Tag: রায়পুর

  • সাবেক বিমানমন্ত্রীর ব্যক্তিগত সহকারির করোনা শনাক্ত

    সাবেক বিমানমন্ত্রীর ব্যক্তিগত সহকারির করোনা শনাক্ত

    ২৪ ঘন্টা ডট নিউজ।অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল এমপি’র ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

    চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় থেকে শনিবার(৯ মে) দেয়া রিপোর্টে লক্ষ্মীপুরে নতুন সনাক্ত হওয়া ৩ জনের একজন বায়েজীদ ভূঁইয়া।

    গত ২ মে (শনিবার) সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা বায়েজীদ ভূঁইয়ার নমুনা সংগ্রহ করেন। এর আগে গত ২৯ মে (বুধবার) লক্ষ্মীপুর পৌরসভা, উত্তর জয়পুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন হতদরিদ্রদের ঘরে ঘরে সদর এমপি’র খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে রাতে তিনি অসুস্থ্ হয়ে পড়েন।

    লক্ষ্মীপুর জেলা লকডাউনের শেুরু থেকে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন,ঘরবন্দি হতদরিদ্র মানুষের ঘরে ঘরে শাহজাহান কামাল এমপি’র ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আসছিলেন।

    বায়েজীদ ভূঁইয়ার অসুস্থতার খবর শুনে তার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার।

    তিনি স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে বায়েজীদ ভূঁইয়ার নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন। তৎ আলোকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা ২ মে (শনিবার) সকালে বায়েজীদ ভূঁইয়ার বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করেন।

    বায়েজীদ ভূঁইয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঘরবন্দি, দুঃস্থ্ অসহায় মানুষের ঘরে ঘরে সদর এমপি’র ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে করনায় আক্রান্ত হয়েছি।

    আল্লাহর রহমত এবং হাজার হাজার মানুষের দোয়া আমার সাথে আছে। নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি সদয় হয়ে আমাকে এ বিপদ থেকে দ্রুত সুস্থ্য করে তুলবেন।

    তার আশু রোগমুক্তির জন্য লক্ষ্মীপুর সদর এমপি’র ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন ।

    প্রসঙ্গত : গত ২ মে বায়েজীদ ভূঁইয়ার নমুনা সংগ্রহের পরও তিনি অদ্যাবধি সদর উপজেলার বিভিন্ন এলাকায় সদর এমপি’র ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখেন।

    গতকাল ৯মে (শনিবার) তিনি লক্ষ্মীপুর পৌরসভা, উত্তর জয়পুর ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের কর্মহীন ৪০০ মানুষের ঘরে ঘরে সদর এমপি’র খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

    লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর একটি সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    আজ ১০ মে রবিবার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পন্ডিত বাড়ীর বাগান থেকে উদ্ধার হয়।

    ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, ভোর ৬টার দিকে পন্ডিত বাড়ীর একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নবজাতককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।

    পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।

    শিশুটির তত্বাবধায়ক ফাতেমা বেগম বলেন, সুপারি বাগানে নবজাতকটি কাপড়ের রশি দিয়ে প্যাঁচানো ছিল। শিশুটি ছেলে সন্তান। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে আমার তত্ত্বাবধানে সুস্থ রয়েছে।

    রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য ও ওষুধপত্র কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তা ছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরও খেয়ে ফেলতে পারত। তবে আল্লাহর অশেষ কৃপায় সে বেঁচে আছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী জানান, নবজাতক একটি ছেলে। তাকে নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। কিন্তু উদ্ধারকারী পরিবারের আগ্রহের কারণে তাদের কাছেই আপাতত লালনপালনের দায়িত্বে দেওয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/এম আর

  • মৃত তিন ব্যক্তিসহ চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত

    মৃত তিন ব্যক্তিসহ চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৯০ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে তবে এর মধ্যে তিন জন আগেই মারা গেছেন।

    এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বুধবার (৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১৪০ জন।

    বিআইটিআইডির পরীক্ষায় চট্টগ্রামের আক্রান্তরা হলেন- সাতকানিয়া উপজেলার একজন পুরুষ বয়স (৫৭), দামপাড়া পুলিশ লাইনে ২ পুরুষ বয়স (৪৩) ও (৪৫), সীতাকুণ্ডের বড়কুমিরায় পুরুষ বয়স (৫০), সাগরিকা মহিলা বয়স (৫০), পাচঁলাইশের নাসিরাবাদ মহিলা (৬৫), বহদ্দারহাট পুরুষ বয়স (৪০), ফৌজদারহাট ফকিরহাট পুরুষ বয়স (৫০)।

    মৃত্যুর পর করোনা শনাক্ত হওয়া ৩ জন হলেন- রাহাত্তারপুল পুরুষ বয়স (৭০), সিএমসিএইচ (ঝালকাঠির ঠিকানায়) পুরুষ বয়স (৫৬), চান্দগাঁও মহিলা বয়স (১৯)।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের বারো জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা : ২৪ ঘণ্টায় ১৬ জন, চট্টগ্রামে ১শ ছাড়িয়েছে আক্রান্ত

    করোনা : ২৪ ঘণ্টায় ১৬ জন, চট্টগ্রামে ১শ ছাড়িয়েছে আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ:::চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি করোনার নমুনা পরীক্ষা করা হয়।

    এরমধ্যে চট্টগ্রাম শহরে ১২ জন এবং জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া লক্ষ্মীপুরে ৪ নোয়াখালীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম জেলার মধ্যে বাঁশখালীতে করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীটি একজন পুরুষ(৪৫)। এছাড়া লোহাগাড়া উপজেলায় ২৭ বছর বয়সী একজন পুরুষ, পটিয়া উপজেলায় ৪৫ বছর বয়সী একজন পুরুষ এবং সীতাকুন্ডের বড় কুমিরায় ৩৫ বছর বয়সী একজন পুরুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। পটিয়ায় আক্রান্ত নতুন রোগীটি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ায় করোনাজয়ী মহিলার দেবর।

    চট্টগ্রাম নগরীর মধ্যে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন দামপাড়া পুলিশ লাইনের ২৫ ও ৩৫ বয়সী দুইজন পুরুষ। এছাড়া উত্তর কাট্টলীতে ৪০ বছর বয়সী একজন পুরুষ, আকবরশাহ থানায় ৫১ বছর বয়সী একজন পুরুষ, দক্ষিণ হালিশহর ৭৫ বছর ও ৩৪ বছর বয়সী দুই নারী, এনায়েত বাজার ২১ ও ৪৭ বছর বয়সী ২ পুরুষ, পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় ৪২ ও ৩৭ বছর বয়সী দুই পুরুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

    চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া বাকি দুজনের একজন ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি এবং অন্যজন চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

    লক্ষ্মীপুর জেলার চারজনের মধ্যে রামগঞ্জ ২,রায়পুর ১ এবং কমলনগরে ১ জন।

    নোয়াখালী জেলার ২ জনের মধ্যে কবিরহাট ১ এবং সোনাইমুড়ী ১ জন।

    আজ সোমবার (৪ মে) রাত ১১টা ৬ মিনিটে তথ্যগুলো নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন।

    চট্টগ্রামে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ১১০ জনে দাঁড়ালো।

    চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩৯ দিনে চট্টগ্রামে মোট ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করানো শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো পাঁচ ব্যক্তি।

    চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরের ৭৪ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার ২ জন, সীতাকুণ্ডের ৪ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ৩ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন, বাঁশখালী ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ৬ বছরের এক শিশু, তিন বয়স্ক পুরুষ ও দুই নারীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    এছাড়াও ৬ জন মারা গেছে আইসোলেশনে। তবে মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়।

    আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ জন।

    ২৪ ঘণ্টা/এম আর/আর এস পি

  • লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে বিদ্যালয় মাঠে কাঁচাবাজার!

    লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে বিদ্যালয় মাঠে কাঁচাবাজার!

    লক্ষ্মীপুর প্রতিনিধি::::করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে।

    সরকারি মার্চ্চেন্টস একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তে এ বাজার সাময়িক স্থানান্তর করা হয়। সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বাজারে মাছ-মাংস ও তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হবে।

    কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম বলেন, তাদের বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। তবে হঠাৎ এ রকম হাটের জায়গা বদল হওয়াতে অনেক ক্রেতা এখনো জানেননা।

    রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি মাঠ প্রাঙ্গণে অস্থায়ীভাবে কাঁচা পণ্য বিক্রি করার নির্ধারিত স্থান করা হয়েছে। মাঠ অনেক বড় হওয়ায় দোকানগুলো বসেছে বেশ দূরত্ব নিয়ে। লোকজন সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাট করতে পারছেন। তাছাড়া সচেতনতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

    রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, এখন ব্যবসার চেয়ে বেঁচে থাকার চেষ্টাটা অনেক জরুরি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এটি সাময়িক স্থানান্তর, তাই কিছু সমস্যা থাকবে, ধীরে ধীরে সমস্যা কমবে।

    করোনা পরিস্থিতিতেও নিত্যপ্রয়োজনে সবাইকে বাজারে যেতে হয়। ফলে সব দিক মাথায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু

    লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের রায়পুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৪ পরিবার লকডাউন করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজি বাড়িতে তার মৃত্যু হয়। দুপুর ১২ টায় ওই মৃত ব্যাক্তিকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপিল ঢাকা থেকে বাড়ীতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয় ও পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

    এলাকাবাসী জানান, মৃত রফিক উল্যা (৬৬) ওমান প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে বাড়ীতে দ্বিতল ভবন নির্মানের সময় গোসল বেশি করার কারনে জ্বর, কাশি হয় ও পা ফুলে যায়। রায়পুরে ডাক্তারদের পরীক্ষা দেরিতে হওয়ায় ২৪ এপ্রিল বাড়ী থেকে ঢাকা যান তিনি। চিকিৎসকের নির্দেশে ২৫ এপ্রিল ঢাকা থেকে এসেই হোমকোয়ারেন্টাইনে ছিলেন।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে ইফতারি দ্রব্যের দ্বিগুণ দাম

    লক্ষ্মীপুরে ইফতারি দ্রব্যের দ্বিগুণ দাম

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি::লক্ষ্মীপুরের রায়পুরে রমজান আসার আগেই মুড়ির বাজার চড়া। এক সপ্তাহের ব্যবধানে মুড়ির দাম কেজিতে বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। গত বছরের রমজানে এই সময়ে যে মুড়ির দাম ছিল প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা এবারে রমজান আসার আগেই সেই মুড়ি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।

    শুধু তাই নয়, হাতে ভাজা মুড়ি বলে চালিয়ে দেয়া হচ্ছে মেশিনে প্রক্রিয়াকরণ করে ভাজা মুড়ি। দাম রাখা হচ্ছে প্রতি কেজি ১শ’ টাকা। গত রমজানে এই মুড়ি বিক্রি হয়েছিল কেজি প্রতি ৫৫ টাকা করে।

    তবে এক বিক্রেতা জানান, চালের দাম তিনগুণ বেড়ে যাওয়ায় মুড়ির দামও বেড়ে গেছে। শুধু মুড়ি নয় গত ৭ দিন ধরে মোটা চালের কৃত্তিম সঙ্কটসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তিনগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।

    উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা মুড়ির বাজার ঘুরে দেখা গেছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে মুড়ির দাম বেড়ে যাওয়ায় এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কথা কাটাকাটি ও বচসা লেগেই আছে। খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, বিআর-২৮ চালের মুড়ি ৮০ থেকে থেকে ৯০, বিআর-২৯ চালের মুড়ি ৭৫ থেকে ৮০, গুঠি স্বর্ণা চালের মুড়ি ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এছাড়া বিভিন্ন ব্রান্ডের প্যাকেটবদ্ধ মুড়ি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ টাকা।

    বিক্রেতারা বলছেন, প্রতি কেজি মুড়ি ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাড়তি দামের কারণে ক্রেতারা দুষছেন খুচরা বিক্রেতাদের। খুচরা বিক্রেতা দুষছেন সরবরাহকারীদের। সরবরাহকারীরা দুষছেন মিলার ও ফ্যাক্টরি মালিকদের। আর মিলার ও ফ্যাক্টরি মালিকরা বলছেন মুড়ির উপাদান ধান চালের বাজার চড়া। তাছাড়া মহামারী করোনার প্রদূর্ভাবের কারণে বাজারে চালের সংকট হচ্ছে। তাই চাহিদা মেটাতে পারছেন না তারা। এছাড়া ফ্যাক্টরিগুলো বন্ধ থাকায় মুড়ির উৎপাদনও কমে গেছে অনেক। যে কারণে মুড়ির দাম বেড়েছে।

    উপজেলার কয়েকজন মিল মালিক ও পাইকার জানান, উৎপাদন পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। একটি উৎপাদন কারখানায় এক সপ্তাহ আগেও দৈনিক যেখানে উৎপাদন হতো ২২০ থেকে ২৩০ বস্তা মুড়ি (প্রতি বস্তা ৫০ কেজি) সেখানে শ্রমিক সঙ্কটের কারণে বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৪০ থেকে ৫০ বস্তায়। এর নেতিবাচক প্রভাব পড়ছে পাইকারি থেকে খুচরা বাজারে। পাইকার থেকে যে মুড়ি কেজিপ্রতি ছাড়া হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়, খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

    উপজেলা বণিক সমিতির সভাপতি শফিক পাঠান বলেন, কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে । এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

  • লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

    লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনজনের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) দুপুরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়। উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপজেলা কোস্টগার্ড সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকারে যায়। সোমবার ভোরে নিয়মিত অভিযানে বের হয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১১ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ৯ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে তিনজনের ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুইজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১৫০ কেজি জাটকা মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় জব্দ হওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। একটি নৌকা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

    রায়পুর উপজেলা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, জাটকা সংরক্ষণে নদীতে মাছ শিকার রোধ নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষ মুহুর্ত পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

  • রায়পুর বস্তাবন্দী মহিলার খু‌নের রহস্য উ‌ম্মোচন: প্রেমিক যুগল ও এক শিশু জড়িত!

    রায়পুর বস্তাবন্দী মহিলার খু‌নের রহস্য উ‌ম্মোচন: প্রেমিক যুগল ও এক শিশু জড়িত!

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি :::: লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়ার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রেমিক যুগল সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

    জানা গেছে, ২ নং ওয়ার্ডের আমিন উদ্দিন মুন্সি বাড়ির মোঃ জাকির হোসেনের ছেলে ইমন (১৭) একই বাড়ির মোঃ আক্তার হোসেনের মেয়ে আসমা আক্তার আয়েশা (১৭) নামের এই দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো। তাদের প্রেমকে সফলতার রূপ দিতে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাঁধা হয়ে দাঁড়ায় অর্থ সঙ্কট। অর্থ সঙ্কট কাটাতে প্রেমিকার বাড়ীর মাহফুজা খাতুনের (৫৫) স্বর্ণালংকার লুটে নেয়ার ফন্দি করে তারা।

    পরিকল্পনার দুইদিন পর ইমন ও আজিজ (১২) বৃদ্ধা মাহফুজার বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। ঘটনার দিন (১৬ অক্টোবর ২০১৯) হাঁটতে বের হলে ইমন মাহফুজাকে তাদের ঘরে ডেকে নেয়।

    একপর্যায়ে ইমন ও আজিজ তার গলায় গামছা পেঁছিয়ে হত্যা করে। পরে বস্তাবন্দী করে লাশ রান্না ঘরের পেছনের বাগানে ফেলে দেয়। বৃদ্ধার ছেলেরা খোঁজাখুঁজি করেও মাকে পাচ্ছিল না। এসব দেখে ইমন ও আজিজ পরিকল্পিতভাবে বস্তাবন্দী লাশ টেনে নিয়ে পাশ্ববর্তী খালে ফেলে দেয়। পরে (১৭ এপ্রিল) পুলিশ বস্তা টেনে নেয়ার চিহ্ন দেখে খাল থেকে লাশ উদ্ধার করে।

    পিবিআই নোয়াখালী সূত্র জানায়, ঘটনার রহস্য উদঘাটনে বৃহস্পতিবার ইমন ও তাদের বার্তা বাহক আজিজ নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে আয়েশাকেও গ্রেফতার করা হয়।

    শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. জহিরুল হক।

    নিহত বৃদ্ধার ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. আবদুল ওয়াদুদ শিপন বলেন, আমার মায়ের হত্যাকাণ্ডে কোন অগ্রগতি না পেয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করার জন্য পুলিশ হেডকোয়াটার্স এ আবেদন করি। পিবিআই এর তদন্তে মায়ের হত্যার রহস্য উদঘাটন হলো। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।

    পিবিআই নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে কোস্টগার্ডের উপর জেলেদের হামলা, আহত ৫

    লক্ষ্মীপুরে কোস্টগার্ডের উপর জেলেদের হামলা, আহত ৫

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি :::লক্ষ্মীপুরের মাছঘাটে কোস্টগার্ডের অভিযান চলাকালে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় কোস্টগার্ডের নৌকার মাঝিসহ ৫ জন আহত হয়। ঘটনার পর পুলিশ গিয়ে কয়েকটি আড়ৎ বন্ধ করে দেয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    গতকাল শনিবার(৪ এপ্রিল) রাতে রায়পুরের মেঘনা নদীর পুরানবেড়ি নদীর পাড় মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    হায়দরগঞ্জ এলাকার দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল রহমান জানান, নিষেধাজ্ঞার সময়ে নির্বিচারে জাটকা নিধণ ও প্রকাশ্যে আড়ত খুলে মাছ বিক্রি এমন অভিযোগে অভিযান চালান তারা। এসময় পুরান বেড়ি মাথা মাছঘাটের ভিতরেই ইটপাটকেল ও হামলা চালায় আড়ৎগুলোর সন্ত্রাসীরা। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।

    জানা যায়, এর আগে গতবছর একইভাবে রায়পুর পুরান বেড়ি মাথা মাছঘাটে নিষেধাজ্ঞার সময়ে আড়ৎমালিকরা মাছ কেনাবেচা শুরুকরলে বাধাদিতে এসে মৎস্য কর্মকর্তা লাঞ্চিত হন। এছাড়া নিষেধাজ্ঞার সময়ে একইস্থানে সম্প্রতি প্রকাশে মাছ কেনা বিক্রির ছবি তোলা হলে তা ডিলেট না করায় কয়েকজন সাংবাদিকের উপর হামলার চেষ্টা করে আড়ৎমালিকরা। পরে পুলিশ আসলে পিছু হটেন তারা।

    জেলা মৎস্য মোহাম্মদ বেলাল হোসেন জানায়, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার ৪ শত ৭২ জন জেলে নিবন্ধিত রয়েছে। দুই মাসের জন্য প্রতি জেলেকে ৪০ কেজি হারে খাদ্য দেওয়া হচ্ছে। আইন অমান্য কারী জেলেদের ধরতে অভিযান চলমান রয়েছে। দুই একটি বিচ্ছিন ঘটনাও ঘটছে।

    রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী চৌধুরী জানান, রায়পুর পুরান বেড়ি মাথা মাছঘাটে কোস্টগার্ডের অভিযান কালে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা বিষয়টি তিনি কোস্টগার্ড থেকে অভিযোগ পেয়েছেন। মৎস্য কর্মকর্তাকে তদন্তকরে হামলাকারীদের সনাক্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্ত চলছে।