Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

    লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।

    শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে-সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান পালন করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠন। একই সময়ে পৃথকভাবে পাঁচ উপজেলার ইউএনওদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে দিবসটি উদযাপন করা হয়েছে।

    সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌরসভার মেয়র আবু তাহের, আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এড. নুরুদ্দিন চৌধুরী নয়ন, ইউএনও রেদোয়ান আরমান শাকিল ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দীন টিপু প্রমুখ।

    বক্তারা বলেন,-বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শানিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করছে।

    বঙ্গবন্ধু ছাড়াও ১৫ আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় রেন্টু খানকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছাত্র অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৫২’র ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার প্রণেতা ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এ দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন। পাকিস্তানের সামরিক জান্তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে ষাটের দশক থেকেই তিনি বাঙালি জাতীয়তাবাদের অগ্রনায়কে পরিণত হন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো জনতার উত্তাল সমুদ্রে বঙ্গবন্ধু বজ্রদৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ঘোষণায় উদ্দীপ্ত, উজ্জীবিত জাতি স্বাধীনতার মূলমন্ত্র পাঠ করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা। জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। হত্যাকারীদের প্রতি ছড়িয়ে পড়েছিল ঘৃণার বিষবাষ্প। পশ্চিম জার্মানির নেতা নোবেল পুরস্কার বিজয়ী উইলি ব্রানডিট বলেছিলেন, ‘মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যেকোনও জঘন্য কাজ করতে পারে।’

    বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর স্বাধীনতাবিরোধীরা এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বাসিত হতে থাকে। তারা এ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে নানা উদ্যোগ নেয়। শাসকদের রোষানলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণও যেন নিষিদ্ধ হয়ে পড়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার ঠেকাতে কুখ্যাত ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেছিল মোশতাক সরকার।

    দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হলে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করা হয়। বিচার শুরু হয় ১৯৯৮ সালের ৮ নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ললাটে যে কলঙ্কতিলক পরিয়ে দেওয়া হয়েছিল, ৩৫ বছরেরও বেশি সময় পর ২০১০ সালের ২৭ জানুয়ারি সেই কলঙ্ক থেকে জাতির মুক্তি ঘটে। বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচারের রায় অনুযায়ী ওই দিন মধ্যরাতের পর পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। এর অনেক পরে খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদকে এ বছর ফাঁসি দেওয়া হয়। তবে বিভিন্ন দেশে পলাতক থাকায় বাকি খুনিদের সাজা এখনও কার্যকর করা যায়নি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে এমপি পাপুলের পক্ষে সৌর বিদ্যুৎ বিতরণ!

    লক্ষ্মীপুরে এমপি পাপুলের পক্ষে সৌর বিদ্যুৎ বিতরণ!

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
    লক্ষীপুরে ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারন জনগনের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।

    লক্ষীপুর সংসদীয় আসন রায়পুরের সাংসদ কাজি শহীদ ইসলাম পাপুলের পক্ষ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অনালোকিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগণের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার লাভলু ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল হক মাহবুব এর উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার নামক স্থানে আজ বৃহস্পতিবার ৪০ প্রতিষ্ঠান ও জনগণের মাঝে ৩০,৬০ ও ১০০ ওয়াটের সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।

    এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদর উপজেলা যুবলীগের সদস্য মো জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ইউনুস হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও আলা উদ্দিন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেছে ৫শ’ বাড়ি-ঘর

    লক্ষ্মীপুরে অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেছে ৫শ’ বাড়ি-ঘর

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : বৃহস্পতিবার বিকাল থেকে জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ও চরআবাবিল ইউনিয়নের প্রায় ১০টি গ্রামে মাছের ঘেরসহ ৫শ’ ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। মাছের ঘের তলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও পানিবন্দি।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, মেঘনা নদী সংলগ্ন হাজিমারা, আলতাফ মাষ্টার মাছ ঘাট, হায়দরগন্জ, চরভৈরবি এলাকা, হাজিমারা ও চরজালিয়ার চিত্র।

    ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবকের মধ্যে হাসিম মাঝি, আইউব আলী, নূর আলম, আউয়াল, সোহেল, আলী আহমেদসহ অনেকে জানান, চরভৈরবি থেকে হাজিমারা বেড়িবাধেঁর বাইরে প্রায় ৫শ’ পরিবার ২৫ বছর ধরে বসবাস করছেন। তারা সবাই জেলে ও দিনমজুর হওয়ায় এখানে বসবাসের কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তার জন্য শক্তিশালি সরকারিভাবে ভেরিবাঁধ নির্মাণ করা হয়।

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানিতে দীর্ঘদিনের পুরোনো বাঁধের নদীর পশ্চিম পাড় এলাকা প্লাবিত হয়। দুপুরে লোকজন ঘুমিয়ে থাকায় হঠাৎ করে প্লাবিত হওয়ায় তারা ছুটাছুটি করে নিরাপদে আশ্রয় নিলেও ঘরের ভেতরের কোনো মালামাল সরাতে পারেনি। একটি প্রাথমিক স্কুলও ডুবে যায়।

    তাছাড়া কয়েকজনের বাড়ির সামনে দিয়ে ঘরবাড়ি নদীতে ভাসিয়ে নিয়ে গেছে, শতাধিক হাঁস মুরগিও মারা গেছে। অনেকের মাছের ঘের তলিয়ে গেছে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    মাছের ঘের মালিক মুফতি আলহাজ্ব তাহের ইজ্জুদ্দীন জাবেরী জানান, মেঘনার অতিরিক্ত জোয়ারে ছোট-বড় অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে বিভিন্ন ধরনের মাছ ভেসে গেছে। তারা দাবি করেন ২০টি ঘের তলিয়ে মালিকদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    এ ঘটনায় জানার পরও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ, চরআবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্লাহ বিএসসি ও উত্তর-চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হোসেন এ রিপোট লেখা পর্যন্ত প্লাবিত অঞ্চল সরজমিন পরিদর্শন করেন নি।

    চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ বিএসসি বলেন, মেঘনা নদীর জোয়ারে সবার ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। কারও ঘরে চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। অনেকে অর্ধাহারে অনাহারে আছেন। প্রশাসনকে জানানো হয়েছে।

    রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। শনিবার সকালে-আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। পরে ব্যাবস্থা নেয়া হবে।

    রায়পুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও ইব্রাহিম বলেন, স্বাভাবিক জোয়ারের চেয়ে মেঘনার পানি ৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই দিনের মধ্যে কমে যাবে।

    ২৪ ঞণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে মেছো বাঘের ৪ বাচ্চা উদ্ধার

    লক্ষ্মীপুরে মেছো বাঘের ৪ বাচ্চা উদ্ধার

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কামারহাটের দক্ষিণে ধন্যপুর টাওয়ারের গোড়া নামকস্থান থেকে ৪টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়।

    আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চন্দন ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত (২৫ জুলাই) শনিবার স্থানীয় ধন্যপুর গ্রামের মুক্তিযোদ্ধা আতিকুর রহমানের ছেলে মটর ম্যাকানিক মোঃ আনোয়ার হোসেন একদম ছোট ছোট ৪টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করে লালন পালন আরম্ভ করে।

    জানা যায়, স্থানীয় জনগণ ধন্যপুর টাওয়ারের নিচে মেছো বাঘ এবং বাচ্চা দেখতে পায়। পরে তারা মা মেছো বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে এবং ছানা ৪টিকে ফেলে চলে যায়। পরবর্তীতে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোড সংলগ্ন বিসমিল্লাহ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর স্বত্তাধিকারী মোঃ আনোয়ার হোসেন বাচ্চা গুলো দেখতে পেয়ে নিজের দায়িত্বে নিয়ে যায়।

    এবিষয়ে জানাতে চাইলে মোঃ আনোয়ার হোসেন জানান, আমি মেছো বাঘের বাচ্চা গুলো পাওয়ার পর ইউটিউবে টিউটোরিয়াল দেখি, কিভাবে বাঘের বাচ্চা লালন পালন করতে হয়। তারপর আমি বাচ্চা গুলোর জন্য আলোর ব্যবস্থা করি যাতে তারা উত্তাপ পায় এবং তাদেরকে নিয়মিত তরল দুধ খাওয়ানোর চেষ্টা করি। এখন তারা তরল দুধ একটু একটু করে খাচ্ছে।

    খবর পেয়ে (৩০ জুলাই) বৃহস্প্রতিবার মেছো বাঘের বাচ্চা গুলোকে দেখতে আসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা চন্দন ভৌমিক। তিনি খবর পেয়ে আনোয়ারের ওয়ার্কসপে আসেন এবং মেছো বাঘের বাচ্চা গুলোকে দেখেন। বাচ্চা গুলো অনেক ছোট বিধায় পশু প্রেমিক মোঃ আনোয়ার হোসেন এর কাছে আপাতত মেছো বাঘের বাচ্চা গুলোকে রেখে যান। পরবর্তীতে যখন বাচ্চা গুলো বড় হবে তখন বন বিভাগ বাচ্চা গুলো নিয়ে যাবে।

    তিনি আরো বলেন বিলুপ্ত প্রায় এই মেছো বাঘের বাচ্চা গুলোকে আশ্রয় দিয়ে লালন পালন করে মোঃ আনোয়ার হোসেন মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করছি তিনি এর যোগ্য পুরস্কার পাবেন।

    এদিকে বাঘের বাচ্চা পাওয়ার খবরে এলাকায় চাঞ্ছল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারন মানুষ প্রতিনিয়ত বাঘের বাচ্চা গুলোকে দেখতে আনোয়ারের ওয়ার্কসপে ভিড় জমাচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই নৌযানকে জরিমানা

    লক্ষ্মীপুরে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই নৌযানকে জরিমানা

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলা-বরিশালগামী নৌযানে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ শুক্রবার ভোলাগামী লঞ্চ ‘দোয়েল পাখি-১’, এবং ভোলা-বরিশালগামী একটি ট্রলারকে (ষ্টীল বডি) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। এতে কোষ্টগার্ড, নৌ-পুলিশ এবং সদর থানা পুলিশ সহযোগীতা করে।

    স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে মজুচৌধুরীর হাটে অতিরিক্ত যাত্রীদের চাপ রয়েছে। এ সুযোগে বর্ষা মৌসুমে নদী উত্তাল থাকা সত্ত্বেও ট্রলারগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে অবৈধভাবে যাত্রী পারাপার করে। এছাড়া ভোলা-বরিশালগামী লঞ্চগুলো ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে বলে জানায় স্থানীয়রা। এতে জীবনের ঝুঁকিতে পড়ে চলাচলকারী যাত্রীরা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ বলেন, ‘মজুচৌধুরীর হাটের যাত্রীবাহী নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে- সকালে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোয়েল পাখি-১ ও একটি ট্রলারকে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই নৌযানকে জরিমানা করা হয়।’

    অভিযানের পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাটের নৌযানগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করলে নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদগামী যাত্রীদের গন্তব্যের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চন্দ্রগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা

    চন্দ্রগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুখোশ পরিহিত অবস্থায় একদল সন্ত্রাসী বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার রাতে স্থানীয় তিতার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

    আহত ব্যবসায়ী মো. হাসানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    আহত হাসানের ছোট ভাই আরাফাত বলেন, ‘আমার ভাই স্থানীয় মনার বাড়ি এলাকার একটি বড় মুদি দোকান ব্যবসায়ী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে আসেন। পরে রাতের খাবার খেয়ে পুকুর ঘাটে পায়চারি করছিলেন। রাত ১২ টার দিকে ৫-৬ জনের মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী পেছন দিক থেকে মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা তার পেটে গুলি করে। গুলির শব্দ পেয়ে ঘর থেকে লোকজন বের হয়ে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

    ‘তবে, কারা কী কারণে এ হামলা করেছ তা জানা যায়নি। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা সেবা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়,’ বলেন হাসানের ছোট ভাই।

    আহত হাসানের মামা শাহজাহান বলেন, ‘ দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসানের পেটে ও শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়। কিন্তু, অপারেশন সাকসেসফুল হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।’

    চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিনতানুর রহমানসহ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন।

    তবে, আহত ব্যবসায়ী হাসানের জ্ঞান ফিরে না আসা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে ও ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে মাস্ক না পরায় জরিমানা

    লক্ষ্মীপুরে মাস্ক না পরায় জরিমানা

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শত টাকা অর্থদন্ড করা হয়েছে। অপরদিকে আজ মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

    আজ বিকালে পৃথক ভ্রাম্যমান আদালতে মোট ১৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

    উল্লেখ্য- মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন।

    রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে-মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জরিমানাও আদায় করা হয়েছে।। জরিমানার অর্থ সরকারি কোষাঘারে জমা দেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরের কমলনগরে জেলার প্রথম হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন চালু

    লক্ষ্মীপুরের কমলনগরে জেলার প্রথম হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন চালু

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে। কমলনগর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগ করোনারোগীদের জন্য জেলায় এ প্রথম এমন ব্যবস্থা চালু করা হয়।

    আজ দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা উদ্বোধন করেন। পরে ফিতা টেনে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা উন্মুক্ত করা হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু, মেডিক্যাল কর্মকর্তা ডা. রেজাউল করিম রাজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরণ।

    হাপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ার মধ্যে দিয়ে তীব্র মাত্রায় অক্সিজেন সংকটে পড়া রোগীদের বিশেষ করে করোনা আক্রান্ত জটিল রোগীদের সেবা দেওয়া সহজতর হবে। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ায় কমলনগরবাসী স্বস্তি প্রকাশ করেন। করোনারোগীদের জন্য ওষুধের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের অভাব পূরণ। সেটা নিয়ে এ হাসপাতাল এখন পুরোপুরি প্রস্তুত।

    হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু হওয়ায় মধ্য দিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা চিকিৎসার ক্ষেতে আরও একধাপ এগিয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, ৫০ শয্যার এ হাসপাতালে ১০ শয্যায় হাই ফ্লো সেন্ট্রাল অক্সিজেনের আওতাধীন থাকবে। এরমধ্যে ৭টি সাধারণ বেড, ২টি কেবিন ও একটি ভিআইপি কেবিনে হাই ফ্লো সেন্টাল অক্সিজেন যুক্ত করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে ক্রেতাশূন্য গরু বাজার

    লক্ষ্মীপুরে ক্রেতাশূন্য গরু বাজার

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : সামনে পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন হাটে বাজারে উঠেছে কোরবানির গরু, কিন্তু ক্রেতাশূন্য।

    ঈদুল আজহা বা কুরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে হাটে পশু উঠতে শুরু করছে। তবে বেচা-বিক্রি তেমনটা শুরু হয়নি। হাটে দর্শক আছে। ক্রেতা নেই! এদিকে অনলাইনেও কোনও সাড়া মিলছে না ক্রেতার।

    এমন পরিস্থিতিতে বেশ দুঃশ্চিন্তায় লক্ষ্মীপুরের খামারিরা। লোকশানের আশঙ্কায় রয়েছে তাঁরা! তবে প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে অনলাইনে গরু বিক্রির জন্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে- এই খরা কেটে যাবে ঈদের দু’চারদিন আগেই।

    লক্ষ্মীপুরের অন্যতম বৃহৎ গরুর হাট সদর উপজেলার বেড়ীর-মাথা গরু বাজার। এখানে রবিবার ও বৃহস্পতিবার হাট বসে।

    আজ লক্ষ্মীপুরের প্রধান গরুর হাটে সরেজমিনে ঘুরে দেখা যায়, করোনায় বন্ধ থাকার পর হাট খোলা হলেও লোকসমাগম খুব সামান্য। খামারি ও বিক্রেতারা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ক্রেতা মিলছে না। দু’একজন যা আসছেন- তাদের দাম কাঙ্খিত নয়। সে কারণে গরু বিক্রি করতে পারছেন না।

    তাদের মতে, মানুষের মধ্যে ঈদ নিয়ে কোনও আগ্রহই নেই। কেননা গত বছর এই সময়ে রাস্তায়, হাটে, খামারে ক্রেতারা কোরবানির জন্যে ঘোরাঘুরি করেছে। কিন্তু এবার কারোরই দেখা মিলছে না।

    গরু বিক্রেতা রাজ্জাক মিয়া বলেন, সিরাজগঞ্জ থেকে বেশ কয়েকটি গরু এনেছি লক্ষ্মীপুরের এ হাটে, বিক্রি করার প্রত্যাশায়, কিন্তু গত বছর যে গরু বিক্রি করেছি ১ লাখ ৮০ হাজার থেকে দু্ই লাখ টাকায়; এবার সেটির দাম ১ লাখের বেশি উঠছে না। গরু বিক্রি না হলে কী যে হবে- তা নিয়ে দুঃশ্চিন্তায় আছি।

    লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. যোবায়ের হোসেন বলেন, এই মুহূর্তে হাটে ক্রেতা কম ঠিকই কিন্তু ঈদ যত সামনে আসবে, কোরবানির পশুর চাহিদাও বাড়বে। তাছাড়া ইতোমধ্যে ফেসবুকের মাধ্যমে কোরবানির পশু বিক্রির একটি প্লাটফর্ম করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক-২

    লক্ষ্মীপুরে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক-২

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রী এক গৃহবধূর নগ্ন ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

    রায়পুর সার্কেলের এএসপি স্পীনা রানী প্রামানিক জানান, বামনী ইউনিয়নের কাজের দিঘির পাড় গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় রোববার সন্ধায় তাদের আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন, ওই গ্রামের মোঃ কালামের ছেলে এরশাদ হোসেন (৪০) ও আবুল মোল্লার ছেলে মো. মুরাদ (৩৫)। অন্য দুইজন পলাতক।

    এলাকাবাসী জানান, গত ১৫ জুলাই রাতে ওই গৃহবধূ তার নীজ ঘরে পোশাক পরিবর্তন করছিলো, এ সময় আগে থেকে ওয়াইফাই সংযোগ দেয়ার নামে কাজিরদিঘিরপাড় বাজারের ডিসলাইনের মালিক মুরাদ তার কর্মচারি মতিনকে দিয়ে কৌশলে গৃহবধূর নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করে তা সংরক্ষণ করে। এরপর গত তিনদিন ধরে এরশাদ, মুরাদ,মতিন ও হানিফ গৃহবধূকে অসামাজিক কাজ করার প্রস্তাব দেয়। এতে গৃহবধু রাজি না হওয়ায় তার নগ্ন ছবি দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করলে প্রথম ধাপে তাদের ৮০ হাজার টাকা প্রস্তাব দেয়া হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।

    রোববার দুপুরে এএসপির নের্তৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরিকার্ডসহ জব্দ করা হয়। তবে ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে।

    এঘটনায় সহকারি পুলিশ সুপার (রায়পুর ও রামগন্জ সার্কেল) স্পীনা রানী জানান, অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওই গৃহবধূর পক্ষ খেকে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

     

  • আড়াই লাখ টাকা দাম হাঁকা হচ্ছে সিরাজগঞ্জ থেকে আসা সবুজের

    আড়াই লাখ টাকা দাম হাঁকা হচ্ছে সিরাজগঞ্জ থেকে আসা সবুজের

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আশা সিরাজগঞ্জ থেকে ষাঁড় গরু সবুজের দাম আড়াই লাখ টাকা হাঁকা হচ্ছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জ থেকে লক্ষ্মীপুর জেলার অন্যতম বৃহৎ গরুর হাটে এসেছে এ সবুজ। এই সবুজ কোনো ব্যক্তির নাম নয়, একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়। শখ করে তার নাম রাখা হয়েছে সবুজ। এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ গরু এটি।

    সিরাজগঞ্জ থেকে কয়েকজন মিলে লক্ষ্মীপুর সদর বেঁড়ীর মাথা গরু হাটে নিয়ে এসেছেন তাঁকে। সুবজের সঙ্গে আনা হয়েছে আরও বেশ কয়েকটি গরু।

    আজ রবিবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, গরুটি দেখতে ইতিমধ্যে উৎসক জনতা ভিড় করছে। বিশাল আকারের এই দেহ নিয়ে সবুজকে নড়াচড়া করতে একটু কষ্ট হয়। গরুটির দাম হাঁকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। তবে এর থেকে দাম কিছু কম হলেও বিক্রি করে দেবে বলে জানায় বিক্রেতা আব্দুর রাজ্জাক।

    তিনি আরো জানান, সকাল থেকে অনেকেই সবুজকে দেখতে এসেছেন। কিন্তু কেউ আশানুরূপ দাম না বলায় বিক্রয় করতে পারছিনা। ওকে বসা থেকে দাঁড় করানো অনেক কষ্টের। আবার শুয়ে থাকলেও দাঁড় করানোও কষ্টের।

    হাটে আসা ক্রেতা পারভেজ বলেন, সকাল থেকে আমি এ হাটের প্রায় অংশই ঘুরে দেখেছি। এটাই এখনও পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু। তবে গরুটির চাওয়া দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে।

    উল্লেখ, লক্ষ্মীপুরের এ বৃহৎ গরুর হাটে ৫০ হাজার টাকার নিচে পশু ক্রয়ে ৫শ’ টাকা ও ৫০ হাজারের ওপরে ১ হাজার টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

    শুক্রবার ভোর রাতে রামগতি-সোনাপুর সড়কের উপজেলার বড়খেরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ উপজেলার চরগাজী এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি স্থানীয় মুন্সীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

    চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, ব্যবসায়ী আলতাফ শুক্রবার ভোর রাতে সিএনজিচালিত অটোরিক্সাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিঁটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ