Tag: রাশেদ খান মেনন

  • মেনন-বাদশা আবারও ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে

    মেনন-বাদশা আবারও ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে

    রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা আবারও ৫ বছরের জন্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দলটির দশম কংগ্রেস শেষে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ কথা জানান।

    সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যরা।

    নবম কংগ্রেসে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ৭৫ সদস্যবিশিষ্ট ছিল। কিন্তু এবার আরও ছয়জনকে নতুন যুক্ত করে ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

  • মেননের দু:খ প্রকাশে ১৪ দল সন্তুষ্ট

    মেননের দু:খ প্রকাশে ১৪ দল সন্তুষ্ট

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাম্প্রতিক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ১৪ দলের কাছে ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর মেননের বক্তব্যের ব্যাখ্যায় ১৪ দল সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

    সোমবার রাজধানীর ধানমণ্ডিতে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে একথা জানান ১৪ দলীয় জোটের মুখপাত্র নাসিম।

    সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেন। সেদিন মেনন বলেছিলেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারেনি।’

    মেননের ওই বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হয়। সরব ছিল ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমও।

    সমালোচনার মধ্যে পরদিন মেনন দাবি করেন বরিশালের অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে আসায় সবার কাছে ভুল বার্তা গেছে।

    এর মধ্যেই মেননের কাছে নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চায় ১৪ দল। গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে ১৪ দলীয় জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেননের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

    রবিবার দিবাগত রাতে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গিয়ে মেননের দেওয়া বক্তব্যের জবাবের চিঠিটি পৌঁছে দেন। সেখানে মেনন দুঃখ প্রকাশ করেন।

    আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, সাম্প্রতিক সময়ে ১৪ দলের শরিক দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আমরা সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দিয়েছিলাম। তিনি নির্বাচন নিয়ে ১৪ দলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তারপর তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

    মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা তার জবাবে সন্তুষ্ট হয়েছি। যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে।’

    এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ।

  • মন্ত্রিত্ব হলে মেনন এসব কথা বলতেন কি না প্রশ্ন কাদেরের

    মন্ত্রিত্ব হলে মেনন এসব কথা বলতেন কি না প্রশ্ন কাদেরের

    মন্ত্রিত্ব পেলে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নির্বাচন নিয়ে গতকালের বিরূপ মন্তব্য করতেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ হয়নি। তার বক্তব্য ভুলভাবে এসেছে কিনা সেটি জানার বিষয়। তিনি যদি বলেই থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে- এতোদিন পরে এই সময়ে কেন? নির্বাচন অনেক আগে হয়ে গেছে। মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন?

    তিনি বলেন, ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেবের কাছে আমরা এ বিষয়ে জানতে চাইব। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলাপ করব। তিনি ক্যাসিনো কাণ্ডের সময়ে কেন এ কথা বললেন, আগে কেন বললেন না। নির্বাচনের পরেও তো তিনি বলতে পারতেন।

    যু্বলীগের চেয়ারম্যান ওমর ফারুকের গণভবনে প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে যু্বলীগের সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করেন। আমি বিষয়টি জানি না, যুবলীগ বলতে পারবে।

    তিনি বলেন, ক্যাসিনো-কাণ্ডসহ কোনো অপরাধে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অনেকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    যুবলীগের বয়সসীমা নির্ধারণের প্রশ্নে তিনি বলেন, যুবলীগের গঠনতন্ত্রে কোনো সংশোধন আসবে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবে। আজকের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে। সব বিশ্লেষণ করে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    সংরক্ষিত নারী আসনের এমপির পরীক্ষায় জালিয়াতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। দলীয়ভাবেও খোঁজ খবর নেওয়া হবে। প্রধানমন্ত্রীকে এ বিষয়টি আমি জানাব।

  • ক্যাসিনো থেকে মাসে চার লাখ টাকা নিতেন মেনন

    ক্যাসিনো থেকে মাসে চার লাখ টাকা নিতেন মেনন

    ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাছ থেকে প্রতি মাসে ক্যাসিনো ব্যবসার টাকা থেকে চাঁদা নিতেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সম্রাট।

    শনিবার (১৯ অক্টোবর) রাতে র‍্যাব সদর দফতরের লে. কর্ণেল পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওই সূত্র আরও জানায়, সম্রাট ও খালেদ মাহমুদ ভুঁইয়া পরিচালিত ক্যাসিনোর টাকার ভাগ পেতেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাকে প্রতি মাসে ৪ লাখ টাকা করে দিতেন সম্রাট আর খালেদ। সবশেষ এই টাকার অঙ্ক বাড়িয়ে না দেওয়ায় গালাগালিও করেছেন তিনি।

    সম্রাটের মামলার সঙ্গে সংশ্লিষ্ট র‍্যাবের এই তদন্তকারী কর্মকর্তা জানান, সম্রাটের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১০ দিনের রিমান্ডের তৃতীয় দিন শেষে র‌্যাবকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সম্রাট।

    প্রসঙ্গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে যান যুবলীগের প্রভাবশালী নেতা সম্রাট। পরে ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করে র‌্যাব।

    সবশেষ মঙ্গলবার সম্রাটের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র ও মাদক মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

    ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে প্রথম অভিযানটি চালানো হয় ফকিরাপুরের ইয়ংমেনস ক্লাবে। ক্লাবটির চেয়ারম্যান স্থানীয় সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

    অবশ্য ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন রাশেদ খান মেনন এমপি।

    তিনি বারবারই গণমাধ্যমে বলছেন, ক্লাব পরিচালনা ও ক্যাসিনোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার দাবি, চেয়ারম্যান পদটি আলংকারিক, দায়িত্বের না।

  • গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি : মেনন

    গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি : মেনন

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর অভিযোগের শেষ নেই। তবে এবার তাদের সুরে কথা বললেন খোদ সরকারদলীয় জোট ১৪ দলের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

    তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন, ‘গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। শুধু তাই নয়, স্থানীয় নির্বাচনেও জনগণ ভোট দিতে পারেনি।’

    শনিবার দুপুরে বরিশাল নগরীর টাউন হলে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ঢাকা-৮ আসনের এই সাংসদ বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

    সরকারের বিরুদ্ধে অন্যায়, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ তুলে মেনন বলেন, ‘উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়। উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়। উন্নয়ন মানে মতপ্রকাশের স্বাধীনতা হরণ নয়। উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস কমিয়ে দেওয়া নয়।’

    প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি-আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, আজিজ কমিশনকে ঘেরাও করেছি, আমরা এক কোটি ১০ লাখ ভুয়া ভোটার তালিকা ছিঁড়ে ফেলে নির্বাচন বর্জন করেছি মনোনয়ন জমা দেওয়ার পরও। আজকে কেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারছে না?’

    আলোচিত ক্যাসিনোবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে। সেই দুর্নীতিবাজদের বিচার কবে হবে, তাদের সাজা কবে হবে, তাদের সম্পদ কবে বাজেয়াপ্ত হবে?’

    জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কমরেড আনিছুর রহমান মল্লিক।

    আরও বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাবেক এমপি টিপু সুলতান, মহানগর কমিটির আহ্বায়ক শান্তি দাস, জেলার সম্পদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ বাড়ৈ, ফাইজুল হক বালী ফারাইন, জেলা গণফোরাম সভাপতি হিরন কুমার দাস মিটু, সিপিবির প্রবীণ নেতা আব্দুল মন্নান প্রমুখ।

  • গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে উপরতলা পর্যন্ত হরিলুট হয়েছে : মেনন

    গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে উপরতলা পর্যন্ত হরিলুট হয়েছে : মেনন

    চৌদ্দ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘গত দশ বছরে দেশের নিচেরতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট হয়েছে। টিআরের গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।’

    তিনি আজ শনিবার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    এ সময় তিনি আরও বলেন, ‘দেশে দুর্নীতির মুলোৎপাটনের জন্য ১৪দল গঠন করা হয়েছিলো। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ১০ বছরে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে। বালিশ ক্রয়, বালিশের কভার, বালিশ নিচতলা থেকে কক্ষে ওঠাতে খরচের নামে দুর্নীতি হয়েছে।’

    তিনি বলেন, ‘শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো-জুয়া বন্ধ করলেই হবে না। দেশের সকল পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করলে স্বাধীনতার লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না। এছাড়া দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করতে হবে। ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ করে দিতে হবে। যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তাদের সম্মান দিতে হবে। তাহলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।’

    সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এম. এ গফুর মোল্লা। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, কোষাধ্যক্ষ মাজহারুল হক, কেন্দ্রিয় যুবমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদসহ উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।