Tag: লামায়

  • লামায় চিরকুট দিয়ে চাঁদা দাবী: শিক্ষকের বসতঘরে সন্ত্রাসীদের আগুন

    লামায় চিরকুট দিয়ে চাঁদা দাবী: শিক্ষকের বসতঘরে সন্ত্রাসীদের আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : বেঁধে দেয়া সময়ের মধ্যে চাঁদা না দেয়ায় বান্দরবানের লামা উপজেলায় মো. খালেকুজ্জামান নামের এক প্রধান শিক্ষকের বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের হাফেজ পাড়ায় এ ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত খালেকুজ্জামান হাফেজ পাড়ার বাসিন্দা আবদুল লতিফের ছেলে ও মাতামুহুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগুনে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

    এ ঘটনার পর হাফেজ পাড়া ও মাস্টার পাড়াসহ তিন গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। রাত জেগে বাড়ি ঘর পাহারা দিচ্ছে এলাকাবাসী।

    রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানায়, স্থানীয় মাস্টার পাড়ার বাসিন্দা পাইংশৈ প্রু মার্মার ছেলে ছিং ছিং মার্মার নেতৃত্বে এসব সন্ত্রাসী কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    ইউনিয়ন পরিষদ সদস্য, হেডম্যান, কারবারীদের নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।এদিকে ক্ষতিগ্রস্থ বসতগর পরিদর্শন করেন উপজেলা চয়োরম্যান,পৌর মেয়র।

    সন্ত্রাসীদের দেয়া আগুনে বসতঘর ছাই হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল হক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

  • লামায় পরকিয়া সন্দেহে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু : আহত ২,স্বামী আটক

    লামায় পরকিয়া সন্দেহে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু : আহত ২,স্বামী আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : পরকীয়ার সন্দেহে বান্দরবানের লামা উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।

    সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে ও দুই সন্তানের জননী।

    এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- তেলুনিয়া পাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও মৃত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর ঘাতক মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ।

    পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নজির আহমদের ছেলে মো. জাকির হোসেন একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। পর পুরুষের সাথে শাহিনা আক্তারের পরকীয়া সম্পর্ক আছে; এমন সন্দেহ করে আসছে স্বামী জাকির হোসেন।

    এর জের ধরে রবিবার দিনগত রাতের কোন এক সময় শাহিনা আক্তার ও স্বামী জাকির হোসেনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করেন জাকির হোসেন।

    স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম মজুমদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

    ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক মো. জাকির হোসেনকে আটক করা হয়।

  • লামায় স্যাপলিং প্রকল্পের বিনামুল্যে টিকা পেল ৫শ গবাদি পশু

    লামায় স্যাপলিং প্রকল্পের বিনামুল্যে টিকা পেল ৫শ গবাদি পশু

    লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৫শ গবাদি পশুকে বিনামুল্যে টিকা প্রদান করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর ও বেসরকারী সংস্থা স্যাপলিং প্রকল্প।

    উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাও পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকল্পের সুবিধা ভোগীদের গবাদি পশুকে এ টিকা প্রদান করা হয়।

    উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা উশে মার্মা মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের ৪শ গরু ও ১শ ছাগলকে টিকা প্রদান করেন।

    এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল উদ্দিন, স্যাপলিং প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মো. শরীফ, সুপার ভাইজার উসাইমং, মাঠ সহায়ক বাবু মং মার্মা, কমিউনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার্স জমাইতি ত্রিপুরা, মাওয়াং চাক ও সেলিনা বেগম উপস্থিত ছিলেন।

    স্থানীয় বেসরকারী সংস্থা তাজিংডং এ কর্মসূচী বাস্তবায়ন করে বলে জানা গেছে।

  • লামায় গভীর রাতে ইয়াবাসহ আটক ১

    লামায় গভীর রাতে ইয়াবাসহ আটক ১

    লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ব্রিজের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

    রাজু ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জাফরাবাদ ইউনিয়নের জঙ্গল ছলিমপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে।

    সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজু ইসলাম ইয়াংছা ব্রীজ এলাকায় ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবদুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে জিঙ্গাসাবাদ করেন। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ।

    ইয়াবাসহ রাজু ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

    লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

    লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে মো. রাজন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

    শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মো. রাজন ঢাকা কেরানী গঞ্জের দক্ষিণ কুন্ডা ইউনিয়নের দক্ষিণ কেরাণীগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুল খালেকের ছেলে।

    সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি টমটম গাড়ি শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের পাঁচ মাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    টমটম গাড়ি উল্টে এক যুবক নিহত ও দুই যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

  • লামায় মাদ্রাসা শিক্ষকের পিটুনীতে অজ্ঞান ছাত্রী : অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি

    লামায় মাদ্রাসা শিক্ষকের পিটুনীতে অজ্ঞান ছাত্রী : অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি

    লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় মাদ্রাসা শিক্ষক ও তার পরিবারের সদস্যের হাতে এক গরীব অসহায় মাদ্রাসা ছাত্রী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ছাত্রীসহ তার মা একদিনের মধ্যে লামা ছেড়ে না গেলে প্রাণ নাশের হুমকিও দেন ওই শিক্ষক।

    আক্রান্ত ছাত্রী সুমাইয়া জাহান তুষা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের সুরাজপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে ও লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।

    এ ঘটনায় ছাত্রীর মা সুমী আক্তার বাদী হয়ে মারধর ও প্রাণ নাশের হুমকির বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মো. তমিজ উদ্দিন।

    শিক্ষকের এমন জ্ঞানহীন কর্মকান্ডের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। তবে শিক্ষক মো. তমিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ মাত্র। শুধুমাত্র আমি তুষাকে তার আচরণগত কারণে দু একটি চড় তাপ্পড় মেরেছি। জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মো. জাফর উল্ল্যাহ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

    অভিযোগে প্রকাশ, বেশ কয়েক বছর আগে সুমী আক্তারের স্বামী নুর মোহাম্মদ মারা যান। দিন মজুরের কাজ করে ছেলে মেয়েদের ভরণ পোষন ও লেখা পড়ার খরচ চালানো তার পক্ষে কষ্ট সাধ্য হয়ে পড়ে।বিধায় তিন বছর আগে মেয়ে সুমাইয়া জাহান তুষাকে লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক তমিজ উদ্দিনের বমুবিলছড়িস্থ বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেন।

    শর্ত ছিল কাজের বিনিময়ে তুষাকে পড়ালেখা করাবেন, কোন টাকা পয়সা দিতে হবেনা। তিন বছর যাবত শিক্ষকের বাসায় কাজ করার পাশাপাশি পড়ালেখা চালিয়ে আসছিল তুষা। গত মঙ্গলবার সকালে হঠাৎ করে শিক্ষক তমিজ উদ্দিন ছাত্রীর মা সুমী আক্তারকে ফোন করে বলেন, তুষাকে নিয়ে যাওয়ার জন্য। তাকে আর রাখবেন না।

    গরীব বিধায়, কোন কথা না বলে তুষাকে শিক্ষকের বাসা থেকে নিয়ে যান এবং মাদ্রাসার অধ্যক্ষ মো. জাফর উল্লাহর বাড়ীতে অবস্থান করে অন্তত বার্ষিক পরীক্ষাটি দেওয়ার ব্যবস্থা করেন মা সুমী আক্তার।

    কিন্তু আত্মীয়তার সুবাধে তমিজ উদ্দিন, তমিজ উদ্দিনের স্ত্রী ও মেয়ে একই দিন সন্ধ্যা ৭টার দিকে অধ্যক্ষের বাড়িতে বেড়াতে যান। সেখানে তুষাকে দেখা মাত্র কোন ধরণের কথা ছাড়াই ক্ষিপ্ত হয়ে প্রথমে তমিজ উদ্দিনের স্ত্রী ও মেয়ে মিলে তুষাকে বেধম মারধর শুরু করেন। এরপর শিক্ষক তমিজ উদ্দিনও মারধর করলে তুষা অজ্ঞান হয়ে পড়েন। পরে অধ্যক্ষ জাফর উল্লাহর স্ত্রী ও মেয়েরা তুষাকে উদ্ধার করে চিকিৎসা করায়।

    এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অভিভাবক বলেন, একজন মাদ্রাসা শিক্ষক হয়ে এভাবে ছাত্রীকে মারধর করা খুবই অমানবিক হয়েছে। ওই শিক্ষকের কাছে কোন শিক্ষার্থীই নিরাপদ নয়।

    এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শিক্ষক কর্তৃক ছাত্রীকে মারধরের অভিযোগ পেয়ে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বিষয়টি মিমাংসা করা হয়েছে।

  • লামায় চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই : দুই ঘাতক আটক

    লামায় চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই : দুই ঘাতক আটক

    বান্দরানের লামা উপজেলায় এক চালককে খুন করে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় দুই ঘাতককে আটক করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উপজেলার লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকার রহিম কন্ট্রাকটরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন (২২) লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা তফজল হোসেন তবুর ছেলে।

    এ ঘটনায় আটকরা হলো- লামা সদর ইউনিয়নের বৈল্লারচর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল হোসেন (২০) ও রুপসীপাড়া ইউনিয়নের হ্লাচাই পাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে মো. নুর হোসেন (১৯)।

    স্থানীয সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বেলাল হোসেন ও নুর হোসেন যাত্রী সেজে বান্দরবান জেলার মাঝেরপাড়া যাওয়ার নাম করে লামা বাজার থেকে আকরাম হোসেনের মোটর সাইকেল ভাড়া করে।

    মোটর সাইকেলটি সড়কের রহিম কন্ট্রাক্টরের বাগানের পাশে গেলে দুই যাত্রী সংঘদ্ধ হয়ে খুর দিয়ে আকরাম হোসেনের গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই চালক আকরামের মৃত্যু হয়।

    পরে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় সড়কের পথচারীরা ঘটনাটি দেখে স্থানীয় ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জকে জানায়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটর সাইকেলসহ দুই ঘাতককে আটক করেন পুলিশ।

    ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চালক আকরাম হোসেনকে খুন করে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় দুই জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

    লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

    বান্দরবানের লামায় কদবানু বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সরই ইউনিয়নের ডিগ্রিখোলাস্থ নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    কদবানু বেগম ডিগ্রিখোলা গ্রামের বাসিন্দা মৃত সামছুল হকের মেয়ে। এ ঘটনায় স্বামী কামাল হোসেনকে আটক করেছে পুলিশ।

    নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করে জানায়, কামাল হোসেন সম্প্রতি বাড়ীর পাশে একটি মুরগি খামার গড়ে তুলেন। শ্রমিকের কাজ করতে যাওয়ায় শুক্রবার স্ত্রী কদবানু বেগম প্রতিদিনের মত খামারের মুরগিকে খাবার দিতে পারেনি। কাজ শেষে বাড়িতে ফিরলে স্ত্রী ও স্বামীর মধ্যে এ নিয়ে ঝগড়া হয়।

    এক পর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধম মারধর করলে কদবানু মারা যান। পরে লাশ ঘরের বিমের সাথে ঝুঁলিয়ে রাখা হয়। তবে স্বামী কামাল হোসেনের দাবী, ঝগড়ার জের ধরে কদবানু বেগম রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

    এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গৃহবধূ কদবানুর লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। একই সময় স্বামী কামাল হোসেনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লামায় জীপ গাড়ির ধাক্কায় হতাহত ৩

    লামায় জীপ গাড়ির ধাক্কায় হতাহত ৩

    বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি জীপ গাড়ির ধাক্কায় মো. জোবায়ের (২৮) নামের এক মোটর সাইকেল যাত্রীর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

    উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজু পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার সিকদার পাড়ার বাসিন্দা মৃত মন্নাফের ছেলে।

    সূত্র জানায়, জোবায়েরসহ জমির হোসেন ও দেলোয়ার হোসেন একটি মোটর সাইকেল যোগে রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া থেকে আমতলী এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়ার জীপ গাড়ি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটর সাইকেল যাত্রী জোবায়ের নিহত হন এবং অপর দুই জন গুরুতর আহত হন।

    স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর জীপ চালক ও সহকারী পালিয়ে যায়। পরে ঘাতক জীপ গাড়িকে আটক করে পুলিশ।

    জীপ গাড়ির ধাক্কায় একজন নিহত ও দুই জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাসেম আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লামায় চোলাই মদসহ তিনজন আটক

    লামায় চোলাই মদসহ তিনজন আটক

    পাচারের সময় বান্দরবানের লামা উপজেলা থেকে চোলাই মদ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা শহরের লাইনঝিরি এলাকা থেকে শনিবার দুপুরে তাদেরকে আটক করে ট্রাফিক পুলিশ।

    আটকরা হলো-কক্সবাজার পৌরসভা এলাকার মোস্তাক পাড়ার বাসিন্দা মাহাদুর রহমানের স্ত্রী শাহানা বেগম (৩০), সাইদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫) ও মহেশখালী উপজেলার নতুন পাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০)।

    সূত্র জানায়, স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ সংগ্রহ করে শনিবার দুপুর ২টার দিকে পাশের চকরিয়া উপজেলায় নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চকরিয়াগামী দুটি যাত্রীবাহি জীপ গাড়িতে তল্লাশি চালায়।

    এ সময় পলিথিন ভর্তি ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ পাচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন জনকে আটক করে পুলিশ।

    লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • প্রেমিকের সাথে বিয়ে দিতে নারাজ পরিবার,প্রেমিকার আত্মহত্যা

    প্রেমিকের সাথে বিয়ে দিতে নারাজ পরিবার,প্রেমিকার আত্মহত্যা

    বান্দরবানের আলীকদম উপজেলায় মুবিনা আক্তার নয়ন (১৬) নামের এক তরুনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

    প্রেমিকের সাথে বিয়ে দিতে অমত করায় মা বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

    উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকার আজিজ কোম্পানীর তামাক ক্রয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। মুবিনা আক্তার নয়ন রেপারপাড়া এলাকার আমির হোসেন সর্দার পাড়ার বানিন্দা এনাম উদ্দিনের মেয়ে।

    সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মুবিনা আক্তার নয়ন ও একই এলাকার রহিম উদ্দিনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি প্রেমের টানে উভয়ে অজানার উদ্দেশ্যে পাড়িও জমায়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকরা তাদেরকে ফিরিয়ে আনেন।

    একপর্যায়ে প্রেমিক রহিম উদ্দিন বিবাহিত জানার পর নয়নের মা বাবা বিয়েতে অমত করেন। এর জের ধরে মা বাবার সাথে অভিমান করে রবিবার দিনগত রাত ১১টার দিকে মুবিনা আক্তার নয়ন ঘরের ভিমের সাথে গলায় ফাঁস দেন। পরে ঘরের ভিতরে মুবিনা আক্তার নয়নের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।