Tag: রাসেল ডোমিঙ্গো

  • পদত্যাগ করলেন ডমিঙ্গো

    পদত্যাগ করলেন ডমিঙ্গো

    বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন।

    বুধবার সকালে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ হ্যাঁ তিনি পদত্যাগ করেছেন। আমাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।’

    দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। চুক্তির শেষের ১১ মাস আগেই দায়িত্ব ছেড়ে দিলেন তিনি।

    গত রোববার ভারতের বিপক্ষে টেস্ট হারার পরই ডমিঙ্গোর বিদায়ের আভাস পাওয়া যায়। সেদিন জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছিলেন, কোচিং প্যানেলে বদল আনতে যাচ্ছেন তারা। দলের প্রভাব বিস্তার করতে পারেন এমন কোচ বেছে নিবেন তারা।

    পরদিন আলাদা একটি অনুষ্ঠানে ডমিঙ্গোর পারফরম্যান্সের প্রশংসা করলেও নতুন কোচের প্রয়োজনীয়তার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

    ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান দক্ষিণ আফ্রিকান এই কোচ। সেই বছর ওয়ানডে বিশ্বকাপের পর স্টিভ রোডসকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রোডসের জায়গায় দায়িত্ব পেয়ে বাংলাদেশকে বেশ কিছু সাফল্য এনে দেন ডমিঙ্গো।

    তার অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে পায় স্মরণীয় জয়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ জয়, ভারতকে কদিন আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য আসে।

    তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে একটাও ম্যাচ জেতেনি বাংলাদেশ। বছরের শুরুতে নিউজিল্যান্ডে টেস্ট জিতলেও বাকি সময়টায় নড়বড়ে পারফরম্যান্স দেখা যায় টেস্টে।

    ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয় টি-টোয়েন্টি সংস্করণ থেকে। ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে কুড়ি ওভারের ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে পাঠানো হয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে।

    গণমাধ্যমেও সেসময় কড়া মন্তব্য করে আলোচনায় আসেন ডমিঙ্গো। চুক্তির বেশ আগেই তার সঙ্গে বিসিবির সম্পর্কে চুকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে এতকিছু পরও টিকে গিয়েছিলেন তিনি। ভারত সিরিজে প্রধান কোচ হিসেবে দেখা যায় তাকেই। ওয়ানডে সিরিজে ভারতকে হারানোর পর ডমিঙ্গো আরেক দফা টিকে যান কিনা সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে টেস্ট সিরিজে ফের হতাশাজনক ফলের পর তাকে নিয়ে ভিন্ন পথে হাঁটার আভাস দেয় বিসিবি। তেতো পরিস্থিতি টের পেয়ে নিজে থেকেই সরে যাওয়ার ঘোষণা দিলেন ডমিঙ্গো।

  • ঢাকায় ডোমিঙ্গো-ভেট্টোরিরা

    ঢাকায় ডোমিঙ্গো-ভেট্টোরিরা

    জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করার জন্য বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এছাড়া তার সাথে বাংলাদেশে পা রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও সীমিত ওভারের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

    শুক্রবার (২৫ অক্টোবর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

    ডমিঙ্গোর অধীনে টাইগাররা ইতোমধ্যে একটি সিরিজ খেললেও কোচিং স্টাফে নিয়োগ পাওয়ার পর ভেট্টোরি এবারই প্রথম বাংলাদেশে এলেন।

    ডমিঙ্গো-ভেট্টোরি-ম্যাকেঞ্জির বাংলাদেশে পৌঁছানোর দিন থেকেই থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ভারত সফরের প্রস্তুতি। সেই প্রস্তুতিতে যোগ দিচ্ছে টি-টোয়েন্টি দল। আগেই জানা গিয়েছিল, ভারত সফরের প্রস্তুতিতে দলের সাথে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

    বিসিবিতে রিপোর্টিং শেষে ভেট্টোরিসহ সব কোচ খেলোয়াড়দের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

    গত জুলাইয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ভেট্টোরির নাম ঘোষণা করা হয়। চলতি মাস থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব-মিরাজদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

    নিউজিল্যান্ডের কিংবদন্তী স্পিনিং অলরাউন্ডার ভেট্টোরি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের আগে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় তাকে।

    অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যানের ভূমিকায়ও থাকতেন দুর্দান্ত। তাকে স্পিন কোচ হিসেবে পেলে তাই ব্যাটিং অভিজ্ঞতার ভাগীদারও হবেন ক্রিকেটাররা।

    তার বামহাতি অর্থোডক্স স্পিনের ঘূর্ণিতে টেস্টে ৩৬২টি, একদিনের ক্রিকেটে ৩০৫টি ও সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৮টি উইকেট শিকার করেন। অবসর নেওয়ার সময়ে ভেট্টোরি ছিলেন অষ্টম টেস্ট ক্রিকেটার যিনি ৩০০ উইকেট শিকারের পাশাপাশি ৩০০০ এর অধিক রান করেন। সাকিব আল হাসানের উত্থানের সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ভাবা হত ভেট্টোরিকে।