২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসদরে সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে বাড়িতে টাঙানো হচ্ছে লাল পতাকা।
করোনা মোকাবেলায় আজ ২৫ মার্চ বুধবার দুপুর থেকে পতাকা লাগানোর কাজে নিয়োজিত রয়েছে পৌরসভার স্ব স্ব কাউন্সিলরের নেতৃত্বে গঠিত সেচ্চাসেবক দল ও গ্রাম পুলিশের সদস্যরা।
দুপুরে পৌরসভা ৪নং ওয়ার্ড কমিশনার মুহাম্মদ নাজিম উদ্দীনের নেতৃত্বে গঠিত সেচ্চাসেবকদের নিয়ে লাল পতাকা টাঙ্গানো হয়। মানুষকে সচেতন ও সতর্ক করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড কমিশনার নাজিম উদ্দীন ছিদ্দীকি।
এসময় তিনি আরো বলেন, স্থানীয় লোকজন যেন জানতে পারেন যে এ বাড়িতে বিদেশ ফেরত প্রবাসী রয়েছেন সেই জন্যই এই ব্যবস্থা। এতে সাধারণ মানুষের সতর্কতা অবলম্বন করে চলতে সুবিধা হবে।
২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি