Tag: রাজাপুর

  • ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

    ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

    ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    শনিবার (০৩ অক্টোবর ) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনের দায়ে দিনভর পৃথক অভিযান চালিয়ে এদের আটক করে জড়িমানা করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি, উপজেলা সদরের বাগড়ি ও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সাথে ভ্রাম্যমান আদালত কাটাখালি থেকে ২টি, উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন খাল থেকে ১টি ও বাজার ব্রীজ সংলগ্ন খাল থেকে ২টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ।

    দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার কদম আলীর পুত্র আব্দুল মন্নান (৫০), পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার মোঃ বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মোঃ ঈসা মোল্লার পুত্র মোঃ রমজান মোল্লা (২০), নেছারাবাদের জগন্নাথকাঠী এলাকার মৃত আবুবকর এর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০), ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মোঃ মনিরউজ্জামান ফরাজী (৫০). বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামের মোঃ সিদ্দিক হোসেন এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২০), ঝালকাঠির সদরের কিফায়েত নগর এর মৃত আনিস খান এর পুত্র মোঃ সেলিম খান (৩৭)।

    রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট নিলাম কমিটি নিয়োগ করে তাদের মাধ্যমে প্রকাশ্য নিলাম দেয়া হবে। ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    ২৪ ঘণ্টা/রানা/আতাউর

  • জুয়া খেলতে বাধা দেয়ায় পিতাকে হত্যা করল পুত্র,মা আহত

    জুয়া খেলতে বাধা দেয়ায় পিতাকে হত্যা করল পুত্র,মা আহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা।

    সোমবার (১১ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয় জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।

    নিহত বাবা মো. ইসমাইল আকন (৫২) ওই উপজেলার শুক্রাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল হামিদ আকনের ছেলে।

    রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ছেলে মাহফুজ আকন (২২) জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে নিজের বাড়িতে রাখে। বিষয়টি বাবা মো. ইসমাইল আকনের চোখে পড়লে তিনি জুয়া খেলার সরঞ্জামগুলো ফেলে দিতে উদ্যত হন।

    এতে বাবা-ছেলের বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। মা রোকেয়া বেগম (৪৬) বাকবিতণ্ডা দেখে এগিয়ে আসেন। এসময় লাঠি দিয়ে জুয়াড়ি ছেলে মাহফুজ আকন বাবা-মাকে দিয়ে আঘাত করে।

    এতে ইসমাইল আকন ও রোকেয়া বেগম রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সোমবার সকালে বাবা ইসমাইল আকন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানিয়ে ওসি মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক পুত্র মাহফুজ আকনকে আটক করা হয়েছে।

    এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। সোমবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করেছে।

    জানা গেছে, মাহফুজ এলাকায় চিহ্নিত একজন জুয়াড়ী, মাদক সেবী ও মাদক বিক্রেতা। এলাকায় সব রকমের অপরাধের সাথে মাহফুজ জড়িত। গত শনিবার উপজেলা উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়ীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    এ ঘটনা জানার পরে বাবা তার ছেলেকে বাঁচাতে ঘটনার দিন রোববার (১০ মে) সন্ধ্যায় মাহফুজের ঘরে রাখা একটি জুয়ার কোড ও গুটি বাহিরে ফেলে দেয়। এতে বাবা-ছেলের মধ্যে বাকভিতন্ড হয়।

    এক সময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এসময় ইসমাইল আকন এর স্ত্রী মোসাঃ রোকয়া বেগম দৌড়ে এসে বাধা দিলে মাহফুজ লাঠি দিয়ে তার মাথাও আঘাত করে।

    প্রতিবেশিরা ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    নিহত ইসমাইল আকনের ছোট ভাই মোঃ ইসাহাক আকন জানায়, তার ভাই ইসমাইল আকন সোমবার (১১ মে) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরন করেন। ঘাতক পুত্র মাহফুজকে রাতেই বরিশাল থেকে আটক করা হয়েছে। রোকেয়া বেগমের অবস্থাও বেশি একটা ভাল না।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ঘাতক পুত্র মাহফুজকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    ২৪ ঘন্টা/এম আর