Tag: রাজধানী

  • দিল্লিতে কোয়ারেন্টিন শেষে ফিরলেন ২৩ শিক্ষার্থী

    দিল্লিতে কোয়ারেন্টিন শেষে ফিরলেন ২৩ শিক্ষার্থী

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি। তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন স্বাস্থ্য পরীক্ষার পর এ তথ্য জানানো হয়েছে।

    বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বেলা তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ।

    এদিকে, করোনাভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত দেশ ইতালি থেকে দুই ধাপে বাংলাদেশে ফিরেছেন ১৪২ ও ৩৪ জন।

  • মাস্কের দাম বেশি নেওয়ায় ফার্মেসি সিলগালা

    মাস্কের দাম বেশি নেওয়ায় ফার্মেসি সিলগালা

    করোনা আতঙ্কের সুযোগে রাজধানীর গুলশানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় দুই ফার্মেসি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    সোমবার বিশেষ অভিযান চালিয়ে ফার্মেসি দুটিকে সিলগালা করা হয়।

    প্রতিষ্ঠানগুলো হলো- আল নূর ফার্মেসি, সাফাবি ফার্মেসি। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করি। তারা দেশি-বিদেশি বিভিন্ন ক্রেতার কাছে মাস্কের দাম বেশি রাখে। এই সব তথ্য আমরা ভিডিওতে ধারণ করেছি। পরে আমরা যখন তাদের কাছে মাস্ক কিনতে যাই তখন প্রতিষ্ঠানগুলো বলে যে তাদের কাছে মাস্ক নেই। অথচ এর আগে তারা বেশি দামে মাস্ক বিক্রি করেছে; যার প্রমাণ অধিদপ্তরের কাছে রয়েছে।

    তিনি জানান, জাতির এই ক্রান্তিকালে অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে মাস্কের দাম বেশি নেওয়া আইনত দণ্ডনীয়। এই অপরাধে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

  • ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬

    ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬

    রাজধানীর তুরাগে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে র‍্যাব। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

    এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়্যারলেস সেট, হাতকড়া এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়।

    আজ বুধবার ভোরে তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১।

    আটক ব্যাক্তিদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি র‍্যাব।

  • সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন দগ্ধ শহিদুল

    সন্তান ও স্ত্রীর পর চলে গেলেন দগ্ধ শহিদুল

    রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান ও স্ত্রীর পর মারা গেলেন অগ্নিদগ্ধ শহিদুল কিরমানীও। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

    সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। শহিদুলকে নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

    গত বৃহস্পতিবার ভোরে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেদিনই মারা যায় শিশু রুশদিসহ তিনজন। আর আগুনে পুড়ে দগ্ধ হন শহিদুল কিরমানী ও তার স্ত্রী জান্নাতুল। এর মধ্যে শহিদুলের শরীরের ৪৩ শতাংশ ও তার স্ত্রী জান্নাতুলের ৯৫ শতাংশ পুড়ে যায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান জান্নাতুল। আর তার স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রবিবার সকালে নেয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে না ফেরার দেশে চলে যান শহিদুলও।

  • ‘আমাদের মসজিদ জ্বলেছে, বাঁচাব শিবমন্দির’

    ‘আমাদের মসজিদ জ্বলেছে, বাঁচাব শিবমন্দির’

    দিল্লি সংঘর্ষে হাহাকারের মধ্যেই সম্প্রীতির এক উজ্জ্বল ছবি উঠে এল পুরনো মুস্তাফাবাদের বাবুনগরে। মুসলিম অধ্যুষিত অঞ্চলে শিব মন্দির রক্ষায় ত্রাতা হয়ে উঠলেন মুসলিমরাই।

    আশেপাশের অঞ্চলে গোষ্ঠী সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নিলেও এই অঞ্চলের বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দিয়েছেন সংঘর্ষ। তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দেশবন্ধু কলেজের পড়ুয়া মহম্মদ হাসিন এমনই এক জন। বছর চব্বিশের এই পড়ুয়ার কথায়, ‘‘পরিস্থিতি যেমনই হোক, আমরা চেয়েছিলাম সব সময়েই ঐক্যবদ্ধ থাকতে। যাতে হিংস্র জনতার মোকাবিলা করা যায়।’’ যে কোনও মূল্যে পারস্পরিক বিশ্বাস ও সৌভ্রাত্র অটুট রাখাই ছিল তাঁদের সংকল্প। সে জন্যে মন্দির বাঁচাতে ওই কয়েকটা দিন পালা করে নজরদারি করেছেন তাঁরা। হাসিনের কথায়, ‘‘দুই ধর্মের মানুষই ছোট ছোট দল তৈরি করে সতর্ক থেকেছে। পরিস্থিতি মোকাবিলায় হাতে তুলে নিয়েছিলাম লাঠি।’’

    মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন কামরুদ্দিন। স্থানীয় চায়ের দোকানে খাবার সরবরাহ করে পেট চলে তাঁর। এ হেন কামরুদ্দিনের গলাতেও সম্প্রীতির সুর। ‘‘দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে রয়েছি। কখনও সংঘর্ষের কথা ভাবতেই পারিনি। এই কঠিন সময়ে মানবতা রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মসজিদ জ্বলে গিয়েছে জানি, কিন্তু মন্দিরে কোনও আঁচ লাগতে দেব না।’’

    গত ৩০-৩৫ বছর ধরে মন্দিরের তত্ত্বাবধায়ক রীনা (৫২)। দৈনন্দিন পুজোর সমস্ত দায়িত্বই তাঁর। এই বিপদের সময়ে তিনিও ধর্ম বিচার না করে আস্থা রেখেছেন ভিন্ ধর্মের ভাইদের উপরেই। তুলে দিয়েছেন মন্দিরের চাবি। ‘‘ওরা তো নিজেদেরই লোক। গত কয়েক দিন মন্দিরে যেতে পারিনি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম, ওরা থাকতে মন্দিরের কোনও ক্ষতি হবে না। এত দিন একসঙ্গে রয়েছি। পরিস্থিতি খারাপ বলে কি সব বদলে যাবে? আমরা পৃথক ভাবে ধর্মাচরণ করলেও ঈশ্বর তো একই,’’ বলেন রীনা। তাই মুসলিম অধ্যুষিত অঞ্চলেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন ৫২ বছরের এই মহিলা।

    উল্লেখ্য,নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এ ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে এখন পর্যন্ত ১৪৮টি অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে এবং আটক হয়েছে ৬৩০ জন।

  • মগবাজারে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

    মগবাজারে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

    রাজধানীর মগবাজারে দিলু রোডে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরো পাঁচজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, পাঁচতলা ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

    তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এছাড়া নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    আগুনে দগ্ধ হয়েছেন শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহিদুলের শরীরের ৪৩ ভাগ ও জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

    আর আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ তিনজন হলেন সুমাইয়া আক্তার (৩০), মাহাদি (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সেখানে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেও জানা গেছে।

  • ট্রাম্পের সফরের দিনে রণক্ষেত্র দিল্লি, পুলিশ নিহত

    ট্রাম্পের সফরের দিনে রণক্ষেত্র দিল্লি, পুলিশ নিহত

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সপরিবারে ভারত সফরের মধ্যে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী শহর নয়াদিল্লি।সংশোধিত নাগরিক আইন (সিএএ) নিয়ে আবার উত্তাল হয়ে উঠেছে ভারত। নাগরিকত্ব আইনের পক্ষ-বিপক্ষে এই হাঙ্গামায় পড়ে নিহত হয়েছেন পুলিশের একজন হেড কনস্টেবলের। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গায় নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে।

    সোমবার দুই দিনের সফরে ভারতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ধ্যায় আগ্রার তাজমহল পরিদর্শন শেষে দিল্লি যান তিনি। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার দিল্লি সফরে উদ্বেগ প্রকাশ করতে পারেন বলে এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    ট্রাম্পের সফরের প্রথম দিনই ঘটল এই সংঘর্ষ। তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। শান্তি বজায় রাখতে ইতিমধ্যে বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। দুই পক্ষকে শান্ত থাকতে পরামর্শ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলও।

    শনিবার রাত থেকে শাহিন বাগের ধাঁচে বিক্ষোভ চলছে জাফরাবাদের রাস্তায়। কয়েক শ মহিলা জড়ো হন সেখানে। তা নিয়ে রবিবার পুলিশকে হুমকি দিয়েছিলেন বিজেপির কপিল মিশ্র। তিন দিনের মধ্যে বিক্ষোভকারীদের না হঠালে তারাও পাল্টা রাস্তায় নামবেন। সেই নিয়ে রবিবারই তেতে উঠেছিল জাফরাবাদ।

    গতকাল দুপুরেও তা নিয়ে বিক্ষোভ চলছিল গোকুলপুরি, ভজনপুরা এলাকায়। তখনই সিএএ-র সমর্থনে একদল মানুষ সেখানে এসে হাজির হয়। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে সিএএ বিরোধী মিছিলের সামনে হাজির হয় দলটি। তাতে রাস্তার ওপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট ছুড়তে থাকে। বেশ কিছু গাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি একটি পেট্রোল পাম্পেও আগুন ধরানো হয় বলে অভিযোগ।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাতে সংঘর্ষ চরম আকার ধারণ করে। পুলিশকে লক্ষ্য করেও ইটবৃষ্টি শুরু হয়। তাতে মাথায় গুরুতর আঘাত পান রতনলাল নামের এক হেড কনস্টেবল। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

    ইটের আঘাতে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জিটিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

    ঘটনার সময়কার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে পিস্তল উঁচিয়ে পুলিশকে শাসানি দিতে দেখা গিয়েছে এক যুবককে। এমনকি গুলির শব্দও শোনা গেছে। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদমাধ্যম।

    ক্ষোভ যাতে চরম আকার ধারণ না করে, তার জন্য ইতিমধ্যেই জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, জোহরি এনক্লেভ এবং শিব বিহার মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনো ট্রেন দাঁড়াবে না। ওই এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে।

    এ দিনের ঘটনার জন্য বিজেপি নেতা কপিল মিশ্রকে দায়ী করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদউদ্দিন ওয়াইসি। রবিবার জাফরাবাদে অশান্তির পর থেকে টুইটারে একাধিক মন্তব্য পোস্ট করেছেন কপিল মিশ্র। কোথাও তিনি লেখেন, ‘দিল্লিতে দ্বিতীয় শাহিন বাগ হতে দেব না।’

    এই ধরনের মন্তব্য করে কপিল মিশ্রই জাফরাবাদে হিংসায় মদত জুগিয়েছেন বলে এ দিন অভিযোগ করেছেন ওয়াইসি।

  • আন্ডারওয়ার্ল্ডে নেতৃত্ব দিতে ঢাকায় আসে শাকিল

    আন্ডারওয়ার্ল্ডে নেতৃত্ব দিতে ঢাকায় আসে শাকিল

    ক্যাসিনো বিরোধী অভিযানে যখন রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা শুরু হয়েছে ঠিক তখনই রাজত্বকরতে দুবাই থেকে উড়ে এসেছিলো শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম শাকিল।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা জানান গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

    সারওয়ার বিন কাশেম বলেন, শাকিল চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে। মূলত তার দেশে আসার উদ্দেশ্য হলো শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশ ও সহযোগিতায় বাংলাদেশে তার সন্ত্রাসী কার্যক্রম নতুন করে প্রতিষ্ঠা করা। রাজধানী ঢাকার আন্ডারওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়া।

    প্রথমে এই উদ্দেশে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি হন। ভর্তির উদ্দেশ্য ছিল হাসপাতালের কোন অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া।

    র‍্যাবের এই গোয়েন্দা শাখার পরিচালক বলেন, গতকাল ভোর রাত পাঁচটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিল একটি সিএনজিতে যাচ্ছিল। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে দেখা যায় সে শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম শাকিল।

    জিসান গ্রেফতার হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সারওয়ার-বিন-কাশেম বলেন, আমরা ইন্টারপোলের মাধ্যমে জানতে পেরেছি জিসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে তা চলমান।

    দুবাইতে শাকিলের সকল ব্যবসার মূলহোতা ছিল জিসান। তাহলে জিসান গ্রেফতার হিয়েছে কিনা তা শাকিলই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আপনারা কি শাকিলকে জিজ্ঞাসাবাদ করেছেন কি-না? এ বিষয়ে আমরা তার কাছ থেকে স্পষ্ট কোনও ধারণা পায়নি।

    জানা যায়, ২০১৬ সালের জুন মাসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক রাজীব হত্যার এজাহারে নাম আসার চারদিন পরে শাকিল চীনে চলে যায়। ২০১৭ সাল পর্যন্ত তিনি বসবাস করে এবং কার্গো সার্ভিস কাজ করে। ২০১৮ সালে চীন থেকে দুবাই চলে যায় এবং ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত দুবাই ছিল। আর সেখানেই জিসানের সঙ্গে তার পরিচয় হয়।

  • রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

    রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

    রাজধানীর দক্ষিণখান থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

  • বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

    বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

    রাজধানীর কাফরুল এলাকায় র‍্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্যকে আটক করেছে।

    আটকরা হলেন- মো. সোহেল রানা (৩২), প্রভাত কুমার সাহা (২৫), মো. শাওন মণ্ডল (২৬) এবং মো. মামুনুর রশিদ (২৬)। তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড ও ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে ব্যাটায়িলনের মেজর রকিবুল হাসান ও সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে কাফরুলের সেনপাড়া পর্বতা আর্দশ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।

    র‌্যাব জানায়, চক্রটি প্রতারণার জন্য কিছু কৌশল অবলম্বন করে। তা হলো- চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মোবাইল সিম কার্ড বিক্রেতাদের সঙ্গে পরস্পর যোগসাজসে ও আর্থিক লেন-দেনের মাধ্যমে ভুয়া নাম-ঠিকানা দিয়ে নিবন্ধিত সিম কার্ড সংগ্রহ করে। অসাধু বিকাশ কর্তৃপক্ষের নিয়োগকৃত এ্যাজেন্টের মাধ্যমে আর্থিক সুবিধা দিয়ে ভুয়া নাম-ঠিকানায় নিবন্ধিত সিমকার্ডে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। ভুয়া নাম-ঠিকানায় নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল সাধারণ মানুষের কাছে নিজেদেরকে বিকাশের হেড অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয়। পর স্মার্ট ফোনে বিকাশ অ্যাপস্ ব্যবহার করে লোকজনের বিকাশ এ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেয়।

    প্রতারক চক্রের সদস্যরা নিজেদেরকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিম্নপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নিজস্ব বিকাশ এজেন্টদের নম্বর সংগ্রহ করে তাদের কাছে ফোন করে জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বলে ও টাকা ধার দিতে বলে। এমনকি বদলির ভয় দেখিয়েও তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে।

  • রাজধানীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

    রাজধানীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪নং ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে সাংবাদিক দুর্বৃত্তদের অস্ত্রের (রামদা) আঘাতে মারাত্মক আহত হয়েছেন।

    শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর আগামী নিউজে কর্মরত এছাড়া তিনি ডিআরইউ’র সদস্য।

    কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিল মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

    মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনও জানি না। খোঁজখবর নেয়া হচ্ছে। হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া একই কথা বলেছেন।

  • রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুই সিটির বিভিন্ন কেন্দ্রে এবং রাস্তায় টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা।

    বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে ৬৫ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
    ভোটের আগে ও পরে মোট ৪ দিন দায়িত্ব পালন করবে বিজিবি। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে।

    ভোটের দুই দিন আগে দায়িত্ব পালন করবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। দুই সিটির ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এ তথ্য জানানো হয়। নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি নিয়োগে সিদ্ধান্ত নেয়। সাধারণ কেন্দ্রে ১৬ জন করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে।

    মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র‌্যাব। ইভিএমের কারিগরি সহায়তায় প্রতি ভোটকেন্দ্রে দুইজন করে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে।

    নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের নিরাপদে, নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতেও বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি।

    নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, দক্ষিণে সাধারণ ওয়ার্ড সংখ্যা ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৩১৮টি ও ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি।

    আর উত্তরে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৫০টি।