Tag: রেল স্টেশনে

  • চট্টগ্রামের ষোলশহর স্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    চট্টগ্রামের ষোলশহর স্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনের ৯ নং প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে তাহেরা বেগম নামে ষাটোদ্ধ বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ১০টার সময় চলন্ত একটি ট্রেনে উঠতে গিয়ে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত বৃদ্ধা তাহেরা বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা খাজা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

    ট্রেনের নিচে কাটা পড়ে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক শওকত হোসেন সজল।

    তিনি বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা একটি ট্রেন ষোলশহর রেলস্টেশনের ৯নং প্লাটফর্মে পৌছালে তাহেরা বেগম নামে এক বৃদ্ধ চলন্ত ট্রেনটিতে উঠার চেষ্টা করে। ট্রেনে উঠতে না পেরে ছিটকে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।