Tag: রেয়াজউদ্দিন বাজারে

  • পরিবেশ অধিদপ্তর : পাহাড় কাটায় জরিমানা, রেয়াজউদ্দিন বাজারে জব্দ নিষিদ্ধ পলিথিন

    পরিবেশ অধিদপ্তর : পাহাড় কাটায় জরিমানা, রেয়াজউদ্দিন বাজারে জব্দ নিষিদ্ধ পলিথিন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ৬ ব্যাক্তিকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর।

    এদিকে নগরীর রেয়াজউদ্দিন বাজারে অধিদপ্তরের পৃথক অপর অভিযানে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১ টন পলিথিন ব্যাগ। এ সময় পলিথিন রাখার দায়ে দুই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার কাছ থেকে পনের হাজার পাঁচশ’ টাকা জরিমানা েআদায় করেন ম্যাজিস্ট্রেট।

    আজ ১১ নভেম্বর সোমবার সকালে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক শুনানিতে পাহাড় কাটার দায়ে এ জরিমানার টাকা ধার্য্য করা হয়।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী স্টারশিপ নামীয় এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটির টপ সয়েল নষ্ট ও পরিবেশের ক্ষতিসাধন করার অপরাধে ছয় ব্যক্তিকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    একই দিন দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে নগরীর রেয়াজুদ্দিন বাজারের সুবর্ণ মার্কেট (পান বাজার) এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় ১ টন পলিথিন ব্যাগ জব্দ করার পাশাপাশি নিষিদ্ধ এসব পলিথিন মজুদ রাখার অপরাধে মের্সাস আদিবা স্টোরের মালিক সারোয়ার ও তৌহিদুলকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আমেনা স্টোরের মালিক মো. আজাদকে ৫’শ টাকা জরিমানা করা হয়।

    অভিযানের বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

  • কোতোয়ালিতে চোরাই মোবাইল,ল্যাপটপ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

    কোতোয়ালিতে চোরাই মোবাইল,ল্যাপটপ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৩) নামে এক যুবক। এসময় তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল, ৩টি আইপ্যাড, একটি ল্যাপটপ ও ২শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

    পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে কয়েকজন যুবক বেশ কিছু চোরাই মোবাইল ও মাদকদ্রব্য নিয়ে রেয়াজউদ্দিন বাজারের এসএম টাওয়ারের ৫ম তলার ৬ নং রুমে অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

    এসময় রুম থেকে জাহিদকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে চোরাই মালামাল রাখার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে রুমে লুকানো ২৬টি চোরাই মোবাইল ও ট্যাব, ১টি ল্যাপটপ এবং তার শরীর তল্লাশী করে পকেটে থাকা ২শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চোরাই মালামালসহ পুলিশ জাহিদকে গ্রেফতার করে।

    গ্রেফতার জাহিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পদুয়া তেলী পুকুর পাড় এলাকার লাল মিয়া বাড়ির মো. আব্দুল আজিজের ছেলে। বর্তমানে সে রেয়াজউদ্দিন বাজারের এসএম টাওয়ারের ৫ম তলার ৬ নং রুমটি ভাড়া নিয়ে একজন রুমমেটসহ এসব চোরাই মোবাইলের এবং মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।

    চোরাই মোবাইল ও ইয়াবাসহ গ্রেফতারের তথ্যটি স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারের পর জাহিদ পুলিশের জিজ্ঞাসাবাদে তার আরো একজন রুমমেট এ ব্যবসার সাথে জড়িত জানিয়ে পুলিশের কাছে তার পরিচয়ও প্রকাশ করেছে।

    পুলিশ গ্রেফতারের জাহিদের অপর সহযোগী কলিন প্রকাশ খলিল(২৫)কে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া জাহিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মহসীন।

  • রেয়াজউদ্দিন বাজারে সন্ধান মিলেছে প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল কারখানার

    রেয়াজউদ্দিন বাজারে সন্ধান মিলেছে প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল কারখানার

    চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে নারিকেল তেলের জনপ্রিয় প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল কারখানার সন্ধান মিলেছে।

    আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্দ্যগে পরিচালিত তদারকিমূলক কার্যক্রম চলাকালে এসব প্রসাধনীর নকল কারখানাটির সন্ধান মেলে।

    নগরীর খুল‌শি ও কোতয়ালী থানার বি‌ভিন্ন এলাকায় তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। পৃথক এসব অভিযানে ৫ প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৯০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

    পৃথক এসব অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

    অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় জনপ্রিয় প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল কারখানার সন্ধান মিলেছে নগরীর রেয়াউউদ্দিন বাজারে। যেখানে আসল ব্রান্ডের সাথে মিল রেখে হুবহু লেবেল, স্টিকার, বোতলের ডিজাইন এমনকি বিএসটিআইয়ের সিলও নকল করে এসব প্রসাধনী তৈরি করা হচ্ছিলো।

    তিনি বলেন, বাজারের ভাই ভাই স্টোর নামক একটি প্রতিষ্ঠানটি এসব নকল হেয়ার অয়েল প্রস্তুত করে বাজারজাত ও সংরক্ষণ করার জন্য রাখা ছিলো। মঙ্গলবার সকালে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটি সিলগালা ক‌রে বন্ধ করে দেয়া হয়। তাছাড়া এ প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের প্যারাসুট ও কুমারিকা ব্র‍্যান্ডের নকল হেয়ার অয়েল জব্দ করার পর সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    একই দিন একই বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় অননু‌মো‌দিত প‌ণ্যে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত অবৈধ স্টিকার ব্যবহারের উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রায় ১০ হাজার ভুয়া স্টিকার জব্দ করার কথা জানিয়েছেন হাসানুজ্জামান।

    অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, নগরীর খুলশী থানা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় অননুমোদিত রং, নকল চে‌রি ও হাইড্রোজ ইত্যাদি খাবা‌রে ব্যবহা‌র করে বিক্রি করার অপরাধ দৃশ্যমান হলে ইসলাম এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ১০ কে‌জি ইন্ড্রা‌স্টিয়াল রং, নকল চে‌রি ও হাই‌ড্রোজ ধ্বংস করা হয়।

    অন্যদিকে মহানগরীর ঝাউতলা বাজা‌রের বিভিন্ন দোকান প‌রিদর্শন ক‌রে পিঁয়াজসহ নিত্যপ‌ণ্যের ক্রয় ভাউচার ও মূল্য তা‌লিকা তদার‌কি করা হয়। এসময় আইনুল স্টোর‌কে কৃ‌ত্রিম রং মি‌শ্রিত মটর বিক্র‌য়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে প্রায় ৫ কি‌লোগ্রাম মটর ধ্বংস করা হয়।

    ইকবা‌লের দোকান‌কে মূল্যতা‌লিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়াও ঝাউতলা বাজা‌রের মুরগী ব্যবসায়ীদের মুর‌গী জবাই কর‌তে চোঙ ব্যবহার ও স্বাস্থ্যসম্মত উপা‌য়ে মুরগী প্র‌ক্রিয়া কর‌তে অনু‌রোধ করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানিয়েছেন তিনি।

    অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।