Tag: রেজাউল করিম চৌধুরী

  • ম‌ডেল টাউন ও বি‌শেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল‌ হ‌বে প‌তেঙ্গা- হা‌লিশহরঃ রেজাউল করিম

    ম‌ডেল টাউন ও বি‌শেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল‌ হ‌বে প‌তেঙ্গা- হা‌লিশহরঃ রেজাউল করিম

    শুক্রবার (২২ জানুয়ারি) নগরীর উত্তর ও দ‌ক্ষিন প‌তেঙ্গাসহ দ‌ক্ষিন হা‌লিশহর ওয়া‌র্ডের জনসাধার‌নকে সালাম ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে গণসং‌যোগ ক‌রেন আওয়ামী লীগ ম‌নোনীত চ‌সিক মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী।

    এসময় বি‌ভিন্ন পথসভায় রাখা বক্ত‌ব্যে তি‌নি উন্নত চট্টগ্রাম মহানগর গড়‌তে নৌকায় ভোট চে‌য়ে ভোট প্রার্থনা ক‌রে ব‌লেন, বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা জা‌নেন কিভা‌বে সমস‌্যা‌কে সম্ভাবনায় প‌রিনত কর‌তে হয়। চট্টগ্রাম সি‌টি কর্পো‌রেশ‌নের মেয়র প‌দে নির্বাচ‌নের জন‌্য আওয়ামী লীগ ও জন‌নেত্রী শেখ হা‌সিনা আমা‌কে নৌকা প্রতীকে ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন। আ‌মি আপনা‌দের ভোট ও দোয়া চাই।

    তি‌নি ব‌লেন, প‌তেঙ্গা হা‌লিশহ‌রের কৃ‌ষিজ পণ‌্য একসময় বেশ সমাদৃত ছিল। বি‌শেষত প‌তেঙ্গার তরমুজ মা‌নে বি‌শেষ একটা ব‌্যাপার ছিল চট্টগ্রাম ও আশপা‌শের এলাকায়। জলবায়ু প‌রিবর্ত‌নের প্রভা‌বে সমুদ্র পৃ‌ষ্টের উচ্চতা বে‌ড়ে গে‌লে জোয়া‌রে নোনাপা‌নি প্রবেশ ক‌রে প‌তেঙ্গা হা‌লিশহ‌রের সু‌বিস্তীর্ণ ভূ‌মির অ‌নেকটা প‌রিত‌্যক্ত হ‌য়ে যায়। বেড়ীবাঁধ কাম আউটার রিং রোড নির্মান ক‌রে এ সমস‌্যা‌কে অপার সম্ভাবনায় প‌রিনত ক‌রে‌ছে।

    প‌তেঙ্গা সি বী‌চের আধু‌নিকায়ন, বিস্তীর্ণ খোলা জায়গা‌কে প‌রি‌ক‌ল্পিত ছ‌কে আন্তর্জা‌তিক মা‌নের আবা‌সিক হো‌টেল, পার্ক, খেলার মাঠ, কালচারাল কম‌প্লেক্স এবং স্কুল, ক‌লেজ, বিশ্ব‌বিদ‌্যালয়, হাসপাতাল, শ‌পিংমল সমৃদ্ধ আবা‌সিক এলাকা গ‌ড়ার মধ‌্য দি‌য়ে প‌তেঙ্গা হা‌লিশহর‌কে পর্যটন ও শিল্প‌ভি‌ত্তিক আধু‌নিক ম‌ডেল টাউন হি‌সে‌বে গ‌ড়ে তোলার সম্ভাবনা জা‌গি‌য়ে তু‌লে‌ছেন আমা‌দের জা‌তির জন‌কের কন‌্যা। এখা‌নে বি‌পি‌সি, ইস্টার্ণ রিফাইনারী, খাদ‌্যগুদাম, বিমান বন্দর, বিমান ঘা‌টি, নৌ ঘা‌টি, কেই‌পি‌জেড, সিই‌পি‌জেড এর মত সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনা থাকায় যান বাহ‌নের চাপ অত‌্যধিক।

    চলমান এ‌লি‌ভে‌টেড এক্স‌প্রেস ও‌য়ে এবং দ‌ক্ষিন এ‌শিয়ায় দৃষ্টান্ত স্থাপন ক‌রে নির্মানাধীন কর্ণফুলী টা‌নে‌লের কাজ সম্পন্ন হ‌য়ে গে‌লে অ‌নেকটাই যানজটমুক্ত হ‌বে পু‌রো চট্টগ্রাম। প‌তেঙ্গা হা‌লিশহ‌রের মানুষ‌কে শহ‌রের অন‌্য প্রা‌ন্তে যে‌তে আর আ‌গের মত বেগ পে‌তে হ‌বেনা। আ‌মি য‌দি মেয়র নির্বা‌চিত হই, নিরাপদ প‌রি‌বেশ বজায় রাখ‌তে শিল্প পু‌লিশ ও পর্যটন পু‌লিশ‌কে আধু‌নিক সরঞ্জামে স‌জ্জিত ক‌রে বি‌শেষ নিরাপত্তা বল‌য় তৈরী ক‌রে প‌তেঙ্গা হা‌লিশহর‌কে নিরাপদ ও চিত্তাকর্ষক এলাকা হি‌সে‌বে গ‌ড়ে তুল‌তে সং‌শ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণাণ‌য়ের সা‌থে সমম্ব‌য় সাধন ক‌রে বি‌শেষ তৎপরতার সা‌থে কাজ করব।

    গণসং‌যোগকা‌লে রেজাউল ক‌রি‌মের সা‌থে উপ‌স্থিত ছি‌লেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক আ জ ম না‌ছির উ‌দ্দিন, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলী‌গের যুগ্ম সাধারন সম্পাদক ব‌দিউল আলম, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেক, ছালেহ আহম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর পদপ্রার্থী শাহনুর বেগম এবং মহানগর, থানা, ওয়ার্ড ও ইউ‌নিট আওয়ামীলীগসহ অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের অসংখ‌্য নেতাকর্মী গণসং‌যোগে অংশ নি‌য়ে নৌকা প্রতী‌কে ভোট প্রার্থনা ক‌রেন।

  • নৌকায় ভোট দি‌য়ে শেখ হা‌সিনার উন্নয়ন য‌জ্ঞের সাথী হোন : রেজাউল ক‌রিম

    নৌকায় ভোট দি‌য়ে শেখ হা‌সিনার উন্নয়ন য‌জ্ঞের সাথী হোন : রেজাউল ক‌রিম

    আজ বৃহষ্প‌তিবার (২১ জানুয়ারি) নগরীর পূর্ব মাদারবাড়ী, আলকরন ও ফি‌রিঙ্গী বাজার ওয়া‌র্ডে গণসং‌যোগকা‌লে শা‌ন্তি সৌহা‌র্দ‌্য ও স্বাচ্ছন্দ‌্যময় দৃ‌ষ্টিনন্দন চট্টগ্রাম মহানগর গড়ার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রে নৌকা প্রতী‌কে ভোট চাই‌লেন আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

    গণসং‌যোগকা‌লে বি‌ভিন্ন পথসভায় রাখা বক্ত‌ব্যে তি‌নি এ প্রত‌্যয়ের কথা ব‌লেন।বক্ত‌ব্যে তি‌নি জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে সমগ্র দেশ ও চট্টগ্রা‌মে অভাবনীয় উন্নয়‌নের চিত্র ভোটার‌দের উ‌দ্দে‌শ্যে তু‌লে ধ‌রেন।

    চট্টগ্রা‌মের নাগ‌রিক সেবার মা‌নোন্নয়‌নে অ‌নেক কিছুই করার র‌য়ে‌ছে। ক‌রোনায় আমরা সক‌লেই বুঝ‌তে পে‌রে‌ছি, আমা‌দের স্বাস্থ‌্য সেবার মান ও প‌রি‌ধি বাড়া‌নো উ‌চিৎ। মেয়র নির্বা‌চিত হ‌য়ে আ‌মি নগরীর ৪১‌টি ওয়া‌র্ডের প্রত্যেক‌টিতে আধু‌নিক সু‌বিধাসম্পন্ন বিনামূ‌ল্যে স্বাস্থ‌্য সেবা কেন্দ্র গ‌ড়ে তু‌লতে চাই। সামা‌জিক শৃঙ্খলা ফি‌রি‌য়ে আন‌তে আমা‌দের কাজ কর‌তে হ‌বে। আমা‌দের সন্তানরা যা‌তে বিপ‌থে না যায়, যা‌তে সুস্বাস্থ‌্য ও সুস্থ মান‌সিকতা নি‌য়ে বিক‌শিত হ‌তে পা‌রে তার ব‌্যবস্থা কর‌তে হ‌বে। এজন‌্য আ‌মি নগরী‌তে পর্যাপ্ত খেলার মাঠ, বি‌নোদন কেন্দ্র ও সাংস্কৃ‌তিক চর্চার ক্ষেত্র গ‌ড়ে তুলতে চাই। নগরীর যে সমস্ত রাস্তা ও গ‌লি‌তে আ‌লোর স্বল্পতা র‌য়ে‌ছে সেখা‌নে পর্যাপ্ত আ‌লোকায়‌নের ব‌্যবস্থা কর‌তে চাই। নারী ও যুব সম্প্রদায়‌কে দক্ষ জনশ‌ক্তি‌তে রূপান্ত‌রিত কর‌তে ক‌র্পো‌রেশ‌নের পক্ষ থে‌কে আ‌রো অ‌ধিক হা‌রে প্রকল্প নি‌তে চাই। আউট সো‌র্সিং এ দক্ষতা অর্জনে প্রশিক্ষ‌নের ব‌্যবস্থা কর‌তে চাই।

    বন্দর নগরী চট্টগ্রা‌মে তথ‌্য প্রযু‌ক্তির উন্নয়‌নে সরকা‌রের সাফ‌ল্যের সমস্ত সু‌বিধা অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে প্রা‌প্তি নি‌শ্চিত কর‌তে চাই।

    আবহমান কাল ধ‌রে চট্টগ্রা‌মের মানুষ যে সম্প্রী‌তির সা‌থে বসবাস ক‌রে আস‌ছে তা আ‌রো সুদৃঢ় কর‌তে চাই।

    বক্ত‌ব্যে তি‌নি আ‌রো ব‌লেন, বাংলা‌দে‌শের স্বাধীনতার শত্রুরা, উন্নয়নের শত্রুরা সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তি বিনষ্ট ক‌রে ফায়দা নেয়ার চেষ্টা ক‌রে। আওয়ামী লীগ ও শেখ হা‌সিনার সরকার সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তি বিনষ্টকারী‌দের বিরু‌দ্ধে সবসময় ক‌ঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে। মৌলবাদ, জ‌ঙ্গিবাদ ও স্বাধীনতার শত্রু‌দের সা‌থে যা‌দের সখ‌্যতা, যারা এ‌দের লালন পালন ও মদদ দেয় তারা কখ‌নোই জনকল‌্যান চায়না। তারা গুজব, দাঙ্গা হাঙ্গামা ও অরাজকতার মধ‌্য দি‌য়ে ক্ষমতায় যে‌তে চায়। জাগ্রত প্রজ‌ন্মের প্রতি‌রো‌ধে তারা বার বার ব‌্যর্থ হ‌য়ে‌ছে।

    আগামী ২৭ তা‌রি‌খের নির্বাচ‌নেও প্রজন্ম সজাগ থাক‌বে, অন্ধগ‌লির রাজা‌দের নজরদা‌রি‌তে রাখ‌বে।‌ ভোটার‌দের সালাম ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে তি‌নি স্বতঃস্ফুর্তভা‌বে ভোট কে‌ন্দ্রে এ‌সে হা‌সি মু‌খে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়‌নের প্রতীক নৌকায় ভোট দি‌য়ে স্ব‌প্নের চট্টগ্রাম গড়ায় জন‌নেত্রী শেখ হা‌সিনার কর্ময‌জ্ঞের অংশীদার হওয়ার আহ্বান জানান।

    মহল্লা সর্দার মোহাম্মদ ইউছুফ, মহানগর আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, বন ও প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক ম‌শিউর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ফারুক, কাউ‌ন্সিলর পদপ্রার্থী আতাউল্লা চৌধুরী, ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী লুৎফু‌ন্নেসা দোভাষ বেবী, নগর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কাউ‌ন্সিলর প্রার্থী মো. সালাউ‌দ্দিন ও মহানগর, থানা, ওয়ার্ড, ইউ‌নিট পর্যা‌য়ের আওয়ামী লীগ ও অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

  • আর নয় ধোকাবা‌জি এবার শুধু নৌকাবা‌জি এখন প্রজ‌ন্মের শ্লোগান : রেজাউল ক‌রিম

    আর নয় ধোকাবা‌জি এবার শুধু নৌকাবা‌জি এখন প্রজ‌ন্মের শ্লোগান : রেজাউল ক‌রিম

    চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচন‌কে ঘি‌রে আনুষ্ঠা‌নিক প্রচারণার ১৩তম দি‌নে নগরীর পাথর ঘাটা, ব‌ক্সিরহাট ও দেওয়ান বাজার ওয়া‌র্ডে গণ সং‌যোগ ক‌রে‌ছেন আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

    গনসং‌যোগকা‌লে তি‌নি নগরবাসী সালাম ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে নৌকা প্রতী‌কে ভোট প্রার্থনা ক‌রেন এবং বি‌ভিন্ন পথসভায় ভোটার‌দের উ‌দ্দে‌শ্যে বক্তব‌্য রা‌খেন।

    বক্ত‌ব্যে তি‌নি বলেন, চাক্তাই খাল ও কর্ণফু‌লি‌কে ঘি‌রে বাংলা‌দে‌শের খাদ‌্য শস‌্য বা‌ণিজ্যের প্রাণকেন্দ্র হ‌য়ে ওঠা চাক্তাই, খাতুনগঞ্জ, ব‌ক্সিরহাট এলাকার জন‌্য চাক্তাই খাল ভরাট হ‌য়ে দুঃ‌খের কারন হ‌য়ে ওঠ‌লে আ‌মি প্রথম চাক্তাই খাল খননের জন‌্য সংগ্রাম কমি‌টি গঠন ক‌রে‌ছিলাম। চলমান মেগাপ্রক‌ল্পের মাধ‌্যমে সে সংকট অ‌চি‌রেই দুর হ‌বে। এবং আওয়ামী লীগ সরকা‌রের উন্নয়‌নের চিত্র তু‌লে ধ‌রেন।

    মেয়র প‌দে নৌকায় ভোট চে‌য়ে তি‌নি আ‌রো ব‌লেন, নির্বা‌চিত হ‌লে আ‌মি যানজট, জলজট, মাদক, সন্ত্রাস ও দুর্ণী‌তিমুক্ত, স্বাচ্ছন্দ‌্যময়, বা‌ণিজ‌্যবান্ধব, নান্দ‌নিক স্মার্ট সি‌টি গড়তে ব‌্যবসায়ী সংগঠনসহ সকল শ্রেণী পেশার লো‌কের পরামর্শ নি‌য়ে কাজ করব। ২০০৮ সা‌লে আওয়ামী লীগের ইশ‌তেহা‌রে দিন বদ‌লের সনদ ও ডি‌জিটাল বাংলা‌দেশ গড়ার অঙ্গীকার জানা‌লে তরুন প্রজ‌ন্মের ভোটার এ‌কে স্বাগত জানায় এবং অকুন্ঠ সমর্থন ও ভোট দি‌য়ে নৌকা‌কে বিজয়ী কর‌তে অগ্রণী অবদান রা‌খে। কিন্তু যারা মুলত দে‌শের স্বাধীনতায় বিশ্বাস ক‌রে‌নি, তারা দে‌শের উন্নয়‌নেও বিশ্বাসী নয়। তারাই ডি‌জিটাল বাংলা‌দেশ নি‌য়ে ঠাট্টায় মে‌তে‌ছিল। অতী‌তেও তারা আওয়ামী লীগ ক্ষমতায় এ‌লে দেশ বি‌ক্রি হ‌য়ে যা‌বে, মস‌জি‌দে উলুধ্ব‌ণি হ‌বে ইত‌্যা‌দি ব‌লে দে‌শের মানু‌ষের সা‌থে ধোকাবা‌জি ক‌রে‌ছিল।

    জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে আওয়ামী টানা ১২ বছর ক্ষমতায়। দেশ বি‌ক্রি হয়‌নি, বরং দে‌শের ভূ-সীমা বে‌ড়ে‌ছে। সমুদ্র সীমা বে‌ড়ে‌ছে দ্বিগুন। কোন মস‌জি‌দে উলুধ্ব‌ণি কেউ শো‌নে‌নি, বরং শেখ হা‌সিনার সরকার প্রতি‌টি উপ‌জেলায় আধু‌নিক মস‌জিদ প্রতিষ্ঠ‌া করে‌ছে এবং মস‌জি‌দের ইমাম‌দের সরকারী ভাতা ও সম্মা‌নি প্রদান কর‌ছে। সকল ধ‌র্মের ও ম‌তের লোক যা‌তে নি‌র্বিবা‌দে তা‌দের নিজ নিজ ধর্ম প্রতিপালন কর‌তে পা‌রে সরকার পৃষ্ট‌পোষকতা দি‌য়ে যা‌চ্ছে। এবং প্রতিষ্ঠান গু‌লো‌তে নিয়‌মিত অনুদান ধর্মীয় শিক্ষা চালু ক‌রে‌ছে।‌ ডি‌জিটাল বাংলা‌দেশ আজ বাস্তব। ব‌্যবসায়ী‌দের এখন ব‌্যাং‌কিং কা‌জে ঘন্টার পর ঘন্টা লাই‌নে দাড়া‌তে হয়না। স্কুল ও ক‌লে‌জে ভ‌র্তি আ‌বেদন, পরীক্ষার ‌রে‌জি‌স্ট্রেশন, ফরম ফিলাপ ফি প্রদান ইত‌্যা‌দি এখন করা যায় ঘ‌রে ব‌সে। ধনী গরীব সক‌লেই মোবাইল ব‌্যবহার কর‌তে পা‌রে। বিএন‌পি নেতার এক লক্ষ, দেড় লক্ষ টাকার সি‌টি সেল মোবাইলের দিন বদ‌লে দি‌য়ে সর্ব‌নিম্ম ৫০০টাকায়ও মোবাইল এ‌সে‌ছে বাজা‌রে। যারা সাব‌মে‌রিন ক‌্যাব‌লে যুক্ত হ‌লে দে‌শের তথ‌্য পাচার হ‌বে ব‌লে আধু‌নিক তথ‌্য প্রযু‌ক্তি থেকে বাংলা‌দেশ‌কে দু‌রে স‌রি‌য়ে রে‌খে‌ছিল, তা‌দের একজন চট্টগ্রাম‌কে ওয়াই ফাই নগরী গড়‌তে চায়। তাকে অসংখ‌্য ধন‌্যবাদ, তি‌নি আওয়ামী লী‌গের ডি‌জিটালাই‌জেশন বুঝ‌তে শুরু ক‌রে‌ছেন। জনগণ বু‌ঝে শু‌নে সিদ্ধান্ত নে‌বেন, কা‌রা অংগীকার ক‌রে রাখার জন‌্য আর কারা ক‌রে ভাঙ্গার জন‌্য।
    মিথ‌্যাচারী‌দের ব‌লি, তরুন প্রজন্ম জে‌গে আ‌ছে। তারা ব‌লে, আর নয় ধোকা বা‌জি এবার শুধু নৌকাবা‌জি।

    গণসং‌যোগকা‌লে রেজাউল ক‌রি‌মের সা‌থে উপ‌স্থিত ছি‌লেন মহনগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সা‌বেক মেয়র আ জ ম না‌ছির উ‌দ্দিন, সহ সভাপ‌তি এড‌ভো‌কেট ইব্রা‌হিম হো‌সেন চৌধুরী বাবুল, আলতাফ হো‌সেন বাচ্চু, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুখ, সাংস্কৃ‌তিক সম্পাদক মো. আবু তা‌হের, তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, কাউ‌ন্সিলর পদপ্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী নুরুল হক, মো. জা‌বেদ, পুলক খাস্তগীর, লুৎফু‌ন্নেসা দোভাষ বেবী, রুম‌কি সেনগুপ্ত, ম‌হিলা কাউ‌ন্সিলর পদপ্রার্থী সহ থানা, ওয়ার্ড ও ইউ‌নিট পর্যা‌য়ের আওয়ামী লীগ ও অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ।

  • শেখ হাসিনার মেগা প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের কোথাও জলাবদ্ধতা থাকবেনা: রেজাউল করিম

    শেখ হাসিনার মেগা প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের কোথাও জলাবদ্ধতা থাকবেনা: রেজাউল করিম

    মঙ্গলবার নগরীর উত্তর ও দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ডে গনসংযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী। এর আগে তিনি আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা তারেক সোলেমান সেলিমের মরদেহ দেখতে যান এবং নামাজে জানাজায় অংশ নেন। এসময় তিনি মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বাদে জোহর পুরাতন রেলওয়ে স্টেশন ভবনের সামনে অনুষ্টিত জানাজায় মরহুমের আত্মীয় পরিজন, মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারন অংশ নেন।

    এরপর আগ্রাবাদ ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করিম বলেন, জোয়ারের পানি ও ভারী যানবাহনের কারণে ভঙ্গুর রাস্তাঘাট আগ্রাবাদ ওয়ার্ডের একটি বড় সমস্যা। চট্টগ্রামের প্রতি জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় খাল খনন, সংস্কার, পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় মহেশখালকে দখলমুক্ত ও সংস্কার করা হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগ্রাবাদসহ চট্টগ্রামের কোন এলাকাতেই জোয়ারের পানি ও জলাবদ্ধতার সমস্যা আর থাকবেনা।

    এক্সেস রোডকে টেকসই ভাবে উন্নয়ন করা হয়েছে। পোর্ট কানেক্টিং রোডকে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে। মেয়র নিরবাচিত হলে চলমান উন্নয়ন প্রকল্প সমূহ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহন করব, যাতে ধূলাবালি ও যানজটের বিড়ম্বনা থেকে মানুষ দ্রুত মুক্তি পায়।

    বক্তব্যে তিনি চট্টগ্রামের নতুন এক সমস্যা কিশোর গ্যাং এর প্রসঙ্গ তুলে ধরে বলেন, কিশোরদের খেলাধূলা ও বিনোদনের সুযোগ অতিমাত্রায় সংকুচিত হয়ে পড়ায় এ সমস্যার উদ্ভব হ‌য়ে‌ছে। পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্র গড়ে তোলার অংগীকার ব্যক্ত করে তিনি বলেন প্রতি ওয়ার্ডে না হোক, অন্তত যে সকল ওয়ার্ডে খালি জায়গা পাওয়া যাবে ছোট বড় যথাসম্ভব খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করতে আমি উদ্যোগ নেব এবং নারী ও তরুনরা যাতে আউট সোসিং এ আরো দক্ষতা অর্জন করতে পারে কর্পোরেশন এর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেব।

    এসময় তিনি নগরবাসীর প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে দোয়া চান এবং মেয়র পদে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বক্ত‌ব্যে তি‌নি আ‌রো ব‌লেন,
    চট্টগ্রামকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিটি হিসেবে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুরন্ত গতিতে অনেক বড় বড় প্রকল্পের কাজ এগিয়ে চলছে। অবহেলিত চট্টগ্রামকে আধুনিক, নান্দনিক, স্বপ্নীল সিটি হিসেবে গড়ে তোলার অনেকটাই এগিয়ে গে‌ছে।

    ২৭ জানুয়ারীর সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও অগ্রগতির এ ধারাকে আ‌রো শা‌নিত করুন।

    গণসংযোগে রেজাউল করিমের সাথে মহানগর আওয়ামী লীগের সহ সভাপ‌তি আলতাফ হো‌সেন বাচ্চু, সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নাজমুল হক, ‌মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আফ‌রোজা কামাল, মি‌সেস নুর আক্তার প্রমা সহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • শান্তি, সৌহার্দ্যের নান্দনিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দিন : রেজাউল করিম

    শান্তি, সৌহার্দ্যের নান্দনিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দিন : রেজাউল করিম

    ১৮নং পশ্চিম বাকলিয়া, উত্তর ও দক্ষিন পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

    এ সময় তিনি জনসাধারণ এবং ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি অনুরোধ জানান।

    গণসংযোগে আরো অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী লীগ সিনিয়র সদস্য দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, ১৮ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, ২৮নং দক্ষিন পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম সহ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌস, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনিসহ মহানগর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

    গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কারো মাথায় গন্ডগোল দেখা দিতে পারে। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে একদিকে দল মত নির্বিশেষে বিভিন্ন দল মতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য আওয়ামীলীগকে, আমাকে, নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছেন। অপরদিকে একটি অশান্তি পার্টি মিথ্যে ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে। গণবিচ্ছিন্ন দলটি জনরায়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বার বার তারা নির্বাচনে প্রার্থী হয়েও জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নানা অজুহাত তুলে সরে গিয়ে অশান্তি সৃষ্টির পায়তারা করেছে।

    তিনি নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, আপনারা জানেন উন্নয়নের যাদুকর, বিশ্ব নন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া আমার সাথে আছেন।

    মেয়র নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হিসেবে, স্বাস্থ্যকর নান্দনিক ও আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশআল্লাহ। চট্টগ্রামের মানুষের নাগরিক সমস্যা সমাধানে আমি আন্দোলন করেছি, সমাধানের জন্য নানা মাধ্যমে পরামর্শ দিয়েছি।

    তিনি আরো বলেন, আমি জানি চট্টগ্রামের কোথায় কি সমস্যা আছে, সমম্বিত প্রয়াসে কিভাবে সমস্যাগুলো সুরাহা করা যায় তা নিয়েও ধারনা রয়েছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছে, উদ্যম ও আছে, সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।

    সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আপনাদের কাছে অনুরোধ রইল চসিক নির্বাচনে যদি কেউ অশান্তি তৈরী করতে চায়, যদি সন্ত্রাস নৈরাজ্যের পথে হাঁটতে চায় তাদের বিরুদ্ধ গণ প্রতিরোধ গড়ে তুলুন। নৌকা প্রতীকের শান্তি প্রিয় কর্মী সমর্থক আগামী ২৭ তারিখ সারাদিন বিধি মেনে কেন্দ্রের অদুরে অবস্থান নিয়ে থাকবেন। কেউ যাতে অশান্দি সৃষ্টি করতে না পারে খেয়াল রাখবেন। ভোটারদের অনুরোধ করি, সকলেই ভোট কেন্দ্রে আসবেন স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে রেজাউল ভাইকে জয়ী করবেন।

  • সুস্পষ্ট নীতিমালায় পূনর্বাসন করা হবে হকার্সদের: রেজাউল করিম

    সুস্পষ্ট নীতিমালায় পূনর্বাসন করা হবে হকার্সদের: রেজাউল করিম

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরীকে সমর্থন জানিয়ে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি।

    সভায় হকার্স নেতৃবৃন্দ বলেন, যে ব্যাক্তি দেশমাতৃকার জন্য পারিবারিক জৌলুস ও আয়েশ আমোদ ছেড়ে জীবনের মায়া ভুলে সশস্ত্র হানাদারের বিরুদ্ধে বুক চেতিয়ে যুদ্ধ করতে পারে তার উপর আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশাকে সম্মান জানিয়েছেন। কারন যিনি বীর, যিনি ত্যাগী, যিনি আদর্শে অবিচল সেই রেজাউল করিমের হাতে সর্বস্তর ও শ্রেণী পেশার মানুষের কল্যাণ নিহিত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নৌকার বিজয়ের জন্য মাঠে আছি এবং আগামী ২৭ তারিখ নৌকায় ভোট দিয়ে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিজয়ী করকে সর্বোচ্চ ভূমিকা রাখব।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, গণমানুষের কল্যানে কাজ করাই আমার রাজনৈতিক অংগীকার। মেয়র নির্বাচিত হয়ে আমি ক্ষুদ্র ব্যবসাযীদের কল্যানে বিশেষ প্রকল্প চালু করতে উদ্যোগ নেব। ফুটপাতে যারা ব্যবসা করে জীবিকা চালায় তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সকলের সমম্বয়ে প্রনয়ন করবে সিটি কর্পোরেশন। যাতে হকাররা ব্যাবসা কার্য চালাতে পারে এবং জনসাধারনের চলাচলেও বিঘ্ন না ঘটে।

    তিনি আরো বলেন, একটি আধুনিক, মানবিক, ব্যবসা বান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। এই কাজ পাগল মানুষ নগরবাসীকে নিয়ে এই শহরকে গড়তে চায়।’ যাতে করে ব্যবসায়ীরা নিরাপদ, যানজটমুক্ত ব্যবসায় পরিচালনা করতে পারে।

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, মোতালেব চৌধুরী, প্রবীর দাশ তপু, শওকত হোসেন, নুরুল আকবর, নুরুল করিম, কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ, শওকত হোসেন মুন্না, নাছির উদ্দিন, রফিকুল মন্নান জুয়েল, সজীব তালুকদার, নুরুল আলম লেদু, মো. কামাল হোসেন, খন্দকার মো. দেলোয়ার, আলমগীর, জহির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ পরে তিনি রিয়াজ উদ্দিন বাজার, জহুর হকার মার্কেট এলাকায় গণসংযোগ করেন।

  • পাহাড় ধ্বসের ঝুঁকিতে থাকাদের নিরাপদ জায়গায় পূনর্বাসন করা হবে

    পাহাড় ধ্বসের ঝুঁকিতে থাকাদের নিরাপদ জায়গায় পূনর্বাসন করা হবে

    উচ্ছেদ নয়, নিরাপদ জায়গায় পূনর্বাসনের ব্যবস্থা করা হবে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসত বাড়ীর বাসিন্দাদের।

    আজ শনিবার নগরীর পাহাড়তলী, লাল খান বাজার ও বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোকালে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী উপরোক্ত কথা বলেন।

    পথ সভায় বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, গুজবের উপর ভর করে অনেকেই রাজনীতির নামে আখের গুছাতে আসতে পারে। বন্দুকের নলে ক্ষমতা দখল করে স্বৈরাচারী শাসন চালিয়ে দেশটাকে পিছিয়ে দিয়েছিল তারা। আজ বিশ্বজনীন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জঙ্গি রাজাকারদের উপর ভর করে গুজব ছড়িয়ে আন্দোলনের নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চেয়ে প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। করোনা মহামারীতে নানা গুজব ছড়িয়ে মানুষের সকল প্রকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। দুর্ণীতির বরপুত্র তারেক রহমানের লন্ডনী টিকেটে তারা নির্বাচন করতে এসেও জনগনের মুখোমুখি না হয়ে নানা অজুহাত তুলে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আবারো নতুন ষড়যন্ত্রের বীজ বোনার অপচেষ্টা করছে।

    নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে।

    তিন ওয়ার্ডের পথসভায় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী আরো বলেন, দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না এটা আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি। বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধুকন্যা জননেনত্রী শেখ হাসিনার পদক্ষেপে সারাদেশে গৃহহীনদের জন্য পর্যায়ক্রমে গৃহ নির্মান করে দেয়া হচ্ছে। ২০১৯-২০ ও ২০২০-২১ দুই অর্থ বছরে ২৪ হাজার ৫৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহনির্মাণ করে দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

    তিনি বলেন, পাহাড়তলী, লালখান বাজার, বাগমনিরাম ওয়ার্ড চট্টগ্রামের ঐতিহ্য। পাহাড় ঘেরা সবুজ শ্যামলঘেরা এলাকা চট্টগ্রামকে বৈচিত্রময়তা দিয়েছে। অন্যান্য জেলা ও দেশের মানুষ এ এলাকায় এসে শান্তির পরশ পায়। হাতে গোনা অসাধু কিছু মানুষের জন্য এমন সুন্দর এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হতে দেয়া যায়না। যারা পাহাড়ের আশ্রয়ে জঙ্গি আস্তানা, মাদক আখড়া গড়ে ও দখলবাজিতে রয়েছে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। আমি যদি মেয়র নির্বাচিত হই, একজন মেয়র হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব। আমাদের প্রজন্মকে আমরা বিপথে যেতে দিতে পারিনা।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, নগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম দিদার, সদস্য হাজ্বী বেলাল আহম্মদ, খুলশী থানা আওয়ামীলীগের আহবায়ক মোহাম্মেদ হোসেন হিরন, যুগ্ম আহবায়ক মনিনুল হক, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিক আহম্মদ, পাতাড়তলী ওয়ার্ডের সাধারন সম্পাদক কায়সার মালিক, সাধারণ সম্পদাক দিদারুল আলম মাসুম, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিল প্রার্থী গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মোহাম্মদ আবুল বশর, মহিলা কাউন্সিলর প্রার্থী আনজুমানারা বেগম, তছলিমা বেগম নুরজাহান প্রমুখ।

  • মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নৌকার বিজয়ে অগ্রনী ভূমিকা রাখতে হবে : রেজাউল করিম

    মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নৌকার বিজয়ে অগ্রনী ভূমিকা রাখতে হবে : রেজাউল করিম

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা আজ শনিবার দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সভায় মুক্তিযোদ্ধারা বলেন, বীর প্রসবিনী চট্টগ্রামের মেয়র প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়ে জাতির জনকের কন্যা চট্টগ্রামের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে সম্মানিত করেছেন। নৌকায় ভোট দিয়ে বিজয় অর্জনের মধ্য দিয়ে এ সম্মানকে সমুন্নত করতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নৌকার বিজয়ে অগ্রনী ভূমিকা রাখতে হবে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন বলেন, জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা লাল-সবুজ পতাকা পেয়েছি। তাই মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে রেজাউলকে বিজয়ী করতে হবে।

    মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, ‘নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।’ নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

    মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার। এ অহংকারকে ভূলুন্ঠিত হতে দেয়া যাবেনা। স্বাধীনতার শত্রুদের সাথে যাদের আঁতাত গণরায়ে তাদের প্রত্যাখ্যান করতে হবে। দেশ মাতৃকার প্রতি ভালবাসা, দেশের মানুষের প্রতি ভালবাসা থেকে মরণ পণ যুদ্ধে হানাদারের বিরুদ্ধে লড়েছি। গণ অধিকারের আন্দোলনে সবসময় নিজেকে ব্যাপৃত রেখেছি। আজকে দাপ্তরিক ভাবে চট্টগ্রামের গণমানুষের কল্যানে কাজ করার জন্য দলীয় মনোনয়ন নিয়ে ভোট যুদ্ধে নেমেছি। স্বাধীনতার শক্তি আমার এই ভোট যুদ্ধের মূল প্রেরণা ও শক্তি। এই শক্তিতে আগামী ২৭ তারিখের নির্বাচনী যুদ্ধে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের সম্মান রাখতে চাই। সকলের ভোট, দোয়া সমর্থন আদায়ে যার যার অবস্থান থেকে কাজ করলে সিটি নির্বাচনের বিজয়কে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জননেত্রীর উন্নয়নের অগ্রযাত্রার যুগপূর্তির মহা আনন্দের সাথে যুক্ত করতে সক্ষম হব ইন্শাল্লাহ্।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পদাক আ জ ম নাছির উদ্দিন, মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

    বক্তব্য রাখেন, নাঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো শহীদুল হক চৌধুরী ছৈয়দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ, আলহাজ্ব ফরিদ মাহমুদ, নেছার আহমেদ, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজিব প্রমুখ।

  • মুক্তিযোদ্ধা হিসেবে রেজাউলকে বিজয়ী করা বীর চট্টলবাসীর নৈতিক দায়িত্ব : আহমদ হোসেন

    মুক্তিযোদ্ধা হিসেবে রেজাউলকে বিজয়ী করা বীর চট্টলবাসীর নৈতিক দায়িত্ব : আহমদ হোসেন

    আজ শুক্রবার সকালে রেজাউল করিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দর সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

    দুপুরে জুমার নামাজ আদায় করে জমিউতুল ফালাহ জামে মসজিদে নামাজ আদায় করেন। সে সময় মুসিল্লীদের কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রর্থানা করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পদাক আলহাজ বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিদ্দিক আহম্মদ।

    এর পর দুপুরে চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী সমর্থনে বাকলিয়া ১৮নং পূর্ব বাকলিয়া ও ১৯নং দক্ষিণ বাকলিয়া গণসংযোগ শুরু করেন।

    গণসংযোগ চলাকালে পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, চট্টগ্রামের বীর সন্তানদের মাটি। সারা বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে বীর চট্টলা হিসেবে জানে। স্বাধীন সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনকের কন্যা বীর চট্টগ্রামের একজন বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করা সকলের নৈতিক দায়িত্ব।

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আজম নাছির উদ্দিন ও নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

    আধুনিক বাকলিয়া গড়তে বাকলিয়া বাসীকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দানের আহ্বান জানিয়ে রেজাউল করিম চৌধুরী বলেন, মেয়র নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স না বাড়িয়েই উন্নয়ন পরিকল্পনা সাজাব এবং আধুনিক সেবা নিশ্চিত করব।

    প্রসংগক্রমে তিনি আরো বলেন, বাকলিয়াবাসীকে অতীতে বিএনপি মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভোট নিয়ে গিয়েছিল। আবার তারা এটাকে তাদের ভোট ব্যাংক বলেও দাবী করত। কিন্তু বাকলিয়ার উন্নয়নে তারা কিছুই করেনি। বাকলিয়ার মানুষ আর ধোকাবাজির ফাঁদে পড়বেনা। কারন বাকলিয়াবাসী জানে, একমাত্র আওয়ামী লীগই এ এলাকার উন্নয়নে কাজ করেছে। নৌকায় ভোট দিয়ে কেউ ঠকেনি। বৃহত্তর বাকলিয়াকে পরিকল্পিত ও স্বয়ংসম্পূর্ণ করে আকর্ষনীয় নান্দনিক রূপে সাজানোর সুযোগ রয়েছে, এটি আওয়ামী লীগই দেখিয়েছে। বাকলিয়ার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাকলিয়াবাসী এবার নৌকায় ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি।
    বাকলিয়াসহ নগরীর কিছু এলাকায় মাদক ও জুয়া আরেকটি ভয়াবহ সমস্যা। মদ খোর, সুদ খোর, জুয়াড়ী এসবের বিরুদ্ধে আমার আজীবনের সংগ্রাম। মেয়র হলে মাদক, সন্ত্রাস, দুর্ণীতি কঠোর হাতে দমন করা হবে। আধুনিক হাসপাতাল, স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক ও সুস্থ সংস্কৃতি চর্চা কেন্দ্র, কর্ণফুলি তীরবর্তী পর্যটন স্পট নিয়ে বাকলিয়া হতে পারে শহরের ভেতর নতুন আরেক শহর। প্রাচ্যের রাণী খ্যাত আমাদের চট্টগ্রাম আমরাই করব সমুন্নত।

    বক্তব্যে সাবেক মেয়র আ. জ. ম নাছির উদ্দিন বলেন, জলামগ্নতা এ এলাকার একটি চরম সমস্যা। জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি আন্তরিকতায় চলমান রিভার ড্রাইভ রোডসহ ও জলাবদ্ধতা নিরসনে চলমান মেগাপ্রকল্প সম্পন্ন হলে এ সমস্যার একটা সুরাহা হবে। সিটি কর্পোরেশন পরিচালিত খাল খনন, সম্প্রসারন ও সংস্কার এবং নগরীর ড্রেনেজ ব্যবস্থায় চলমান কাজ গুলো সম্পন্ন হলে মশকের প্রজনন ক্ষেত্র অনেকটাই ধ্বংস হবে, মশার উৎপাত কমে আসবে। চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদের নৌকায় ভোট দিয়ে রেজাউল করিমকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানান।

    এছাড়াও মহা নগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আহমদ ইলিয়াস, কার্যনিবাহী সদস্য বেলাল আহমদ, থানা আওয়ামীলীগের হাজী সিদ্দিক আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ কাউন্সিলর হারুনুর রশিদ, ১৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন নুরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহমদ হোসেন, ১৭নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়র্ডের কাউন্সিলর মোহাম্মদ হারুন অর রশিদ, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নূরুল আলম, ১৭, ১৮ ও ১৯ নং ওয়র্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আকতার রোজীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

  • ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন:আহমদ হোসেন

    ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন:আহমদ হোসেন

    আজ শুক্রবার সকালে রেজাউল করিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দর সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

    এসময় তিনি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে ঘরে ঘরে গিয়ে উদ্ধুদ্ধ করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

    নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ঢাকা থেকে তিনি চট্টগ্রামে আসেন। বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সুপারিশ করে তিনি বলেন, যারা বিদ্রোহীদের পৃষ্ঠপোকতা করছে তাদের ব্যাপারেও কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে। তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতে পারিনা। তাছাড়া মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছিলেন প্রত্যেকেই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার অংগীকার করেছেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে স্বয়ংক্রিয়ভাবে দলীয় পদ হারাবেন বলে মুছলেখায় উল্লেখ ছিল। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার যুগপূর্তি, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর আমরা নৌকার বিজয়ের মধ্য দিয়ে পালন করতে চাই। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রামের মেয়র হিসেবে আমাদের প্রার্থীর বিজয় অত্যন্ত গুরুত্ব বহন করে। বক্তব্যে তিনি নেতাকর্মীদেরকে ঘরে ঘরে উন্নয়নের বার্তা নিয়ে গিয়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান।

    নির্বাচনী পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠ ও স্বত:স্পূর্ত ভোটার উপস্থিতিতেই হবে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে স্বাধীনভাবে কাজ করছে।
    আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আ. জ. ম নাছির উদ্দিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দশকে বাংলাদেশ কতদূর এগিয়েছে তা তুলে ধরতে পৃথক পৃৃথক কর্মসূচী নিয়ে পাড়া মহল্লায় গিয়ে কাজ করছে বলে জানিয়ে বলেন, ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এই কার্যক্রমকে আরো গতিশীল করে ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকায় ভোট চাইতে হবে।

    মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা নির্বাচনে বিশ^াসী, গণমানুষের রায়ে বিশ^াসী। সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসবে বরে আমি আশাবাদী। গণসংযোগে নৌকা ও আওয়ামী লীগের প্রতি স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহন দেখে বিএনপি নানা অজুহাত তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন থেকে সরে গিয়ে পরাজয়ের গ্লানি এড়াতে চাইছে।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেন, মীরেরশরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমূখ। আওয়ামী লীগ অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রামকে নান্দনিক স্বপ্নপুরী হিসেবে গড়ে তুলতে কাজ করব: রেজাউল করিম

    চট্টগ্রামকে নান্দনিক স্বপ্নপুরী হিসেবে গড়ে তুলতে কাজ করব: রেজাউল করিম

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে উপলক্ষে দলীয় প্রচারনার ৭মদিনে নগরীর ২৫নং রামপুর, ১১নং দক্ষিন কাট্টলী ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী লোটন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামীগের আলহাজ ফয়েজ আহম্মদ, মো. আবু তাহের, মহাগনর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম কায়সার, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী আব্দুস সবুর লিটন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছাবের আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল ইস মজমুদার, মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ১১, ২৫ ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগমসহ থানা ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলী, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উন্নয়নের নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে চট্টগ্রামে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে আরো গতিশীল করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

    গণসংযোগকালে বিভিন্ন পথ সভায় সমম্বিত প্রয়াসে চট্টগ্রাম নগরবাসীর সকল প্রকার দুর্ভোগ দুর করে চট্টগ্রামকে নান্দনিক স্বপ্নপুরী হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষের দাবী আমার দাবী। চট্টগ্রামের মানুষের সমস্যা, আমার সমস্যা। উন্নত চট্টগ্রামের দাবী, আমারও দাবী।

    সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ায়, বাংলাদেশকে তিনি উন্নয়নের সকল সূচকে ব্যাপক অগ্রগতিতে বিশ্ব দরবারে উচ্চতর মর্যাদার আসনে নিয়ে যেতে পেরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে।

    একটি দারিদ্র পীড়িত দেশকে তিনি মধ্যম আয়ের দেশে পরিনত করে যেভাবে উন্নত রাষ্ট্রের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে বিশ্ব নেতৃবৃন্দ তাঁর প্রসংশায় পঞ্চমুখ। পাহাড়, সমতল, সাগর, নদী ও প্রাকৃতিক বন্দর চট্টগ্রাম নিয়ে সম্ভাবনার শতভাগ কাজে লাগিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ার পরিকল্পনা নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগ জনগণের কল্যানের রাজনীতি করে উল্লেখ করে রেজাউল করিম বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করি। চট্টগ্রামের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমি জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামে মূখর ছিলাম। জলাবদ্ধতা, দখল, দুষণ রোধ এবং নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি নিশ্চিত করার দাবী নিয়ে সোচ্চার ছিলাম, এখনো আছি। দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি। পরিবেশ সংরক্ষনের জন্য আন্দোলন করেছি। শিক্ষার সুযোগ ও উন্নয়নের দাবীতে সোচ্চার থেকেছি।

    খেলাধূলা, সংস্কৃতির বিকাশ ও স্বাস্থ্য সেবার মান ও পরিধি বৃদ্ধি নিয়ে দাবীর কথা বলি। করোনা কারণে কর্মহীন মানুষের ঘরে ঘরে যথাসাধ্য সহায়তা পাঠাতে সচেষ্ট ছিলাম। ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছি। মুক্তি করোনা আইসোলন সেন্টার প্রতিষ্ঠা করেছি। আইসোলেশন সেন্টারের সাথে সাধারন রোগীদের জন্য আউটডোর চিকিৎসা ও পরামর্শ সেন্টার করেছি। চট্টগ্রামের ব্যাপক পরিকল্পনার সাথে সমম্বয় রেখে চট্টগ্রামের মানুষের জীবন মানের উন্নয়ন ও উন্নত নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করতে তিনি আমাকে নৌকা প্রতীক দিয়ে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। চট্টগ্রামের সন্তান হিসেবে, চট্টগ্রামের মানুষের সুখ দুখের সাথী হিসেবে আমি ২৭ তারিখের মেয়র নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের ভোট চাই।

    যাতে আমার ও আমার চট্টগ্রামের মানুষের দাবীগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদের চুড়ান্ত রায় যদি আমার নেত্রীর মনোয়নের সাথে মিলে এবং নৌকায় ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন, আমি সমম্বিত পরিকল্পনায় সেবার মান উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করব, নাগরিক দাবীসমূহ পূরণ করব।
    এছাড়াও আজ দুপুরে নগরীর ২৪ নং আগ্রাবাদ ওয়ার্ডস্থ মনছুরাবাদ ও মোল্লাপাড়া এলাকার জনসাধারনের সাথে মত বিনিময় ও আওয়ামী লীগ দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

    সৈয়দ মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ টি এম পেয়ারুল ইসলাম, সৈয়দ মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, আবদুস সামাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মিয়া, আবদুল বারেক, এম এ হান্নান কাজল, নাজমুল হক ডিউক, ওসমান গণি আলমগীর, রবিউল হাসান সুমন, কাজী মাহমুদুল হাসান রনি, আরিফুল ইসলাম, আবদুল্লা জুবায়ের হিমু, বেলাল সাত্তার, সাইফুদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।

  • খুনী যেই হোক শাস্তি পেতে হবে:মেয়র প্রার্থী রেজাউল

    খুনী যেই হোক শাস্তি পেতে হবে:মেয়র প্রার্থী রেজাউল

    সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী কর্মী বাবুলের জানাজার নামাজ আজ বুধবার বিকেলে সরকারী কমার্স কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত হয়।

    আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী নিহত বাবুলের মরদেহ দেখতে যান এবং তার নামাজে জানাজায় অংশ নেন ও বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

    নিহতের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনীদের শাস্তির বিধান করা হবে বলে আমি আশাবাদী।

    বিকেল পৌনে পাঁচটায় অনুষ্ঠিত জানাজায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী, নিহতের আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও এলাকার সর্বস্তরের হাজার হাজার জনসাধারন জানাজায় অংশ নেন।