Tag: রাসেল

  • কারামুক্ত হলেন ইভ্যালির রাসেল

    কারামুক্ত হলেন ইভ্যালির রাসেল

    গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেল।

    সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাসেল কারাগার থেকে মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম জানান, মো. রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির সিই্ও রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেক মামলা হয়।

    গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও রাসেল কারাগারে ছিলেন।

  • কোতোয়ালি থানার নাশকতা মামলায় থানা যুবদল নেতা রাসেল কারাগারে

    কোতোয়ালি থানার নাশকতা মামলায় থানা যুবদল নেতা রাসেল কারাগারে

    ডেস্ক নিউজ : পাঁচলাইশ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    রবিবার (৪ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন আহমদ।

    তিনি বলেন, ২০১৯ সালে নাশকতা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানার একটি মামলায় উচ্চ আদালতের জামিনের শেয়াদ শেষ হওয়ায় রবিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাসেল।

    এসময় রাষ্ট্রপক্ষে তার জামিন আবেদনে আপত্তি জানালে আদালত তা আমলে নিয়ে শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    ২৪ ঘণ্টা/আরএস