একেবারে প্রান্তিক জনগোষ্ঠির কাছেও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসুচি গ্রহণ করেছে সরকার।

    স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সঠিক বিতরণ যাতে নিশ্চিত হয় ইউপি চেয়ারম্যানদের এমন অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়া উপজেলা করোনা থেকে এখনো অনেকটা সুরক্ষিত আছে। স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের দেশকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে। সেটি করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গুলো সঠিকভাবে বিতরণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারবো।

    জনগণকে উদ্বুদ্ধ করার জন্য চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সরকার যেই পদক্ষেপ গুলো গ্রহণ করেছে বীজ সার কীটনাশক একেবারে প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌঁছানোর, সেগুলো যেন নিশ্চিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    তিনি বলেন, কোন কৃষক যাতে কোন জমি অনাবাদি না রাখে। প্রত্যেকে প্রত্যেককে যেন উদ্বুদ্ধ করার মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়ানো যায় এবং নিজেদের জমিও যাতে অনাবাদি না থাকে সেই উদ্যোগ নিতে হবে।

    ২৪ ঘন্টা/এম আর

  • চট্টগ্রামে ৩,নোয়াখালীতে ৩,লক্ষ্মীপুরে ৩ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে ৩,নোয়াখালীতে ৩,লক্ষ্মীপুরে ৩ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ :::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৭৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩ জন এবং নোয়াখালী জেলায় ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৯০টি নমুনা পরীক্ষা করে লক্ষ্মীপুর জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে

    শনিবার (২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮১ জন।

    চট্টগ্রামে আক্রান্ত তিন জন যথাক্রমে চন্দনাইশের হারলা  ৪নং ওয়ার্ডের কেরানির বাড়ির ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী, সন্দ্বীপের গাছুয়া ৩নং ওয়ার্ড নাহিদ খান সাহেবের বাড়ির ২৪ বছর বয়সী যুবক ও রাঙ্গুনিয়ার ইছাখালী দাসপাড়া ইউনিয়নের ৪৫ বছর বয়সী নারী স্বাস্থ্যকর্মী।

    নোয়াখালী জেলার তিনজন হলেন- হাতিয়া উপজেলা ২ জন এক মহিলা বয়স (২৩), আরেকজন পুরুষ বয়স (২৮) অপরজন নোয়াখালী সদরে পুরুষ বয়স (২৫)।

    লক্ষ্মীপুরের তিনজনের মধ্যে রামগতি উপজেলায় ১ এবং রামগঞ্জ উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের ছয়জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • তথ্যমন্ত্রী’র নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

    তথ্যমন্ত্রী’র নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

    করোনাভাইরাসের বিস্তার রোধে অঘোষিত লকডাউনের কারণে বিপাকে পরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্র লীগের নেতাকর্মীরা।

    রমজানের রোজা রেখে তীব্র রোদের ভ্যাপসা গরমে মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।

    এতে শ্রমিক সঙ্কটে থাকা দরিদ্র কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নির্দেশনা দেন নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের।

    রাঙ্গুনিয়ায় দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

    উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রাসেল জানান, তথ্যমন্ত্রীর নির্দেশে রাঙ্গুনিয়ায় ইউনিয়ন ভিত্তিক টিম গঠন করা হয়েছে। তারা প্রতিদিন রাঙ্গুনিয়ার কোননা কোন বিলে নেমে দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছে সামাজিক দুরত্ব মেনে। ইতিমধ্যে রাঙ্গুনিয়ার পারুয়া, পোমরা, পদুয়া, চন্দ্রঘোনাসহ বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত বিলে বোরা ধান পেকেছে সেসব এলাকার দরিদ্র কৃষকদের চাহিদা অনুযায়ি ধান কেটে দিচ্ছে নেতাকর্মীরা।

    শনিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের টিম ধান কেটেছে উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের গুমাইবিল অংশে।

    আধুরপাড়া গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেমের ২৫শতক জমির ধান কেটে ছাত্রলীগ কর্মীরা কৃষকের ঘরে পৌঁছে দেন।

    উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শিমুল গুপ্তের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি খাঁন, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রনি দাশ, ছাত্রলীগ নেতা লাভলু, ছোটন, অনুপ, ইলিয়াছ ইমন, সজিব, সৈকতসহ প্রায় ১৫জনের টিম।

    এরআগে শুক্রবার পোমরা ইউনিয়নের মো. শফি নামের এক কৃষকের ২০ শতক জমির ধান কেটে দিয়েছে পোমরা ইউনিয়ন ছাত্রলীগ।

    একইদিন পারুয়া ইউনিয়নের হাজারি বিলের কৃষক লেদু মিয়ার ৪৪ শতক জমির ধান কাটেন উপজেলা ও পারুয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা রাকিবুল হাসান বাবুর নেতৃত্বে ১৫ জনের টিম।

    গত ২৬ এপ্রিল পদুয়া ইউনিয়নের সাপলেজাপাড়া বিলে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক আবদুল কাদেরের ৩৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামের নেতৃত্বে টিম।

    এভাবে রাঙ্গুনিয়ার যেসমস্ত বিলে ধান পেকেছে এবং ধানকাটা শ্রমিকের অভাবে দরিদ্র কৃষকরা ধান কাটতে পারছেনা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগ।

    পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান বাবু বলেন, রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে পারুয়া ইউনিয়নে যেসমস্ত কৃষক শ্রমিক কিংবা অর্থ সংকটে পাকা ধান কাটতে পারছেননা তাদের সাহায্য করা হবে জানিয়ে ফেসবুকে নাম্বার দিয়ে একটি পোষ্ট দেওয়া হয়। কৃষক নুর মোহাম্মদ যোগাযোগ করলে আমরা তার পাশে দাঁড়াই।

    রাঙ্গুনিয়ায় দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

    রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল দাশ গুপ্ত বলেন, চট্টগ্রামের শস্য ভান্ডারখ্যাত গুমাই বিলসহ রাঙ্গুনিয়ার বিস্তির্ণ এলাকায় বেরো ধান পেকেছে। প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন এলাকা থেকে এবার ধান কাটা শ্রমিকরা আসতে পারছেনা। কৃষকের এই সঙ্কটে তথ্যমন্ত্রী ছাত্রলীগসহ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে। রাঙ্গুনিয়ার যেসমস্ত দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে বিপাকে পড়বে তারা যোগাযোগ করলেই ছাত্রলীগের টিম পৌঁছে যাবে বলে তিনি জানান।

    চট্টগ্রামের শস্য ভান্ডারখ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলের কৃষক আবুল কাশেম জানান, আমি দুই কানি জমিতে বোরা ধানের চাষ করেছি, ধানও পেকেছে। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে বাজারে শ্রমিক না পেয়ে যখন আমার কপালে ভাঁজ পড়ে তখন ছাত্রলীগের ভাইয়েরা এসে আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়ে গেলেন। এই সময়ে তারা কৃষকের পাশে এসে দাঁড়ানোয় রাঙ্গুনিয়ার অনেক দরিদ্র কৃষকের চিন্তামুক্ত হবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী’র ত্রাণ সমন্বয় কমিটি গঠন

    রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী’র ত্রাণ সমন্বয় কমিটি গঠন

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদের নির্দেশনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে বৈষম্যরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ত্রাণ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

    রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কামাল উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে এই কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নুর লিটন, শ্রম সম্পাদক ফারুক আহমেদ তালুকদার।

    গ্রাম পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্যের সমন্বয়ে তালিকা তৈরী ও সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান এবং দলীয় দায়িত্বশীলদের ব্যবস্থাপনায় ত্রাণের সুষম বণ্টনের ব্যবস্থা করবেন এই কমিটি।

    কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার প্রান্তিক জনগোষ্ঠির পাশে দাঁড়িয়েছেন। কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইউনিয়নে ত্রাণ বিতরণ চলছে। এসব বন্টণে যাতে কোন ধরণের অনিয়ম ও বৈষম্য না ঘটে সেটি তদারকি করতে কমিটি গঠন করেছেন। রাঙ্গুনিয়ার কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য তথ্যমন্ত্রীর উদ্যোেেগ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

     

  • তথ্যমন্ত্রী’র উদ্যোগে রাঙ্গুনিয়ার দুই ইউনিয়নের ৫’শ পরিবার পেল খাদ্য সামগ্রী

    তথ্যমন্ত্রী’র উদ্যোগে রাঙ্গুনিয়ার দুই ইউনিয়নের ৫’শ পরিবার পেল খাদ্য সামগ্রী

    করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের দরিদ্র ৫’শ পরিবারে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার থেকে রাঙ্গুনিয়া উপজেলায় এই কার্যক্রম শুরু হয়।

    তথ্যমন্ত্রী’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কর্মহীন ৫’শ পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা কদমতলি ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, জসিম উদ্দিন তালুকদার, এমরুল করিম রাশেদ, কাউন্সিলর মোহাম্মদ সেলিম, শওকত হোসেন সেতু প্রমূখ।

    রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে।

    এনএনকে ফাউন্ডেশনের জসিম উদ্দিন তালুকদার বলেন, প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সেজন্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারে পৃথক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়। ক্রমান্বয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

  • তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ শুরু

    তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত উদ্যোগে রাঙ্গুনিয়ার দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ শুরু

    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় করোনা-অসহায় দিনমজুর, নিম্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।

    তথ্যমন্ত্রী’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।

    রাঙ্গুনিয়ার অসহায় দরিদ্রদের মাঝে তথ্যমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে

    রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এসময় এনএনকে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাষ্টার আবদুর রউফ, জসিম উদ্দিন তালুকদার, কাউছার নুর লিটন, কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রমূখ।

    এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়ার ৫০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কর্মহীন অসহায় মানুষের জন্য তথ্যমন্ত্রী’র ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

     

  • একুশে পত্রিকার সম্পাদককে মেরে ফেলার হুমকি,সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা

    একুশে পত্রিকার সম্পাদককে মেরে ফেলার হুমকি,সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে একুশে পত্রিকা সম্পাদক ও রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্সের আহ্বায়ক আজাদ তালুকদারকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।

    রাউজান উপজেলা যুবলীগ সভাপতি আরজু সিকদার একুশে পত্রিকা সম্পাদককে আক্রমণ করে প্রায় ৬ মিনিটের বক্তব্য দেন।

    পুরো বক্তৃতাজুড়ে ছিল আজাদ তালুকদারকে মেরে ফেলা, কেটে ফেলার হুমকি। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।

    একুশে পত্রিকা সম্পাদককে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক আলীউর রহমান, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহামদ সাজীব ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাবু।

    আরজু শিকদার

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দলের নাম ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টিকারী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় ও সরকারী সিদ্ধান্ত হয়েছে। এমন অবস্থায় একজন সাংবাদিককে হুমকি সরকার ও দলের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার মতো। উপজেলা যুবলীগ সভাপতি হওয়ার মতো যোগ্যতা আরজু সিকদারের আছে কিনা সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিকবান্ধব সরকার। সাংবাদিককে হুমকি দিয়ে গণমাধ্যমে সরকারের অর্জনকে ধুলিসাৎ করে দিতে চায় আরজু সিকদার। সাংবাদিকের ওপর কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না। দ্রুত হুমকিদাতা আরজু সিকদারকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

    চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, আরজু সিকদারের মতো লোকরা বর্তমান সরকারের সবচেয়ে বড় ক্ষতি করছে। তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযান চালানো উচিত। আমরা চাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকুক। আরজু সিকদারের মতো যারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে সরকারের ভাবমূর্তি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

    হুমকির বিষয়ে একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার বলেন, সমাবেশ থেকে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর পুরো ভিডিও চিত্র আমার কাছে আছে। আমি আইনগত ব্যবস্থা নেবো।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে একুশে পত্রিকা সম্পাদককে সরাসরি আক্রমণ করে ‘রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নিয়ে কটূক্তিকারী’ উল্লেখ করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ব্যানারে স্থানীয় ইছাখালী এলাকায় বিক্ষোভ সমাবেশ করে আরজু সিকদার।