Tag: রাজধানী

  • ধানমন্ডিতে নকল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

    ধানমন্ডিতে নকল টাকা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

    রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অভিযান চালিয়ে নকল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।

    র‌্যাব জানায়, অভিজাত এলাকায় কম ঝুঁকি হওয়ায় কারখানা স্থাপন করেছিল চক্রটি। বেশ কয়েক বছর ধরে তারা এই এলাকায় কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল রাতে কদমতলী থেকে চক্রের একজনকে আটক করে র‌্যাব। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালানো হয়।

    আটক সাইফুল জানায়, অন্য একটি মামলায় জেলে গিয়ে জাল টাকা তৈরির একজনের সাথে তার পরিচয় হয়। এরপর মাসিক ৫০ হাজার টাকা চুক্তিতে এ ব্যবসা শুরু করে সে। এই বাসা থেকে দেশের বিভিন্ন জায়গায় নকল টাকা সরবরাহ করা হতো। আটক সাইফুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

  • হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন

    হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন

    দুর্বৃত্তরা রাজধানীর হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।

    বুধবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই আগুন ধরিয়েছে তাদের এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

    ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।

    ওসি বলেন, ‘দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল জ্বালিয়েছে দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, আগামীকাল খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

    এর আগে ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়।

    এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। শুনানিকে কেন্দ্র করে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • দিয়া-রাজীবের মৃত্যু:চালকসহ ৩ জনের যাবজ্জীবন

    দিয়া-রাজীবের মৃত্যু:চালকসহ ৩ জনের যাবজ্জীবন

    রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূর পরিবহনের চালকসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    আজ রবিবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

    তারা হলেন- জাবালে নূরের চালক মাসুম বিল্লাহ, আরেক গাড়ির চালক জোবায়ের সুমন ও হেলপার আসাদ কাজী। আসদ পলাতক রয়েছেন। বাকি দুই আসামি হেলপার এনায়েত হোসেন ও বাস মালিক জাহাঙ্গীর আলম খালাস পেয়েছেন।

    গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন বিচারক। এ মামলায় ৩৭ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। অপর আসামি জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেন আকন্দের মামলার অংশ উচ্চ আদালত স্থগিত করায় রায় হয়নি।

    গত বছরের ২২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। আর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন।
    ২০১৮ সালের ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তখন জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নেমে সেখানে দাঁড়ায়। এসময় পেছন থেকে জাবালে নূরের আরেকটি বাস দ্রুতগতিতে ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাজীব ও দিয়া। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়।
    এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়ার বাবা জাহাঙ্গীর আলম হত্যা মামলা দায়ের করেন।

  • রাজধানীর বনানীতে রাউজানের শিক্ষার্থীদের মিলনমেলা কাল, থাকবেন সাংসদ ফজলে করিম

    রাজধানীর বনানীতে রাউজানের শিক্ষার্থীদের মিলনমেলা কাল, থাকবেন সাংসদ ফজলে করিম

    রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি : রাজধানী ঢাকার বনানীর বুকে রাউজানের শিক্ষার্থীদের অনন্য প্লাটফর্ম রাউজান ছাত্র পরিষদ ঢাকা’র মতবিনিময় সভা আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বনানীর ১৭ নং রোডে অবস্থিত নর্ডিক হোটেলে অনুষ্ঠিত হবে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদপুত্র, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

    উক্ত মতবিনিময় সভায় রাউজানের সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন রাউজান ছাত্র পরিষদ ঢাকা’র নেতৃবৃন্দ।

  • রাজধানীতে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের আস্তানায় র‌্যাবের অভিযান

    রাজধানীতে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের আস্তানায় র‌্যাবের অভিযান

    রাজধানীর বাসাবোতে রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেয়ার খবর পেয়ে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব।

    সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে র‌্যাব-২ এ অভিযান পরিচালনা করা হয়।

    সেখান থেকে একজনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ পাসপোর্ট, অর্থ ও অর্থপাচারের কাগজপত্র জব্দ করা হয়েছে।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    র‌্যাব সূত্র জানায়, আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমানের কাছে থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের তথ্য পেয়েছে র‌্যাব।

    এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং একটি ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন ট্রাভেল এজেন্সির মালিক আতিকুর রহমান।