চট্টগ্রামের আনোয়ারার বটতলী রুস্তমহাট বাজারে একটি কুলিং কর্ণারের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানের পাশাপাশি আরো চারটি দোকান আগুনে ক্ষতিগ্রস্থ হয়।
সোমবার (৪ নভেম্বর) সকাল এগারাটার দিকে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের রুস্তমহাট বাজারের নিহার রঞ্জন দত্তের মালিকানাধীন মিতু কুলিং কর্ণার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মিতু কুলিং কর্ণার দোকানের গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ করে চুলা থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনের চেঁচামেচিতে আগুন লাগার খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে।
পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সির্ভিল সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি উল্লেখ করে আগুনে একটি কুলিং কর্ণার, একটি ফার্মেসী ও দুটি কামারের দোকানের মালামাল পুড়ে গিয়ে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।