চট্টগ্রামের আকবর শাহ থানা সিডিএ এলাকায় অভিযান চালিয়ে ২টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
আজ রবিবার সন্ধ্যা ৬টার সময় গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযানটি চালানো হয়। গ্রেফতার মো. সালাউদ্দিন প্রকাশ রুবেল (২৩) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া সোনাইছড়ির দক্ষিণ ঘোড়ামারার আমিনুর রহমান বাড়ির জানে আলমের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।