Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে পিকআপ চাপায় ছাত্র নিহত

    লক্ষ্মীপুরে পিকআপ চাপায় ছাত্র নিহত

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে দ্রুতগামী বালু বাহী পিকআপ ভ্যানের চাপায় নাইম নামের ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

    মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামের ইলির গোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিশু নাইম একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও লক্ষ্মীপুর আল মুহিন ইসলামী একাডেমীর নূরানী বিভাগের ছাত্র।

    স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালু বাহী ড্রাম ট্রাক শিশু নাইমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক চালক ও পিকআপ দুটিকে আটক করেছে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারের উপর হামলা

    লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারের উপর হামলা

    লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘লক্ষ্মীপুরে হাঁসের খামারের বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে জানে মেরে ফেলার হুমকি-ধামকি দিচ্ছে ওই খামারের মালিক পক্ষ।

    জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়া সাহেবের নতুন বাড়ির পাশেই হাঁসের খামারে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ৮ বছরের শিশুর মৃত্যু হয়।

    খবর পেয়ে দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমরান হোসেন এবং গ্লোবাল টেলিভিশন,২৪ ঘণ্টা ডট নিউজ, দৈনিক বাংলা সময় ও লন্ডন টাইমস জেলা প্রতিনিধি আবীর আকাশ সরজমিনে তথ্য সংগ্রহে গেলে শরীফ নামের এক সন্ত্রাসীর বাধার মুখে পড়েন।

    উক্ত সংবাদ প্রকাশিত হওয়ায় হাঁসের খামার মালিক ও ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মাহমুদ ও তাঁতীদলের ইউনিয়ন সভাপতি মোসাদ্দেক হোসেন জিকুর নেতৃত্বে শরিফ ও কবিরসহ ২০/২৫ জনের বিএনপিপন্থী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক এমরান হোসেনের বাড়িতে রাতের অন্ধকারে হামলা করে। এ সময় সাংবাদিক এমরান হোসেনকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন মঞ্জুকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

    জানা গেছে সন্ত্রাসীরা সাংবাদিক এমরান হোসেনকে জানে মেরে ফেলার হুমকি ধামকি প্রদান করে প্রকাশ্যে মহড়া দিতে থাকে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান বলেন- আমি সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পালিয়ে যাওয়ায় কাউকে ধরতে পারেনি পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।

    এই নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন ওই সাংবাদিক পরিবার। আইনের আশ্রয় নেয়ার কথাও জানালেন সাংবাদিক এমরান হোসেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে লক্ষ্মীপুরে।

    লক্ষ্মীপুরের জায়েদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (২৯ মে) পৌর এলাকার গোডাউন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া।

    গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম পৌরসভার ৮ নং ওয়ার্ড পুরাতন গরু হাটার মিন্টু চেয়ারম্যান বাড়ীর মৃত বশির উল্ল্যার ছেলে।

    এসআই সোহেল মিয়া বলেন, র্দীঘদিন যাবত হত্যা মামলার আসামী ইব্রাহীম বিদেশে আত্মগোপনে ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের গোডাউন রোড থেকে গ্রেফতার করি।

    পুলিশ জানায়, ২০০০ সালে জায়েদকে হত্যা করা হয়। ওই ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। লক্ষ্মীপুর সদর থানায় মামলা নং ০৮(০৯)০০ ওই হত্যা মামলায় আদালত ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

    লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৩৭; মোট ১৮৬

    লক্ষ্মীপুরে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৩৭; মোট ১৮৬

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলায় একদিনে সর্বোচ্চ ৩৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ২০, রামগঞ্জে ৭, কমলনগরে ৭, রামগতিতে ২ ও লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেয়া চাঁদপুরের ১ চাকুরীজীবি শনাক্ত হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর সদরে ১ ও রায়পুর উপজেলার ১ জন পুরাতন শনাক্ত ব্যক্তি রয়েছে। এনিয়ে লক্ষ্মীপুর জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন।

    আজ সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

    সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার (NILMRC) এ বিগত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগৃহীত নমুনা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে আজ রেজাল্ট পাওয়া যায়। সর্বমোট প্রাপ্ত রেজাল্ট ২শ’ ৮৫। এরমধ্যে নতুন পজেটিভ ৩১ জন।

    এছাড়াও NSTU হতে প্রাপ্ত- পজেটিভ- ৫ (কমলনগর) ও ঢাকা হতে আগত ১ (সদর) রয়েছেন। সর্বমোট জেলায় নতুন ৩৭ জন আক্রান্ত রোগী। এনিয়ে সর্বমোট রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন। এর আগে জেলায় পজেটিভ রোগীর সংখ্যা ছিল ১শ’ ৪৯ জন।

    সদর উপজেলা লক্ষ্মীপুরে সনাক্ত ২০ জন করোনারোগী বিভাজন

    ১। লক্ষ্মীপুর পৌরসভা-০৭ জন
    ২। দক্ষিণ হামছাদী ইউনিয়ন- ০১ জন
    ৩। দালাল বাজার ইউনিয়ন- ০১ জন
    ৪। পার্বতীনগর ইউনিয়ন- ০১ জন
    ৫। বাঙ্গাখাঁ ইউনিয়ন- ০১ জন
    ৬। মান্দারী ইউনিয়ন- ০৪ জন
    ৭। লাহারকান্দি ইউনিয়ন- ০২ জন
    ৮। কুশাখালী ইউনিয়ন- ০২ জন।
    ৯। তেওয়ারীগঞ্জ ইউনিয়ন- ০১ জন।

    লক্ষ্মীপুর সদর উপজেলায় অদ্য ২০ জনসহ সর্বমোট ৭৯ জন করোনারোগী সনাক্ত। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬জন। মৃত- ১ জন (মৃত্যুর পর স্যাম্পল থেকে সনাক্ত)।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়িতে হামলা;আহত ৮

    লক্ষ্মীপুরে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়িতে হামলা;আহত ৮

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় অন্তত ৮জন আহত হয়। এসময় সন্ত্রাসীরা বশতঘরে হামলা-ভাঙচুর চালিয়ে নগদ ও স্বর্ণালঙ্কারসহ দুইলক্ষ টাকার মালামাল লুটে নেয়।

    বুধবার বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের মুন্সী হাজী বাড়ির প্রবাসী আলমগীরের বশতঘরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

    এ ঘটনায় বৃহস্পতিবার(২৮মে) সকালে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

    আহতরা হলেন-:প্রবাসীর ভাই মহিন, সোহেল, বেলাল হোসেন, সিরাজ, ফজু মিয়া, কালা, সবুজ, ছকিনা ও আলতাফ হোসেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, চর রুহিতা গ্রামের মুন্সী হাজী বাড়ির আবুধাবী প্রবাসী আলমগীরের পরিবারের কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো একই এলাকার নিশান ও তার সহযোগীরা। দাবীকৃত টাকার জন্য দুপুরে প্রবাসীর ভাই মহিনকে মোবাইল ফোনে ডেকে এনে মারধর করে নিশান।

    এরপর ফের বিকেলে নিশানের নেতৃত্বে লিটন, মাসুদ, নয়ন, কাদেরসহ ১৫/২০জনের সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রবাসীর বশতঘরে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা বশতঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুইলক্ষ টাকার মালামাল লুটে নেয়। একপর্যায়ে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় ওই পরিবারের অন্তত ৮জনকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

    প্রবাসীর মা শাহিদা বেগম ও বোন নিপু জানান, ৭ লাখ টাকা চাঁদার টাকা না দেয়ায় বাড়ি ঘরে হামলাা চালিয়ে লুটপাট করেছে। এঘটায় নিশানসহ জড়িতদের বিচার দাবী করেন তারা।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত সাহেব মিয়া বাড়ির মৃত সাহেব মিয়ার ছোট ছেলে শাহাদাত নামের আট বছরের একটি শিশু ছেলে স্থানীয় হাঁসের খামারে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

    নিহত শাহাদাতের বড় ভাই কামরুল হোসেন জানান- আমার ভাই হাঁসের খামারে খেলতে গেলে পার্শ্ব সংযোগ বা সাইট লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও আহত হই। পরে আমার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ততোক্ষণে শাহাদাতের মৃত্যু ঘটে। কামরুল আরো জানান পার্শ্ব সংযোগটি হাঁসের খামারের টিনের বেড়ার সাথে সংযুক্ত থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহজে শাহাদাতের মৃত্যু হয়।

    জানা গেছে অবৈধ পার্শ্ব সংযোগটি স্থানীয় এলাচ মিয়ার বাড়ি থেকে খোলা বিলের মধ্যখান দিয়ে হাঁসের খামারে আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য এলাচ মিয়াকেও পাওয়া যায়নি।

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কয়েকজন স্থানীয় বখাটে শরীফের বাধার মুখে পড়েন।

    অবৈধ বিদ্যুৎ সংযোগের স্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর বিষয়ে স্থানীয় অ্যাডভোকেট ইমাম উদ্দিন এনাম বলেন ‘শিশুটির মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ‘এবং এইভাবে যেন উন্মুক্তভাবে পার্শ্ব সংযোগ বা সাইট লাইন দেওয়া না হয় সেদিকেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

    শাহাদাত নামের আট বছরের শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারীকে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    হাঁসের খামারের মালিক কবির, জিকু, ফারুকসহ চারজন। এদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং ফোন করেও এদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান বলেন – এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে ভেঙ্গে গেছে নদী তীর রক্ষা বাঁধ

    লক্ষ্মীপুরে ভেঙ্গে গেছে নদী তীর রক্ষা বাঁধ

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লক্ষ্মীপুরে মধ্যরাতে ২০০ মিটার মেঘনা নদী তীর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। সকালে বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয় মজু চৌধুরীর হাট-মতিরহাট সড়ক যোগাযোগ। বর্তমানে ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে লোকালয়ে ঢুকছে মেঘনা নদীর জোয়ারের পানি।

    এতে করে জেলা সদর ও কমলনগর উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার বাসিন্দা বর্তমানে ভোগান্তির শিকার হচ্ছেন।

    নষ্ট হচ্ছে ফসলী জমি। খুব শীঘ্রই বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদী তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে নতুন ৬ জনসহ করোনা আক্রান্ত ১শ’ ৩২ জন

    লক্ষ্মীপুরে নতুন ৬ জনসহ করোনা আক্রান্ত ১শ’ ৩২ জন

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরো ৬ জন শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।

    বৃহস্পতিবার রাতে ৬ এবং সকালে ১৬ মোট ২২জনের তথ্য প্রদান করে প্রতিষ্ঠানটি। এতে জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ১শ’ ৩২জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন।

    নতুন শনাক্ত হওয়া সদর উপজেলায় ১৪জন, কমলনগর উপজেলায় ২জন, রায়পুর উপজেলায় ১জন ও রামগঞ্জ উপজেলায় ৫জন।

    সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় এনএসটিইউতে ৬২ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ৫৬ জনের। আর পজেটিভ আসে ৬ জনের এবং এর আগের দিনের ৩৮ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ২২জনের। আর পজেটিভ আসে ১৬ জনের। এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট ১৩২জন করোনা রোগী শনাক্ত হয়।

    এদের মধ্যে সদরে ৪৯ জন, রামগঞ্জে ২৭জন, রায়পুরে ৩৪ জন, রামগতিতে ১২ জন ও কমলনগরে ১০জন রয়েছেন।

    এছাড়া জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন। তাদের মধ্যে রামগঞ্জে ১৭জন, কমলনগরে ৬জন, রামগতি ৫জন এবং সদরে ১২জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নতুন আক্রান্ত ১১: লক্ষ্মীপুরে একশ ছাড়ালো করোনা রোগী, ঈদ যাত্রী ঢুকছে রাতের আঁধারে!

    নতুন আক্রান্ত ১১: লক্ষ্মীপুরে একশ ছাড়ালো করোনা রোগী, ঈদ যাত্রী ঢুকছে রাতের আঁধারে!

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে লক্ষ্মীপুরে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১১ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একশ ছাড়িয়ে দাঁড়ালো ১১০ জনে।

    ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসছে ঈদ যাত্রীরা। এতেকরে তীব্র থেকে তীব্র আকার ধারন করতে পারে করোনা। হতে পারে ভয়ংকর পরিস্থিতি।

    এদিকে নতুন আক্রান্ত সাতজন সদর উপজেলার, দুইজন রায়পুুর উপজেলার ও দুইজন রামগতি উপজেলার বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত ১১০ জনের মধ্যে ৩৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৭১ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন।

    বুধবার (২০ মে) সকালে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বিষয়টি নিশ্চিত করেন।

    সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, গত ২৪ ঘন্টায় ১৫২ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ১৩৮ জনের। আর পজেটিভ আসে ১১ জনের। পজেটিভ ১১ জনের মধ্যে সদর উপজেলার সাত জন, রায়পুর উপজেলার দুইজন ও রামগতি উপজেলার দুইজন রয়েছেন। লক্ষ্মীপুরে সর্বমোট ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ৩৫ জন, রায়পুরে ৩৩ জন, রামগঞ্জে ২২ জন, রামগতিতে ১২ জন ও কমলনগরে ৮ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

    তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ১৫ জন, সদরে ১২ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ৬ জন, রামগতিতে ৫ জন। এছাড়া রামগঞ্জে এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে।

    এদিকে করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরে ফের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া শপিংমল ও পোশাক বিতানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বন্ধের ঘোষণা চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আম্পানের প্রভাব: লক্ষ্মীপুরে উপকূলজুড়ে ভাঙন আতঙ্ক!

    আম্পানের প্রভাব: লক্ষ্মীপুরে উপকূলজুড়ে ভাঙন আতঙ্ক!

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। ঝুঁকিতে রয়েছেন লক্ষ্মীপুরের উপকূলের বাসিন্দারা। প্রতিমুহুর্তে মুহুর্তে আসে দমকা হাওয়া। সাথে আছে পসলা বৃষ্টি। একদিকে যেমন পাকা ধান, সয়াবিন,ডাল তোলার এখনো বাকি তেমনি আম,জাম, কাঁঠাল, জামরুলসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

    বুধবার (২০ মে) সকাল থেকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে তীব্র স্রোত ও প্রবল ঢেউ উঠছে। বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে রয়েছে ভাঙন আতঙ্ক।

    সূত্র জানায়, আবহাওয়া অধিদপ্তর থেকে লক্ষ্মীপুরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    আম্পানের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। গত দুই-তিন দিনের চেয়ে বুধবার নদীতে পানির উচ্চতা প্রায় ৩ ফুট বেড়েছে। উপকূলে প্রবল বাতাস বইছে। একইসঙ্গে মেঘনা উত্তাল হয়ে পড়ায় উপকূলে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

    জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। কিন্তু খাবার না দেওয়ার অভিযোগে আশ্রয়কেন্দ্রে আসা মানুষগুলো আবার বাড়িতে ফিরে যাচ্ছেন।

    মেঘনা উপকূলীয় এলাকা কমলনগরের মতিরহাট, বাত্তিরখাল ও রামগতি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে ১ ফুট বেড়েছিল। এছাড়া রাতভর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

    বুধবার সকালে মেঘনা আরও উত্তাল হয়ে ওঠে। পানির উচ্চতা বেড়েছে প্রায় ৩ ফুট। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলজুড়ে।

    দুপুর ১২টার দিকে প্রবল বাতাস ও নদীর পানির ঢেউয়ের আঘাতে রামগতিঘাটে একটি মাছ ধরার নৌকা ভেঙে গেছে।

    অন্যদিকে সারা বছরই কমলনগর উপজেলায় মেঘনার তীরবর্তী অঞ্চলে ভাঙন অব্যাহত থাকে। এই উপজেলার লুধুয়া, ফলকন, চরকালকিনিসহ মেঘনার বিভিন্ন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বিলীন হয়ে গেছে অনেক বাড়িঘর, সরকারি-বেসরকারি বহু স্থাপনা। প্রতিদিনই ভাঙন আতঙ্কে দিনকাটে এই উপকূলের বাসিন্দাদের।

    আম্পানের প্রভাবে মেঘনা ভয়াবহ রূপ নিয়েছে। এতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে উপকূলজুড়ে। এ কারণে নিজের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে রাজি হচ্ছেন না উপকূলের বাসিন্দারা।

    খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪০ বছরেও লক্ষ্মীপুরের মেঘনা উপকূলে ভাঙন আতঙ্ক কাটেনি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নদী শাসনের কাজ করবেন বলে বরাবর ভোটারদের আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু ভোট শেষ হয়ে গেলে তারা ভুলে যান নদী শাসনের কথা। উপকূলের অসহায় মানুষগুলোর পাশেও দাঁড়ান না প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধিরা।

    কমলনগর উপজেলার লুধুয়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, মেঘনায় প্রবল স্রোত বইছে। এতে উপকূলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে পারে। বুধবার সকাল থেকে থেমে থেমে প্রবল বেগে বাতাস বইছে। কিছুক্ষণ সূর্যের আলো দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ পুরো এলাকা অন্ধকার হয়ে যাচ্ছে। সবমিলিয়ে চাপা আতঙ্ক কাজ করছে উপকূলের মানুষের মাঝে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

    লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

    প্রবাসীর স্ত্রী রেখা আক্তারের অভিযোগের ভিত্তিতে জানা গেছে -লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রওশন আলী মাঝি বাড়ি প্রকাশ দজ্জাল বাড়ির সানাউল্লার ছেলে ইসমাইল দীর্ঘদিন থেকে একই বাড়ির প্রবাসী শফিকের স্ত্রী রেখা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় তার ঘর থেকে বাহির হওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ইসমাইল। পরে অন্য স্থান দিয়ে সাঁকো ব্যবহার করে রেখা বেগম যাতায়াতে করেন।

    ঘটনার দিন সোমবার রেখা বেগমের বাড়ির উপর দিয়ে ইসমাইল তার কামলা নিয়ে যাওয়ার সময় রেখা বেগম প্রতিবাদ করলে ইসমাইল তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার গলায় থাকা আট আনা ওজনের সোনার চেইন ও আট আনা ওজনের সোনার কানের দুল নিয়ে যায় বলে রেখা বেগম জানান। এসময় রেখা বেগমের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে পাঠায়।

    এরপরও উত্ত্যক্তকারী ইসমাইলের হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভয়ে রেখা বেগম ও তার সাবালিকা মেয়ে নিয়ে বাপের বাড়িতে থাকেন বলে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে জানান।

    খোঁজ নিয়ে জানা গেছে উত্ত্যক্তকারী ইসমাইল গত ১৫ দিন আগে তার আপন খালাতো বোন বানেসা আক্তারের সাথে অবৈধ সম্পর্কের সম্পর্কে হাতেনাতে ধরা পড়ে সালিশের মাধ্যমে ১৫ বেত দেয়াসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ইসমাইল অত্র এলাকাতে কাউকে পরোয়া করে না। যাকে তাকে মারধর করে এবং নারীদের বিভিন্ন কুপ্রস্তাব দেয়াসহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী-পুরুষ জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • লক্ষ্মীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু

    লক্ষ্মীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:
    চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীর পরকিয়া সন্দেহে রায়পুরের জামাতার উপুর্যপরি ছুরিকাঘাতে স্ত্রী তানজিনা আক্তার রিতুর নিহত হওয়ার পর এবার শাশুড়ি পারভীন আক্তারও মারা গেছেন।

    ছুরিকাঘাতে তাৎক্ষনিক স্ত্রী রিতুর মৃত্যু হলেও শাশুড়ি পারভীন দুইদিন চিকিৎসাধীন থেকে শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু বরণ করেন।

    এদিকে খুনের ঘটনায় ঘাতক জামাতা আল মামুন মোহনকে বৃহষ্পতিবার বিকালে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে হাজির করা হলেও সে অস্বীকার করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    মা ও মেয়ে খুনের ঘটনায় শুক্রবার সকালে তাদের বড় মেয়ে ও স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠেছে।

    এদিকে খুনের ঘটনায় রিতুর স্বামী আল মামুন মোহনকে প্রধান ও তার ভাই এবং বোনকে আসামী করে নিহত রিতুর চাচা লিয়াকত খান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী জাকারিয়া অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড- আবেদন করবেন বলে জানিয়েছেন।

    জানা গেছে, লোহমর্ষক এই ঘটনার পর ছুরিকাঘাতে গুরুতর আহত ঘাতক মোহনের শাশুড়ি পারভীন আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে। ঢাকা নেয়ার পথে শুক্রবার ভোরে তিনি মৃত্যু বরণ করে। শুক্রবার সকালে তার লাশ থানায় আসার পর পুলিশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

    এদিকে নিহত কলেজ ছাত্রী ও গৃহবধূ রিতুর ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    উল্লেখ্য, নৃশংস এই খুনের ঘটনা (১৩ মে) বুধবার ইফতার পুর্ব সময়ে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকার পাশে খান বাড়ীতে এই ঘটনা ঘটে।

    শুক্রবার সকালে নিহতদের বড় মেয়ে ও স্বজনরা জানান, আড়াই বছর পুর্বে পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামের নর্দমার পাশে বেপারি বাড়ীর মৃত মনতাজ মাস্টারের ছেলে প্রবাস ফেরত আল মামুন মোহন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের পাশের গ্রামে খাঁন বাড়ির প্রবাসী সেলিম খানের ছোট মেয়ে তানজিনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর সৌদি আরবে গেলেও গত দেড় বছর পূর্বে আল মামুন মোহন দেশে ফেরত এসে কর্মহীন হযে পড়ে। বউ ও শাশুরির কাছ থেকে প্রায় সময় টাকা নিয়ে খরছ করতো। ১৩ মে বুধবার বিকালে সে তার নিজ বাড়ি রায়পুর থেকে শশুড় বাড়ি ফরিদগেঞ্জর গৃদকালিন্দিয়া আসে। ইফতারের পুর্বে মূর্হূতে স্ত্রী তানজিনা আক্তার রিতুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রিতুকে উপর্যুপরি ছুরিকাহত করে। মেয়ের আত্মচিৎকারে মা পারভীন আক্তার এগিয়ে গেলে তাকেও ছুরিকাহত করে মোহন।

    এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন টের পেয়ে মোহনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রক্তাক্তজখম রিতুকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    নিহত রিতুর মামী তাছলিমা বেগম জানায়, সৌদি আরব থেকে মোহন চলে আসার পর বেকার অবস্থায় ছিল। বিয়ের সময় রিতুকে দেয়া স্বর্ণালংকার সবকিছু বিক্রি করে ফেলে সে। এছাড়া বাড়িতে বসবাস করার জন্য কোন ব্যবস্থা না থাকায় রিতু স্বামীর বাড়িতে যেতে চাইতো না। সে বাপের বাড়ি থেকেই পড়ালেখা করতো। এই নিয়ে মোহন স্ত্রীকে সন্দেহ করতো যে, সে পরকিয়ায় আসক্ত। এসব বিষয় নিয়ে দ্বন্ধের জের ধরে রিতুকে হত্যা করে এবং তার মা ও ভাইকেও কুপিয়ে আহত করে মোহন।

    এদিকে, ঘাতক মোহন ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে আটক অবস্থায় জানিয়েছেন, তার স্ত্রী পরকিয়ায় লিপ্ত। তার প্রবাস থেকে পাঠানো সকল অর্থ তারা আত্মসাৎ করেছে। তাকে পাত্তা দিতো না। এতে ক্ষিপ্ত হয়ে সে ছুরিকাহত করেছে।

    এঘটনায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব সাংবাদিকদের জানান, রিতুর মৃত দেহের ময়না তদন্ত সম্পন্নের পর শাশুড়ির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। নিহত রিতুর চাচা লিয়াকত খান বাদী হয়ে বৃহষ্পতিবার সকালে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর