Tag: লক্ষ্মীপুর পৌরসভা

  • লক্ষ্মীপুর পৌরসভাকে ‘সিটি কর্পোরেশনে’ উন্নীত করা হবে- পৌর মেয়র

    লক্ষ্মীপুর পৌরসভাকে ‘সিটি কর্পোরেশনে’ উন্নীত করা হবে- পৌর মেয়র

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃআসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত তিনবারের সফল পৌর মেয়র, জননন্দিত সাবেক জেলা আওয়ামীলীগ সেক্রেটারী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ তাহের।

    পৌরসভার উন্নয়নের অগ্রচিন্তাধারা সম্পন্ন এম এ তাহের জানালেন আসন্ন নির্বাচন নিয়ে তার লক্ষ্য ও উদ্দেশ্য। দলীয় মনোনয়ন ও পৌরবাসীর প্রত্যাশিত রায়ে যদি তিনি আবারও পৌর মেয়র নির্বাচিত হন তাহলে কি কি অসমাপ্ত কাজ আর নতুন কি কি কাজ বাস্তবায়ন করবেন তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এ প্রতিবেদকের সাথে।

    আসন্ন পৌরসভা নির্বাচনে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য কী কী জানতে চাইলে পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের বলেন ‘আমাকে যদি পার্টি মনোনয়ন দেয় এবং পৌরবাসী মেয়র নির্বাচিত করে তাহলে লক্ষ্মীপুরকে আদর্শ, মডেল, নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। সিটি কর্পোরেশন গঠন করতে হলে সদরের দালাল বাজার, রসুলগঞ্জ বাজার, টুমচর বাজার, পিয়ারাপুর বাজার, চাঁদখালী বাজার, জকসিন বাজার ও আটিয়াতলী বাজার সহ আরো কয়েকটি এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত করতে হবে।’

    পৌরসভায় এখন পর্যন্ত কোন উন্নয়নটি করা হয়নি বলে জানতে চাইলে আবু তাহের বলেন- ‘এরকম কিছু নেই, তবে রেললাইন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি সে স্বপ্নেরও বাস্তবায়ন হবে। নতুন একটা প্রজেক্ট চালু করার চিন্তা আছে, রহমতখালী খালে মেঘনা নদীর পানি নিয়ে এসে সে পানি শোধন করে পৌরসভায় ব্যবহারের জন্য ছেড়ে দেবো। বড় ড্রেণ, বাজার রাস্তা প্রশস্ত করন করা হবে, জায়গা নিয়ে রাখা হয়েছে পৌর ভবন নির্মাণ করার জন্য, আধুনিক পয়ঃব্যবস্থাপনার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে, সেটারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

    পুনঃ মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম কোন কাজটি করবেন বলে ভেবে রেখেছেন এমন প্রশ্নের জবাবে মেয়র আবু তাহের বলেন-‘আমি যদি আবারো মেয়র নির্বাচিত হই তাহলে পৌরভবন ও জনস্বাস্থ্য রক্ষায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কাজে হাত দিব।’

    কি কি উল্লেখযোগ্য কাজ হয়েছে জানতে চাইলে মেয়র বলেন-‘পৌর বিপনী বিতান, গরু বাজার, পৌর মার্কেট, দুইটি ট্রিটমেন্ট প্লান্ট, একটি ডাম্পিং স্টেশন, ১৪৭ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।’

    পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত কী কী উন্নয়ন করেছেন জানতে চাইলে পৌর মেয়র বলেন- ‘আইডিয়াল কলেজ, ল কলেজ, জালালিয়া মাদ্রাসা, রামেন্দু মজুমদার ও সাবেক দুদক চেয়ারম্যান বদিউজ্জামান এর সহযোগিতায় টাউন হল, রহমতখালী নদীর উপর ৩টি ব্রীজ, রেডক্রিসেন্ট ভবন, আজিমশাহ স্কুলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে।

    তিতা খাঁ জামে মসজিদ, আজিম শাহ মাজার, অজুখানা ও টয়লেট, তন্তুবায় সমিতির বহুতল ভবনসহ আরো অনেক উন্নয়ন হয়েছে। তবে ডাম্পিং স্টেশন ৮কোটি ৮০ লাখ টাকায় কাজ চলমান রয়েছে।

    প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে ভিন্ন কোনো চিন্তা রয়েছে কিনা জানতে চাইলে মেয়র আবু তাহের বলেন-‘প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া আর কোন প্রকল্প আমাদের হাতে নেই।’

    আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে পৌরবাসীর রায় প্রত্যাশা করেন এ সফল মেয়র।