Tag: রামদা

  • ৪ টি রামদা মিলল চবির সোহরাওয়ার্দী হলের স্টোর ও নালায়

    ৪ টি রামদা মিলল চবির সোহরাওয়ার্দী হলের স্টোর ও নালায়

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী নুরে আলমের স্টোর থেকে ২টি এবং চবির সোহরাওয়ার্দী হলের পাশের নালা থেকে আরো ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

    আজ ১৫ জানুয়ারি বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় চবি কতৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে দেশিয় এসব অস্ত্র উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

    বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান অভিযান ও অভিযানে চারটি রামদা উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, এসব ধারালো দেশিয় অস্ত্র গুলো কারা এবং কি কারণে মজুদ করেছে তাৎক্ষনিক জানা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্মচারি নুওে আলমকে শোকজ করা হবে এবং আরো অনুসন্ধান চালিয়ে বিস্তারিত জানা যাবে।