Tag: রোহিঙ্গা নিহত

  • নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    নাইক্ষ্যংছড়িতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    সশস্ত্র রোহিঙ্গা ইয়াবা পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বিজিবির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুইজন রোহিঙ্গা ইয়াবা পাচারকারীর মৃত্যু ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও গুলি। গতকাল রোববার মধ্যরাতে সীমান্তের গর্জনবনিয়া পাহাড়ি জঙ্গলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ান বিজিবির সহকারী পরিচালক ইয়ার হোসেন বন্দুকযুদ্ধ ও নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গারা হচ্ছে, উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর বি/৩ ব্লকের ফোরকান আহমদের পুত্র জোবায়ের (২৮) ও একই ক্যাম্পের সি-ব্লকের মৃত আমীর হামজার পুত্র দীল মোহাম্মদ (২৫)।

    বিজিবি জানিয়েছে, নাইক্ষ্যংছড়ি ঘুমঘুমের গর্জনবুনিয়া ৪০নং সীমানা পিলারের চাকমাপাড়া ব্রীজের পূর্ব পার্শ্বে পাহাড়ের ঢালুতে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে ৫/৬ জনের ১টি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। বন্দুকযুদ্ধের ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে।

    এ সময় টহল দল তাদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে। পরবর্তীতে ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা টেবলেট, দেশীয় তৈরি একনলা বন্দুক ২ টি, তাজা কার্তুজ ৪ টি ও খোসা ২ টি জব্দ করা হয়।

    1. এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজিবি জানায়।
  • টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত,ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত,ইয়াবা ও অস্ত্র উদ্ধার

    টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলো, উখিয়া বালুখালী এইচ ব্লকের ফেরদৌস (৩০), একই ক্যাম্পের বাসিন্দা আবদুস সালাম (৩৫)। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন।

    শনিবার (২৫ জুলাই) ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

    বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্রসহ ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

    টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন নাফ নদী সীমান্তে মিয়ানমার থেকে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক নাফ নদ সাঁতরে কিনায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

    তিনি আরও জানান, এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

    বিজিবির অধিনায়ক বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত, ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত, ৫০ হাজার ইয়াবা উদ্ধার

    কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ।

    রবিবার (৫ জুলাই) গভীর রাতে টেকনাফের হ্নীলার ওয়াব্রাংয়ের নাফ নদীর তীরে এই ঘটনা ঘটে।

    নিহতরা হলো: উখিয়ার কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মো. আলম (২৬) ও বালুখালী ক্যাম্পের মো. এরশাদ আলীর ছেলে মো. ইয়াছিন (২৪)।

    মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলি বিনিময়ের ঘটনায় প্রাণ হারায় বলে বিজিবির দাবি।

    এই ঘটনায় বিজিবি ল্যান্স নায়েক মো. আব্দুল কুদ্দুস ও নায়েক মো. শাকের উদ্দিন আহত হন বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান।

    তিনি জানান, রবিবার রাতে হ্নীলা বিওপির সংলগ্ন ওয়াব্রাংয়ের নানীরবাড়ি নামক সীমান্ত দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোককে নাফ নদী সাঁতরে কিনারায় আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

    তিনি আরও জানান, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্যরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

    বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

    নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। নিহত ২ জনই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থী বলে জানিয়েছে বিজিবি। এসময় নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা ও একনলা ১টি বন্দুকসহ দুই রাউন্ড কার্তুজ।

    সোমবার ৬ জানুয়ারি সকালে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র সদস্য ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    নিহত রোহিঙ্গা শরনার্থী ইয়াবা ব্যবসায়ীরা হলেন- মিয়ানমারের উনচিপ্রাং এলাকা থেকে পালিয়ে আসা উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ২২নং ব্লকে আশ্রয় নেয়া মৃত সুলতান আহমদের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৮) ও মো. আবু সৈয়দের পুত্র মো. হেলাল উদ্দিন (২০)।

    ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী উখিয়ার পালংখালী পূর্ব ফাঁড়িরবিল এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশ করার খবরে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা।

    আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালায়। এক পর্যায়ে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাদের আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন