Tag: লর্ড ব্যাডেন পাওয়েল

  • সৈয়দপুরে স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন

    সৈয়দপুরে স্কাউটস এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ সৈয়দপুরে স্কাউটস এর জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিপি দিবস পালন করা হয়েছে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) পূবালী স্কাউট্স বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এ দিবসটি পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সকালে শহরের রেলওয়ে মাঠ সংলগ্ন ক্লাবের অফিস চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    বিকালে একই স্থানে বিপি’র জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ‘সুখ লাভের প্রকত পন্থা, অপরকে সুখী করা” স্কাউট্স এর মূলমন্ত্র বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন পূবালী স্কাউট্স বিজ্ঞান ক্লাবের সভাপতি সাবেক মেয়র আকতার হোসেন বাদল, সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সেক্রেটারী এস কে কাইয়ুম, সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বুলবুল, কোষাধ্যক্ষ এরশাদ হোসেন পাপ্পু, সদস্য মাসুদ রানা, খান বাবু, রাশেদুল ইসলাম জাস্টিস, কুতুব উদ্দিন আলো, রিফাত, ইউনুস, আরাফাত রেজভী প্রমুখ।

  • রোভার স্কাউটের উদ্যোগে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উৎযাপন

    রোভার স্কাউটের উদ্যোগে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উৎযাপন

    কুবি প্রতিনিধি: রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মদিন আজ।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটরা তার জন্মদিনে কেক কেটে উদযাপন করে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ আয়োজন করা হয়।

    এসময় সিনিয়র রোভার মেট আনোয়ার হোসাইন বলেন, স্কাউটের যে তিনটি আইন আছে সেগুলো মেনে আমাদের জীবন পরিচালনা করা উচিত। আমরা প্রত্যেকে এ আইনগুলো মেনে চলবো।

    বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং রোভার স্কাউটের আরএসএল (রোভার স্কাউট লিডার) জিয়া উদ্দিন বলেন, লর্ড ব্যাডেন পাওয়েলের চিন্তাভাবনাকে ভিত্তি করে আমরা রোভার স্কাউটকে সাজানোর পরিকল্পনা করছি। তিনি নিজেকে যেভাবে সুনাগরিক হিসেবে তৈরি করতে বলেছেন আমাদের সেভাবে চলতে হবে। মোটকথা, তার মত অনুযায়ী আমাদের চলতে হবে।

    সেবাকে মূলমন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট।