Tag: রোহিঙ্গা আটক

  • বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক

    বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক

    বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।

    শনিবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলা জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া ও কড়লডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

    তিনি বলেন, আটককৃত মিয়ানমারের নাগরিক ৩১ জন রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে। রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে বোয়ালখালী উপজেলার পাহাড়ে লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলো আটককৃতরা। সেখানে অস্থায়ী শেড বানিয়ে বসবাস করা খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

    ২৪ ঘণ্টা/পূজন

  • ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা আটক

    ফের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ১৭ রোহিঙ্গা আটক

    কক্সবাজার প্রতিনিধি : অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

    অভিযানে নেতৃত্বদানকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী বলেন, ‘দালাল চক্র একদল রোহিঙ্গাকে সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে উপকূলবর্তী ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও চার জন নারী। তাদের যাচাই-বাছাই চলছে।’

    এর আগে গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর ওই দিনই ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড।