Tag: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

  • কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    কসবায় ট্রেন দুর্ঘটনা : বেঁচে গেলেন ফজলে করিম!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম স্পেশাল : ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    দুর্ঘটনা কবলিত তুর্ণা নিশীতা ট্রেনে করেই ঢাকা যাওয়ার কথা ছিলো সাংসদ ফজলে করিমের। ওই ট্রেনের টিকিটও সংগ্রহ করেছিলেন তিনি। তবে রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ এক বৈঠকের সিদ্ধান্তে হঠাৎ করেই তিনি যাত্রা পথ পরিবর্তণ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করেই তিনি ঢাকায় পৌছান।

    এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের এপিএস চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

    তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। শোক বার্তায় ফজলে করিম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

    এদিকে দুর্ঘটনার শিকার ট্রেনে করে পিতার ঢাকা যাওয়ার পথ পরিবর্তণকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয় বলে উল্লেখ করে ট্রেন দুর্ঘটনায় ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করে ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাংসদের জ্যৈষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী।

    আজ মঙ্গলবার দুপুর ২ টা ৫৭ মিনিটে ফারাজ করিম তার পোস্টটি পাবলিশড করেন।

    ২৪ ঘন্টা ডট নিউজের পাঠকদের জন্য ফারাজ করিমের স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো।

    দুর্ঘটনার শিকার তূর্ণা নিশীতা যা গতরাতে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো, সেই ট্রেনে করে আমার বাবার আজ সকালে ঢাকা পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেনের টিকেট কিনেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে প্লেনে আসার পরিকল্পনাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয়।

    দায়িত্বরতদের কর্তব্যের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটছে, এটা বুঝতে আর কতগুলো তদন্ত কমিটি লাগবে? আগেও বলেছি, দায়িত্বে থাকা সকলের বিরুদ্ধে হত্যা মামলা আনুন। একটা উদাহরণ সৃষ্টি করুন।

    আমি নিশ্চয়তার সাথে বলছি, এধরণের ঘটনা ভবিষ্যতে শূন্যের কোটায় নেমে আসবে। তবে ব্যবস্থা নেবেনই বা কেমনে, যেখানে গুরুত্বপূর্ণ এসব পদে চাকরি তদবির ও ঘুষের মাধ্যমেই হয়?

    মনে কষ্ট নিয়েই বলছি, আজ আল্লাহ যদি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে সেই ট্রেনে যাওয়ার হুকুম করতেন, তাহলে কি দেশের রেল ব্যাবস্থায় কোন পরিবর্তন আসতো? ঝড়ে যাওয়া প্রাণগুলোর আত্মার মাগফিরাত কামনা করছি।

  • ইতিবাচক খবর প্রকাশ করে পাঠকদের মন জয় করবে ২৪ ঘন্টা-ফজলে করিম

    ইতিবাচক খবর প্রকাশ করে পাঠকদের মন জয় করবে ২৪ ঘন্টা-ফজলে করিম

    চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক সাংবাদিক নুর মোহাম্মদ রানা।

    আজ বুধবার সকালে নগরীর কোতোয়ালিস্থ পাথরঘাটা এলাকার সাংসদ ফজলে করিমের বাসভবনে বিশেষ সাক্ষাতে তারা মিলিত হন।

    সৌজন্য সাক্ষাতের শুরুতেই অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজের পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম।

    এবিএম ফজলে করিম বলেন, নিউজ পোর্টালটি খুব অল্প সময়ে যেভাবে পাঠকপ্রিয়তা পাচ্ছে, আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা করি। বলেন, বেশ কিছুদিন ধরে ২৪ ঘন্টা ডট নিউজের পোর্টালটিতে চোখ রাখছি। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে ২৪ ঘন্টা ডট নিউজ দারুণ ভূমিকা পালন করছে।

    তিনি বলেন, শুরু থেকেই দেশের অন্যান্য সেরা অনলাইন নিউজ পোর্টালের মতোই ২৪ ঘন্টা ডট নিউজ বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, আগামীতে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

    আশা করি, জাতীয় গণমাধ্যম হিসেবে দেশের উন্নতিতে বড় ভূমিকা পালন করবে তারা। আরও বেশি ইতিবাচক খবর প্রকাশ করে সাধারণ পাঠকদের মন জয় করে নেবে।

    সবশেষে দেশের অসংখ্য পোর্টালের ভিড়ে পোর্টালটি টিকে থাকবে আশা প্রকাশ করে আবারো ২৪ ঘন্টা ডট নিউজ পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘অনেক অনলাইন নিউজ পোর্টাল ভুয়া খবর প্রকাশ করে পাঠকদের বিভ্রান্ত করে। সেই সব খবর অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে। ২৪ ঘন্টা ডট নিউজ পোর্টালটি যেন এমন কাজটা না করে সেটাই আশা করছি।

    পরিশেষে তিনি ২৪ ঘন্টা ডট নিউজের ওয়েভ সাইটটি নিজের স্মার্টফোনে পর্যবেক্ষণ করে পোর্টালের মান ধরে রাখার জন্য বেশ কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানটির সামনের দিনগুলো আরও সাফল্যমন্ডিত হোক সে কামনা করেন।

    ২৪ ঘন্টা ডট নিউজের প্রকাশক নুর মোহাম্মদ রানা বলেন, নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ২৪ ঘন্টা ডট নিউজ।