Tag: লাইনচ্যুত

  • উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন (ভিডিও)

    উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন (ভিডিও)

    ২৪ ঘন্টা জাতীয় ডেস্ক : ব্রাহ্মনবাড়ীয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস ট্রেন। 

    আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

    এ ঘটনায় ট্রেনের লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টার আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনায় পতিত হয়ে কাত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ট্রেনটির ইঞ্জিন ও এসি বগিতে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে রওনা দিয়েছে।

    সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

    স্থানীয় সূত্রে জানা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এসিসহ দুইটি বগিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

    দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

     

  • মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    মহুয়া এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার সিগন্যালের কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

    মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি থানার ওসি মোশারফ হোসেন।

    তিনি জানান, রাত ৯টার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ফাতেমা নগর স্টেশনে পৌঁছার ২০০ মিটার আগে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় একই সঙ্গে পেছনে থাকা পাঁচটি বগিও লাইনচ্যুত হয়।

    এ ঘটনায় কোনও হতাহত নাই দাবি করে ওসি মোশারফ আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফাতেমা নগর স্টেশনে আটকা পড়ে আছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে বলেও জানান তিনি।