রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অভিযান চালিয়ে নকল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, অভিজাত এলাকায় কম ঝুঁকি হওয়ায় কারখানা স্থাপন করেছিল চক্রটি। বেশ কয়েক বছর ধরে তারা এই এলাকায় কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল রাতে কদমতলী থেকে চক্রের একজনকে আটক করে র্যাব। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালানো হয়।
আটক সাইফুল জানায়, অন্য একটি মামলায় জেলে গিয়ে জাল টাকা তৈরির একজনের সাথে তার পরিচয় হয়। এরপর মাসিক ৫০ হাজার টাকা চুক্তিতে এ ব্যবসা শুরু করে সে। এই বাসা থেকে দেশের বিভিন্ন জায়গায় নকল টাকা সরবরাহ করা হতো। আটক সাইফুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।