Tag: রিহ্যাব পরিচালক

  • ধর্ষণের অভিযোগে দুই রিহ্যাব পরিচালক গ্রেফতার

    ধর্ষণের অভিযোগে দুই রিহ্যাব পরিচালক গ্রেফতার

    চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব’এর দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে পাঠানো হবে।

    রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর ধানমণ্ডির থানা পুলিশ শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারকে গ্রেফতার করে। ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

    ধানমণ্ডি থানা জানায়, রোববার চাকরির জন্য ধানমণ্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেয়া হয়। সেখানে যাওয়ার পর দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী।

    এ অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি।

    এর আগে, রাতে থানা হেফাজতে তাদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।