Tag: রেজাউল করিম চৌধুরী

  • শেখ হাসিনার হাতে রাষ্ট্রভার থাকলে ত্রাণ নিতে লাইনে দাঁড়াতে হবে না: রেজাউল করিম চৌধুরী

    শেখ হাসিনার হাতে রাষ্ট্রভার থাকলে ত্রাণ নিতে লাইনে দাঁড়াতে হবে না: রেজাউল করিম চৌধুরী

    শীতার্তদের মাঝে কম্বল বিতরনকালে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন, একা একা ভাল থাকার মধ্যে কোন আনন্দ নাই। নিজে ভাল থাকার পাশাপাশি অন্যদেরকে ভাল রাখতে পারায় যে অপার আনন্দ যারা কখনো অন্যের উপকারে আসে না তারা বুঝতে পারবেনা।

    শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরনের ব্যবস্থা করে ছাত্র মিলন সামাজিক সংগঠন মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজেরা সে তৃপ্তির সন্ধান লাভ করেছে।

    ১৩ ডিসেম্বর রবিবার নগরীর ছাত্র মিলন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে আন্দরকিল্লা ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

    বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন বাংলার গরীব দু:খী মানুষের কল্যানের জন্য রাজনীতি করেছেন। বিভিন্ন জায়গায় সভা সমাবেশে গেলে বাংলার গরীব দুখী মানুষ তাকে মুজিব ভাই জড়িয়ে ধরতেন। গরীব মানুষ জীর্ণ শীর্ণ বস্ত্রে আবৃত হয়ে কিংবা উদোম গায়েও তাকে ভালবেসে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবেগে জড়িয়ে ধরে কেঁদেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের দারিদ্রতা মুক্ত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে তিনি বিশ্বের উন্নত রাষ্ট্র সমূহের কাতারে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহন করেছেন। বঙ্গবন্ধু কন্যা যা চ্যালেঞ্জ হিসেবে নেন তা বাস্তবায়ন করেই ছাড়েন। শেখ হাসিনার হাতে যখন রাষ্ট্রভার রয়েছে, তবে ২০৪১ সালের আগেই আমরা দেখব কেউ আর ত্রাণ নিতে লাইনে দাঁড়াবেনা। সকলেই তাদের অন্ন বস্ত্রের সংস্থান করতে নিজেরাই সমর্থ হবেন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা জালাল উদ্দীন ইকবাল। মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এবং ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকবাল হাসান চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দীন আহমদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, মো. আজম খান, কাজী হেলাল উদ্দীন, মো. কামরুল হক, মো. জানে আলম, নুর আহাম্মদ, ইউছুপ হারুন মাসু, ফরমান উল্লাহ, রেজাউল করিম পিন্টু, মনিরুল হক মুন্না, রাজিব ভট্টাচার্য, আব্দুল আওয়াল অপু।

    সভায় সভাপতিত্ব করেন ছাত্র মিলন সংগঠনের সভাপতি অস্তিম মজুমদার ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন হাসনাত রাকিব, প্রান্ত সেন, পাপ্পু সরকার, ইশতিয়াক আহমেদ, তাহসিন আকবর প্রমূখ।

  • অত্যাধুনিক সেবা মানসম্পন্ন সিটি ব্যবস্থা গড়তে চাই: রেজাউল করিম চৌধুরী

    অত্যাধুনিক সেবা মানসম্পন্ন সিটি ব্যবস্থা গড়তে চাই: রেজাউল করিম চৌধুরী

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যা বলে তাই কার্যকর করে। শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি কখনো বৃথা যায়না। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু তৈরী করার কথা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশের স্বপ্নের পদ্মাসেতুর সকল স্পাম বসে গেছে। দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। এই থেকে বোঝা যায় শেখ হাসিনা যাই বলেন তাই করে দেখান।

    ১২ ডিসেম্বর (শনিবার) দুপুরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আজকে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হল উন্নয়নের ম্যাজিক ম্যান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, চট্টগ্রামের প্রতি যাঁর রয়েছে অশেষ আন্তরিকতা। তিনি চট্টগ্রামকে বিশ্বমানের একটি বাণিজ্যিক মেগাসিটি হিসেবে গড়ে তুলতে চান। চট্টগ্রামের উন্নয়নে তিনি কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, রিং রোড রোড প্রকল্পসহ, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন। চট্টগ্রাম সিটির বাসিন্দাদের সেবার জন্য তিনি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ মনোনয়ন যদি চট্টগ্রামবাসী তাদের ভোটের মাধ্যমে চুড়ান্ত করেন, সেবক হিসেবে আমি চট্টগ্রামকে নিয়ে প্রধানমন্ত্রীর সুদুর প্রসারী চিন্তা ও আন্তরিকতাকে কাজে লাগিয়ে অত্যাধুনিক সেবা মানসম্পন্ন সিটি ব্যবস্থা গড়তে চাই।

    রেজাউল করিম চৌধুরী আরো বলেন, এই দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছেন আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে একটি চিঠি এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌছাঁতে যেখানে এক সপ্তাহ লাগলো এখন সেখানে মোবাইলের মাধ্যমে এক সেকেন্ডেই খবর নেওয়া যায়, কথা বলা যায়। মোবাইলের দাম এখন সাধারণ মানুসের নাগালের মধ্যে। ইন্টারনেটের মাধ্যমে এখন মানুষ বিভিন্ন অফিসের দাপ্তরিক কাজগুলো ঘরে বসে নিমিষেই করে ফেলতে পারছে। মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে ঘরে বসে ব্যাংক একাউন্ট খোলা সহ টাকা লেনদেন করতে পারছে। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ডিজিটাল বাংলাদেশ’ ।

    পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র যা করতে পারেনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে দেখিয়ে দিয়েছেন। কর্ণফুলী নদীর টানেল নির্মাণ এবং বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ তার উৎকৃষ্ট উদাহরণ।

    চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাক্তাই খাতুনগঞ্জ সাধারণ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী হাজী নুরুল হক, চাক্তাই শিল্প ও বনিক সমিতির সভাপতি হাজী এস এম হারুনুর রশিদ , চাক্তাই আড়তদার সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ, হাজী মীর আহম্মদ সওদাগর, মো: খোরশেদ আলম আলমগীর, দেবাশীষ দাশ গুপ্ত , অজয় দত্ত, নাজমুল হক রিপন ও আবুল কাশেম প্রমুখ ।

  • আ’লীগ সাধারণ মানুষের মনের ভাষা বুঝে: রেজাউল করিম চৌধুরী

    আ’লীগ সাধারণ মানুষের মনের ভাষা বুঝে: রেজাউল করিম চৌধুরী

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৫নং হামিদচর মোহরা ওয়ার্ডে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা শুক্রবার ১১ ডিসেম্বর হামিদচর এলাকায় অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

    তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মনের ভাষা বুঝেন। সাধারণ মানুষের প্রয়োজন বুঝেন।আর যারা মানুষের মনের ভাষা বুঝে, বিপদে আপদে পাশে থাকে, তাদেরকেই সাধারণ মানুষ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর চট্টগ্রামের প্রতি রয়েছে অশেষ আন্তরিকতা।চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন।চট্টগ্রামের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন।

    আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে সিটির বাসিন্দাদের সেবার জন্য তিনি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন।আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদেরকে কথা দিতে পারি, অতীতে আপনাদের পাশে যেভাবে ছিলাম,আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে তখন ও আপনারা আমাকে সেভাবেই পাবেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। যেকোন সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। এই নগরীকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আসন্ন সিটি নির্বাচনে নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান রায় প্রত্যাশা করছি।

    যুবলীগ নেতা মোরশেদ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদচর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সেকান্দার সওদাগর এর কনিষ্ঠপুত্র মো: আমানউদ্দিন আহম্মেদ।

    এসময় আরো উপস্থিত ছিলেন হামিদচর এলাকার মুরব্বি ও সমাজ সেবক হাজি মোঃ ইউসুফ সওদাগর, মোঃ জাহাঙ্গীর সওদাগর, আলহাজ্ব নাসির উদ্দীন, কাউন্সিলর পদপ্রার্থী কাজি মামুন, নুরু উদ্দিন, রমজান আলি তালুকদার, আবুল কালা, সাইফুদ্দিন, তানভীর, তারেক, মোরশেদ, মুন্না বাপ্পু,জাবেদ,ফাহিম,পাবেল,রিফাত প্রমুখ।

  • শেখ হাসিনার উদারতায় রোহিঙ্গাদের আশ্রয় মানবাধিকারের বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত : রেজাউল করিম

    শেখ হাসিনার উদারতায় রোহিঙ্গাদের আশ্রয় মানবাধিকারের বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত : রেজাউল করিম

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব. এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিশ্বে যখন মানবাধিকার পরিস্থিতি চরম বিপর্যয়ের মুখে তখন মানবতার মা খ্যাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাড়ে দশ লক্ষ আশ্রয়হীন রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এরকম মানবতার বিরল ইতিহাস বিশ্বে আর দ্বিতীয়টি নেই।

    আজ বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্র সমূহ বাংলাদেশ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভাবতে বসেছে। বলতে গেলে মানবাধিকারের বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত ও উদারতার ইতিহাস জননেত্রী শেখ হাসিনার উদারতায় আশ্রয়হীন রোহিঙ্গাদের আশ্রয়দান।

    ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।

    রেজাউল করিম চৌধুরী আরো বলেন, ৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে তখন বিশ্ব মানবতা নিরব ছিল। বিশ্বের ইতিহাসে এক জঘন্যতম নারকীয় ঘটনা ৭৫’র বঙ্গবন্ধু হত্যা কান্ড। তিনি বলেন বিশ্বের কোন ব্যক্তি তখন সাহস করে কথা বলেনি। তখন মানবাধিকার ও মানবতা কথায় ছিল। আজ বিশ্বে যেখানে মানবতা ভুলষ্ঠিত হচ্ছে সেখানে বাংলাদেশ আজ মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান।

    সংগঠনের সাধারণ সম্পাদক ও মানবাধিকার সংগঠক স ম জিয়াউর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি বিশিষ্ট মানবাধিকার নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ হাসান মুরাদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ড. মাসুম চৌধুরী, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী,চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আবুল মনসুর মোহাম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট কবি ও ছড়াকার আবছার উদ্দিন আহাম্মদ চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, ওমান প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ তালুকদার, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক জাহানারা সাবের, ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি সাজেদা বেগম সাজু।

    বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাজী মোঃ ইউনুচ, আবুল হাশেম, মাছুমা কামাল আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক সুমন দত্ত, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব, অর্থ সম্পাদক মোঃ গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ বায়েজিদ ফরায়েজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাগর চন্দ্র দে, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. হারাধন দাশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ রাসেল, চট্টগ্রাম মহানগর ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ কালিম শেখ, বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, কবি সজল দাশ, রতন ঘোষ, মাওলানা মাহবুবুর রহমান, ইউনুচ মিয়া খাঁন, মোঃ মান্নান রানা, মোঃ হাসান তিতাস, শিউলী আক্তার, হানিফুল ইসলাম চৌধুরী, ছবির আহমদ, শিল্পী নারায়ন দাশ, মুনালিসা আক্তার, শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।

    আলোচনা সভা শেষে প্রধান অতিথি এম. রেজাউল করিম চৌধুরী মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে মানবাধিকার সম্মাননা তুলে দেন।

  • ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে : রেজাউল করিম

    ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে : রেজাউল করিম

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সাথে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ৫ ডিসেম্বর বিকালে স্থানীয় ফইল্যাতলী বাজারস্থ দক্ষিণ কাট্টলী প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, জনসম্পৃক্ত দলকে কেউ পরাজিত করতে পারেনা এবং জনতার বিজয় কেউ ছিনিয়েও নিতে পারে না। ৯৪ এর সিটি মেয়র নির্বাচনে চট্টগ্রামের মানুষ তা প্রমান করেছে। তৃণমূল নেতা কর্মী ও কেন্দ্র পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ভোটারদের বোঝাতে হবে আওয়ামী লীগ ও নৌকার বিজয় হলে জনগণের কল্যাণ হয়, উন্নয়ন হয়। তাই নৌকার বিজয় মানে জনতার বিজয়।

    ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইলের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল আমীন, সাবেক ছাত্রনেতা ১১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এরশাদুল আমীন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, ওয়ার্ড আওয়ামীলীগ-এর সাংগঠনিক সম্পাদক আলী আফসার, কেন্দ্র কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল বশর, হাজী শামসুল আলম চৌধুরী, বাহার আলম, এমদাদুল হক ভুঁইয়া, আখতারুজ্জামান চৌধুরী, কেন্দ্র কমিটির সদস্য সচিব রেজাউল করিম ভুট্টু, খোকন দেবনাথ, হাসান সওদাগর, শেখ আব্দুল মান্নান, কে. এম. শরীফ, গোলাম ছামদামী জনি, বাবুল দেবনাথ,কাজী মো. শাহ কামাল, যুবলীগ নেতা নজরুল ইসলাম সোহেল, দিদার, মনজু, দিপু প্রমুখ।

  • সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই : রেজাউল করিম

    সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই : রেজাউল করিম

    চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভা বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

    তিনি বলেন, তৃণমূল যত বেশী শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে বিজয়ের নিশ্চয়তা ততই সুদৃঢ়। ওয়ার্ড ও ইউনিট নেতৃবৃন্দ এবং কেন্দ্র কমিটিগুলো প্রার্থীর সাথে ভোটারের সংযোগ তৈরী করতে পারে সবচেয়ে বেশী। আওয়ামী লীগ মানুষের কল্যানে রাজনীতি করে, মানুষের অধিকার, গনতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে। আওয়ামী লীগের প্রতিক নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, গনতন্ত্র পেয়েছে, সমৃদ্ধি পেয়েছে। সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই। সকলকে এ বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে ও চট্টগ্রামের মানুষকে হৃদয় দিয়ে ভালবাসেন। চট্টগ্রামের উন্নয়নে বড় বড় প্রকল্প অনুমোদন দিয়ে তিনি তার প্রমান রেখেছেন। চট্টগ্রামের নাগরিক সেবায় তিনি আমাকে সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন। মেয়র নির্বাচিত করার চুড়ান্ত ক্ষমতা ভোটার ও জনগণের। চট্টগ্রামের মানুষ উন্নয়ন চায়, উন্নয়নের নেত্রীকে ভালবাসেন। মেয়র পদে নৌকায় ভোট দিয়ে চট্টগ্রামবাসীকে প্রমান করতে হবে, চট্টগ্রামের সন্তান হিসেবে এবং চট্টগ্রামবাসীর প্রতিনিধি হিসাবে আমাকে এটি প্রমান করতে হবে। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। মেয়র নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমি চট্টগ্রামকে আধুনিক সেবামান সম্পন্ন, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন, সমৃদ্ধ মেগাসিটি হিসেবে গড়ে তুলতে চাই।

    ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইউনুস কোম্পানী।

    সভায় আরো বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শহিদুল আলম, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মুসা এমএ, আকবর আলী আকাশ ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আকতার রোজি।

    উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর আহম্মদ চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ মুছা, শোয়েব খালেদ, নুর মোহাম্মদ, আবুল হাশেম কন্ট্রাক্টর, এম.সিরাজুল ইসলাম, মাসুদ করিম টিটু, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, আনোয়ার হোসেন, শাহেদুল ইসলাম শাহেদ, এড মোস্তাফা নাজিম পাশা, মোঃ গোলাম আজম, ওয়ার্ড আওয়ামী লীগের মোঃ সরওয়ার আলম, সরওয়ার উদ্দিন, তৌহিদুল আলম সোহেল, মোঃ শামসুল আলম, শফিউল ইসলাম শামীম, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ রফিক, মোঃ হারুন, জিয়াউর রহমান, খায়রুল বশর বাসেক, তারেক সুলতান, মোঃ সেলিম, সুজাউদ দৌল্লাহ বাবুল, মোহাম্মদ মহসিন, নির্মল দাশ, দেলোয়ার হোসেন প্রমুখ।

  • শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিষ্ময়রূপে আবির্ভূত: রেজাউল

    শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিষ্ময়রূপে আবির্ভূত: রেজাউল

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, মনে রাখতে হবে সম্মিলিতভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় মানে, আওয়ামী লীগের বিজয়। আর আওয়ামী লীগের বিজয় মানে বাংলার গণমানুষের বিজয়। ৭০’র নির্বাচনে নৌকা প্রতিকে বাংলার মানুষের মেন্ডেট পেয়ে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে। ৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ এ নৌকা প্রতিকের বিজয়ে বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি ও হাতপাতা জাতির কলঙ্ক মুছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব সভায় উন্নয়ন অগ্রগতির বিষ্ময় রূপে আবির্ভূত। উন্নয়নের প্রশ্নে বিশ্ব নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ দৃষ্টান্ত হিসেবে সামনে তুলে ধরেন।

    তিনি আরো বলেন, করোনার দুর্দিনে বিশ্বের অনেক উন্নত রাষ্ট্র তাদের অর্থনীতির সূচক ধরে রাখতে পারেনি, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অর্থনীতি ও উন্নয়নের সকল সূচকের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ করোনার দুঃসময়ে সবকিছু দিয়ে বাংলার কৃষক, শ্রমিক, জনতার পাশে দাঁড়িয়েছে। ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে আওয়ামী লীগ জাতীয় পর্যায়ের অনেক নেতাসহ সারাদেশে প্রায় ৬০০ নেতাকর্মীকে হারিয়েছি। তাই, মানুষের অকুন্ঠ সমর্থন আমাদের প্রতি থাকবে। আমাদের নেতাকর্মীরা অন্যদের অপপ্রচারের ব্যাপারে মানুষকে সচেতন করতে পারলে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।

    ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা- কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ খানের সঞ্চালনায় আব্দুল হান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের। নির্বাচন কমিশন যখনই তারিখ ঘোষনা করুক জনগনের রায় নিয়ে আমরাই বিজয়ী হব ইনশাল্লাহ্। ভোটারদের সাথে সংযোগ রেখে কেন্দ্র কমিটিগুলো এ বিজয় নিশ্চিত করবে। এ ছাড়া ওয়ার্ড ও ইউনিট গুলো সমম্বিত সিদ্ধান্তে প্রত্যেক পাড়ায় পৃথক পৃথক কর্মসূচী নিয়ে আমাদের সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বিজয়ের পথকে মসৃণ করতে কাজ করবেন।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, দোস্ত মোহম্মদ, সাবেক কাউন্সিলর এডভোকট রেহেনা বেগম রানু, হাজী শওকত আলী, কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জাবেদ, ইদ্রিস কাজেমী, মোহাম্মদ হাসান, আব্দুল মান্নান ফেরদৌস, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা বেগম পপি,মোহাম্মদ ইব্রাহিম, আনোয়ার মাস্টার, নিয়াজি, মোজাক্কের, আব্দুর রাজ্জাক, আনোয়ার খান,ফরিদ,হারুন, রেজা খান, এডভোকেট এরশাদ, তাহের আহম্মদ, আলমগীর, হাসান,শামসু,মহসিন, রাজু চৌধুরী শেখ আহম্মদ জাহেদ, নাছির উদ্দীন, আশরাফ উদ্দিন শাহীন, মনোয়ার আলী, জামসেদ, গিয়াসউদ্দিন, ফয়সাল, কাইসার, মিঠু, হেলাল উদ্দিন, গিয়াসউদ্দিন, আবু তাহের, মালেক খান, নিজাম উদ্দিন আজাদ, দেলোয়ার, মুন্না, বাহার, হোসেন, মোহাম্মদ আলী, অনিক, বিপন, আইয়াজ, শাহীন, আরমান,আরিফ, আব্দুল মতিন,ফরহাদ, রাকিব উদ্দিন, মানিক, জীবন, হাসান প্রমুখ।

  • যে কোন মূহুর্তে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করছি : মতবিনিময় সভায় বক্তারা

    যে কোন মূহুর্তে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করছি : মতবিনিময় সভায় বক্তারা

    ডিসেম্বরের প্রথমার্ধেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রত্যাশা নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

    এরই অংশ হিসেবে ২৮ নভেম্বর বিকালে ১৬নং চকবাজার ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, কেন্দ্র পরিচালনা কমিটি ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যে কোন মূহুর্তে নির্বাচনের তারিখ ঘোষনা হলেই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সে লক্ষ্যেই আমরা নগর ব্যাপী ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগন আমাদের সাথে আছে, তাদেরকে নিয়েই আমরা মুক্তি, বিজয়, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করব। এ ক্ষেত্রে ওয়ার্ড, ইউনিট ও কেন্দ্র কমিটির নেতা কর্মীরা গণমানুষের সাথে আমাদের সেতু বন্ধন হিসেবে কাজ করছে।

    আমরা দেখছি, একজন প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে জনতার সাড়া না পেয়ে পরাজয়ের কথা ভেবে উল্টা পাল্টা মন্তব্য করছেন। নির্বাচন বয়কটের কথা বলছেন। এসব বলে পরাজয় ঢাকার চেষ্টায় কোন লাভ হবে না। গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, নৌকার বিজয় হবে। আপনারাও নৌকায় ভোট দিয়ে বিজয়ের গৌরবে যুক্ত হোন।

    সভায় প্রধান বক্তা বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। জনগনকে সাথী করে আওয়ামী লীগের পথ চলা। এটা প্রমানিত সত্য যে, আওয়ামী লীগের বিজয় মানে স্বাধীনতা, গনতন্ত্র, উন্নয়ন আর সমৃদ্ধি। তাই আওয়ামী লীগ ও নৌকার বিজয় মানে জনতার বিজয়। ষড়যন্ত্র আর ক্যু এর মাধ্যমে ক্ষমতায় আসা কোন ব্যক্তির অভিপ্রায় মেটাতে গড়ে তোলা দলের প্রতিনিধিদের মানুষ প্রত্যাখ্যান করে চলেছে। তারা এখন নির্বাচন বাদ দিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনকে গনতন্ত্রের ছবক শোনাতে ব্যস্ত হয়েছে। উল্টাপাল্টা মন্তব্য বাদ দিয়ে নিয়ম মেনে নির্বাচনে আসতে হবে, নিয়ম মেনে মানুষের কাছে যেতে হবে। এটাই গনতন্ত্র।

    চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রন্জুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাহেরুল হক চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুজিবুর রহমান রাসেল, হাজী সেলিম রহমান, নুরুল আলম সিদ্দিকী, আবুল মাসুদ।

    সভায় উপস্থিত ছিলেন সেলিম চৌধুরী, এড. নোমান চৌধুরী, মঞ্জুর মান্নান, শফিকুল আলম, রহমতুল্লাহ স্বপন, কাউন্সিলর পদপ্রার্থী গোলাম হায়দার মিন্টু, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্ত, মুজিবুর রহমান, মাহফুজুল বারী খসরু, ফজলুল হক কাজল, একরাম হোসেন, দেলোয়ার হোসেন, এড. দিদারুল আলম, জিন্নাত সেলিম, হাসিনা আকতার টিনু, সেলী বড়ুয়া, শিল্পী বড়ুৃয়া, সাজেদা বেগম, কাজল প্রিয় বড়ুৃয়া, আকতার আহমদ, আবদুর রহিম, সালাহউদ্দিন, শাজাহান হামিদী, হাজী আনিসুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামীলীগ, ইউনিট আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক-সচিববৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

  • ১৫ ডিসেম্বরের আগেই চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন: মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ

    ১৫ ডিসেম্বরের আগেই চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন: মতবিনিময় সভায় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ

    চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতি, কমিউনিটি হল মালিক সমিতি ও দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় আগামী ১৫ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ড অফিস গুলো কর্মহীন হয়ে আছে। স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়ীদের নানা ধরনের সমস্যা ও বিপাকের সম্মূখীন হচ্ছেন।

    ট্রেড লাইসেন্স গ্রহন, নবায়ন, জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, প্রত্যয়ন পত্র সংগ্রহ ও প্রয়োজনীয় নানা কাজ নিয়ে আমরা ব্যাপক সমস্যায় রয়েছি। অধুনা সাধারন জনগণও একই প্রকার সমস্যার সম্মূখীন হচ্ছেন। চট্টগ্রামের মত বাণিজ্যিক মহানগরের নাগরিক সেবার সর্বোচ্চ সংস্থা সিটি কর্পোরেশন দীর্ঘদিন এভাবে চলতে পারেনা বলেও মন্তব্য করেন বক্তারা।

    তারা আরও বলেন, বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় এনে আগামীর ডিসেম্বরে মাঝামাঝি সময়ের আগেই যে কোন সুবিধাজনক সময়ে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহন করবে এটা আমাদের কেবল প্রত্যাশাই নয়, আমাদের জোরালো দাবীও বটে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত সিটি মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী। বক্তব্যে তিনি ব্যাবসায়ী নেতৃবৃন্দকে দীর্ঘ সময় ধরে সেবা পেতে নানা সমস্যার সম্মূখীন হয়েও ধৈর্য্যের সাথে অপেক্ষা করায় জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    তিনি ব্যাবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে কিছু আসনে সংসদ উপ নির্বাচন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌর কর্পোরেশনের মত স্থানীয় নির্বাচন পর্যায়ক্রমে আয়োজন করে যাচ্ছে নির্বাচন কমিশন। সে হিসেবে আমরা নিশ্চিত ধরে নিতে পারি চট্টগ্রামের মত গুরুত্বপূর্ণ সিটির মেয়র ও কাউন্সিলর নির্বাচনও অচিরেই অনুষ্ঠিত হবে। কমিশনের প্রতি পুরোপুরি আস্থা, সম্মান রেখেই আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ নির্বাচন আয়োজনে আপনাদের যৌক্তিক প্রত্যাশাকে আমি জোর সমর্থন জানাই।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, দেশের সর্বত্র স্থানীর সরকার নির্বাচন ও জাতীয় সংসদের উপ নির্বাচন হচ্ছে। চট্টগ্রামেও উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হয়েছে, হতে যাচ্ছে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটার যুক্তিসংগত কোন কারণ থাকতে পারেনা।

    চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও আঁখি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারন সভাপতি সালেহ আহমেদ সুলতান, সহ সভাপতি নুরুল কবির, সাধারন সম্পাদক সৈয়দ খুরশেদ আলম, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারন সম্পাদক মো. সাইফুদ্দীন চৌধুরী দুলাল, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারন সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, চট্টগ্রাম কনভেনশন হল মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক রাজন কুমার দাশগুপ্ত, পৌর জহুর হকার্স মার্কেটের সাধারন সম্পাদক আবুল কাশেম।

  • গ্রাহক হয়রানি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা সহ্য করা হবে না: রেজাউল করিম

    গ্রাহক হয়রানি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা সহ্য করা হবে না: রেজাউল করিম

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন,
    বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কোন প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। নিজের সচেতনতা, মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের ফলেই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব।বিশ্বের অনেক দেশ আশঙ্কা করেছিলো জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশে বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাবে কিন্তু জননেত্রী শেখ হাসিনার দূরদশী নেতৃত্ব এবং পদক্ষেপ এর ফলে বাংলাদেশে আশঙ্কানুপাতে মানুষ মারা যায়নি। সরকার এটাকে নিয়ন্ত্রন করতে সদা সচেষ্ট আছে।

    সোমবার (২৩ নভেম্বর) সকালে ষোলশহর কেজিডিসিএল অফিস চত্বরে কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদের উদ্যাগে করোনা সচেতনতায় গণ- সংযোগ ও মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আবাসিক গ্যাস সংযোগ ও বর্ধিত চুলার জন্য টাকা ২৫ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়ে ৬ বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন ধরণের সংযোগ দিচ্ছেন না। কি কারণে এই সংযোগ দেয়া হচ্ছেনা তার কোন স্পষ্ট বক্তব্য ও নেই কর্তৃপক্ষের। ২৫ হাজার গ্রাহকের টাকা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। গ্রাহক হয়রানি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা সহ্য করা হবে না। অবিলম্বে ২৫ হাজার গ্রাহকের গ্যাস সংযোগ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

    সাধারণ গ্যাস গ্রাহকদের দু:খের কথা উল্লেখ করে তিনি বলেন, এক-একটি বাসা বাড়ীতে,আবাসিক ভবনে, কল কারখানায় গ্যাস সংযোগ নেয়া বেশ ব্যায় বহুল। অনেক টাকা সরকারী খাতে জমা দিয়ে তারপর তারা এই সংযোগ পেয়েছে। বর্তমানে এই করোনাকালীন সময়ে ব্যবসা বানিজ্য সহ বিভিন্ন কর্মক্ষেত্র বন্ধ থাকায় এবং যেগুলো খোলা আছে সেগুলোতে তেমন একটা ব্যবসা না থাকায় তারা অনেক সময় একসাথে গ্যাস বিল প্রদান করতে পারেন না। তাই, বিশ্ব মহামারী করোনার এই সময়ে বকেয়ার কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে সেইসব গ্রাহক থেকে কিস্তিতে গ্যাস বিল আদায় করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান রেজাউল করিম চৌধুরী।

    এরপর তিনি নিজ হাতে বিভিন্ন মানুষকে মাস্ক পরিয়ে দেন এবং বিতরণ করেন।

    অলিউল্লাহ হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেজিডিসিএল ঠিকাদা- গ্রাহক ঐক্য পরিষদের সিনিয়র সহ- সভাপতি আলী নাওয়াজ।

    বক্তব্য রাখেন হানিফ হাওলাদা, প্রশান্ত বড়ুয়া, আব্দুল মালেক শেখ,ফরমান উল্লাহ অপু, আমজাদ হাসান রবিন, রোকসেদ চৌধুরী, শওকত হাওলাদার,বেলাল হোসেন, আওরঙ্গজেব বাবুল,কেজিডিসিএল সিবিএ সভাপতি মাকসুদুল রহমান হাসনু, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, কেজিডিসিএর কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি জাবের আল খতিব,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ও গ্যাস পাইপ লাইন শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

  • বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন ধরণের হুমকি সহ্য করা হবে না: রেজাউল করিম চৌধুরী

    বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন ধরণের হুমকি সহ্য করা হবে না: রেজাউল করিম চৌধুরী

    ধর্ম ব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য অপসারণের হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবীতে অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শনিবার ২১ নভেম্বর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন,”জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন ধরণের হুমকি সহ্য করা হবে না। আজকে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত মৌলবাদ ফ্যাসিবাদ ধর্মান্ধ শক্তিকে আমরা বাংলার মাটিতে চির তরে অবাঞ্চিত ঘোষণা করলাম এদের কোন জায়গা বাংলাদেশে নাই। আমি আজকে তরুন প্রজন্মকে অহবান জানিয়ে যাব এসব মৌলবাদীদের কোন প্রকার ছাড় না দেওয়ার জন্য।

    প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগরের যুগ্ন আহ্বায়ক, নগর যুবলীগের সদস্য নুরুল আনোয়ার এবং সঞ্চালনা করেন অপরাজেয় বাংলা, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা রাশেদ হাসান, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, অপরাজেয় বাংলা কেন্দ্রীয় সদস্য সচিব এইচ রহমান মিলু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ.ন.ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভি বিভাগীয় প্রধান লতিফা আনসারী রুনা, সুচিন্তা চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মেজবাহ চৌধুরী মোর্শেদ, হেলাল উদ্দীন, শাখাওয়াত হোসেন স্বপন, সাবেক সদস্য আসহাব চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী নোবেল, কাজী রাজেশ ইমরান, ১৪নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আবুল হাসনাত বেলাল, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এমদাদুল হক রায়হান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সুমেন বড়ুয়া, উপ-সম্পাদক মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নুরুন্নবী শাহেদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহানগর যুবলীগ নেতা জয় শংকর সরকার, সিটি কলেজ ছাত্রলীগ নেত্রী ফারজানা আক্তার মিশু।

    বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিছু ধর্ম ব্যবসায়ী বিরূপ মন্তব্য করছেন। তারা জানে না, ভাস্কর্য কী জিনিস, আর মূর্তি কী জিনিস। তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতির পিতার এসব ভাস্কর্য দেখে প্রজন্মের পর প্রজন্ম বঙ্গবন্ধুকে জানবে। নতুন প্রজন্ম যখন এসব ভাস্কর্য দেখবে, তখন তারা বঙ্গবন্ধুকে জানবে। কীভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, বঙ্গবন্ধুকে না জানলে তা জানা যাবে না।

    এ ধর্ম ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশের সৃষ্টি সম্পর্কে জানতে দিতে চায় না। সেজন্য তারা ভাস্কর্যকে মূর্তি হিসেবে উপস্থাপন করে দেশে একটা অরাজকতা তৈরি করতে চায়। তারা জানে না এ ব্যবসা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। জঙ্গিবাদের ব্যবসা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। হিংসা বিদ্বেষ ও সন্ত্রাসের জায়গা ইসলামে নেই। ইসলাম শান্তির ধর্ম। অতীতেও ধর্মীয় শিক্ষাটাকে বিকৃত করে, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিপথে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে।

    স্বাধীনতাবিরোধী, মৌলবাদীদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। বঙ্গবন্ধুকে নিয়ে তারা যে হুমকি দিয়েছে, এটা ভয়ঙ্কর। এটার প্রতিবাদ না করলে অসাম্প্রদায়িক জাতি হিসেবে আমাদের অস্তিত্ব একদিন বিপন্ন হবে। মৌলবাদীরা লালনের ভাস্কর্য ভেঙেছে। তাদের চাপে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মূর্তি ভাঙছে তারা। মৌলবাদীদের আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবেনা।

    এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা এস.কে মাহমুদ হিরু, আব্দুর রাজ্জাক, হোসাইন আহমেদ রুবেল, খোরশেদ আলম, সৈয়দ রবি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক এহেসান চৌধুরী রিমন, রেজাউল করিম রিটন, শাহাদত সালাম শাওন, হুমায়ুন কবির রানা, তানভীর মেহেদী মাসুদ, আবদুল্লাহ আল নোমান, এনামুল হক মানিক, মনির ইসলাম, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, মুজিবুর রহমান রাসেল, নোমান চৌধুরী রাকিন, ইসতিয়াক শুভ, শিবলী রহমান।

  • সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও ধর্মের শত্রু : রেজাউল করিম চৌধুরী

    সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও ধর্মের শত্রু : রেজাউল করিম চৌধুরী

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সি‌টি মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেছেন, জা‌তির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দে‌শে এক‌টি অসাম্প্রদা‌য়িক সমাজ ব্যবস্থা গ‌ড়ে তোলা। যেখা‌নে সক‌লেই মি‌লে মি‌শে সু‌খে ও শা‌ন্তি‌তে বসবাস কর‌বে এবং প্র‌ত্যে‌কে নি‌র্বি‌ঘ্নে নিজ নিজ ধর্ম প্র‌তিপালন কর‌বে। ‌তি‌নি তাঁর সংগ্রামী রাজ‌নৈ‌তিক কর্মকা‌ন্ডে দেশের সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় ও শ্রেণী পেশার মানুষ‌কে একই সু‌ত্রে গেঁ‌থে এক‌টি বাঙা‌লি জাতীয়তাবা‌দ প্র‌তিষ্ঠা কর‌তে পে‌রে‌ছি‌লেন। তাই ১৯৭১ এর মু‌ক্তিযু‌দ্ধে আমরা জাতীয়তাবা‌দের শ‌ক্তি‌তে লড়াই ক‌রে স্বাধীনতা অর্জন কর‌তে পে‌রে‌ছি।

    আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা পিতার আদর্শ ও মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় দেশ‌কে প‌রিচালনা কর‌ছেন। স্ব‌প্নের সোনার বাংলা গড়ার কা‌জে কোন সাম্প্রদা‌য়িকতা, জ‌ঙ্গিবাদ ও অরাজকতা সৃ‌ষ্টিকারী‌দের বাঁধা হ‌য়ে দাঁড়া‌তে দেয়া হ‌বেনা। সকল অশুভ শ‌ক্তি‌কে ৭৫ পরবর্তী বাংলার আরাধ্য নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা ক‌ঠোর হাতে দমন করে যা‌চ্ছেন।

    মেয়রপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখড়ে পৌঁছে গেছে। অসাম্প্রায়িক বাংলাদেশ গড়ায় যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেখেছিলেন তারই ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা এই সোনার বাংলাকে গড়ে তুলেছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যার ফলশ্রুতিতে নেত্রী চট্টগ্রামের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এই নগর আমার আপনার সকলের। তাই এই নগরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    শুক্রবার ২০ নভেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে বুদ্ধ ধর্ম একতা সংঘ চট্টগ্রাম মহানগর আয়োজিত বুদ্ধ পূজা, অর্হৎ সাবলী পূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, সদ্ধমর্দেশনা ও বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন চসিক মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

    অনুষ্ঠানে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কে. শ্রী জ্যােতিসেন থের, প্রধান জ্ঞাতি ছিলেন বাবু প্রদীপ কুমার বড়ুয়া, প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া এবং বিশেষ অতিথি
    হিসেবে বক্তব্য রাখেন জননেতা গোলাম মোহাম্মদ চৌধুরী।