Tag: রামগঞ্জ কমলনগর

  • করোনা আক্রান্ত: চট্টগ্রামে ১,লক্ষীপুর ১৭ ও ফেনী ১

    করোনা আক্রান্ত: চট্টগ্রামে ১,লক্ষীপুর ১৭ ও ফেনী ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরাইপাড়ায় আরও ১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর জেলায় ১৭ এবং ফেনীর ছাগলনাইয়ায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১১১টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৩৪ গেছে জন।

    চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি পাহাড়তলী থানাধীন সরাইপাড়ার স্থানীয় কাউন্সিলর মোর্শেদ আকতার চৌধুরীর বাড়ির নাইটগার্ড(৬৮) বলে জানা গেছে।

    লক্ষ্মীপুর জেলার ১৭ জনের মধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগর ৩ জন ও সদর উপজেলা ১ জন। এ নিয়ে লক্ষ্মীপুরে মোট ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।