Tag: রামগঞ্জ

  • রামগঞ্জে যাত্রীবাহী বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, বাঁচাতে গিয়ে নৈশপ্রহরীর মৃত্যু

    রামগঞ্জে যাত্রীবাহী বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, বাঁচাতে গিয়ে নৈশপ্রহরীর মৃত্যু

    লক্ষ্মীপুরের রামগঞ্জে জননী পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে এক তরুণীকে দুই যুবক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মো. শাহজাহান (৫০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    শাহজাহান রামগঞ্জ পৌরশহর বাস স্ট্যান্ডে নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি রামগঞ্জ পৌর পশ্চিম কাজীরখীল গ্রামের দেওয়ান বাড়ির মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক। এই ঘটনায় ওই বাসের চালক আজাদ হোসেনকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

    শুক্রবার রাত ৮ টার দিকে রামগঞ্জ পৌরশহরের বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। শনিবার সকালে আজাদকে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, আজাদ মূলত বাসের হেল্পার। কিন্তু এদিন তিনি নিজেই বাসটি চালিয়েছেন।

    স্থানীয় লোকজন ও জননী বাস মালিক সমিতির সদস্য আবুল কালাম জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা জননী পরিবহনের ওই বাসের চালক আজাদ জানায় পশ্চিম কাজীরখীল গ্রামের আখন বাড়ির এমরান হোসেন (২৬) তার বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে বাস টার্মিনাল এলাকার নাইটগার্ড শাহাজাহানসহ বেশ কয়েকজন লোক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ওই সময় তারা দেখতে পান, এমরান ও তার সহযোগী ওই তরুণীর সঙ্গে ধস্তাধস্তি করছেন। এতে শাহজাহান বাধা দিলে তাকে মারধর করে তারা পালিয়ে যায়। এরপর শাহজাহান পার্শ্ববর্তী একটি দোকানের সামনে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    এদিকে উদ্ধার হওয়া তরুণী জানান, তিনি চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার জন্য জননী নামের ওই বাসে উঠেন। কিন্তু ভুলক্রমে রামগঞ্জ সোনাপুর নামক স্থানে চলে আসেন। রামগঞ্জ বাস টার্মিনাল এসে তিনি বুঝতে পারেন তিনি ভুলক্রমে উল্টোপথে চলে এসেছেন। ঘটনাটি আজাদকে জানালে তিনি তাকে নোয়াখালীগামী অন্য বাসে তুলে দেওয়ার কথা বলে গাড়িতে বসতে বলেন।

    রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • রামগঞ্জ পৌরসভা নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ ৫ পুলিশসহ ২০ জন আহত

    রামগঞ্জ পৌরসভা নির্বাচনে দফায় দফায় সংঘর্ষ ৫ পুলিশসহ ২০ জন আহত

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে দফায় দফায় সংঘর্ষ হয়। পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনটি জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় হয়েছে বলে জানা গেছে।

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষকারী উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জিতু দেয়ান ও পাঞ্জাবী প্রতীকের মামুনুর রশিদ আকন্দ সমর্থক।

    শনিবার দুপুরের দিকে উপজেলার পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এসময় রামগঞ্জ চাটখিল সড়কে গাছের গুড়ি ফেলে আধা ঘন্টারও বেশী সময় ধরে সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে উটপাখি প্রতিকের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে অবরোধ তুলে দেন।

    এসময় আহত হন, এস আই মুকবুল, এ এস আই আহসান উল্যাহ, তায়েফুর রহমান, খায়রুল বাশার, জোবায়ের ও বাহারসহ কমপক্ষে ১৫ জন।

    লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কত রাউন্ড ফাঁকা গুলি হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি তিনি।
    এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সব কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

  • চাচার হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী!

    চাচার হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী!

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগঞ্জে চাচা আজাদ হোসেনের হাত ধরে ৪ বছরের শিশু সন্তান আলিফা আক্তারকে সঙ্গে নিয়ে পালিয়েছেন ফাতেমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী।

    রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়িতে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে ফাতেমা আক্তারের মা সানু আক্তার সোমবার রামগঞ্জ থানায় চাচা আজাদ হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়ির আ.রশিদের মেয়ে ফাতেমা আক্তার মুন্নীর সঙ্গে চাটখিল উপজেলার পরকোটের আলা উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের সংসারে একটি কন্যা সন্তান আসে।

    একপর্যায়ে মুন্নী তার চাচা আজাদ হোসেন নামের বখাটের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে রোববার গভীর রাতে ফাতেমা আক্তার তার একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে বখাটে চাচা আজাদ হোসেনের সঙ্গে পালিয়ে যায়।

    রামগঞ্জ থানার এএসআই মো. মামুন জানান, অভিযোগের আলোকে পুলিশ চাচা আজাদ হোসেন ও প্রবাসীর স্ত্রী মুন্নীকে উদ্ধারের অভিযান অব্যহত রেখেছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

     

  • ফাঁদে ফেলে যুবকদের সর্বস্বান্ত করা পরী গ্রেফতার

    ফাঁদে ফেলে যুবকদের সর্বস্বান্ত করা পরী গ্রেফতার

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : কখনো তানিশা আক্তার, আবার কখনো ফারিয়া চৌধুরী অথবা পরী (৩০) যখন যে নামে ভর করুক না কেন যার উপর একবার পরীর নজর পড়েছে আর্থিক-মানসিক ও শারিরীকভাবে ভয়ঙ্কর বিপদে ফেলে দেওয়ার ঘটনা শত শত। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া ও একজন চা বিক্রেতার স্ত্রী হওয়া সত্বেও গোসল করতেন বিলাশবহুল বাথটাবে। রুমভর্তি দামী দামী আসবাবপত্রে ঠাসা। সমাজের উচুস্তরের বেশকিছু পুরুষ পতিতার আনাগোনা ছিলো প্রকাশ্যে।

    রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক পরিচয়ে উপজেলার শতাধীক গরীব মানুষদেরকে সরকারী ঘর বরাদ্ধ, বয়স্ক ও বিধবা ভাতা এবং বিদ্যুতের মিটার দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে বিভিন্ন রূপে টার্গেট করা ব্যক্তিদের জীবন অতিষ্ট করে তুললেও শেষ রক্ষা হলো না।

    লক্ষীপুরের রামগঞ্জে অবশেষে সেই ভয়ঙ্কর পরী বেগমকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

    আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে লক্ষীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

    পরীর গ্রেফতারের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রামগঞ্জ উপজেলাব্যাপী ভুক্তভুগীরা স্বস্থি প্রকাশ করেছে। পরীর না জানা আরো অনেক অপকর্ম নিয়ে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভূক্তভূগীরা। এদিকে স্থানীয়রা জানিয়েছেন ভয়ংকর ওই পরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার বিভিন্ন অপকর্মের নানান তথ্য বের হয়ে আসবে।

    স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী কয়েকজন নারী ও গরীব মানুষরা জানান, শুধু নামেই নয় সুন্দর চেহারার অধিকারী পরী বেগম। কখনো উপজেলা নির্বাহী অফিসার কখনো মহিলা বিষয়ক কর্মকর্তা আবার কখনো সমাজসেবা কর্মকর্তা সেজে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পুরুষ, গ্রামের অবলা দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের ফাঁদে ফেলে নিজের ইচ্ছা মাফিক অর্থ আদায় করাই হলো এই পরীর কাজ।

    আর উঠতি বয়সের যুবক, চাকুরীজীবি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ ব্যক্তিদের ফেইজবুকে আপত্তিকর চ্যাটিং বা মোবাইল ফোনে কথা বলে ট্রাপে ফেলেও প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
    অন্যদিকে ফোনে কথা বলে রুমমেট করার ফাঁদে ফেলে শিকার ধরতো ওই সুন্দরী পরী। পরীর মন হরন করা কথায় ফাঁদে পড়তেন এক শ্রেণীর পুরুষ বা মহিলা।

    কিন্তু এ ফাঁদ যে কত ভয়ঙ্কর তা যখন টের পেতো তখন কিছুই করার আর থাকতো না ভূক্তভোগীদের। তার ওইসব অপকর্মকে শেল্টার দেয়ার জন্য রয়েছে উপজেলায় রয়েছে অঘোষিত একটি সিন্ডিকেট । যার ফলশ্রুতিতে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি কখনো।

    এটা কোন কাল্পনিক কোন জ্বীন-পরীর গল্প না বা ডানাবিহীন পরীও না। জেলার রামগঞ্জের এক প্রতারক পরী বেগমের কথা বলছি। বেশ কয়েক মাস থেকে সে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের এলাকা থেকে ওই পরী বেগমের নানান প্রতারনার খবর এখন টক অব দ্যা রামগঞ্জে পরিনত হয়েছে।

    পরীর এহেন অশালীন ও প্রতারনার কর্মকান্ডের বিচারের দাবিতে ভূক্তভোগী শিরীন আক্তার নামে এক গৃহবধু একাধিক নারীর পক্ষে বাদী হয়ে গত বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহানের বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

    খোজ নিয়ে জানা গেছে, পরী বেগম (প্রকাশ ফাতেমা আক্তার পরী) রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড নন্দনপুর গ্রামের উম্মেদ ভূঁইয়া বাড়ির চা দোকানী আলমগীর হোসেনের স্ত্রী। চা দোকানদার স্বামী আলমগীর বেশ কয়েকবার স্ত্রীর বেপরোয়া অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেও দফায় দফায় মারধরের শিকার হয়েছেন। পরীর ভাড়া করার লোক দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে কয়েকবার।

    পরী বেগম সম্প্রতি রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বেচারাম বাড়ির শিরীন আক্তারসহ ২৩জন দরিদ্র অসহায় নারীর কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বভাতা ও সরকারী বরাদ্ধে ঘর করে দেওয়ার নাম করে সহজ সরল মহিলাদের কাছ থেকে এক লক্ষাধীক টাকা হাতিয়ে নিয়েছেন।

    এছাড়াও প্রতারক পরী বেশকয়েকদিন আগেও রামগঞ্জ পৌরসভার সাতারপাড়া গ্রামের মিয়া বাড়ির জেসমিন আক্তার কাছ থেকে ৩ হাজার, সুফিয়া বেগমের কাছ থেকে ৮হাজার, একই গ্রামের মিয়ার বাড়ির সোহাগী বেগমের কাছ থেকে ১০ হাজার, নাসরিন আক্তারের কাছ থেকে ৩০ হাজার, সুমা আক্তার ৭হাজার, আকলিমা আক্তার ৭হাজার, বাচ্চু মিয়ার কাছ থেকে ৬ হাজার সহ পাশ্ববর্তী আবদুল করিম বেপারী বাড়ির, জয়নাল আবেদিন বেপারী বাড়ির সহ অসংখ্য নারী-পুরুষের হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা।

    এ ব্যপারে পরী বেগমের স্বামী আলমগীর হোসেন জানান, আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। শিরিন বেগম ইএনও অফিসে যে অভিযোগ করেছে তাও পুরোপুরি সত্য নয়। আমার স্ত্রীর সাথে কথা বলার সে জানায় শিরিন বেগম তাকে মাত্র ২হাজার ৫শত টাকা দিয়েছে। বাকী টাকা সে আত্মসাত করে আমার স্ত্রীকে দোষারোপ করছে।

    এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ফাতেমা আক্তার পরীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে পরীর বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা পরী বেগমের বিরুদ্ধে একটি প্রতারনা অভিযোগ পেয়ে তদন্তে সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে প্রতারনা ও প্রশাসনের পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করেছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে করোনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

    লক্ষ্মীপুরে করোনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববারের (২১ জুন) প্রথম প্রহরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। সহিদ উল্লাহ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

    স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে হাসপাতালে নিলে তার করোনা শনাক্ত হয়।

    তার অবস্থার অবনতিতে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববারের প্রথম প্রহরে তার মৃত্যু হয়।

    করোনা পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়েছিলেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত,রামগঞ্জ ২

    চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত,রামগঞ্জ ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৮৩ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    আক্রান্তদের মধ্যে নগরীতে ৯ এবং দুই উপজেলায় ২ জন রয়েছেন।

    এছাড়া ভিন্ন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

    শুক্রবার (৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ২০৮ জন।

    বিআইটিআইডির পরীক্ষায় চট্টগ্রামের শহরে আক্রান্তরা হলেন:- চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ৪০ বছর বয়সী পুরুষ, মুরাদনগর অক্সিজেন ৫০ বছর বয়সী পুরুষ, সল্টগোলা ইপিজেড ৪৫ বছর বয়সী পুরুষ, কদমতলী ৪০ বছর বয়সী পুরুষ, দেওয়ানহাট ৪৮ বছর বয়সী পুরুষ, হালিশহরে ৪০ ও ৪২ বছর বয়সী দুই পুরুষ, বাচা মিয়া রোড পাহাড়তলী ৬৫ বছর বয়সী পুরুষ এবং পার্কভিউ হাসপাতালের ৭৬ বছর বয়সী রোগীর করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ২৮ বছর বয়সী যুবকের দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়েছে।

    নগরীর বাইরে জেলার মধ্যে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী এক কর্মচারী। সাতকানিয়ার মাদারসা এলাকার ৩৮ বছর বয়সী মহিলা।

    রামগঞ্জে ১৮ এবং ৩৮ বছর বয়সী দুই পুরুষ।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের তেরো জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা : ২৪ ঘণ্টায় ১৬ জন, চট্টগ্রামে ১শ ছাড়িয়েছে আক্রান্ত

    করোনা : ২৪ ঘণ্টায় ১৬ জন, চট্টগ্রামে ১শ ছাড়িয়েছে আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি করোনার নমুনা পরীক্ষা করা হয়।

    এরমধ্যে চট্টগ্রাম শহরে ১২ জন এবং জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া লক্ষ্মীপুরে ৪ নোয়াখালীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম জেলার মধ্যে বাঁশখালীতে করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীটি একজন পুরুষ(৪৫)। এছাড়া লোহাগাড়া উপজেলায় ২৭ বছর বয়সী একজন পুরুষ, পটিয়া উপজেলায় ৪৫ বছর বয়সী একজন পুরুষ এবং সীতাকুন্ডের বড় কুমিরায় ৩৫ বছর বয়সী একজন পুরুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। পটিয়ায় আক্রান্ত নতুন রোগীটি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ায় করোনাজয়ী মহিলার দেবর।

    চট্টগ্রাম নগরীর মধ্যে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন দামপাড়া পুলিশ লাইনের ২৫ ও ৩৫ বয়সী দুইজন পুরুষ। এছাড়া উত্তর কাট্টলীতে ৪০ বছর বয়সী একজন পুরুষ, আকবরশাহ থানায় ৫১ বছর বয়সী একজন পুরুষ, দক্ষিণ হালিশহর ৭৫ বছর ও ৩৪ বছর বয়সী দুই নারী, এনায়েত বাজার ২১ ও ৪৭ বছর বয়সী ২ পুরুষ, পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় ৪২ ও ৩৭ বছর বয়সী দুই পুরুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

    চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া বাকি দুজনের একজন ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি এবং অন্যজন চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

    লক্ষ্মীপুর জেলার চারজনের মধ্যে রামগঞ্জ ২,রায়পুর ১ এবং কমলনগরে ১ জন।

    নোয়াখালী জেলার ২ জনের মধ্যে কবিরহাট ১ এবং সোনাইমুড়ী ১ জন।

    আজ সোমবার (৪ মে) রাত ১১টা ৬ মিনিটে তথ্যগুলো নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন।

    চট্টগ্রামে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ১১০ জনে দাঁড়ালো।

    চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩৯ দিনে চট্টগ্রামে মোট ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করানো শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো পাঁচ ব্যক্তি।

    চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরের ৭৪ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার ২ জন, সীতাকুণ্ডের ৪ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ৩ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন, বাঁশখালী ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ৬ বছরের এক শিশু, তিন বয়স্ক পুরুষ ও দুই নারীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    এছাড়াও ৬ জন মারা গেছে আইসোলেশনে। তবে মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়।

    আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/আর এস পি

  • লক্ষ্মীপুরে দুই করোনা রোগী সুস্থ

    লক্ষ্মীপুরে দুই করোনা রোগী সুস্থ

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:::লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে সর্ব প্রথম যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তিনি এখন সুস্থ হয়েছেন। তাঁর নাম খোরশেদ আলম। বয়স ৩২ বছর। পেশায় তিনি একজন গার্মেন্টস শ্রমিক। বাড়ি উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে।

    তবে করোনায় আক্রান্ত তাঁর ২০ মাস বয়সী সন্তানসহ শ্বশুর পরিবারের আরও ৭ সদস্য এখনো সুস্থ হয়নি।

    গত রাত ৯টার দিকে খোরশেদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

    তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো।

    সুস্থ হয়ে তিনি ঢাকার এক আত্মীয়ের বাসায় অবস্থান করেছেন বলে জানা গেছে।

    স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি পোশাক শিল্পে কাজ করতেন খোরশেদ আলম। কারখানা বন্ধ থাকায় গত ৬ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে আসেন। পরে পাশ্ববর্তী কাশিমনগর গ্রামের শ্বশুর বাড়িতে যান তিনি।

    শারিরীক অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। চট্রগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি-তে প্রেরণকৃত নমুনার ফলাফল পজিটিভ আসে ১১ এপ্রিল।

    পরদিন তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নেন। শুক্রবার তিনি সুস্থ হয়ে বের হন।

    তবে খোরশেদের সংস্পর্শে আসা তাঁর শিশুসহ পরিবারের আরও সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং আরও তিন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন তাঁর সংস্পর্শে আসে।

    বর্তমানে তাদের ওই হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা বিভাগ সূত্রে জানা গেছে।

    অন্যদিকে, জেলার দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়েছেন। তার বাড়ি রামগতি উপজেলার পৌরসভার সবুজগ্রামে। নারায়ণগঞ্জের তাবলিগ জামায়াত থেকে এসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাঁর সুস্থতার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে ৩,নোয়াখালীতে ৩,লক্ষ্মীপুরে ৩ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে ৩,নোয়াখালীতে ৩,লক্ষ্মীপুরে ৩ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ :::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৭৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩ জন এবং নোয়াখালী জেলায় ৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৯০টি নমুনা পরীক্ষা করে লক্ষ্মীপুর জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে

    শনিবার (২ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮১ জন।

    চট্টগ্রামে আক্রান্ত তিন জন যথাক্রমে চন্দনাইশের হারলা  ৪নং ওয়ার্ডের কেরানির বাড়ির ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী, সন্দ্বীপের গাছুয়া ৩নং ওয়ার্ড নাহিদ খান সাহেবের বাড়ির ২৪ বছর বয়সী যুবক ও রাঙ্গুনিয়ার ইছাখালী দাসপাড়া ইউনিয়নের ৪৫ বছর বয়সী নারী স্বাস্থ্যকর্মী।

    নোয়াখালী জেলার তিনজন হলেন- হাতিয়া উপজেলা ২ জন এক মহিলা বয়স (২৩), আরেকজন পুরুষ বয়স (২৮) অপরজন নোয়াখালী সদরে পুরুষ বয়স (২৫)।

    লক্ষ্মীপুরের তিনজনের মধ্যে রামগতি উপজেলায় ১ এবং রামগঞ্জ উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের ছয়জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

    লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগরে গ্রামের করোনায় আক্রান্ত জান্নাতুল ফেরদাউস নামে ২০ মাসের কন্যা শিশুটিকে বর্তমানে আইইডিসিআর এর পরামর্শে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।

    তিনি জানান, করোনা পজেটিভ ২০ মাসের শিশুটিকে আইইডিসিআর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়নে বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আরো ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

    উল্লেখ, রামগঞ্জ উপজেলায় এই পর্যন্ত ১৫ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • রামগঞ্জের করোনা আক্রান্ত যুবককে ঢাকায় প্রেরণ,ইউনিয়ন লকডাউন

    রামগঞ্জের করোনা আক্রান্ত যুবককে ঢাকায় প্রেরণ,ইউনিয়ন লকডাউন

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি :::: লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ বছর বয়সী এক যুবক শনাক্ত হয়েছে। ওই যুবক ঢাকার নারায়নগঞ্জ থাকতেন। তিনি (৭ এপ্রিল) রামগঞ্জের নিজ বাড়িতে এসেছিলেন। (৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করেছিল স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। (১১ এপ্রিল) শনিবার রাত ১০ টায় ওই যুবকের করোনা রেজাল্ট পজেটিভ আসে। রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।

    আজ (১২ এপ্রিল) রবিবার করোনা শনাক্ত সেই যুবককে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

    রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ওই যুবকের শরীরে করোনা শনাক্তের পর রবিবার সকাল থেকে পুরো লামচর ইউনিয়নকে লকডাউন করা হয়। সেখান থেকে কোন মানুষ প্রবেশ কিংবা বের হতে পারবেনা। সার্বক্ষণিক প্রশাসনের তত্বাবধায়নে থাকবে ইউনিয়নটি।

    লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডি তে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি এতোদিন তার বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলো। আজ রবিবার সকালে আইইডিসিআর এর নির্দেশনায় রোগীটিকে ঢাকাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

  • রামগঞ্জে ইউএনও’র অভিযান : ২টি ইটভাটা বন্ধ

    রামগঞ্জে ইউএনও’র অভিযান : ২টি ইটভাটা বন্ধ

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান আজ বৃহস্পতিবার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মদিনা ইটভাটা ও জেবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করে ইটভাটা গুলি বন্ধ করে দেয়।
    জানা যায়, দেশের এ দূর্যোগময় সময় দেহলা গ্রামে মদিনা ইটভাটার মালিক আমির হোসেন ডিপজল ও জেবিএম ইটভাটার মালিক জাহাঙ্গীর হোসেন সরকারী নির্দেশনা অমান্য করে শত শত লোকজন নিয়ে ইটভাটার কার্যক্রম চালু রাখেন । এবং ১৫/২০টি অবৈধ ট্রলি দিয়ে ফসলি জমির টপসয়েল ও মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়ে খালের পাড়ের মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নির্বাহী কর্মকর্তা জানতে পেরে অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটা ২টি বন্ধ করে দেয়।
    নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরবর্তিতে এ ইটভাটা ২টি ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।