Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে করোনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

    লক্ষ্মীপুরে করোনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববারের (২১ জুন) প্রথম প্রহরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। সহিদ উল্লাহ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

    স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। পরে হাসপাতালে নিলে তার করোনা শনাক্ত হয়।

    তার অবস্থার অবনতিতে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববারের প্রথম প্রহরে তার মৃত্যু হয়।

    করোনা পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়েছিলেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ায় যুবক আটক

    লক্ষ্মীপুরে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ায় যুবক আটক

    রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জোরপূর্বকভাবে তোলা স্কুলছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাছেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।

    বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

    রাছেল উপজেলার বামনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বামনী গ্রামের জাকির হোসেনের ছেলে। সোমবার (১৫ জনু) রাছেলসহ ৪ জনের বিরুদ্ধে ওই ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যরা হলেন, ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে শারমিন আক্তার, জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন হোসেন শুভ ও আরিফ হোসেন।

    এ ব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুছ মিয়া বলেন, ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাছেল নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সূত্র জানায় , ওই ছাত্রী বামনী ইউনিয়নের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। তার বিধবা মা ওমান প্রবাসী ছুটিতে রায়পুর এসেছে। ওই ছাত্রীকে সহপাঠি ইমন হোসেন তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু ছাত্রী রাজি হয়নি। গত ঈদুল ফিতরের দিন ইমন কৌশলে তাকে ঘুরতে নিয়ে যায়। এসময় ইমনের সহযোগীরা সঙ্গে ছিল। তখন জোরপূর্বক ওই ছাত্রীর কয়েকটি আপত্তিকর ছবি তোলা হয়। এরপর থেকে প্রায়ই ইমনের বাবা জাহাঙ্গীর মোবাইলফোনে ওই ছাত্রীর মাকে কল দিয়ে তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাপ দেয়। কিন্তু বাল্যবিয়ে দিতে নিষেধ করায় জোরপূর্বকভাবে তোলা ওই ছাত্রীর আপত্তিকর ছবিগুলো রবিবার (১৪ জুন) ইমনের সহযোগী রাছেল তার ফেসবুক আইডিতে পোষ্ট করে। সেখানে খারাপ কিছু লেখাও পোষ্ট করে রাছেল।

    স্কুলছাত্রীর মা জানান, স্বামী মারা যাওয়ার পরে মেয়েকে তার (ছাত্রীর মা) বাবার বাড়িতে রেখে ওমান চলে যান। ছুটিতে তিনি দেশে এসেছেন। এখন মেয়েকে নিয়ে তিনি দুঃশ্চিন্তায় রয়েছেন। মেয়েকে রেখে বিদেশ গেলে অভিযুক্তরা তুলে নিয়ে যাওয়ার শঙ্কা করছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

    লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর, রামগতি ও রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

    বৃহস্পতিবার গভীররাতে রামগতির চর আবজালের আবদুল মোমিন, রামগঞ্জের দরবেশপুরে মোরশেদ আলম এবং আঙ্গারপাড়ার বাবুল মিয়ার মৃত্যু হয়। এছাড়া সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে মারা যায় আরো এক ব্যাক্তি। নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    এ দিকে নতুন করে জেলায় আরো ৪৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫শ’ ৪৯জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২শ’ ৫৪জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখন পর্যন্ত ১১জন। আর উপসর্গ নিয়ে নতুন চারজনসহ মারা গেছে অর্ধশতাধিক ব্যাক্তি।

    অপরদিকে লক্ষ্মীপুর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ এ চারটি পৌরসভা ও কমলনগর উপজেলা এবং সদরে ৭টি ইউনিয়নসহ ১৫টি ইউনিয়নকে “রেড জোন” চিহিৃত করে লকডাউন চলছে। ৪র্থ দিনের মতো চলছে লকডাউন। তবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন ও পৌরসভা। তবে গতদিনের তুলনায় শুক্রবার ছিল লকডাউন ঢিলাঢালাভাব।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জানান, যেসব ওয়ার্ডে রেড জোন চিহিৃত করে লকডাউন দেয়া হয়েছে। সেসব ওয়ার্ডে লকডাউন বাস্তবায়ন করার জন্য ওয়ার্ড কাউন্সিলরা কাজ করছেন। লকডাউন কার্যক্রর করতে পৌরসভার পাশাপশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরো সোচ্ছার হতে হবে। তাহলে লকডাউন বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি।

    সিভিল সার্জন ডা. আবদুর গফ্ফার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তিরা জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। আর এসব ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লকডাউন করা হয়েছে নিহতদের বাড়ি।

    পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, যেভাবে করোনার সংক্রমন বাড়ছে। লকডাউন ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই বাস্তবায়ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেন তারা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পাপুলসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

    পাপুলসহ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের চিঠি

    লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

    বুধবার (১৭ জুন) দুদক থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞার অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

    তিনি বলেন, ‘সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং সেলিনার বোন জেসমিন যেনও দেশত্যাগ করে কোথাও যেতে না পারেন সেই ব্যাপারে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।’

    দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে ইমিগ্রেশন পুলিশকে এই অনুরোধ জানানো হয়। আরও অনুসন্ধানের স্বার্থেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক পাপুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় বলে জানিয়েছে দুদক।

    তবে সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল বর্তমানে দেশে নেই। মানব ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন তাকে কুয়েতে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর হত্যা

    স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর হত্যা

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:ঘরে একা পেয়ে হিরা মনি (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পশ্চিম গোপীনাথপুর, আজিম উদ্দীন পাটোয়ারী বাড়িতে।

    পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    এসময় জিজ্ঞাসাবাদের জন্য আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

    মৃত হিরা মনি পশ্চিম গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে ও স্থানীয় পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

    খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এসময় তারা প্রতিবেশী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হিরা মনির বাবা হারুন ক্যান্সার রোগে আক্রান্ত। তার বাবা ঢাকায় হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা ও ছোট দুই ভাইবোনও বাবার সঙ্গে ঢাকায় আছে। হিরা মনি হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল। শুক্রবার সকালে সে নিজেদের বাড়ি পশ্চিম গোপীনাথপুরে আসে। ঘরে সে একাই ছিল। এর মাঝে সে পাশ্ববর্তী এক বাড়িতে গিয়ে কিছু সময় ছিল। এরপর সে আবার ঘরে চলে আসে। কিন্তু দুপুর ২টার দিকে ওই বাড়ির এক নারী তাকে ঘরে ডাকতে যায়। সেখানে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখতে পায়। তার শরীর ছিল খাটে, পায়ের অংশ মাটিতে ছিল। ধারনা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

    নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরামনি আমাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দিয়ে যাই। বিকেলে এমন ঘটনা শুনতে হবে, তা কল্পনাও করিনি। যারা তাকে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।

    পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন জানান, হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, ঘটনাটি খুবই বিভৎস। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করছি। যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

    এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীকে উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাশ্ববর্তী বাড়ির দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে জনতার হাতে ৮ ছিনতাইকারী ধৃত

    লক্ষ্মীপুরে জনতার হাতে ৮ ছিনতাইকারী ধৃত

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধির:লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী থেকে ছিনতাইকালে ৮ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

    বৃহস্পতিবার ভোররাতে ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের পালেরহাট উত্তর বাজারের ঈদগাহ সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো, ফারুক হোসেন (২০), শরীফ হোসেন (২০), নাহিদ হোসেন (১৯), আরিফ হোসেন বাবু (১৯), মোঃ তুষার ইমরান (২০), মোঃ শাওন (২১), শাফায়েত হোসেন (২০) ও মোঃ সোহেল হোসেন (২০)। তারা সবার বাড়ি ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

    জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সমিতির হাট এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়িরে উদ্দেশ্যে যাচ্ছিল। পালেরহাট নামক এলাকায় পৌছলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে।

    পরে পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে।

    এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-১১, তারিখ-১১/০৬/২০২০খ্রি, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সং/২০১৮ সনের ৪(১)।

    সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

    লক্ষ্মীপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গেলে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

    আজ শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার চররুহিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিশোরী ফারজানা আক্তার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নন্দী বাড়ির দরিদ্র রিক্সা চালক বাসু মিয়ার কন্যা।

    এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিক্সা করে কিশোরী মেয়ে তার মায়ের সাথে জেলা শহর লক্ষ্মীপুর যাওয়ার সময় অসাবধানতাবশত গলার ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে করে ফারজানার গলায় ফাঁস লাগে।

    আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে পথে মারা যায়।

    এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞার নিকট জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমি জেনেছি, এটি একটি নিছক দুর্ঘটনা, পরিবারের লোকজন এসে আমার নিকট নিয়ম অনুসারে সৎকার করতে চাইলে আমি তাদের সাথে একমত পোষণ করি।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০, আটক-৩

    লক্ষ্মীপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-১০, আটক-৩

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ নেতা ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ তাদের লোকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

    এসময় স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটসহ প্রায় ১০ জন আহত হয়েছে। গুরুত্বর জখম ৫ জনকে রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সংবাদ পেয়ে ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় দাদন মোল্লা, মান্নান ও সোহেল নামে তিনজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে ।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালের দিকে (১১ জুন) উপজেলার দক্ষিন চরবংশী ইউপির মিয়ারহাট বাজারে।

    আহতরা হলেন,আ’লীগ নেতা দাদন মোল্লা, স্বেচ্ছা সেবকলীগ নেতা শাহজালাল রাহুল, মোঃ ইউসুফ, মোঃ মনির, জলিল মিয়া, রুহুল আমীনসহ ১০জন। এবং ওই বাজারের দক্ষিন চরকাচিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি দরজা-জানালা, একটি ক্লাব ঘর, মোঃ আলতাফ, মোতালেব হোসেন, রব হাওলাদার, রাজা মুন্সি ও মোঃ বাবুলের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

    কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ২০১২ সাল থেকে দলীয় কোন্দলসহ চরবংশী ইউপির মেঘনার তীরে চরের খাস জমি ও সয়াবিন নিয়ে ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি দাদন মোল্লা ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজালাল রাহুলের মধ্যে বিরোধ চলছে। কয়েকবার উভয় পক্ষে হামলা ও মামলা হয়েছে। একই বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন পর বাড়ী এসে দুপুরে (১১জুন) শাহজালাল রাহুল তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় দাদন মোল্লার সাথে রাহুলের তর্কবিতর্ক হলে এক পর্যায়ে উভয় পক্ষের লোকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এঘটনায় আ’লীগ নেতা দাদন মোল্লা ও শাহজালাল রাহুল একে অপরের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

    রায়পুর চরবংশী হাজিমারা ফাঁড়ি থানার ওসি পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দু’পক্ষের-তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুর ১০ জনসহ জেলায় নতুন আক্রান্ত রোগী ১৭

    লক্ষ্মীপুর ১০ জনসহ জেলায় নতুন আক্রান্ত রোগী ১৭

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলায় ১০ জন সহ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ ব্যক্তি। এরমধ্যে জেলা শহরে ৬ জনসহ সদর উপজেলার পার্বতীনগরে ২, চন্দ্রগঞ্জে ১ এবং কুশাখালীতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়াও রামগঞ্জ উপজেলায় ৩, রায়পুর উপজেলায় ১, কমলনগর উপজেলায় ১ ও রামগতি উপজেলায় ২ জনের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট এসেছে। এনিয়ে জেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩শ’ ২২ জনে।

    আজ (৯ জুন) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

    সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২শ’ ৮টি টেষ্ট সম্পন্ন করে ১৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ১শ’ ৯১ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে।

    এনিয়ে জেলায় টেষ্ট সম্পন্ন হয়েছে ৩ হাজার ৪শ’ ৪১ জনের। এর মধ্যে ৩২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

     

  • লক্ষ্মীপুরে করোনায় দুই পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ১২

    লক্ষ্মীপুরে করোনায় দুই পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ১২

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ জন।নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জ উপজেলার ৭, রায়পুর উপজেলার ২, কমলনগ, সদর ও রামগতি উপজেলায় একজন করে রয়েছে।

    এদের মধ্যে রামগঞ্জ উপজেলায় পুলিশের এ এসআই ও এক সদস্য রয়েছে বলে জানা যায়।

    এছাড়াও ঢাকা থেকে শনাক্ত হওয়া রামগতি উপজেলায় এক রোগী রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২শ’৬৭ জন। সুস্থ হয়েছে ১শ’ ৩৮ জন ব্যক্তি।

    আজ দুপুরে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে নতুন ১০ জনসহ করোনা রোগী ২৫২

    লক্ষ্মীপুরে নতুন ১০ জনসহ করোনা রোগী ২৫২

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে নতুন করে ৩৪ জন ব্যক্তির করোনাভাইরাস টেষ্ট করে ১০ জনের পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত ২শ’ ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন রোগী।

    আজ (৩ জুন) বুধবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করে।

    সূত্র আরো জানায়, আজ দুপুরে (NSTU) প্রাপ্ত ৩৪ রেজাল্টে ১০ জনের পজেটিভ আসে। বাকী ২৪ জন ব্যক্তির নেগেটিভ রেজাল্ট এসেছে। শনাক্তকৃত ১০ জনই লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।

    লক্ষ্মীপুর সদর উপজেলার শনাক্তকৃত নতুন ১০ রোগীর বিভাজন

    ০১। ০৬নং বাঙ্গাখা ইউনিয়ন- ০১ জন
    ০২। ১৪নং মান্দারী ইউনিয়ন- ০৪ জন
    ০৩। ১৫নং লাহারকান্দি ইউনিয়ন- ০১ জন
    ০৪। পৌরসভা- ০৪ জন

    সনাক্তকৃত ১০জন নতুন করোনারোগীসহ সদর উপজেলায় সর্বমোট সনাক্ত ১শ’ ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০জন। মৃত্যুর পর সনাক্ত ০২জন।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে বাস যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়

    লক্ষ্মীপুরে বাস যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বাস যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

    ঢাকা থেকে লক্ষ্মীপুরের সড়ক পথের দূরত্ব ১৭৩ কি.মি.। বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার নন এসি বাসের কি.মি. প্রতি ভাড়া ১ টাকা ৪২ পয়সা করে ১৭৩ কি.মি. এর ভাড়া আসে ২৪৬ টাকা। আর বিদ্যমান নন এসি বাসগুলি নেয় ৪০০ টাকা করে অর্থাৎ বাস মালিকরা অলরেডি টিকিট প্রতি ১৫৪ টাকা (৬৩%) বেশি নিচ্ছে। দীর্ঘদিন থেকে এ রুটে বাস ভাড়ার এই নৈরাজ্য চলে আসছে।

    এখানে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে, এ রুটে বর্তমানে ইকোনো, ঢাকা এক্সপ্রেস, রয়েল, মীয়ামী, জোনাকী, জননীসহ আরও কয়েকটি বাস সার্ভিস চালু রয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বাস যাত্রী বলেন, আমাদের বাধ্য হয়ে যেতে হয়, সরকারের কোন অথরিটি আছে বলে মনে হয় না, দীর্ঘদিন থেকে এরকম একটা পরিবহন নৈরাজ্য চলে আসছে। এ বিষয়ে বিআরটিএ নির্ধারীত ভাড়া বাস্তবায়নে জন্য আহবান জানান তিনি।

    ৬০% ভাড়া বৃদ্ধিতে বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার নন এসি বাসের ২৪৬+(২৪৬*৬০%)=৩৯৩ টাকা। মানে বাস মালিকরা বর্তমান ভাড়ায় টিকিট বিক্রি করলেও অতিরিক্ত ৩% ভাড়া বেশি পায়। কিন্তু তারা নিচ্ছে ৪০০+(৪০০*৬০%)= ৬৪০ টাকা। মানে বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার নন এসি বাসের বর্তমান ভাড়া হয় ২৪৬ সেখানে একজন যাত্রীকে দিতে হবে ৬৪০ টাকা যা ৩৯৪ টাকা বেশি, বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়েও ১৬১% বেশি।

    আর ৬০% বৃদ্ধিতে ৩৯৩ টাকার ভাড়া ৬৪০ টাকা দিলে একজন যাত্রীকে ২৪৭ টাকা বেশি দিতে হবে, যা বর্তমান বিআরটিএ এর নির্ধারিত ভাড়া (২৪৬)র ১০০% বেশি।

    কয়েকটি কাউন্টার এর ম্যানেজারের সাথে কথা বলে জানা যায়, এই ভাড়াটি মূলত তাদেরকে মালিকপক্ষ নির্ধারন করে দিয়েছেন, তার সাথে ৬০% ভাড়া বেশি যোগ করলে ৬৪০ টাকা হয়, আমরা তার থেকে বেশি নিচ্ছিনা, এ বিষয়ে মালিকপক্ষ বলতে পারবে বলে তারা জানান।

    ২৪ ঘণ্টা/এম আর