Tag: রাজধানী

  • রাজধানীতে ৪ বাসে আগুন

    রাজধানীতে ৪ বাসে আগুন

    বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। যদিও অবরোধের প্রভাব শুরু হয়ে গেছে শনিবার সন্ধ্যার পর থেকেই। সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।

    সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।

    এসব আগুন কে বা কারা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনেই বাসে আগুন দেওয়া হচ্ছে। অবশ্য এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    সবশেষ রাত ১০টায় গুলিস্তানের স্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না এবং বাসের চালক ও সহকারীর কী হলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলিস্তানের আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুইটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি জানান, আগুন লাগা বাসটি মঞ্জিল পরিবহনের বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

    এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যার পর এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিসংযোগের খবর আসে।

    তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। ৭টা ৪০ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ১০ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

    এছাড়া, রাত ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। বাসটি কোন পরিবহনের তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

    উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের শরিকরাও এই অবরোধ পালন করবে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

    এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

    গত ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সেদিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করলে এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশকিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও উপুর্যুপরি টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দেয়। এরপর সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালানো হয়।

    সমাবেশ বানচালের প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

    এদিকে, হরতালের দিন এবং পরবর্তী কয়েকদিনে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।

  • রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে শবনম শারমিন (২৮) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শবনম শারমিন অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্ট লাইভে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর জেলায়।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আহমেদ বলেন, আমরা বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে বড় মগবাজারের ৩০৮ নম্বর বাসার পাঁচতলার একটি রুম থেকে দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। মরদেহটি পচে গেছে।

    তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসা ভাড়া নেন শারমিন। এ ঘটনায় স্বামী সাইদুল পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    রাজধানীতে বুধবার (২৫ মে) দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    আজ বৃহস্পতিবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, খিলগাঁও তালতলায় নার্গিস (২৫), পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় সিরাজুল ইসলাম (৪৫) ও হাজারীবাগ বেড়িবাঁধে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাতটার দিকে তিনজন পথশিশু নার্গিস নামে নারীকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিল ওই নারী।

    স্থানীয় পুলিশ তাদেরকে দিয়ে ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সে-ও ভবঘুরে ছিল বলে জানা গেছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

    তিনি জানান, পুরান ঢাকার কোতোয়ালি ভিক্টোরিয়া পার্ক ন্যাশনাল হাসপাতালের পাশে একটি বাসের ধাক্কায় সিরাজ (৪৫) নামে এক ব্যক্তি প্রথমে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

    নিহত সিরাজ অন্য একটি বাসের কন্ডাকটর হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর একটি বাস তাকে ধাক্কা দেয়। তার বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা।

    এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি আহত হয়ে পড়েছিল। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় তার।

    ২৪ ঘন্টা/রাজীব

  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

    রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

    গতকাল শনিবার ভোর ৬টা থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালোনো হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান।

    আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

    ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে চার হাজার ৪২৫ ইয়াবা, ৫৬৩ গ্রাম হেরোইন, দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৬০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    এন-কে

  • জালালাবাদ ও কাবুলে সিরিজ বোমা হামলা, আইএসের দায় স্বীকার

    জালালাবাদ ও কাবুলে সিরিজ বোমা হামলা, আইএসের দায় স্বীকার

    আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে এবং রাজধানী কাবুলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে কট্টরপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট ইন খোরাসান (আইএসকে)।

    শনিবার ও রোববারের বিস্ফোরণের কথা উল্লেখ করে আইএসকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ‘সিরিজ বিস্ফোরণে ৩৫ জনের বেশি তালেবান মিলিশিয়া হতাহত হয়েছে।’

    নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদকে আইএসকে’র ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত শনিবার জালালাবাদে অন্তত চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বিস্ফোরণস্থলে তালেবানের সাদা পতাকাওয়ালা একটি সবুজ পিকআপভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘জালালাবাদের একটি হামলায় তালেবানের টহলরত একটি গাড়িকে টার্গেট করা হয়।’

    অন্য দিকে, কাবুলে দশত-এ-বারচি এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

    এন-কে

  • কাবুলের বিদ্যুৎকেন্দ্রে রকেট হামলা

    কাবুলের বিদ্যুৎকেন্দ্রে রকেট হামলা

    আফগানিস্তানের রাজধানী কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলার খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টলো নিউজ।

    আফগানিস্তানের রাজধানী কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলার খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টলো নিউজ। টলো নিউজের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত নয়টাই এই রকেট হামলার হয়।

    এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ছামতালা বিদ্যুৎকেন্দ্রে এই রকেট হামলার ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে এই আক্রমণ, তাও স্পষ্ট নয়।

    কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস-কে (ইসলামিক স্টেট-খোরাসান) এই হামলায় জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    দুই দশক পর গেল ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এদিন তালেবানের ভয়ে দেশত্যাগে মরিয়া সাধারণ আফগানরা ভিড় করেন কাবুল বিমানবন্দরে। বিমানের চাকায় উঠে কেউবা কাঁটাতারের বেড়া পার হয়ে পালানোর সময় ঘটে হতাহতের ঘটনাও।

    আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবানরা তাদের বিজয় দাবি করে ১৭ আগস্ট। নিয়ন্ত্রণ নিলেও বিভিন্ন প্রদেশে তালেবানবিরোধী বিক্ষোভ চলতেই থাকে দেশটিতে। ১৮ আগস্টে জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে নিহত হন তিনজন।

    দেশটিতে ক্রমেই অর্থনৈতিক সংকটের খবর সামনে আসতে থাকে। এরমধ্যেই হাজি মোহাম্মদ ইদ্রিসকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করার খবর আসে ২৩ আগস্ট। বিশ্ব খাদ্য কর্মসূচি আফগানিস্তানে খাদ্যসংকটের কথা জানায় এরপরদিনই।

    কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হওয়ার দিনটি ছিল ২৬ আগস্ট। আর মার্কিন সামরিক বাহিনী আইএস সদস্যকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এরপরদিন।

    ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তান দখলে নিতে মরিয়া ছিল তালেবান। মার্কিন সেন্ট্রাল কমান্ড আফগানিস্তান থেকে সেই সেনা প্রত্যাহার করে নেয় ৩০ আগস্টে।
    এদিকে পানশির নিয়ন্ত্রণে বিরোধীরা চেষ্টা করলেও তালেবান সদস্যরা পানশির উপত্যকা নিয়ন্ত্রণের দাবি করে। কাবুল বিমানবন্দর স্থানীয় সেবার জন্য আবার চালু হয় ৪ সেপ্টেম্বরে। এরমধ্যেই সরকার গঠনের তোড়জোড় চলতে থাকে দেশটিতে।

    সব জল্পনা-কল্পনা ছাপিয়ে তালেবান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে ৭ সেপ্টেম্বর। এরপর একে একে মন্ত্রীপরিষদ গঠন হয় দেশটিতে। মন্ত্রীপরিষদে নারীসদস্য না থাকায় এর জের ধরে নারীরা বিক্ষোভ করে কাবুলসহ বিভিন্ন দেশে।

    সেখান থেকে সাংবাদিকরা বিক্ষোভের ফুটেজ সংগ্রহ করতে গেলে প্রতিশ্রুতি ভঙ্গ করে নিপীড়নের ঘটনাও ঘটেছে। তবে এখনও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি দেশটিতে।এদিকে, ৯ সেপ্টেম্বর তালেবান সরকারের অধীনে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কাবুল ছাড়ে।

    ১৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানকে শতকোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। আর ১৪ সেপ্টেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরেও হাজারো আফগান নাগরিক বিক্ষোভ করেছেন।

    সবশেষ আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদে সদ্যঘোষিত তালেবান সরকারের গঠন নিয়ে সংগঠনটির নেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তবে গেল এক মাসে এসেছে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, হয়নি নারী অধিকার প্রতিষ্ঠা এমনকি এখনও বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি মেলেনি তালেবানের।

    এন-কে

  • সায়েম সোবহান আনভীর- মানবতার দৃষ্টান্ত

    সায়েম সোবহান আনভীর- মানবতার দৃষ্টান্ত

    রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিকে ২০০০ শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

    দেশের বিরাজমান করোনা পরিস্থিতে আর্তমানবতার সবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। তাদের এ কাজে অগ্রণী ভূমিকা রেখেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

    তাকে নিয়ে একটি কবিতা লিখেছেন মোহাম্মদ খায়রুল আলম:

    তুমি ভালোবাসো বিনিদ্র রজনীতে জেগে থাকা নিরোলস পরিশ্রান্ত মানুষ।

    তোমার ভালোবাসায় রয়েছে দেশ গড়ার অঙ্গীকার।

    তোমার ভালবাসায় হাজারো মানুষ এই মহামারীতে কুল খুজে পাবে আমার বিশ্বাস।

    তোমার ভালোবাসায় গড়া বিশাল হাসপাতাল দেশের হাজারো করোনা রোগী

    দেখছে আশার আলো।

    সায়েম সোবহান আনভীর তুমি মানবতার সৈনিক।

    তোমার মানবতার দ্বার আজ উন্মুক্ত।

    বৈষয়িক এই মহামারীতে অনুসরণীয় হয়ে থাকবে তোমার এই অসামান্য অবদান।

    তোমার এই আত্ম মানবতার দৃষ্টান্তে তুমি হয়ে থাকবে চির অম্লান।

    এই মহামারীর শেষে যেদিন আসবে সুন্দর সকাল,

    বেঁচে থাকবে তোমার কৃর্তী অনন্তকাল।

    তোমার অনুপ্রেরণায় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে মানবতার নতুন দিগন্ত।

    তুমি আজ গর্ভীত সুন্দর মনের প্রতিচ্ছবি।

    দেশের প্রতি দায়িত্ববোধ আরো উচ্চ শিখরে দিয়েছে তোমার স্থান।

    লেখক:প্রতিষ্ঠাতা সভাপতি-এপেক্স ক্লাব অব রেনেসাঁ।রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান,২৪/৩ এম. সি. রায় লেন, ঢাকা-১২১১।

  • রাজধানীতে করোনায় মৃত্যুর সেঞ্চুরি

    রাজধানীতে করোনায় মৃত্যুর সেঞ্চুরি

    রাজধানী ঢাকায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গোটা দেশে যে পরিমাণ মৃত্যু ও আক্রান্ত হচ্ছে তার অর্ধেকই ঢাকার।

    বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে ১১ হাজার ৭১৯ জন আক্রান্ত এবং ১৮৬ জনের মৃত্যু হয়।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানী ঢাকার।

    এছাড়া ঢাকা জেলায় ৩ জন, কিশোরগঞ্জে ১, মাদারীপুর ২, নারায়ণগঞ্জ ৪১, মুন্সিগঞ্জ ৪, নরসিংদী ১, টাঙ্গাইল ৩, শরীয়তপুর ১।
    চট্টগ্রাম জেলায় ২, কুমিল্লা ৪, ব্রাহ্মণবারিয়া ২, লক্ষ্মীপুর ১, নোয়াখালী ১ জন। সিলেট জেলায় ২ ও মৌলভীবাজার ৩ জন। রংপুর বিভাগে ১, দিনাজপুর ১, মেহেরপুর ১, ময়মনসিংহ ৩, জামালপুর ৩, বরগুনা ১, পটুয়াখালী ১, জয়পুরহাট ১, পাবনা ১ ও রাজশাহীতে ২ জনের মৃত্যু হয়।
    আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ৫ হাজার ৬৭৪ জন, ঢাকা জেলায় ১৬৮, গাজীপুর ৩২৮, কিশোরগঞ্জ ২০২, মাদারীপুর ৫৩, মানিকগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ১ হাজার ৭২, মুন্সিগঞ্জ ১৭০, নরসিংদী ১৬৭, রাজবাড়ী ২৩, ফরিদপুর ২১, টাঙ্গাইল ৩০, শরীয়তপুর ৫৪, গোপালগঞ্জ ৪৫, চট্টগ্রাম ১১২, কক্সবাজার ৪০, কুমিল্লা ১৩০, ব্রাহ্মণবাড়িয়া ৫৬, খাগড়াছড়ি ২, লক্ষ্মীপুর ৪৫, বান্দরবান ৪, নোয়াখালী ২২, ফেনী ৭, চাঁদপুর ৩৭, মৌলভীবাজার ২৯, সুনামগঞ্জ ৩৫, হবিগঞ্জ ৭০, সিলেট ২৭, রংপুর ৮২, গাইবান্ধা ২৪, নীলফামারী ৩১, লালমনিরহাট ৪, কুড়িগ্রাম ২২, দিনাজপুর ২৯, পঞ্চগড় ৮, ঠাকুরগাঁও ২০, খুলনা ১৭, যশোর ৭৫, বাগেরহাট ২, নড়াইল ১৩, মাগুরা ৮, মেহেরপুর ৪, সাতক্ষীরা ৪, ঝিনাইদহ ৩৩, কুষ্টিয়া ১৮, চুয়াডাঙ্গা ১৫, ময়মনসিংহ ১৯৮, জামালপুর ৭৯, নেত্রকোনা ৬২, শেরপুর ২৭, বরগুনা ৩৩, ভোলা ৬, বরিশাল ৪৪, পটুয়াখালী ২৮, ঝালকাঠি ১০, জয়পুরহাট ৩৪, পাবনা ১৬, চাঁপাইনবাবগঞ্জ ২, বগুড়া ১৮, নাটোর ১১, নওগাঁ ১৭, সিরাজগঞ্জ ৪ এবং রাজশাহীতে ২৬ জন রয়েছেন।

    রাজধানীর বাইরে ঢাকা বিভাগে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে মহামারীতে। অর্থাৎ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৫৬ জনের মৃত্যু হয়েছে। যা মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

    ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জও করোনার ঝুঁকিতে রয়েছে। এই দুই জেলায় বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে বেশ কয়েক জনের।

    স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

    ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আক্রান্ত হন।

    অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৪ জন।

    ২৪ ঘন্টা/এম আর

  • ৯ ডাক্তার-নার্সে করোনা আক্রান্ত, ইনসাফ হাসপাতাল লকডাউন

    ৯ ডাক্তার-নার্সে করোনা আক্রান্ত, ইনসাফ হাসপাতাল লকডাউন

    রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর পুরো হাসপাতালটি লকডাউন করে দিয়েছে পুলিশ। এছাড়া হাসপাতালটির সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ গোলাম আজম ও হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

    হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘আমাদের দুজন চিকিৎসক, ছয়জন নার্স ও একজন রিসিপশনিস্ট আক্রান্ত হয়েছেন। গতকাল এবং আজ পরীক্ষার ফলাফলে তারা জানতে পারেন করোনা পজিটিভ। এই ঘটনার পর আমাদের সাড়ে তিনশ স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

    এর আগে হাসপাতালে একজন রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে সংক্রমণ পাওয়া যায়।

    হাসপাতালে রোগী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভেতরে কোনো রোগী নেই। গতকালই আমরা সবাইকে রিলিজ দিয়েছি।’

    এদিকে ওসি বলেন, সকালে বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালের ভবনটি লকডাউন করে দিয়েছি। সেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেখানে কেউ ভেতরে যেতে পারবে না।

    মঙ্গলবার আইইডিসিআরের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে অচেনা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২০৯ জন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে।

    গত মাসের ৮ তারিখে দেশে প্রথমবারের মতো কারও দেহে সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া মৃত্যুর সংখ্যাতেও এটা একদিনে সর্বোচ্চ।

  • করোনা আক্রান্ত যুবক পলাতক, মাইকিং করে খুঁজছে পুলিশ

    করোনা আক্রান্ত যুবক পলাতক, মাইকিং করে খুঁজছে পুলিশ

    করোনা নিশ্চিত হওয়ার পর উত্তরার এক আবাসিক ভবন লকডাউন করতে গিয়ে আক্রান্ত রোগীর সন্ধান পাচ্ছে না পুলিশ। সন্ধান না পেয়ে ওই রোগীকে হন্যে হয়ে খুঁজছে দক্ষিণখান থানা পুলিশ। এ জন্য পুলিশের পক্ষে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তরপাড়ার করোনায় আক্রান্ত রোগীর আবাসিক ভবন লকডাউন করতে গিয়ে এটি জানতে পারে পুলিশ।

    উত্তরার এক এডিসি ও দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকার একটি বাসার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে মর্মে বাসাটি লকডাউন করার নির্দেশনা পায় পুলিশ। কিন্তু ওই বাসায় যাওয়ার পর পুলিশ জানতে পারে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া ওই যুবক পলাতক রয়েছেন। তার সন্ধানে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

    জানা গেছে, ওই যুবকের সন্ধানে এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

  • সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

    সবুজবাগে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

    ২৪ ঘণ্টা ডট নিউজ ::: রাজধানীর সবুজবাগ থানার নন্দিপাড়া এলাকায় একই পরিবারের ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী আরেক ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

    রোববার (০৫ এপ্রিল) দুপুর থেকে পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে লাল কাপড় বেঁধে চিহ্নিত করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করেছে।

    স্থানীয়রা জানান, সবুজবাগ থানাধীন বাসাবো, কালী মন্দির এলাকা, নন্দিপাড়াসহ কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করা হয়েছে। চিহ্নিত বাড়িতে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

    নন্দিপাড়ায় একই পরিবারের ৬ জন আক্রান্তের বিষয়ে পুলিশ জানায়, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস।

    সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের ছয়জনসহ তাদের আরেক প্রতিবেশীকে করোনা রোগী হিসেবে শনাক্ত করেছে আইইডিসিআর। এর ফলে ওই বাড়িগুলোতে পুলিশ প্রহরায় কারো বের হওয়া এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

     

  • বুয়েট সংলগ্ন ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

    বুয়েট সংলগ্ন ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন

    রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সংলগ্ন ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। এলাকাটিতে এক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় এই ঘেষণা দেয় বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটি।

    সোমবার ঢাকেশ্বরী আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ডা. প্রাণ কানাই সাহা ও সদস্য সচিব ডা. আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    এতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকায় করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। এমতাবস্থায় আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থানের অনুরোধ করা যাচ্ছে।

    এতে আরও বলা হয়, এতদ্বারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করা হল। ইহা একটি অতীব জরুরি সামাজিক দায়বদ্ধতা। এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।