Tag: রিকশাচালক

  • বিদ্যুতের তার পড়ে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পেল ৫ লাখ টাকা

    বিদ্যুতের তার পড়ে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পেল ৫ লাখ টাকা

    চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় চলন্ত রিকশায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে দগ্ধ হয়ে নিহত সেই রিকশাচালক জাহেদ আলীর পরিবারকে ৫ লাখ টাকার স্থায়ী আমানত দেয়া হয়েছে।

    সোমবার (৫ জুন) তার পরিবারের হাতে স্থায়ী আমানতের কাগজপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হুছাইন মুহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

    গত ১৪ মে সকালে নগরীর বায়েজিদের অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক জাহেদ আলীর গায়ে পড়ে। দগ্ধ অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে নগরীর কূলগাঁও এলাকায় থাকতেন। তার স্ত্রী ও আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

    এ ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা প্রদানের নির্দেশ দেন। নির্দেশের পর এ নিয়ে কাজ শুরু করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে বলেছেন নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিতে। এ ব্যাপারে পিডিবি চেয়ারম্যানকে প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়ে দেবেন। আমাকে যোগাযোগ করার জন্য বলেছেন। বিদ্যুৎ সচিবের সঙ্গে কথা হয়েছে, ওই পরিবারে উপার্জনক্ষম কেউ থাকলে তাকে চাকরি দেওয়ার চেষ্টা করবেন।

  • চট্টগ্রামে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

    চট্টগ্রামে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর (২৮) পরিবারকে ৫ লাখ টাকার স্থায়ী জামানত করে দিচ্ছে সরকার। একই সঙ্গে তার পরিবারের যোগ্য কেউ থাকলে বিদ্যুৎ বিভাগে চাকরির ব্যবস্থা করা হবে।

    এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে মঙ্গলবার (১৬ মে) বিকেলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।

    তিনি বলেন, আমি প্রতিমন্ত্রীর একসময় ব্যক্তিগত সহকারী ছিলাম। আজ (মঙ্গলবার) সকালে উনার সঙ্গে কথা বলেছি। উনাকে জানিয়েছি ওই রিকশাচালকের ৮ মাসের একটা বাচ্চা রয়েছে। বিয়েও হয়েছে সম্প্রতি। উনাকে কোনো সাহায্য করা যায় কি না? উনি জানতে চান লাইনটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নাকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের? আমি উনাকে জানিয়েছি এটা পিডিবির লাইন।

    এরপর প্রতিমন্ত্রী আমাকে বলেন, ‘তুমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বল, আমি উনাকে বলে দিচ্ছি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রিকশাচালকের পরিবারকে ৫ লাখ টাকার এফডিআর করে দেওয়ার জন্য।

    ডিসি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমানে সঙ্গে কথা বলি। তিনি আমাকে আশ্বাস দেন, টাকার পাশাপাশি ভুক্তভোগীর পরিবারে যোগ্য কেউ থাকলে চাকরি দেওয়া হবে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন হয়ত কোনো কোম্পানিতে চাকরির ব্যবস্থা হতে পারে। এরপর আমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। হয়ত উনার সঙ্গে কথা বলে দুয়েকদিনের মধ্যে কাজ হয়ে যাবে। পিডিবি থেকে এসব টাকা দেওয়া হবে।

    এর আগে গত রোববার (১৪ মে) সকালে অক্সিজেন মোড়ে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশাচালক জাহেদ আলী দগ্ধ হন। পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

    রিকশাচালক জাহেদ আলী গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। তবে তিনি পরিবার নিয়ে নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

  • বাঁশখালীর পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে মারা গেছে রিকশাচালক

    বাঁশখালীর পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে মারা গেছে রিকশাচালক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা গেছে এক রিকশাচালক। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়িতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহত রিকশা চালকের নাম জহুরলাল দেব প্রকাশ কালাবাঁসি (৩৩)। তিনি একই ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রাজ চন্দ্র দেবের ছেলে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জলদী অভয়রন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের স্বজনদের বরাতে বলেন, শনিবার রাতে আকস্মিকভাবে তিনটি বন্য হাতির একটি পাল পাহাড় থেকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া এলাকায় নেমে আসে।

    রাতের অন্ধকারে পাহাড়ি ওই এলাকায় নিহত জহরলালের বাড়ির কাছেই হাতির আক্রমনের শিকার হন জহরলাল নিজেই। আক্রমনে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকার আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে জানালেন এ বন কর্মকর্তা।

    অন্যদিকে বন্য হাতির আক্রমনে রিকশা চালকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শণে যান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি তাৎক্ষনিক নিহত জহুর লাল দেবের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেন।