Tag: রূপালী ব্যাংক

  • করোনায় রূপালী ব্যাংকের ডিজিএম’র মৃত্যু

    করোনায় রূপালী ব্যাংকের ডিজিএম’র মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) শহিদুল ইসলাম রিপন (৫০) মারা গেছেন।

    শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। রাজধানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও প্রিন্সিপাল অফিসার এহতেশামুজ্জামান জানান, কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসাতেই আইসোলেশনে ছিলেন শহিদুল ইসলাম রিপন। পরে অবস্থার অবনতি হলে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

    স্ত্রী ও ছেলে-মেয়েসহ রাজধানীর বাসাবোতে বসবাস করতেন রিপন। রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। রুপালী ব্যাংকের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছেন।

    এর আগে ১২ মে করোনায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ নামে দ্য সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

    তারও আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
    ২৪ ঘণ্টা/এম আর

  • ৭৭১ জন নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক : আবেদনের শেষ সময় ৪ ফেব্রুয়ারি

    ৭৭১ জন নিয়োগ দেবে রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক : আবেদনের শেষ সময় ৪ ফেব্রুয়ারি

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংকে সিনিয়র পদে ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৪ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে এসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চাকুরির আবেদন করতে পারবেন।

    ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালি, রুপালি ও জনতা ব্যাংকসহ মোট সাত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন ধরা হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।

    ৭৭১ জনের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ জন, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ জন, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-৮ জন, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ-৩০ জন এবং কর্মসংস্থান ব্যাংকে ৬ জনকে নিয়োগ দেয়া হবে।

    আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান। তাছাড়া শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান হতে হবে। তবে কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

    ০১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের নারী পুরুষ যে কউ আবেদন করতে পারবে। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আগ্রহী প্রার্থীদের চাকরির ধরন স্থায়ী।

    আগ্রহীরা erecruitment.bb.org.bd এ ওয়েভসাইট ভিজিট করে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি পাঠাতে হবে।