নীলফামারী জেলা প্রতিনিধি ॥ সৈয়দপুরে স্কাউটস এর জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিপি দিবস পালন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) পূবালী স্কাউট্স বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এ দিবসটি পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের রেলওয়ে মাঠ সংলগ্ন ক্লাবের অফিস চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকালে একই স্থানে বিপি’র জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ‘সুখ লাভের প্রকত পন্থা, অপরকে সুখী করা” স্কাউট্স এর মূলমন্ত্র বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন পূবালী স্কাউট্স বিজ্ঞান ক্লাবের সভাপতি সাবেক মেয়র আকতার হোসেন বাদল, সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সেক্রেটারী এস কে কাইয়ুম, সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বুলবুল, কোষাধ্যক্ষ এরশাদ হোসেন পাপ্পু, সদস্য মাসুদ রানা, খান বাবু, রাশেদুল ইসলাম জাস্টিস, কুতুব উদ্দিন আলো, রিফাত, ইউনুস, আরাফাত রেজভী প্রমুখ।